পোস্ট কোড

পোস্ট কোড চিঠি প্রয়োজন অনুসারে সাজানোর জন্য কিছু অক্ষর বা অঙ্কের ক্রম যা ডাকঘরের ঠিকানার সাথে যোগ করা হয়। ১৯৪১ সালে জার্মানীতে পোস্ট কোডের প্রচলন হয়।

২০০৫ সালে বিশ্ব পোস্টাল ইউনিয়নের ১৯০টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১১৭টিতে পোস্টকোড ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২ নভেম্বর ২০২১ তারিখে ব্যবস্থার প্রচলন ছিল। পোস্টকোডগুলি দিয়ে সাধারণত ভৌগোলিক এলাকা বা অঞ্চল বোঝানো হয়। তবে কিছু কিছু ব্যক্তি বা সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান যারা বিপুল সংখ্যক চিঠিপত্র পেয়ে থাকেন, তাদের জন্য বিশেষ পোস্টকোড প্রবর্তনের রীতি আছে। যেমন ফ্রান্সের সেদেক্স (CEDEX) ব্যবস্থা।

পোস্ট কোডে আরবি সংখ্যাপদ্ধতির প্রতীক ০ থেকে ৯ ও হাইফেন ব্যবহৃত হয়। এছাড়া পশ্চিমা ভাষাগুলিতে পোস্টকোডের মধ্যে লাতিন বর্ণও থাকে।

ইংরেজিভাষী দেশগুলিতে প্রাপকের ঠিকানা লেখার সময় পোস্টকোডকে শহরের নামের পরে (একই লাইনে বা পরের লাইনে) বসানো হয়। অন্যদিকে ইউরোপীয় দেশগুলিতে ঠিকানা লেখার সময় এটিকে শহরের নামের আগে বসানো হয়।

ভারতে এটি পিন কোড এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এটি জিপ কোড নামে পরিচিত।

তথ্যসূত্র

Tags:

জার্মানী

🔥 Trending searches on Wiki বাংলা:

মোহাম্মদ সাহাবুদ্দিনইউএস-বাংলা এয়ারলাইন্স২০২৪ কোপা আমেরিকাসূরা ফালাকপৃথিবীর ইতিহাসলোকসভা কেন্দ্রের তালিকাইন্দিরা গান্ধীমিয়োসিসঈদুল আযহামুহাম্মাদের বংশধারাকুষ্টিয়া জেলাজিএসটি ভর্তি পরীক্ষাভূগোলঅমর সিং চমকিলা০ (সংখ্যা)ইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন বখতিয়ার খলজিব্যাকটেরিয়াতৃণমূল কংগ্রেসপশ্চিমবঙ্গে ভারতের সাধারণ নির্বাচন, ২০২৪এল নিনোকুবেরগুজরাত টাইটান্সউসমানীয় সাম্রাজ্যের সুলতানদের তালিকানাহরাওয়ানের যুদ্ধঅনাভেদী যৌনক্রিয়াজিয়াউর রহমানযৌনসঙ্গমঅপটিক্যাল ফাইবারস্ক্যাবিসআমাশয়গঙ্গা নদীউমর ইবনুল খাত্তাবজ্বীন জাতিপশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদকাবামেষ রাশি (জ্যোতিষ শাস্ত্র)জীবনানন্দ দাশঅক্ষর প্যাটেলদিল্লি ক্যাপিটালসমহাদেশছোটগল্পবাংলাদেশের জেলাসৈয়দ শামসুল হককারকযোনিকলাশাবনূরছিয়াত্তরের মন্বন্তরকুয়েতএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)হিন্দুধর্মরঙের তালিকাভারতের রাষ্ট্রপতিবাংলাদেশের পৌরসভার তালিকাবাংলাদেশের স্বাধীনতা দিবসবাঙালি জাতিশিক্ষাদি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশরূপান্তরিত লিঙ্গনওয়াব ফয়জুন্নেসা চৌধুরানীজরায়ুবাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২নিউমোনিয়ানামাজের সময়সমূহদুবাইগাজওয়াতুল হিন্দভোক্তা আচরণবিসিএস পরীক্ষাবাংলাদেশ ব্যাংকের গভর্নরদের তালিকাঊনসত্তরের গণঅভ্যুত্থানশিবা শানুসাতই মার্চের ভাষণইসলামি আরবি বিশ্ববিদ্যালয়কলকাতাকুমিল্লারামকৃষ্ণ পরমহংস🡆 More