পেনাল্টি কিক: ফুটবলের এক ধরনের বাধাহীন কিক

অ্যাসোসিয়েশন ফুটবলে পেনাল্টি কিক (ইংরেজি: Penalty kick; পেনাল্টি বা স্পট কিক নামেও পরিচিত) হল এক ধরনের ডাইরেক্ট ফ্রি কিক, যা গোলপোস্টের ১২ গজ (প্রায় ১১ মিটার) দূরে অবস্থিত পেনাল্টি দাগ থেকে নেওয়া হয়।

পেনাল্টি কিক: ফুটবলের এক ধরনের বাধাহীন কিক
ফুটবল খেলোয়াড় বিরজিট প্রিঞ্জ পেনাল্টি কিক নেয়ার প্রস্তুতি নিচ্ছেন।

পেনাল্টি কিক সাধারণ খেলা চলাকালে নেওয়া হয়। যখন কোনো খেলোয়াড় নিজেদের পেনাল্টি অঞ্চলের মধ্যে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করে, তখন প্রতিপক্ষ দলকে পেনাল্টি কিক দেওয়া হয়। এটি পেনাল্টি শুটআউটের মতই। তবে নিয়মে সামান্য পার্থক্য রয়েছে।

অধিকাংশ সময়েই পেনাল্টি কিক গোলে পরিণত, তা সেটি বিশ্বমানের গোলরক্ষকের বিরুদ্ধেই হোক না কেন। পেনাল্টি কিকে বলে বাধাদান করার পর বল মাঠের ভেতরে থাকলে সেখান থেকেই খেলা শুরু হয়ে যায়। পেনাল্টি শুটআউটে কোনো খেলোয়াড় গোল করলে সেই গোলটি তার মোট গোলের হিসাবের মধ্যে ধরা না হলেও, পেনাল্টি কিক থেকে করা গোল খেলোয়াড়ের গোলের হিসাবের মধ্যে ধরা হয়।

পুরস্কার

খেলা চলাকালে যদি কোনো খেলোয়াড় নিজেদের পেনাল্টি অঞ্চলের (সাধারণত “পেনাল্টি বক্স” বা “১৮-গজের বক্স” নামে পরিচিত) মধ্যে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করে, তখন প্রতিপক্ষ দলকে পেনাল্টি কিক দেওয়া হয়।

রেফারি তার বাঁশি বাজিয়ে এবং পেনাল্টি দাগের দিকে ইশারা করে পেনাল্টি কিক নির্দেশ করে থাকেন।

পদ্ধতি

পেনাল্টি কিক: ফুটবলের এক ধরনের বাধাহীন কিক 
পেনাল্টি কিক নিচ্ছেন ডেভিড ভিয়া

পেনাল্টি বক্সের ভেতরে থাকা পেনাল্টি দাগ থেকে পেনাল্টি কিক নেওয়া হয়। যিনি পেনাল্টি কিক নেবেন তাকে রেফারি এবং গোলরক্ষকের কাছে পরিষ্কারভাবে পরিচিত হতে হয়। পেনাল্টি কিক নেওয়ার সময় দায়িত্বে থাকা গোলরক্ষক এবং যিনি পেনাল্টি কিক নিচ্ছেন তিনি ছাড়া অন্য খেলোয়াড়দের অবস্থান হবে:

  • মাঠের ভেতরে।
  • পেনাল্টি অঞ্চল এবং আর্কের বাহিরে।
  • পেনাল্টি দাগের পেছনে।
  • পেনাল্টি দাগ থেকে দূরত্ব হবে কমপক্ষে দশ গজ (৯.১৫ মিটার)।

খেলোয়াড়রা নিজ নিজ অবস্থান গ্রহণ করার পর রেফারি কিক নেওয়ার নির্দেশ দেন। বলে কিক করার সাথে সাথে স্বাভাবিক নিয়মে খেলা শুরু হয়ে যায়। ফলে এ সময় অন্যান্য খেলোয়াড়রাও পেনাল্টি অঞ্চলের ভেতরে প্রবেশ করতে পারেন। অনেক সময় বল গোলরক্ষকের কাছে বাধাপ্রাপ্ত হয়ে বা ক্রসবারে লেগে ফিরে আসে। এ সময় যদি গোল হয় তবে তা পেনাল্টি গোল হিসেবে ধরা হয় না। বলটি যদি ক্রসবারে লেগে ফিরে আসে তাহলে যিনি কিক নিয়েছেন তিনি বলটি দ্বিতীয়বার স্পর্শ করতে পারেন না, যতক্ষন না অন্য কোনো খেলোয়াড় তা স্পর্শ করছে, অবশ্য বলটি যদি গোলরক্ষকের গায়ে লেগে ফিরে আসে তবে তিনি তা স্পর্শ করতে পারেন।

