মাক্সিমিলিয়ানো মেজা

মাক্সিমিলিয়ানো এদুয়ার্দো মেজা (জন্ম: ১৫ জানুয়ারি ১৯৯২) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবলার, যিনি আর্জেন্টিনীয় ক্লাব ইন্দেপেন্দিয়েন্তে এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

মাক্সিমিলিয়ানো মেজা
মাক্সিমিলিয়ানো মেজা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মাক্সিমিলিয়ানো এদুয়ার্দো মেজা
জন্ম (1992-01-15) ১৫ জানুয়ারি ১৯৯২ (বয়স ৩২)
জন্ম স্থান জেনারেল পাজ, আর্জেন্টিনা
উচ্চতা ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ইন্দেপেন্দিয়েন্তে
জার্সি নম্বর
যুব পর্যায়
হিমনাসিয়া ই এসগ্রিমা
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১২–২০১৬ হিমনাসিয়া ই এসগ্রিমা ১০০ (১২)
২০১৬– ইন্দেপেন্দিয়েন্তে ৪৪ (৫)
জাতীয় দল
২০১৮– আর্জেন্টিনা (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২১ মে ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২১ মে ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

ক্যারিয়ার

ক্লাব

মেজা আর্জেন্টিনীয় ক্লাব হিমনাসিয়া ই এসগ্রিমার যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল জগতে পদার্পণ করেন। পরবর্তীতে ২০১২ সালে, প্রথমবারের মতো তিনি হিমনাসিয়া ই এসগ্রিমার জ্যেষ্ঠ দলে ডাক পান এবং পরবর্তীতে একই বছরের ১০ই ডিসেম্বর তারিখে, প্রিমেরা বি নাসিওনালে দেপোর্তিভো মের্লোর বিরুদ্ধে খেলার মাধ্যমে তিনি ক্লাবটির হয়ে অভিষেক করেন। তিনি ২০১২–১৩ মৌসুমে প্রিমেরা বি নাসিওনালে ১৪টি লীগ ম্যাচ খেলেছিলেন, যেখানে হিমনাসিয়া ই এসগ্রিমা উচ্চস্তরের লীগে উন্নীত হয়। এর পরবর্তী মৌসুমে, তিনি ক্লাবের একজন নিয়মিত খেলোয়াড়ে পরিণত হন। তিনি উক্ত মৌসুমে ৩৬টি ম্যাচ খেলেছেন যেখানে তিনি ৫টি গোল করেন; এটি ছিল তার করা প্রথম ৫ গোল। এর পরবর্তী ৩ মৌসুমে তিনি ৫৩টি ম্যাচ খেলেছেন যেখানে তিনি ৭টি গোল করেন।

২০১৬ সালের ১৮ই সেপ্টেম্বর তারিখে, হিমনাসিয়া ই এসগ্রিমার হয়ে ১০০টি লীগ ম্যাচ খেলার এক সপ্তাহ পর, তিনি হিমনাসিয়া ই এসগ্রিমা ছেড়ে আর্জেন্টাইন প্রিমেরা দিভিসিওনের ক্লাব ইন্দেপেন্দিয়েন্তে যোগদান করেন। তিনি.২০১৬ সালের ২২ সেপ্টেম্বর তারিখে, ২০১৬ কোপা সুদামেরিকানার ১৬ পর্বের রাউন্ডে ব্রাজিলীয় ক্লাব চাপেসয়েন্সের বিরুদ্ধে খেলার মাধ্যমে ইন্দেপেন্দিয়েন্তের হয়ে অভিষেক করেন। ২০১৭–১৮ মৌসুমে, মেজা ৯টি ম্যাচ খেলেন এবং ৩টি গোল করেন। উক্ত মৌসুমে তিনি ইন্দেপেন্দিয়েন্তেকে ২০১৭ কোপা সুদামেরিকানা শিরোপা জয়লাভ করতে সহায়তা করেছেন।

আন্তর্জাতিক

২০১৮ সালের মার্চ মাসে, স্পেন এবং ইতালির বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পান। তিনি ২০১৮ সালের ২৭শে মার্চ তারিখে, স্পেনের বিরুদ্ধে খেলার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন। উক্ত খেলাটি ওয়ান্দা মেত্রোপলিতানোয় অনুষ্ঠিত হয়, যেখানে আর্জেন্টিনা স্পেনের কাছে ৬–১ গোলে হেরে যায়; তিনি উক্ত ম্যাচে ৯০ মিনিট খেলেছিলেন। ২০১৮ সালের ২১শে মে তারিখে, মেজা রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত আর্জেন্টিনা দলে স্থান পান।

তথ্যসূত্র

টেমপ্লেট:Independiente squad

Tags:

মাক্সিমিলিয়ানো মেজা ক্যারিয়ারমাক্সিমিলিয়ানো মেজা তথ্যসূত্রমাক্সিমিলিয়ানো মেজা বহিঃসংযোগমাক্সিমিলিয়ানো মেজাআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলফুটবলারমধ্যমাঠের খেলোয়াড়

🔥 Trending searches on Wiki বাংলা:

রক্তের গ্রুপগণিতপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের তালিকামিয়ানমারচট্টগ্রাম জেলাইন্টারনেটরঙের তালিকাচাঁদপুর জেলাবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ব্রিটিশ ভারতইহুদি গণহত্যাতামান্না ভাটিয়াউপজেলা পরিষদসক্রেটিসবিসিএস পরীক্ষাবিটিএসযাকাতজানাজার নামাজইন্দোনেশিয়াজনি সিন্সসার্বিয়াআসিয়ানবাংলাদেশের সংবিধানের সংশোধনীসমূহপ্রথম বিশ্বযুদ্ধলাইসিয়ামফজরের নামাজকুড়িগ্রাম জেলাপথের পাঁচালীচিকিৎসকপরীমনিআবু হানিফাগৌতম বুদ্ধমুস্তাফিজুর রহমানশশী পাঁজাগুগলবাস্তুতন্ত্রস্পিন (পদার্থবিজ্ঞান)আলিখুলনা বিভাগমহাস্থানগড়শায়খ আহমাদুল্লাহউত্তম কুমারের চলচ্চিত্রের তালিকাউপসর্গ (ব্যাকরণ)তুলসীমুহাম্মাদের বংশধারাপল্লী সঞ্চয় ব্যাংকস্ক্যাবিসপলাশীর যুদ্ধআমাশয়দিল্লিআদমবিন্দুইন্ডিয়ান সুপার লিগআসানসোল২০২২–২৩ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের পাকিস্তান সফর (ডিসেম্বর ২০২২)গাজওয়াতুল হিন্দযৌনসঙ্গমকারামান বেয়লিকশুক্র গ্রহতাহসান রহমান খানফরায়েজি আন্দোলননামাজের সময়সমূহমাইটোকন্ড্রিয়াসূর্যগ্রহণতৃণমূল কংগ্রেসকিরগিজস্তানপৃথিবীর বায়ুমণ্ডলদ্য কোকা-কোলা কোম্পানিবাংলা একাডেমিশিখধর্মইশার নামাজঅর্থ (টাকা)অগাস্ট কোঁৎঅর্থনীতিবৈজ্ঞানিক পদ্ধতিসামাজিকীকরণলালবাগের কেল্লা🡆 More