জাপান জাতীয় স্টেডিয়াম

জাপান জাতীয় স্টেডিয়াম (国立競技場, Kokuritsu kyōgijō), (পূর্ব নাম নতুন জাপান জাতীয় স্টেডিয়াম) জাপানের টোকিও শহরের শিনজুকুর কাসুমিগাওকায় অবস্থিত ফুটবলের জন্য বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত একটি বহুমুখী স্টেডিয়াম। এটি আনুষ্ঠানিকভাবে জাতীয় স্টেডিয়াম নামে পরিচিত। স্টেডিয়ামটি ২০২০ অলিম্পিকের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানের জন্য মূল স্টেডিয়াম হিসাবে ব্যবহৃত হবে, পাশাপাশি ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিক ও প্যারালিম্পিকের ট্র্যাক ও ফিল্ড অ্যাথলেটিক্স অনুষ্ঠানের স্থান হিসেবে কাজ করবে।

জাপান জাতীয় স্টেডিয়াম
国立競技場
জাপান জাতীয় স্টেডিয়াম
আকাশস্থ দৃশ্য (২০২০)
অবস্থান১০৯-২, কাসুমিগাওকা, শিনজুকু, টোকিও, জাপান
গণপরিবহনজাপান জাতীয় স্টেডিয়াম টেমপ্লেট:Tssn Kokuritsu-Kyōgijō
East Japan Railway Company টেমপ্লেট:JRSN Sendagaya
মালিকজাপান স্পোর্ট কাউন্সিল
ধারণক্ষমতা৬৮,০০০ (অস্থায়ী আসন সহ ৮০,০০০ টি)
আয়তন১০৭ × ৭১ মিটার
উপরিভাগঘাস
নির্মাণ
কপর্দকহীন মাঠ১১ ডিসেম্বর ২০১৬; ৭ বছর আগে (2016-12-11)
নির্মিতডিসেম্বর ২০১৬ – ৩০ নভেম্বর ২০১৯
উদ্বোধন২১ ডিসেম্বর ২০১৯; ৪ বছর আগে (2019-12-21)
নির্মাণ ব্যয়ইউএস$১.৪ বিলিয়ন (¥১৫৭ বিলিয়ন)
স্থপতিকেনগো কুমা
ভাড়াটে
জাপান জাতীয় ফুটবল দল (২০২০–বর্তমান)
জাপানের জাতীয় রাগবি ইউনিয়ন দল (২০২০–বর্তমান)

পুরানো জাতীয় স্টেডিয়ামটি ২০১৫ সালের মে মাসে ভেঙে ফেলা হয়, নতুন স্টেডিয়ামটি নির্মাণের জন্য ২০১৬ সালের ১১ই ডিসেম্বর থেকে কাজ শুরু করার অনুমতি দেওয়া হয়।

নতুন স্টেডিয়ামটির মূল পরিকল্পনাটি ২০১৫ সালের জুলাই মাসে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বাতিল করেছিলেন, যিনি ভবন তৈরির ব্যয় বৃদ্ধির কারণে জনসাধারণের ক্ষোভের পরে প্রত্যাখ্যানের ঘোষণা করেন। ফলস্বরূপ, নতুন নকশাটি যেমন মনে করা হয়েছিল সেই অনুসারে ২০১৯-এর রাগবি বিশ্বকাপের জন্য প্রস্তুত ছিল না। মূল নকশাটি প্রতিস্থাপনের জন্য, স্থপতি কেনগো কুমার কর্তৃক করা একটি নতুন নকশা ২০১৫ সালের ডিসেম্বর মাসে বেছে নেওয়া হয়, যা অনুসারে স্টেডিয়াম তৈরির কাজ ২০১৮ সালের ৩০ নভেম্বরে সম্পন্ন হয়।

ইতিহাস

টোকিও ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য দরপত্র জমা দেওয়ার পরে, সম্ভবত জাতীয় অলিম্পিক স্টেডিয়ামটি পুনর্নির্মাণ বা পুনর্গঠন করার কথা ছিল। স্টেডিয়ামটি উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানের পাশাপাশি ট্র্যাক ও ফিল্ড অনুষ্ঠানের আয়োজন করবে।

এটি ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে নিশ্চিত হয়, যে স্টেডিয়ামটি ভেঙে পুনর্গঠন করা হবে ও £১ বিলিয়ন অর্থমূল্যের দ্বারা উন্নয়ন হবে। স্থপতি যাহা হাদিদের নকশার ভিত্তিতে ২০১২ সালের নভেম্বর মাসে নতুন জাতীয় স্টেডিয়ামের রূপান্তরগুলি প্রকাশিত হয়। স্টেডিয়ামটি ২০১৫ সালে ভেঙে ফেলা হয় এবং নতুনটির মূলত ২০১৯ সালের মার্চ মাসের মধ্য নির্মাণ শেষ হওয়ার কথা ছিল। নতুন স্টেডিয়ামটি অ্যাথলেটিকস, রাগবি, কিছু ফুটবল খেলা এবং অলিম্পিক ও প্যারা অলিম্পিকের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের ঘটনাস্থল হিসাবে কাজ করবে।

চিত্রশালা

নির্মাণ

তথ্যসূত্র

Tags:

জাপান জাতীয় স্টেডিয়াম ইতিহাসজাপান জাতীয় স্টেডিয়াম চিত্রশালাজাপান জাতীয় স্টেডিয়াম তথ্যসূত্রজাপান জাতীয় স্টেডিয়ামটোকিওফুটবল

🔥 Trending searches on Wiki বাংলা:

তাওরাততারাঅস্ট্রেলিয়াবাঙালি জাতিসূরা বাকারাইউসুফভৌগোলিক আয়তন অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাইসলামের নবি ও রাসুলজাতীয় সংসদের স্পিকারদের তালিকাদারুল উলুম দেওবন্দএ. পি. জে. আবদুল কালামশয়তানইলন মাস্ক২০২২ ফিফা বিশ্বকাপকুমিল্লা জেলাশাহ জাহানআডলফ হিটলারদ্বিতীয় বিশ্বযুদ্ধবিশ্ব দিবস তালিকাসুইজারল্যান্ডগোত্র (হিন্দুধর্ম)স্ক্যাবিসকালেমাজোয়ার-ভাটাপাঠান (চলচ্চিত্র)সাইবার অপরাধপর্যায় সারণীইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডমাটিছারপোকাস্টার জলসাঅকালবোধনআল পাচিনোমহামৃত্যুঞ্জয় মন্ত্রসূর্য সেনবঙ্গবন্ধু টানেলরক্তবিবাহকৃষ্ণগহ্বরভাষাইংরেজি ভাষাবাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষচাঁদসামরিক বাহিনীইসলাম ও হস্তমৈথুনফিফা বিশ্ব র‌্যাঙ্কিংসুকান্ত ভট্টাচার্যমাদার টেরিজানালন্দামুহাম্মদ ইউনূসতাল (সঙ্গীত)বৃহস্পতি গ্রহবিকাশউৎপল দত্তঅসমাপ্ত আত্মজীবনীসাকিব আল হাসানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরসুফিবাদআফ্রিকাসমকামিতাজননীতিক্যান্সারনাটকযোনিবাংলা ভাষা আন্দোলনমৌলসমূহের ইলেকট্রন বিন্যাস (উপাত্ত পাতা)ডিএনএতাজবিদঅণুজীবখালিস্তানসাতই মার্চের ভাষণদুরুদইন্দোনেশিয়াযিনাআরবি ভাষাবিপন্ন প্রজাতিযৌনসঙ্গমফুটি🡆 More