পেনাল্টি কিক হল এক ধরনের ডাইরেক্ট ফ্রি কিক। এর থেকে একটি গোল সরাসরি হয়ে যেতে পারে। যদি কোনো গোল না হয়, তবে স্বাভাবিক নিয়মেই খেলা চলতে থাকে।

যে দল পেনাল্টি কিক নিচ্ছে, পেনাল্টি কিক থেকে সে দলের সরাসরি ওন গোল (আত্মঘাতী গোল) হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। কারণ এমনটা ঘটার জন্য কিক নেওয়ার পর বলটিকে ক্রসবারে লেগে ফিরে এসে পুরো মাঠ পাড়ি দিয়ে কিক গ্রহণকারী দলের গোলপোস্টে ঢুকে যেতে হবে, যা একটি অত্যন্ত অপছন্দনীয় দৃশ্য। যদি এমনটা হয় তবে তা হবে ওন গোল, আর যদি বল গোলপোস্টে না ঢুকে পাশ কাটিয়ে চলে যায় তবে প্রতিপক্ষ দলকে কর্ণার কিক দেওয়া হবে।

ট্যাপ পেনাল্টি 

ম্যাচ চলাকালে পেনাল্টি গোল হলে তা পয়েন্ট টেবিলে হিসাব হয় না। শুধুমাত্র পয়েন্ট হিসেবে তিন পয়েন্ট পাবে দলটি।

বহিঃসংযোগ

Tags:

ইংরেজিফুটবল (সকার)

🔥 Trending searches on Wiki বাংলা:

বঙ্গভঙ্গ (১৯০৫)উসমানীয় সাম্রাজ্যের সুলতানদের তালিকাপ্রোফেসর শঙ্কুঅ্যান্টিবায়োটিক তালিকামৌলিক পদার্থহুনাইন ইবনে ইসহাকউপন্যাসপরীমনিনেপালরংপুরবাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিবাংলাদেশে পালিত দিবসসমূহইংরেজি ভাষাজব্বারের বলীখেলাতাপ সঞ্চালনছয় দফা আন্দোলনজয় চৌধুরীবনলতা সেন (কবিতা)বাঙালি হিন্দু বিবাহসুদীপ মুখোপাধ্যায়সন্ধিআওরঙ্গজেবআইসোটোপইসরায়েলইউটিউবকিশোর কুমার৬৯ (যৌনাসন)জলাতংকদোয়া কুনুতভূমি পরিমাপবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরডাচ্-বাংলা ব্যাংক পিএলসিবিড়ালদাজ্জালবাণাসুরআব্বাসীয় স্থাপত্যকুকি-চিন ন্যাশনাল ফ্রন্টমাহরামআর্দ্রতাআন্তর্জাতিক মুদ্রা তহবিলবাংলাদেশ পুলিশমুজিবনগর সরকারভারতীয় জাতীয় কংগ্রেসনূর জাহানসাজেক উপত্যকাহজ্জইউক্রেনে রুশ আক্রমণ (২০২২-বর্তমান)নোয়াখালী জেলাপান (পাতা)বিশ্ব ম্যালেরিয়া দিবসঊনসত্তরের গণঅভ্যুত্থানবাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকাপ্রাকৃতিক দুর্যোগগাঁজাঅসহযোগ আন্দোলন (১৯৭১)জহির রায়হানরশ্মিকা মন্দানাহামআনারসপ্রাকৃতিক সম্পদশিবা শানুজি২০বাংলাদেশ ব্যাংকের গভর্নরদের তালিকাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপপৃথিবীর বায়ুমণ্ডল২০২২ বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফরসাতই মার্চের ভাষণঅকাল বীর্যপাতসার্বিয়াকশ্যপগোপালগঞ্জ জেলা২০২৩ ক্রিকেট বিশ্বকাপমানব দেহদৌলতদিয়া যৌনপল্লিদক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাঅরিজিৎ সিং🡆 More