বিয়র্নস্টের্নে বিয়র্নসন: নরওয়েজীয় লেখক

বিয়র্নস্টের্নে বিয়র্নসন (/ˈbjɜːrnsən/ BYURN-sən, নরওয়েজীয়: ; 8 December 1832 – 26 April 1910) একজন নরওয়েজীয় সাহিত্যিক। তিনি ১৯০৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

বিয়র্নস্টের্নে বিয়র্নসন: জীবনী, সাহিত্যকর্মসমূহ, তথ্যসূত্র
বিয়র্নস্টের্নে বিয়র্নসন
বিয়র্নস্টের্নে বিয়র্নসন: জীবনী, সাহিত্যকর্মসমূহ, তথ্যসূত্র
বিয়র্নস্টের্নে বিয়র্নসন এবং তার পরিবার, ১৮৮২

জীবনী

১৮৩২ সালে নরওয়ের কেভিকনে (Kevi Kne) নামক একটি ছোট্ট পাহাড়ি গ্রামে বিয়র্নসেন জন্মগ্রহণ করেন। তার শৈশব গ্রামেই কেটেছে। স্কুলে অধ্যয়নের সময় তিনি স্যার ওল্টার স্কটের ছোটগল্পগুলো পড়তেন। এর পাশাপাশি তৎকালীন বিখ্যাত অন্যান্য লেখকদের রচনাও অত্যন্ত মনোযোগের সহকারে পড়তেন। পড়ার সাথে সাথে তাঁদের লেখার সূক্ষ্ণ বিশ্লেষণও করতেন। এতে তাঁর মধ্যে লেখালেখির যোগ্যতাও তৈরি হয়। ১৮৫৪ সালে মাত্র ১৭ বছর বয়সে তিনি অসলোতে লেখালেখি শুরু করেন। এ সময় তিনি মূলত বিভিন্ন পত্র-পত্রিকায় সাহিত্য সমালোচনা লিখতেন। তিনি সাহিত্য সমালোচক হিসেবে বিশেষ পরিচিতি পান। তখন থেকে সমালোচনার পাশাপাশি ফিচার, প্রবন্ধ ও সামাজিক নাটক লিখতে শুরু করেন।তিনি সর্বাধিকসফলতা পান নাটক রচনায়। এ সময় তিনি রাজনৈতিক কর্মকাণ্ডেও কিছুটা জড়িয়ে পড়েন।

পত্র-পত্রিকায় লিখতে যেয়ে সাংবাদিক জীবনের সাথে তাঁর বিশেষ পরিচয় হয়েছিল। পড়াশোনা শেষে তাই সাংবাদিকতাকেই পেশা হিসেবে বেছে নেন; একই সাথে চলে নাট্যচর্চা ও রচনা। নরওয়ের নাট্যশৈলীকে তিনি ডেনীয় প্রভাব থেকে মুক্ত করেন। নাটকের পাশাপাশি কবিতা, গল্প ও উপন্যাস রচনার এক পর্যায়ে তাঁর খ্যাতি নরওয়েময় ছড়িয়ে পড়ে। কিন্তু সুইডেনে তখনও তাঁকে সুদৃষ্টিতে দেখা হতো না। সুয়েডীয়রা তাকে দাম্ভিক ও অহংকারী বলে ভাবতো। একদিন সুয়েডীয় সংবাদ সম্মেলনে বিয়র্নসন একটি বক্তৃতা দেন যার বিষয় ছিল সুইডেন ও নরওয়ের ভ্রাতৃত্ব ও মৈত্রী। এই বক্তৃতার পর তাঁর সম্পর্কে সুয়েডীয়দের ভ্রান্ত ধারণার অবসান ঘটে। অন্যদিকে ডেনমার্কেও তিনি বিশেষ জনপ্রিয়তা পেয়েছিলেন। ১৮৫৪ সালে বিয়র্নসন অসলোর একটি প্রভাতী দৈনিক পত্রিকা Margenbladet-এ যাত্রার সমালোচক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৮৫৭ সালে বার্জেনেস নর্সকে থিয়েটারের মালিক হিসেবে তাঁর আত্মপ্রকাশ ঘটে। এই বছরই বিয়ে করেন কেরোলিন রেইমার্‌স নামে এক সুন্দরী অভিনেত্রীকে। ১৮৫৯ সালে তিনি বার্জেন থেকে অসলোতে ফিরে আসেন। এখানে Aflenbladet নামে এক সান্ধ্য পত্রিকার সম্পাদক হিসেবে কাজ শুরু করেন। অবশ্য কিছুদিনপর এই কাজ ছেড়ে দিয়ে ইতালি চলে যান। ১৮৬৫ সালে ইতালি থেকে আবার নরওয়ে ফিরে যান। ফিরে যেয়ে অসলোর ক্রিম্বানিয়া থিয়েটারের প্রধান কর্মকর্তার দায়িত্ব গ্রহণ করেন।

বিয়র্নস্টের্নে বিয়র্নসন ১৯১০ সালে ফ্রান্সের প্যারিসে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

