ফজলুর রহমান খান: বাংলাদেশী স্থপতি

ফজলুর রহমান খান (১৯২৯ - ১৯৮২) বিশ্বখ্যাত বাংলাদেশী - আমেরিকান স্থপতি ও পুরকৌশলী। তিনি পৃথিবীর অন্যতম উচ্চ ভবন শিকাগোর সিয়ার্স টাওয়ার (বর্তমানে উইলিস টাওয়ার)-এর নকশা প্রণয়ন করেন। তাকে বিংশ শতকের শ্রেষ্ঠ প্রকৌশলীদের মধ‍্যে অন‍্যতম বলা হয়।

ফজলুর রহমান খ়ান
ফজলুর রহমান খান: জন্ম​, শিক্ষাজীবন, কর্মজীবন
ফজলুর রহমান খ়ান
জন্মএপ্রিল ৩, ১৯২৯
মৃত্যু২৭ মার্চ ১৯৮২(1982-03-27) (বয়স ৫২)
সমাধিগ্রেসল্যান্ড কবরস্থান, শিকাগো
জাতীয়তাবাংলাদেশ বাংলাদেশি মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকান
শিক্ষাআরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি, শিবপুর, ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন
পিতা-মাতাখান বাহাদুর আবদুর রহমান খাঁ (বাবা)
Work
প্রকৌশল শৃঙ্খলাস্থাপত্য, পুরকৌশল
গুরুত্বপূর্ণ নকশাসিয়ার্স টাওয়ার, হাজ্জ টারমিনাল, কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়
উল্লেখযোগ্য পুরষ্কারআগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার, স্বাধীনতা দিবস পুরস্কার
ফজলুর রহমান খান: জন্ম​, শিক্ষাজীবন, কর্মজীবন
ফজলুর রহমান খানের নকশায় গড়া সিয়ার্স টাওয়ার, শিকাগো। ১৯৭৪ সালে নির্মিত এই ভবনটি প্রায় ৩০ বছর ধরে বিশ্বের উচ্চতম ভবন ছিলো।

জন্ম​

ফজলুর রহমান খান ১৯২৯ খ্রিষ্টাব্দে ৩ এপ্রিল তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির ঢাকায় একটি বাঙ্গালী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন​। তাঁর বাবা খান বাহাদুর আবদুর রহমান খাঁ ছিলেন একজন শিক্ষাবিদ। তাঁর দাদার নাম আসলত রহমান খাঁন এবং তাঁদের আদিবাড়ি ছিল মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভাণ্ডারিকান্দি গ্রামে। তাঁর মা খাদিজা খাঁতুন ছিলেন পাবনা জেলার দুলাই ও পার্শ্ববর্তী এলাকার জমিদার আব্দুল বাসিত চৌধুরীর মেয়ে এবং তাঁদের পূর্বপুরুষ শরফুদ্দীন সরকার তুর্কেস্তানের সমরকন্দ শহর থেকে বাংলায় এসে দুলাই গাঁওয়ে বসতি স্থাপন করেছিলেন। ফজলুর রহমান খানের ভাই হলেন ডাঃ জিল্লুর রহমান খান এবং তার বোন মাসুদা খান লীনা হলেন সাবেক মন্ত্রী এনায়েতুল্লাহ্‌ খানের বিবি।তার স্ত্রীর নাম মাসুদা খান

শিক্ষাজীবন

ফজলুর রহমান খান: জন্ম​, শিক্ষাজীবন, কর্মজীবন 
সিয়ার্স টাওয়ারে খানের ভাস্কর্য

তিনি ১৯৪৪ খ্রিষ্টাব্দে ঢাকার আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক বা মাধ্যমিক পরীক্ষায় এবং ১৯৪৬ খ্রিষ্টাব্দে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলকাতার শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে (বর্তমানে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি, শিবপুর) ভর্তি হন। চূড়ান্ত পরীক্ষা চলাকালে পঞ্চাশের সাম্প্রদায়িক দাঙ্গার কারণে তিনি ঢাকায় ফিরে এলে তৎকালীন আহসানউলাহ ইঞ্জিনিয়ারিং কলেজ (বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) থেকে বাকি পরীক্ষা সমাপ্ত করেন৷ কলকাতার শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত পরীক্ষার এবং আহসানউলাহ ইঞ্জিনিয়ারিং কলেজের পরীক্ষার উভয় ফলের ভিত্তিতে তাকে বিশেষ বিবেচনায় ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্থাৎ প্রকৌশলে স্নাতক উপাধি প্রদান করা হয়৷ এ মূল্যায়নে তিনি প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। ফজলুর রহমান খান ১৯৫২ খ্রিষ্টাব্দে যুগপৎ সরকারী বৃত্তি ও ফুলব্রাইট বৃত্তি নিয়ে পিএইচডি উপাধি অর্জনের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করেন৷ সেখানে ১৯৫৩ খ্রিষ্টাব্দে তিনি ইউনিভার্সিটি অব ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন থেকে অবকাঠামো প্রকৌশল (স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং) ক্ষেত্রে সনদ এবং ১৯৫৫ খ্রিষ্টাব্দে তত্ত্বীয় ও ফলিত বলবিজ্ঞান ক্ষেত্রে বিজ্ঞানে স্নাতকোত্তর (মাস্টার অফ সায়েন্স) উপাধি লাভ করেন।

