বাংলা উইকিপিডিয়া

বাংলা উইকিপিডিয়া হলো উইকিমিডিয়া ফাউন্ডেশন পরিচালিত উইকিপিডিয়া নামক উন্মুক্ত অনলাইন বিশ্বকোষের বাংলা সংস্করণ। এই সংস্করণটি ২৭ জানুয়ারি ২০০৪ সালে প্রথম যাত্রা শুরু করে। এটি ২০০৬ সালের অক্টোবরে বাংলা উইকিপিডিয়া ১০,০০০ নিবন্ধ এবং ২০২০ সালের ২৫ ডিসেম্বর ১ লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জন করে। ১৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত বাংলা উইকিপিডিয়াতে ১,৫১,৪৭০টি নিবন্ধ সৃষ্টি করা হয়েছে এবং সর্বমোট ৭৩,২৫,১৩০ বার সম্পাদনা হয়েছে। আশ্চর্যজনকভাবে, যদিও এটি শীর্ষস্থানীয় উইকিপিডিয়ার তুলনায় পরে যোগদান করেছে তবুও ভাষা অনুসারে ৩১৮টি সক্রিয় উইকিপিডিয়ার মধ্যে নিবন্ধের গভীরতার দিক থেকে এটি ৫ম স্থানে রয়েছে।

উইকিপিডিয়ার ফেভিকন বাংলা উইকিপিডিয়া
বাংলা উইকিপিডিয়ার লোগো
উইকিপিডিয়ার প্রতীক, বিভিন্ন লিখন পদ্ধতির অক্ষর সমন্বিত একটি বিশ্ব
বিভিন্ন ভাষায় সংযোগের সঙ্গে উইকিপিডিয়ার প্রধান পাতা।
বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতা
সাইটের প্রকার
ইন্টারনেট বিশ্বকোষ
উপলব্ধবাংলা
মালিকউইকিমিডিয়া ফাউন্ডেশন
প্রস্তুতকারকবাংলা উইকি সম্প্রদায়
স্লোগান"উইকিপিডিয়া, একটি মুক্ত বিশ্বকোষ"
ওয়েবসাইটbn.wikipedia.org
উইকিপিডিয়া.বাংলা
বাণিজ্যিকনা
নিবন্ধনঐচ্ছিক, কিন্তু নির্দিষ্ট কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়। যেমন, সুরক্ষিত পাতা সম্পাদনা, বাংলা উইকিপিডিয়ায় পাতা তৈরি এবং চিত্র আপলোডের জন্য
ব্যবহারকারী৪,৫৩,৫৬৩ জন
চালুর তারিখ২৭ জানুয়ারি ২০০৪; ২০ বছর আগে (2004-01-27)
বর্তমান অবস্থাসক্রিয়
বিষয়বস্তুর লাইসেন্স

বর্তমানে ৯৭৮ জন সক্রিয় স্বেচ্ছাসেবক বাংলা উইকিপিডিয়ায় কাজ করছেন। ১৪ জন প্রশাসক বিশ্বকোষটির প্রশাসনিক ব্যাপারগুলো দেখেন। এই বিশ্বকোষটিতে মোট ১৮,২৯৩টি ফাইল বা চিত্র রয়েছে। বাংলা উইকিপিডিয়াতে বাংলা লিপিতে লিখনের একটি সরঞ্জাম রয়েছে, যার মাধ্যমে কোনো লাতিন বর্ণমালাভিত্তিক কী-বোর্ড ব্যবহার করে উচ্চারণভিত্তিক (ফোনেটিক) উপায়ে বাংলা টাইপ করা যায়। ফলে বহিঃস্থ কোন সফটওয়্যার ডাউনলোড করার প্রয়োজন পড়ে না। বাংলাদেশ উইকিপিডিয়া সম্প্রদায় পরিচালিত সংবাদ প্রকাশনা মধ্যে রয়েছে উইকিবার্তা। বাংলা উইকিপিডিয়ার সম্পাদকদের মধ্যে তরুণদের সংখ্যা পৃথিবীর অন্যান্য ভাষার উইকিপিডিয়ার সম্পাদকদের চেয়ে অনেক বেশি।

