মোরিস আলে: ফরাসি অর্থনীতিবিদ

মোরিস ফেলিক্স শার্ল আলে (ফরাসি: Maurice Félix Charles Allais; ৩১শে মে, ১৯১১ - ৯ই অক্টোবর, ২০১০) একজন ফরাসি পদার্থবিজ্ঞানী এবং অর্থনীতিবিদ। অর্থশাস্ত্রের নব্যধ্রুপদী সংশ্লেষণে বাজার তত্ত্ব এবং সম্পদের দক্ষ ব্যবহারে অগ্রণী অবদানের জন্য তিনি ১৯৮৮ সালে অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার লাভ করেন। তার আগে জন হিকস (মূল্য ও মূলধন, ১৯৩৯) এবং পল স্যামুয়েলসনও (অর্থনৈতিক বিশ্লেষণের ভিত্তি, ১৯৪৭) এ বিষয়ে অবদান রাখার জন্য নোবেল পুরস্কার পান। এই তিন অর্থনীতিবিদ বাজারের আত্ম-নিয়ন্ত্রণের ব্যাপারটিকে সূত্রবদ্ধ করেন। ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস এই সূত্রায়ন খণ্ডন করলেও আলে-র কিছু কিছু ধারণার পুনরাবৃত্তি করেছিলেন।

মোরিস আলে
মোরিস আলে: অর্থনীতিবিদ, পদার্থবিজ্ঞান, তথ্যসূত্র
মোরিস আলে
জন্ম(১৯১১-০৫-৩১)৩১ মে ১৯১১
মৃত্যু৯ অক্টোবর ২০১০(2010-10-09) (বয়স ৯৯)
সাঁ-ক্লু, প্যারিস, ফ্রান্স
জাতীয়তাফরাসি
কাজের ক্ষেত্রব্যষ্টিক অর্থনীতি
আচরণিক অর্থনীতি
ঘরানা/গোষ্ঠী/ঐতিহ্যওয়ালরাসীয় অর্থনীতি
শিক্ষায়তনএকল পোলিতেকনিক
একোল নাসিওনাল সুপেরিয়র দে মিন দ্য পারি
প্যারিস বিশ্ববিদ্যালয়
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেনলেওঁ ওয়ালরাস
আরভিং ফিশার
ভিলফ্রেদো পারেতো
পুরস্কারঅর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার (১৯৮৮)
Information at IDEAS / RePEc

ফ্রান্সের রাজধানী প্যারিসে জন্মগ্রহণকারী মোরিস আলে শৈশবে লিসে লাকানাল বিদ্যালয়ে পড়াশোনা করে প্যারিসের একল পোলিতেকনিক বিশ্ববিদ্যালয় থেকে থেকে স্নাতক শিক্ষাক্রম সম্পন্ন করেন এবং এরপর প্যারিসের একল নাসিওনাল সুপেরিয়র দে মিন-এ অধ্যয়ন করেন। তাঁর উচ্চশিক্ষায়তনিক এবং অন্যান্য পদের মধ্যে রয়েছে একল নাসিওনাল সুপেরিয়র দে মিন দ্য পারি-তে অর্থনীতি বিভাগের অধ্যাপক (১৯৪৪ সাল থেকে) এবং এর অর্থনৈতিক বিশ্লেষণ কেন্দ্রের পরিচালক (১৯৪৬ সাল থেকে)। ১৯৪৯ সালে তিনি প্যারিস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ থেকে ডক্টর-প্রকৌশলী উপাধি লাভ করেন। তিনি প্যারিস এক্স-নঁতের বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতার পদেও অধিষ্ঠিত ছিলেন। গবেষক জীবনের প্রথম দিকে তিনি কংক্রিটের বিজ্ঞান এবং মৌলিক পদার্থবিদ্যার পরীক্ষা-নিরীক্ষার প্রতি আকৃষ্ট হন, যেগুলির উপর তিনি বহুসংখ্যক গবেষণাকর্ম প্রকাশ করেছেন। এগুলির মধ্যে দোলকের দোলন এবং মহাকর্ষ সূত্রের উপর করা গবেষণাকর্মগুলি বিশেষভাবে উল্লেখ্য। ১৯৩৩ সালে অর্থনৈতিক মহামন্দার (গ্রেট ডিপ্রেশন) সময় মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের পর তিনি অর্থনীতি বিষয়ে কাজ করার সিদ্ধান্ত নেন। আলে ৯৯ বছর বয়সে প্যারিসের কাছে সেন্ট-ক্লাউডে তার নিজ বাড়িতে মারা যান

