বাঙালি ব্রাহ্মণ

বাঙালি ব্রাহ্মণ হল হিন্দু ব্রাহ্মণ, যারা ঐতিহাসিকভাবে ভারতীয় উপমহাদেশের বঙ্গদেশে বসবাস করে, যা বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম রাজ্য ও বাংলাদেশ নিয়ে গঠিত। বৈদ্য ও কায়স্থদের সঙ্গে বাঙালি ব্রাহ্মণদেরকে ঐতিহ্যগত ভাবে বাংলার তিনটি 'উচ্চ জাতি'-র মধ্যে গণ্য করা হয়। ঔপনিবেশিক যুগে, একচেটিয়াভাবে না হলেও বাংলার ভদ্রলোক শ্রেণীর একটা বড়ো অংশ এই বর্ণ থেকে উঠে এসেছিল, যারা পশ্চিমবঙ্গে একটি যৌথ আধিপত্য বজায় রেখেছে।

বাঙালি ব্রাহ্মণ
বাঙালি ব্রাহ্মণ
ধর্মবাঙালি ব্রাহ্মণ হিন্দুধর্ম
ভাষাবাংলা,
জনবহুল অঞ্চলপশ্চিমবঙ্গআসাম,ভারত

বৈদিক ব্রাহ্মণ ও পৌরাণিক ব্রাহ্মণ

ব্রাহ্মণীয় অনুষ্ঠানগুলি দুই ধরনের আচারের উদ্ভব হয়েছে: বৈদিক এবং পুরাণিক। বৈদিক আচার-অনুষ্ঠানাদি-আয়ুর্বৈদিক চিকিৎসা,ধনুর্বৈদিক কর্মাদি ও জ্যোতিষ বৈদিক গ্রহবিপ্রবৃত্তির মন্ত্রগুলি বেদের উপর ভিত্তি করে এবং এটিকে মহান পবিত্রতা হিসাবে বিবেচনা করা হয়, যখন পুরাণগুলি কম পবিত্রতার সূত্রগুলির উপর ভিত্তি করে, এবং প্রকাশিত জ্ঞানের উপর নয়। শূদ্রদেরকে পৌরাণিক আচার-অনুষ্ঠানে সন্তুষ্ট থাকতে বলা হয় এবং পৌরাণিক পৌরহিত্য ব্রাহ্মণ পিতা ও শুদ্র মাতার সন্তানদের উপর ন্যস্ত।

ইতিহাস

গুপ্ত যুগ থেকে ব্রাহ্মণদের একাধিক জমি-অনুদান পরিলক্ষিত হয়েছে। ৪৩৩ খ্রিস্টাব্দের ধনাইদহ তাম্রশাসনের শিলালিপি তাদের মধ্যে প্রাচীনতম এবং এটিতে বরাহস্বমিন নামে একজন অনুদানপ্রাপ্ত ব্রাহ্মণের কথা লিপিবদ্ধ করা আছে। ৭ম শতাব্দীর নিদনপুর তাম্রলিপিতে উল্লেখ করা হয়েছে, যে জনবসতি সংলগ্ন একটি জলাভূমি ৫৬ টি গোত্রের ও বিভিন্ন বৈদিক বিদ্যালয়ের অন্তর্গত ২০৮ জনেরও বেশি বৈদিক ব্রাহ্মণকে দেওয়া হয়েছিল। বাঙালী ব্রাহ্মণরা যদিও অত্যন্ত উচ্চ আচার-অনুষ্ঠানের মর্যাদা ভোগ করতেন, কিন্তু দক্ষিণ ভারতের ব্রাহ্মণরা অতীতে যে একচেটিয়া উচ্চ সামাজিক ও অর্থনৈতিক মর্যাদা ভোগ করতেন তা বাঙালি ব্রাহ্মণদের কখনোই ছিল না। ব্রাহ্মণদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতা অন্যান্য জাতির সাথে ভাগ করে নিতে হয়েছিল।

এটি ঐতিহ্যগতভাবে বিশ্বাস করা হয় যে, খ্রিস্টীয় ১১তম শতকে, পাল রাজবংশের পতনের পর, একজন হিন্দু রাজা, আদিসুর কনৌজ থেকে পাঁচজন ব্রাহ্মণকে নিয়ে এসেছিলেন। তাঁর উদ্দেশ্য ছিল সেই এলাকায় ইতিমধ্যেই থাকা ব্রাহ্মণদের শিক্ষা প্রদান করা, যাদের তিনি অজ্ঞ বলে মনে করতেন, এবং গতানুগতিক গোঁড়া ব্রাহ্মণ্যবাদী হিন্দুধর্মকে পুনরুজ্জীবিত করা। ঐতিহ্য অনুসারে, এই পাঁচ অভিবাসী ব্রাহ্মণ এবং তাদের বংশধরেরা কুলীন ব্রাহ্মণ হয়েছিলেন। সেনগুপ্তের মতে, এই কিংবদন্তির একাধিক বিবরণ বিদ্যমান এবং ঐতিহাসিকরা সাধারণত এটিকে পুরাণ বা লোককাহিনী ছাড়া আর কিছুই বলে মনে করেন না, যার ঐতিহাসিক সত্যতা নেই। কিংবদন্তি রাজা ইয়াতি কেশরির অধীনে উড়িয়া ব্রাহ্মণদের অভিবাসনের অভিন্ন কাহিনী বিদ্যমান। সায়ন্তনী পালের মতে, দীনেশচন্দ্র সরকার মনে করেন যে, একশ্রেণীর বাঙালি ব্রাহ্মণেরা পশ্চিমের ব্রাহ্মণদের সঙ্গে নিজেদেরকে যুক্ত করে আরও প্রতিপত্তি অর্জনের আকাঙ্ক্ষায় কৌলিন্য ব্যবস্থা প্রতিষ্ঠা করে ছিলেন।