২০১০ সালে মোবাইল ফোনের জন্য বাংলা উইকিপিডিয়ার মোবাইল সংস্করণ চালু হয়। ২০১৮ সালে সারা বিশ্ব থেকে প্রায় ১৯ কোটিবার এবং প্রতিদিন গড়ে ৫ লাখ ১৩ হাজার ৬৭৮ বার বাংলা উইকিপিডিয়া দেখা হয়েছে।

পটভূমি

২০০২ সালের ফেব্রুয়ারি মাসে ডেভেলপারগণ উইকিপিডিয়াসমূহের জন্য ভাষা কোড ভিত্তিক সাব-ডোমেইন তৈরি শুরু করেন এবং সে সময় অন্য ভাষাসমূহের সাথে বাংলা সাব-ডোমেইনটিও তৈরি করা হয়। ১লা জুন ২০০২ সালে সাবডোমেইনটিতে স্বয়ংক্রিয়ভাবে একটি প্লেসহোল্ডার পাতা তৈরি করা হয়। ২০০৩ সালের ৯ই ডিসেম্বর কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের পিএইচডির তৎকালীন বাংলাদেশী শিক্ষার্থী শাহ আসাদুজ্জামান প্রথম বাংলা উইকিপিডিয়া তৈরির অনুরোধ করে উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলসের কাছে একটি ইমেইল প্রেরণ করেন। যার পরিপ্রেক্ষিতে একই বছর ২৬শে ডিসেম্বর ডেভেলপারগণ পরীক্ষামূলকভাবে “হোমপেইজ” নামে একটি পাতা তৈরি করেন।

২৭ জানুয়ারি ২০০৪ সালে একটি আইপি ঠিকানা থেকে প্রধান পাতা তৈরির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলা উইকিপিডিয়ার যাত্রা শুরু হয়। বাংলা উইকিপিডিয়া চালু হওয়ার পর লিখিত প্রথম নিবন্ধ বাংলা ভাষা যা ২৪ মে ২০০৪ সালে তৈরি করা হয়েছিল। বাংলা ভাষায় ডোমেইন নাম .বাংলা চালু হওয়ার পর উইকিমিডিয়া বাংলাদেশ থেকে উইকিপিডিয়া.বাংলা ডোমেইনের জন্য বিটিসিএলের কাছে আবেদন করা হয়। ১৩ সেপ্টেম্বর ২০১৮ সালে উইকিপিডিয়া.বাংলা ডোমেইনটি সক্রিয় হয় যা বর্তমানে বাংলা উইকিপিডিয়ার মূল ডোমেইনে পুনর্নির্দেশ করা রয়েছে।

ইতিহাস

বাংলা উইকিপিডিয়া 
ঢাকায় বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বাংলা উইকিপিডিয়ানদের সাথে উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস

বাংলা উইকিপিডিয়া জানুয়ারি ২০০৪ সালে এর যাত্রা শুরু করে। সেই সময়ে উইকিপিডিয়ার প্রতি মানুষের আকর্ষণ কম ছিল। পাশাপাশি, বাংলায় অবদান রাখতে বিভিন্ন সীমাবদ্ধতা ছিল।

২০০৬ সাল থেকে সম্পূর্ণ দৃশ্যপট পরিবর্তন হয়ে যায়। সে সময় বাংলা ব্লগিং জগত ধীরে ধীরে বড়ো হচ্ছিল এবং অনেক মানুষ বাংলা কম্পিউটিংয়ে অভ্যস্ত হয়ে উঠছিল— এতে বিনামূল্যের ও মুক্ত-উৎসের টাইপিং-সরঞ্জাম অভ্রও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২৫শে মার্চ ২০০৬ সালে, দেশব্যাপী উইকিপিডিয়াকে জনপ্রিয় করতে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) কর্তৃক একটি উইকি দল গঠন করা হয়। লক্ষ্য ছিল, উইকিপিডিয়ার মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাকে পরিচিত করা ও বাংলা ভাষায় একটি পূর্ণাঙ্গ বিশ্বকোষ তৈরি করা। সেই সময়, বাংলা উইকিপিডিয়ায় মাত্র ৫০০টি নিবন্ধ ছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই ‘বিডিওএসএন উইকি দল’-এর সাথে আরও অনেকে যোগদান করেন। দলটি সে-সময় কিছু সংবাদপত্রের মাধ্যমে উইকিপিডিয়ার কথা ছড়িয়ে দিতে শুরু করে এবং একটি বাংলা উইকি মেইলিং লিস্ট পরিচালনা করা শুরু করে। এতে শীঘ্রই দেশ-বিদেশের অনেক বাংলাভাষী এই গতিশীল প্রকল্পে যোগদান করা শুরু করে। এর ফলাফল স্বরূপ, অক্টোবরের শেষে, বাংলা উইকিপিডিয়া ১০ হাজার নিবন্ধের মাইলফলক স্পর্শ করে। দক্ষিণ এশীয় ভাষার উইকিপিডিয়ার মধ্যে বাংলা উইকিপিডিয়া প্রথম এই মাইলফলকে পৌঁছায়।