ফরাসি অর্থনীতিবিদ লেওঁ ওয়ালরাস, ইতালীয় অর্থনীতিবিদ ভিলফ্রেদো পারেতো ও মার্কিন অর্থনীতিবিদ আরভিং ফিশার আলে-র মূল অনুপ্রেরণা ছিলেন। তিনি তার গবেষণাকর্মগুলি ইংরেজি ভাষায় লিখতে বা অনুবাদ করতে অনিচ্ছুক ছিলেন। এই কারণে তার অনেক বড় বড় অবদান মূলধারার অর্থনীতিবিদ সম্প্রদায়ের কাছে তখনই পরিচিত হয়ে ওঠে, যখন সেগুলি ইংরেজিভাষী অর্থনীতিবিদদের দ্বারা স্বাধীনভাবে পুনরাবিষ্কৃত হয় বা জনপ্রিয় হয়। একই সময়ে তিনি কেইনসের উদারনীতিবাদের পক্ষ নেন এবং একটি গুরুত্বপূর্ণ সরকারি খাতের উপস্থিতির পক্ষে নিজের অবস্থান ঘোষণা করেন। আলে মোঁ পেলরাঁ বিদ্বানসমাজের উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন, কিন্তু সম্পত্তির অধিকারের বিস্তার নিয়ে মতবিরোধের কারণে বিদ্বানসমাজটির লক্ষ্য বিষয়ক বিবৃতিটিতে স্বাক্ষরদানে অস্বীকার করেছিলেন; উপস্থিতদের মধ্যে তিনিই ছিলেন একমাত্র ব্যক্তি যিনি স্বাক্ষর করতে অস্বীকার করেছিলেন। যুদ্ধের শেষে তিনি জেরার দ্যব্রো, জাক ল্যজুর্ন, এদমোঁ মালাঁভো ও মার্সেল বোয়াতো-র মতো ফরাসি অর্থনীতিবিদদের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিলেন।

পল স্যামুয়েলসনের ভাষ্যে "আলে-র প্রথম দিকের লেখাগুলি যদি ইংরেজিতে রচিত হত, তাহলে অর্থনৈতিক তত্ত্বের একটি প্রজন্ম ভিন্ন গতিপথ গ্রহণ করত"। তাঁর মতে আলে-কে নোবেল পুরস্কার আরও অনেক আগেই দেওয়া উচিত ছিল। নির্বাচক কমিটির চেয়ারম্যান আসার লিন্ডবেক আলে "অর্থনৈতিক বিশ্লেষণের জগতে একটি দৈত্য" হিসাবে বিবেচনা করেছিলেন।

অর্থনীতিবিদ

আলে বেশ কয়েকটি তাত্ত্বিক এবং ফলিত অর্থনীতি বিষয়ক গবেষণাকর্মের লেখক। তার গবেষণাকর্মগুলি কেন্দ্রে রয়েছে গাণিতিক অর্থনীতির বিকাশ, বিশেষ করে সাধারণ ভারসাম্য তত্ত্ব, মূলধন তত্ত্ব, সিদ্ধান্ত তত্ত্ব এবং মুদ্রানীতির মতো ক্ষেত্রগুলিতে। এছাড়াও তিনি কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা এবং জনসেবার মূল্য নির্ধারণের মতো বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী অর্থনীতিবিদ ছিলেন।

উদারনীতি ও সমাজতন্ত্র

যদিও মোরিস আলে মোঁ পেলরাঁ বিদ্বানসমাজে অংশগ্রহণ করেছিলেন তবে তিনি উদারতাবাদ এবং সমাজতন্ত্রের মধ্যে একটি সম্পর্কের বিষয়ে নিশ্চিত ছিলেন এবং বলেছিলেন: "'সত্যিকারের উদারপন্থীদের জন্য, প্রকৃত সমাজতন্ত্রের জন্য, উৎপাদনের উপায়গুলো ব্যক্তিগতভাবে বা সম্মিলিতভাবে মালিকানাধীন কিনা তা সামান্যই গুরুত্বপূর্ণ, তাই যতক্ষণ তারা প্রয়োজনীয় লক্ষ্যগুলো যেমন দক্ষতা এবং ন্যায়বিচার অনুসরণ করে ততক্ষণ তা অর্জিত হয়।" তিনি "প্রতিযোগিতামূলক পরিকল্পনা"কে "উদারনীতি ও সমাজতন্ত্রের সম্ভাব্য সংশ্লেষণ" হিসাবে সমর্থন করেছিলেন। ১৯৫৯ সালে, তিনি এবং জ্যাক রুয়েফের মতো মোঁ পেলরাঁ বিদ্বানসমাজের অন্যান্য ফরাসি সদস্যরা মুভমঁ পুর উ্যন সোসোসিয়েতে লিব্র নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, যেটি এমন একটি সামাজিক উদারনীতিবাদের কথা বলেছিল যা "বেয়নেড লেসে-ফেয়ার " এবং সমাজতন্ত্রের বাইরে।