সাহিত্যকর্মসমূহ

বিয়র্নসনই নরওয়ের প্রথম নাট্যকার যিনি সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও সামাজিক অবক্ষয়ের বিষয়গুলোকে নাটকের মধ্যে নিয়ে আসেন। তাঁর গুরুত্বপূর্ণ রচনাগুলোর একটি তালিকা এখানে দেয়া হয়েছে। তার লেখা সবচেয়ে আলোচিত সমালোচিত নাটকের নাম The Gruntle যা ১৮৮৩ সালে প্রকাশিত হয়। তার সর্বশেষ রচনাটিও ছিল একটি নাটক যার নাম When the new wine bloom

ইংরেজিতে অনূদিত

  • আর্ন: অ্যা স্কেচ অফ সরওয়েজিয়ান কান্ট্রি লাইফ (Arne) - এ. স্ট্রাহান অনূদিত (১৮৬৬)
  • দি হ্যাপি বয়: অ্যা টেইল অফ নরওয়েজিয়ান পিস্যান্ট লাইফ - সিভার, ফ্রান্সিস, অ্যান্ড কোম্পানি কর্তৃক প্রকাশিত (১৮৭০)
  • সিনোভ সোলবাকেন - হাউটন, মিফিন অ্যান্ড কোম্পানি কর্তৃক প্রকাশিত (১৮৮১)
  • দি ওয়েডিং মার্চ - জি. মানরো অনূদিত (১৮৮২)
  • দি ব্রাইডাল মার্চ, অ্যান্ড আদার স্টোরিস - হাউটন, মিফিন অ্যান্ড কোম্পানি কর্তৃক প্রকাশিত (১৮৮২)
  • ক্যাপ্টেন মানসানা, অ্যান্ড আদার স্টোরিস - হাউটন, মিফিন অ্যান্ড কোম্পানি কর্তৃক প্রকাশিত (১৮৮১)
  • দি ফিশার মেইডেন - রাসমুস বি. অ্যান্ডারসন অনূদিত (১৮৮১)
  • রেইলরোড অ্যান্ড চার্চইয়ার্ড - জি. মানরো অনূদিত (১৮৮২)
  • ম্যানহিল্ড - রাসমুস বি. অ্যান্ডারসন অনূদিত (১৮৮৩)
  • থ্রি কমেডিস - আর. ফার্কুহারসন শার্প অনূদিত (১৯২৫)
  • থ্রি ড্রামাস - (১৯২৪)
  • থ্রি প্লেইস - এডুইন জর্কম্যান অনূদিত (১৮৮৯)

তথ্যসূত্র

আরও দেখুন

Tags:

বিয়র্নস্টের্নে বিয়র্নসন জীবনীবিয়র্নস্টের্নে বিয়র্নসন সাহিত্যকর্মসমূহবিয়র্নস্টের্নে বিয়র্নসন তথ্যসূত্রবিয়র্নস্টের্নে বিয়র্নসন আরও দেখুনবিয়র্নস্টের্নে বিয়র্নসননরওয়েনোবেল পুরস্কারসাহায্য:Pronunciation respelling keyসাহায্য:আধ্বব/ইংরেজিসাহায্য:আধ্বব/নরওয়েজীয়

🔥 Trending searches on Wiki বাংলা:

মোশাররফ করিমমাওয়ালিজয় চৌধুরীসুকান্ত ভট্টাচার্যক্রিকেটমমতা বন্দ্যোপাধ্যায়নারী খৎনাবিশ্ব ব্যাংকআসমানী কিতাবঅমর সিং চমকিলাআল-মামুনওয়েবসাইটভাষাবাংলা লিপিঢাকা মেট্রোরেলভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহবেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশভারতের সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ভৌগোলিক আয়তন অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাছাগলপলাশীর যুদ্ধজব্বারের বলীখেলাইমাম বুখারীবাংলা একাডেমিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সৌদি রিয়ালফুলপ্রথম বিশ্বযুদ্ধের কারণক্রিয়েটিনিনদৈনিক ইত্তেফাকশাহবাজ আহমেদ (ক্রিকেটার)জরায়ুইসলামের ইতিহাসত্রিভুজবেল (ফল)বিষ্ণুকুরআনমানব দেহভরিটিকটকমহাস্থানগড়বাংলাদেশি কবিদের তালিকাগাণিতিক প্রতীকের তালিকাগৌতম বুদ্ধদ্বৈত শাসন ব্যবস্থাবিশেষ শাখা (বাংলাদেশ পুলিশ)নারীস্ক্যাবিসলক্ষ্মীপুর জেলাপারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রসমূহের তালিকাদুরুদগ্রীষ্মআগরতলা ষড়যন্ত্র মামলাব্যঞ্জনবর্ণরবীন্দ্রসঙ্গীতকাজী নজরুল ইসলামঅন্ধকূপ হত্যাতাসনিয়া ফারিণজনসংখ্যা অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকামাওলানাপানিপথের প্রথম যুদ্ধবিকাশমার্কিন যুক্তরাষ্ট্রদ্য কোকা-কোলা কোম্পানিপদ্মা সেতুগঙ্গা নদীইন্দোনেশিয়ামান্নাবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়বাংলাদেশে পালিত দিবসসমূহব্রিটিশ রাজের ইতিহাসঋগ্বেদকবিতাইসলামে যৌনতাকোষ বিভাজনবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডপ্রথম ওরহান🡆 More