বাংলা উইকিপিডিয়া 
উইকিপিডিয়ার অ্যান্ড্রয়েড অ্যাপে বাংলা ভাষা নিবন্ধ।

২০০৯ ও ২০১০-এর মাঝামাঝি সময়ে পশ্চিমবঙ্গ, ভারতের বাংলাভাষীগণ বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখা শুরু করেন। একই সময়ে উইকিমিডিয়া ফাউন্ডেশন তাদের যাত্রা শুরু করে এবং বাংলায় ও বাংলাদেশে শিক্ষামূলক বিষয়বস্তু প্রচার করতে ৩রা অক্টোবর ২০১১ সালে ফাউন্ডেশন, উইকিমিডিয়া বাংলাদেশ নামে একটি স্থানীয় অধ্যায় অনুমোদন করে। ২৬শে ফেব্রুয়ারি ২০১৫ সালে উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগদান করতে ঢাকায় আসেন। তিনি বলেন, নিবন্ধের গভীরতার দিক থেকে বাংলা উইকিপিডিয়ার অবস্থান অন্যান্য উইকিপিডিয়ার তুলনায় অনেক উপরে।

জানুয়ারি ২০১৯ সালের পরিসংখ্যান অনুসারে, বাংলা উইকিপিডিয়াই বাংলা ভাষায় লিখিত একমাত্র অনলাইন মুক্ত বিশ্বকোষ। এছাড়া এটি বর্তমানে ইন্টারনেটের বাংলা বিষয়বস্তু সমৃদ্ধ অন্যতম বড়ো ওয়েবসাইট।

পরিসংখ্যান

বাংলা উইকিপিডিয়ার নিবন্ধ সংখ্যা ২০০৬ সালের সেপ্টেম্বরে ১০ হাজার, ২০০৯ সালের ২৮ জুন ২০ হাজার, ২০১৪ সালের ১৩ মে ৩০ হাজার, ২০১৬ সালের ৪ জানুয়ারি ৪০ হাজার, ২০১৭ সালের ৩০ এপ্রিল ৫০ হাজার, ২০১৮ সালের ৮ আগস্ট ৬০ হাজার, ২০১৯ সালের ১৬ জুলাই ৭০ হাজার, ২০২০ সালে ২৩ জানুয়ারি ৮০ হাজার ও একই বছরের ২২ জুন ৯০ হাজার অতিক্রম করে। ২০২০ সালের ২৫ ডিসেম্বর বাংলা উইকিপিডিয়া ১ লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জন করে। ১৭ এপ্রিল ২০২৪ অনুসারে বাংলা উইকিপিডিয়ায় মোট নিবন্ধের সংখ্যা ১,৫১,৪৭০টি, পাতার সংখ্যা ১২,৩৭,২১৫টি, নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ৪,৫৩,৫৬৩ জন যার মধ্যে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৯৭৮, প্রশাসকের সংখ্যা ১৪ জন এবং "গভীরতা" প্রায় ৩০৪।

নিবন্ধের সংখ্যা অনুসারে ৩২৬টি উইকিপিডিয়ার মধ্যে বাংলা উইকিপিডিয়ার অবস্থান ৬৩তম। শুরুর দিকে বাংলা উইকিপিডিয়ার নিবন্ধ, ব্যবহারকারী ও পাঠক কম থাকলেও সেটি ধীরে ধীরে বাড়তে থাকে। ২০১৪ সালের এক জরিপে দেয়া যায়, ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলা উইকিপিডিয়ার ব্যবহার বেড়েছে ৪৬ শতাংশ।