কর্মজীবন

স্নাতক উপাধি অর্জনের পরপরই ফজলুর রহমান খান আহসানউলাহ ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যাপকের পদে নিযুক্তি লাভ করেন। ১৯৫৫ খ্রিষ্টাব্দে তিনি শিকাগো শহরের স্কিডমোর, ওউইং ও মেরিল নামের প্রকৌশল প্রতিষ্ঠানে প্রকল্প প্রকৌশলী হিসেবে যোগদান দেন। ডক্টরেট উপাধি অর্জনের পর ১৯৫৬ খ্রিষ্টাব্দে দেশে ফিরে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে পূর্ব পদে যোগদান করেন। পরবর্তীতে আমেরিকার স্থাপত্য প্রতিষ্ঠান স্কিড মোর এর আমন্ত্রণে যুক্তরাষ্ট্র গিয়ে এ কোম্পানীর শিকাগো অফিসের পরিচালক হিসেবে যোগদান করেন৷ পাশাপাশি তিনি আমেরিকার ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলজি এর স্থাপত্য বিভাগে অধ্যাপক পদে অধিষ্ঠিত হন। সেখানে পরে তিনি প্রফেসর এমিরিটাস হয়েছিলেন।

কৃতিত্ব

ফজলুর রহমান খান: জন্ম​, শিক্ষাজীবন, কর্মজীবন 
১৯৬৯ সালে নির্মিত জন হ্যানকক সেন্টার যার প্রধান ডিজাইনার ছিলেন ব্রুস গ্রাহাম এবং ফজলুর রহমান খান স্থাপত্য প্রকৌশলী ছিলেন

শিকাগোর সিয়ার্স টাওয়ার তার অনন্য কীর্তি। তিনি ১৯৭২ খ্রিষ্টাব্দে 'ইঞ্জিনিয়ারিং নিউজ রেকর্ড'-এ ম্যান অব দি ইয়ার বিবেচিত হন এবং পাঁচবার স্থাপত্য শিল্পে সবচেয়ে বেশি অবদানকারী ব্যক্তিত্ব হিসেবে অভিহিত হবার গৌরব লাভ করেন (৬৫,৬৮,৭০,৭১,৭৯ খ্রিষ্টাব্দে)৷ ১৯৭৩ খ্রিষ্টাব্দে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং এর সদস্য নির্বাচিত হন। ১৯৭৪ খ্রিষ্টাব্দে আমেরিকার 'নিউজ উইক' ম্যাগাজিন শিল্পস্থাপত্যের উপর প্রচ্ছদ কাহিনীতে তাকে মার্কিন স্থাপত্যের শীর্ষে অবস্থানকারী ব্যক্তি হিসেবে বর্ণনা করে৷ স্থপতি ডঃ এফ, আর, খান আন্তর্জাতিক গগনচুম্বী ও নগরায়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন৷ তার অন্যান্য অবদানের মধ্যে রয়েছে শিকাগোর জন হ্যানকক সেন্টার, বাদশাহ আব্দুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের হজ্ব টার্মিনাল এবং বাদশাহ আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য মডেল অঙ্কন৷

১৯৯৮ সালে শিকাগো শহরের সিয়ার্স টাওয়ারের পাদদেশে অবস্থিত জ্যাকসন সড়ক পশ্চিম পার্শ্ব এবং ফ্রাঙ্কলিন সড়কের দক্ষিণ পার্শ্বের সংযোগস্থলটিকে নামকরণ করা হয় "ফজলুর আর. খান ওয়ে"।

গবেষণা

এফ, আর, খান মুসলিম স্থাপত্য বিষয়ের উপর নানা ধরনের গবেষণা করেছেন৷ ডঃ খান Tube in Tube নামে স্থাপত্য শিল্পের এক নতুন পদ্ধতি উদ্ভাবন করেছিলেন যার মাধ্যমে অতি উচ্চ (কমপক্ষে একশত তলা) ভবন স্বল্প খরচে নির্মাণ সম্ভব৷ গগনচুম্বী ভবনের উপর সাত খণ্ডে প্রকাশিত একটি পুস্তকের তিনি সম্পাদনা করেন৷