পদার্থবিজ্ঞান

অর্থনীতিতে কর্মজীবনের পাশাপাশি আলে ১৯৫২ থেকে ১৯৬০ সালের মধ্যে পদার্থবিজ্ঞানের মহাকর্ষ, বিশেষ আপেক্ষিকতা এবং তড়িৎচুম্বকত্ব ক্ষেত্রগুলিতে একাধিক পরীক্ষা-নিরীক্ষা করেন, যার উদ্দেশ্য ছিল ঐ ক্ষেত্রগুলির মধ্যে সম্ভাব্য সম্পর্ক অনুসন্ধান করা। তিনি তিনটি ক্রিয়া নিয়ে প্রতিবেদন লেখেন, যেগুলি নিম্নরূপ:

  1. অধিশঙ্কু দোলকের (প্যারাকোনিকাল পেন্ডুলাম) দোলন-তলের কৌণিক বেগের একটি অপ্রত্যাশিত অস্বাভাবিক ক্রিয়া, যা ১৯৫৪ এবং ১৯৫৯ সালে দুইটি আংশিক সূর্যগ্রহণের সময় শনাক্ত করা হয়েছিল। দাবিকৃত ক্রিয়াটিকে বর্তমানে আলে ক্রিয়া নামে ডাকা হয়।
  2. একটি ২৩ ঘন্টা ৫৬ মিনিটের নাক্ষত্রিক আহ্নিক পর্যাবৃত্তি এবং ২৪ ঘন্টা ৫০ মিনিটের জোয়ার-ভাটার পর্যাবৃত্তির প্রেক্ষিতে অধিশঙ্কু দোলকের দোলনে অস্বাভাবিক অনিয়মসমূহ।
  3. একই চান্দ্রসৌর পর্যাবৃত্তিসমূহের জন্য আলোকীয় থিওডোলাইট নামক পরিমাপযন্ত্রের পরিমাপগুলিতে অস্বাভাবিক অনিয়মসমূহ।

পরবর্তী বছরগুলিতে আলে-র দাবিকৃত ফলাফলগুলি যাচাই করার জন্য বিশ্বব্যাপী বিজ্ঞানীরা অনেকগুলি দোলক পরীক্ষা সম্পাদন করেন, তবে এগুলির ফলাফলগুলি মিশ্র ছিল।

তথ্যসূত্র

Tags:

মোরিস আলে অর্থনীতিবিদমোরিস আলে পদার্থবিজ্ঞানমোরিস আলে তথ্যসূত্রমোরিস আলেঅর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কারঅর্থনীতিবিদজন মেনার্ড কেইনসজন হিকসপদার্থবিজ্ঞানীপল স্যামুয়েলসনফরাসি ভাষা

🔥 Trending searches on Wiki বাংলা:

২০২৩ ক্রিকেট বিশ্বকাপশেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডসানি লিওনকুলম্বের সূত্রসূরা কাহফতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ইসলামব্র্যাককপালকুণ্ডলাদাজ্জালজাযাকাল্লাহমহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাখুলনা বিভাগকাজী নজরুল ইসলামপৃথিবীআর্জেন্টিনাস্বামী স্মরণানন্দকুরআনলগইনবিশ্ব ব্যাংকরবীন্দ্রনাথ ঠাকুরযোনি পিচ্ছিলকারকতিলক বর্মা২০২৩–২৪ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগমদিনালোটে শেরিংঅভিষেক শর্মা (পাঞ্জাবের ক্রিকেটার)দোয়া কুনুতইস্তেখারার নামাজট্রাভিস হেডমাহিয়া মাহিশিশ্ন বর্ধনদ্বিতীয় বিশ্বযুদ্ধভারতের রাষ্ট্রপতিবাংলাদেশ জাতীয় ফুটবল দলবাংলা একাডেমিযক্ষ্মাগোত্র (হিন্দুধর্ম)পাবনা জেলাতাকওয়াইসরায়েলহস্তমৈথুনসন্ধিদিনাজপুর জেলাতেজস্ক্রিয়তামুহাম্মদ ইউনূসনরেন্দ্র মোদীঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনমহাসাগরভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহসমাজবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেক্টরসমূহমুহাম্মাদের বংশধারাঢাকা বিশ্ববিদ্যালয়বিবিসি বাংলাপহেলা বৈশাখবাঙালি সংস্কৃতিসোনাষাট গম্বুজ মসজিদনিরাপদ যৌনতাদ্বিতীয় মুরাদচৈতন্য মহাপ্রভুচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়রাজশাহীবেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশভাইরাসবাংলাদেশের জাতীয় পতাকাবাংলাদেশের স্বাধীনতা দিবসযৌনসঙ্গমবঙ্গভঙ্গ (১৯০৫)ভারত২০২৪ কোপা আমেরিকাকুরআনের ইতিহাসচতুর্থ শিল্প বিপ্লবআন্তর্জাতিক মাতৃভাষা দিবসঢাকা বিভাগকুড়িগ্রাম জেলাইউটিউবশব্দ (ব্যাকরণ)🡆 More