উল্লেখযোগ্য ব্যক্তি

তথ্যসূত্র

গ্রন্থপঞ্জি

  • অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অব ইন্ডিয়ান হিস্ট্রি, দামোদর ধর্মানন্দ কোসাম্বি রচিত, পপুলার প্রকাশন, ৩৫সি তাডিও রোড, পপুলার প্রেস বিল্ডিং, মুম্বাই-৪০০০৩৪, প্রথম সংস্করণ: ১৯৫৬, সংশোধিত দ্বিতীয় সংস্করণ: ১৯৭৫।
  • অতুল সুর, বাংলার সামাজিক ইতিহাস (বাঙালি), কলকাতা, ১৯৭৬
  • এনএন ভট্টাচার্য, ভারতীয় জাতি বর্ণ প্রথমা (বাঙালি), কলকাতা, ১৯৮৭
  • আরসি মজুমদার, বঙ্গীয় কুলশাস্ত্র (বাংলা), দ্বিতীয় সংস্করণ, কলকাতা, ১৯৮৯।

Tags:

বাঙালি ব্রাহ্মণ বৈদিক ব্রাহ্মণ ও পৌরাণিক ব্রাহ্মণবাঙালি ব্রাহ্মণ ইতিহাসবাঙালি ব্রাহ্মণ উল্লেখযোগ্য ব্যক্তিবাঙালি ব্রাহ্মণ তথ্যসূত্রবাঙালি ব্রাহ্মণআসামকায়স্থপশ্চিমবঙ্গবঙ্গবাংলাদেশবৈদ্যব্রাহ্মণভদ্রলোক (শ্রেণি)ভারতীয় উপমহাদেশ

🔥 Trending searches on Wiki বাংলা:

কোষ প্রাচীরইসলাম ও অন্যান্য ধর্মআহ্‌মদীয়াটাইফয়েড জ্বরউসমানীয় সাম্রাজ্যবাংলার নবজাগরণভারতের প্রধানমন্ত্রীদের তালিকাআর্যকন্যাশিশু হত্যাঅপারেশন সার্চলাইটঅভিমান (চলচ্চিত্র)বিভিন্ন দেশের মুদ্রাহরপ্পাজাপানমুঘল সাম্রাজ্যযতিচিহ্নবাংলাদেশের তৈরি পোশাক শিল্পবহুমূত্ররোগগায়ত্রী মন্ত্রলাঙ্গলবন্দ স্নানপানি দূষণনেপালসালেহ আহমদ তাকরীমবাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৩মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস (উপাত্ত পাতা)ইমাম বুখারীসূরা কাওসারদোয়া কুনুতআন্তর্জাতিক নারী দিবসবাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের তালিকাখুররম জাহ্‌ মুরাদডেভিড অ্যালেনমাম্প্‌সওবায়দুল কাদেরইউরোপীয় ইউনিয়ন২৮ মার্চটাঙ্গাইল জেলাহরমোনমহাসাগরআকবরইসলামের ইতিহাসবাংলাদেশের ইতিহাসবাস্তুতন্ত্রজননীতিমিয়া খলিফানিরাপদ যৌনতাবাংলা ভাষাবাংলাদেশ জাতীয় ফুটবল দলমুহাম্মাদের স্ত্রীগণবাংলাদেশ সরকারতাশাহহুদমহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাঅন্নপূর্ণা পূজাআফগানিস্তানব্রিটিশ রাজের ইতিহাসপাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৭০বাংলাদেশ সেনাবাহিনীইন্সটাগ্রামসাকিব আল হাসানশিয়া ইসলামজামালপুর জেলানীল বিদ্রোহহস্তমৈথুনের ইতিহাসবিধবা বিবাহশাহরুখ খানঢাকা মেট্রোরেলপারমাণবিক ভরের ভিত্তিতে মৌলসমূহের তালিকাখেজুরবিজ্ঞানইহুদিতাহাজ্জুদপদ্মা সেতুজীবাশ্ম জ্বালানিসমাসনরসিংদী জেলারোজাএ. পি. জে. আবদুল কালামলিঙ্গ উত্থান ত্রুটি🡆 More