অবদান

স্বাধীনতা যুদ্ধকালীন ভূমিকা

তিনি ১৯৭১ সনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে প্রবাসে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেন ৷ বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান স্মরণীয় হয়ে আছে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা যখন নিক্সন সরকারের সমর্থনের বিরোধিতা করেন এফ আর খান। মুক্তিযুদ্ধের সমর্থনে আমেরিকা প্রবাসী বাংলাদেশীদের আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। তার নেতৃত্বে প্রবাসীদের নিয়ে গঠিত হয় দুটি সংগঠন: ‘বাংলাদেশ ইমার্জেন্সি ওয়েলফেয়ার আপিল’, যার উদ্দেশ্য ছিলো মুক্তিবাহিনীর সমর্থনে প্রচার-প্রচারণা এবং রিলিফ সংগ্রহ এবং ‘বাংলাদেশ ডিফেন্স লীগ’, এই সংগঠনটি কূটনৈতিকভাবে মুক্তিযুদ্ধকে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিল। মূলত এই সংগঠনের তৎপরতায় যুক্তরাষ্ট্র পাকিস্তানে সৈন্য পাঠাতে অপারগতা প্রকাশ করে।

মৃত্যু

১৯৮২ সনের ২৬শে মার্চ জেদ্দায় তিনি মৃত্যুবরণ করেন৷ মৃত্যুর পর তার দেহ আমেরিকায় নিয়ে যাওয়া হয় এবং শিকাগোতে তাকে সমাহিত করা হয়।

ফজলুর রহমান খান: জন্ম​, শিক্ষাজীবন, কর্মজীবন 
ফজলুর রহমান খান এর সম্মানে প্রকাশিত বাংলাদেশের ডাক টিকিট।

সম্মাননা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

ফজলুর রহমান খান জন্ম​ফজলুর রহমান খান শিক্ষাজীবনফজলুর রহমান খান কর্মজীবনফজলুর রহমান খান কৃতিত্বফজলুর রহমান খান গবেষণাফজলুর রহমান খান অবদানফজলুর রহমান খান স্বাধীনতা যুদ্ধকালীন ভূমিকাফজলুর রহমান খান মৃত্যুফজলুর রহমান খান সম্মাননাফজলুর রহমান খান তথ্যসূত্রফজলুর রহমান খান বহিঃসংযোগফজলুর রহমান খানআমেরিকানউইলিস টাওয়ারবাংলাদেশশিকাগোসিয়ার্স টাওয়ার

🔥 Trending searches on Wiki বাংলা:

নিরাপদ যৌনতাআরবি বর্ণমালাগ্রীন-টাও থিওরেমইউরোপবাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকাজোয়ার-ভাটাবিমান বাংলাদেশ এয়ারলাইন্সকৃষ্ণমুঘল সাম্রাজ্যঅনুসর্গমাযহাবসুভাষচন্দ্র বসুচেঙ্গিজ খানপৃথিবীর ইতিহাসআবুল কাশেম ফজলুল হকতাল (সঙ্গীত)সাইবার অপরাধজন্ডিসউত্তর চব্বিশ পরগনা জেলাইলেকট্রন বিন্যাসহ্যাশট্যাগকনডমতাওরাতহিন্দুধর্মের ইতিহাসস্বরধ্বনিবাঙালি হিন্দু বিবাহসূরা ইখলাসইজিও অডিটরে দা ফিরেনজেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরবাংলা টিভি চ্যানেলের তালিকাবাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২দারুল উলুম দেওবন্দবিপন্ন প্রজাতিগৌতম বুদ্ধযতিচিহ্নষাট গম্বুজ মসজিদবাংলাদেশ রেলওয়েসুন্দরবনফোরাতউইকিবইসহীহ বুখারীপাঞ্জাব, ভারতকালীইসলামি সহযোগিতা সংস্থাবিড়ালচট্টগ্রাম জেলামাইটোসিসইসলামের পঞ্চস্তম্ভরামমোহন রায়ঈসাসূরাসালাতুত তাসবীহভারতের জাতীয় পতাকাঅনাভেদী যৌনক্রিয়াস্বাস্থ্যের উপর তামাকের প্রভাবহনুমান (রামায়ণ)খুররম জাহ্‌ মুরাদঘূর্ণিঝড়হৃৎপিণ্ডডেঙ্গু জ্বরললিকনশরৎচন্দ্র চট্টোপাধ্যায়শিবাজীভারতের জনপরিসংখ্যানইসলামে বিবাহঅধিবর্ষস্কটল্যান্ডপ্লাস্টিক দূষণছয় দফা আন্দোলনদেব (অভিনেতা)জগদীশ চন্দ্র বসুদারাজতথ্য ও যোগাযোগ প্রযুক্তিআন্তর্জাতিক মাতৃভাষা দিবসআফতাব শিবদাসানিদুধবাংলাদেশের ব্যাংকসমূহের তালিকাপাখি🡆 More