ব্যবহারকারী ও সম্পাদকবৃন্দ

বাংলা উইকিপিডিয়ার পরিসংখ্যান
ব্যবহারকারীর সংখ্যা নিবন্ধের সংখ্যা মিডিয়ার সংখ্যা প্রশাসকের সংখ্যা
৪,৫৩,৫৬৩ ১,৫১,৪৭০ ১৮,২৯৩ ১৪

সম্প্রদায় ও অনুষ্ঠান

উইকিমিডিয়া বাংলাদেশের লোগো
পশ্চিমবঙ্গ উইকিপিডিয়া ব্যবহারকারী দলের লোগো

বাংলা উইকিপিডিয়া তথা উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্প স্থানীয়ভাবে সমৃদ্ধি ও প্রসারে বিভিন্ন দেশে উইকিমিডিয়া ফাউন্ডেশন, স্থানীয় শাখা (চ্যাপ্টার) বা ব্যবহারকারী সম্প্রদায় অনুমোদন দিয়ে থাকে। বাংলাদেশে উইকিমিডিয়া বাংলাদেশের মাধ্যমে এবং ভারতে ‘পশ্চিমবঙ্গ উইকিপিডিয়া সম্প্রদায়ের’ মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়। ২০০৬ সাল থেকেই মূলত বাংলাদেশের বাংলা উইকিপিডিয়া অবদানকারীগণ বিভিন্ন কর্মসূচি পালন করে। কয়েক বছর পর থেকে পশ্চিমবঙ্গেও বাংলা উইকিপিডিয়া অবদানকারীগণ সংগঠিত হতে থাকেন এবং সচেতনতা কার্যক্রম গ্রহণ করেন। উইকিমিডিয়া বাংলাদেশ থেকে বাংলা উইকিপিডিয়ার সমৃদ্ধিতে সচেতনতা তৈরির জন্য বাৎসরিক নিবন্ধ প্রতিযোগিতা, বাংলা উইকিপিডিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সমমনা প্রতিষ্ঠানে কর্মশালা, ছবি প্রতিযোগিতাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। ২০১২ সালে চট্টগ্রামে বাংলা উইকিপিডিয়ার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০১৪ সালে প্রথম বারের মতো বাংলা উইকিপিডিয়ার ছবি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতি বছর অমর একুশে গ্রন্থমেলায় বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধির আহ্বান জানিয়ে কার্যক্রম পরিচালিত হয়।

২০১৪ সালে বাংলা উইকিপিডিয়া দশ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশে ও পশ্চিমবঙ্গে ২০১৪ ও ২০১৫ সালে বর্ষপূর্তি উদ্‌যাপন আয়োজন করা হয় যেখানে দুই দেশের বাংলা উইকিপিডিয়ানরা অংশগ্রহণ করেন। বাংলাদেশে দশম বর্ষপূর্তি অনুষ্ঠানটি দুটি ধাপে করা হয় যার প্রথমটিতে উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস অংশ নিয়ে বাংলা উইকিপিডিয়া ও অবদানকারীদের প্রশংসা করেন। অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে উইকিমিডিয়া প্রকল্পে নারীদের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের সচেতনতা কর্মসূচি। ২০১৯ সালের ২৭ জানুয়ারি উইকিমিডিয়া বাংলাদেশ, ঢাকা, রাজশাহীসিলেটে বাংলা উইকিপিডিয়ার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করে। ২০২৪ সালের একই দিনে ময়মনসিংহ উইকিমিডিয়া সম্প্রদায় বাংলা উইকিপিডিয়ার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে।

বিভ্রান্তি

বিভিন্ন সময়ে বাংলা উইকিপিডিয়ার তথ্য নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে বিভ্রান্তি তৈরি হয়েছে। ২০১৮ সালের এপ্রিলে বাংলাদেশের খ্যাতনামা সঙ্গীতশিল্পী রুনা লায়লাকে “উইকিপিডিয়ার শীর্ষ ত্রিশ বাঙালির তালিকায়” স্থান দেওয়ার সংবাদ প্রকাশিত হয়। উইকিপিডিয়ার বাংলা ও ইংরেজি সংস্করণের বাঙালি জাতি নিবন্ধে ছবি ব্যবহারের সূত্র ধরে এ বিভ্রান্তিটি তৈরি হয়। একই বছর আগস্টে বাংলাদেশি লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবালের নিবন্ধে জনৈক ব্যবহারকারী মৃত্যুর ভুল খবর যুক্ত করার ফলে সেটি সংবাদমাধ্যমের শিরোনাম হয়।

চিত্রশালা

ঢাকায় প্রথম বাংলা উইকিপিডিয়া সম্মেলন (২০০৭)
কলকাতায় বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকীর ছবি (২০১৫)
ঢাকায় বাংলা উইকিপিডিয়ার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর দলগত ছবি (২০১৭)
ঢাকায় বাংলা উইকিপিডিয়ার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর দলগত ছবি (২০১৮)
উইকিম্যানিয়া সম্মেলন, বাংলাদেশ সংস্করণ (২০২২)

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

বাংলা উইকিপিডিয়া পটভূমিবাংলা উইকিপিডিয়া ইতিহাসবাংলা উইকিপিডিয়া পরিসংখ্যানবাংলা উইকিপিডিয়া সম্প্রদায় ও অনুষ্ঠানবাংলা উইকিপিডিয়া বিভ্রান্তিবাংলা উইকিপিডিয়া চিত্রশালাবাংলা উইকিপিডিয়া আরও দেখুনবাংলা উইকিপিডিয়া তথ্যসূত্রবাংলা উইকিপিডিয়া বহিঃসংযোগবাংলা উইকিপিডিয়াউইকিপিডিয়াউইকিপিডিয়াসমূহের তালিকাউইকিমিডিয়া ফাউন্ডেশনবাংলা ভাষা

🔥 Trending searches on Wiki বাংলা:

পিরামিডহরে কৃষ্ণ (মন্ত্র)বাংলাদেশের অর্থনীতিবিসিএস পরীক্ষাসোনালী ব্যাংক পিএলসিভূগোলমিয়া খলিফাপশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থাবটবাংলাদেশের নদীর তালিকাশচীন তেন্ডুলকরইউএস-বাংলা এয়ারলাইন্সমহামৃত্যুঞ্জয় মন্ত্রআফগানিস্তানশ্রাবস্তী দত্ত তিন্নিআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলসামন্ততন্ত্রঅরবরইইস্ট ইন্ডিয়া কোম্পানিবাংলাদেশ সেনাবাহিনীর পদবিশিবমাইকেল মধুসূদন দত্তহনুমান (রামায়ণ)অসমাপ্ত আত্মজীবনীমোবাইল ফোনতুরস্কবাংলাদেশের স্থল বন্দরসমূহের তালিকানিপুণ আক্তারবাংলাদেশের বিভাগসমূহইনডেমনিটি অধ্যাদেশগাজীপুর জেলাবাংলাদেশের সংবিধানফরাসি বিপ্লবমঙ্গল গ্রহখুলনা বিভাগভারত বিভাজনভরিবিশেষণবাংলাদেশে পালিত দিবসসমূহজয় চৌধুরীজাকির নায়েক১৮৫৭ সিপাহি বিদ্রোহজাতীয় স্মৃতিসৌধ৬৯ (যৌনাসন)আলালের ঘরের দুলালপশ্চিমবঙ্গের নদনদীর তালিকাভৌগোলিক আয়তন অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকামিশরসিলেট বিভাগবাংলাদেশের মন্ত্রিসভাবাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকাষাট গম্বুজ মসজিদকৃষ্ণপ্রাকৃতিক ভূগোলআমাশয়তামিম বিন হামাদ আলে সানিশিক্ষকশান্তিনিকেতনআর্দ্রতাঈদুল আযহাআডলফ হিটলারের ধর্মীয় বিশ্বাসকুরআনকৃত্তিবাস ওঝাঢাকা মেট্রোরেলবাংলাদেশের জাতিগোষ্ঠীএস এম শফিউদ্দিন আহমেদকাতারবাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২২০২১–২২ ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের পাকিস্তান সফরমেঘনাদবধ কাব্যমীর মশাররফ হোসেনভারতের জাতীয় পতাকামৌলসমূহের ইলেকট্রন বিন্যাস (উপাত্ত পাতা)আনারসপ্রথম উসমান🡆 More