কম্পিউটার নেটওয়ার্ক

কম্পিউটার নেটওয়ার্ক (ইংরেজি: Computer network) হচ্ছে এমন একটি ব্যবস্থা যাতে দুই বা ততোধিক কম্পিউটার একসাথে যুক্ত থাকে। কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারকারীরা ফাইল, প্রিন্টার ও অন্যান্য সম্পদ ভাগাভাগি করে ব্যবহার করতে পারেন, একে অপরের কাছে বার্তা পাঠাতে পারেন এবং এক কম্পিউটারে বসে অন্য কম্পিউটারে প্রোগ্রাম চালাতে পারেন।

কম্পিউটার নেটওয়ার্ক

নেটওয়ার্ক এর বাংলা অর্থ বিস্তীর্ণ জালিকা ।

উপাদান

একটি নেটওয়ার্কে মূলত তিনটি উপাদান থাকে: অ্যাপ্লিকেশন সফটওয়্যার, নেটওয়ার্ক সফটওয়্যার এবং নেটওয়ার্ক হার্ডওয়্যার।

  • অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে কতগুলি ইন্টারফেস প্রোগ্রামের সমষ্টি যার মাধ্যমে কম্পিউটার ব্যবহারকারীরা নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে নেটওয়ার্কে বিদ্যমান বিভিন্ন সম্পদ ভাগাভাগি করতে পারেন। এগুলি ক্লায়েন্ট-সার্ভার কিংবা পিয়ার-টু-পিয়ার প্রকৃতির হতে পারে।
  • নেটওয়ার্ক সফটওয়্যার হচ্ছে কতগুলি প্রোগ্রামের সমষ্টি যা নেটওয়ার্ক ব্যবহারের নিয়ম বা প্রোটোকল স্থাপন করে, যার ভিত্তিতে একটি কম্পিউটার আরেকটি কম্পিউটারের সাথে তথ্য আদান প্রদান করে বা "কথা বলে"। ফরম্যাটকৃত নির্দেশাবলি তথা প্যাকেটসমূহ আদান-প্রদান করে এই প্রোটোকলগুলি রক্ষা করা হয়। প্রোটোকলগুলি দুই কম্পিউটারের নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনগুলির মধ্যে যৌক্তিক সংযোগ সৃষ্টি করে, ভৌত নেটওয়ার্কের ভেতর দিয়ে প্যাকেট পরিচালন করে এবং একই সময়ে পাঠানো প্যাকেটের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা যথাসম্ভব কমানোর চেষ্টা করে।
  • যেসমস্ত ভৌত যন্ত্রাংশ বা উপাদান একাধিক কম্পিউটারকে সংযুক্ত করে, তাদেরকে একত্রে নেটওয়ার্ক হার্ডওয়্যার বলা হয়। এদের মধ্যে দুইটি গুরুত্বপূর্ণ উপাদান হল কম্পিউটারের সিগনাল বহনকারী ট্রান্সমিশন মাধ্যম এবং নেটওয়ার্ক অ্যাডাপ্টার। ট্রান্সমিশন মাধ্যম সাধারণত তার বা আপটিকাল ফাইবারে তৈরি। নেটওয়ার্ক অ্যাডাপ্টারের কাজ ট্রান্সমিশন মাধ্যম ও নেটওয়ার্ক সফটওয়্যারের মধ্যে যোগসূত্র স্থাপন করা

নেটওয়ার্কে ট্রান্সমিট করা তথ্য বাইনারি ডিজিট বা বিট আকারের হয়, যাতে কম্পিউটারের ইলেকট্রনিক বর্তনী সহজেই তা প্রক্রিয়া করতে পারে।

প্রকারভেদ

কম্পিউটার নেটওয়ার্কে সাধারণত ৪ ভাগে ভাগ করা যায় যথা-

  • LAN (লোকাল এরিয়া নেটওয়ার্ক)
  • MAN (মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক )
  • WAN (ওয়াইড এরিয়া নেটওয়ার্ক)
  • PAN (ব্যাক্তিগত এরিয়া নেটওয়ার্ক)

লোকাল এরিয়া নেটওয়ার্ক

LAN (Local Area Network), একে সংক্ষেপে ল্যান (LAN) বলা হয় । একই বিল্ডিং এর মাঝে কয়েকটি কম্পিউটার নিয়ে গঠিত নেটওয়ার্ককে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক (Local Area Network) এই ধরনের নেটওয়ার্কের গঠন খুব সহজ , এর্ং এর জন্য ব্যবহৃত ডিভাইস সমুহের দাম খুব কম । এই ধরনের নেটওয়ার্ক ব্যবহৃত ডিভাইস সমুহ হলো হাব, সুইচ , রিপিটার । আমাদের দৈনন্দিন জীবনে আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক বা LAN ই ব্যবহার করে থাকি। ছোট-মাঝারি অফিস-আদালত ও ব্যবসা-বাণিজ্যে এ নেটওয়ার্ক ব্যবহৃত হয়। এর মূল উদ্দেশ্য থাকে ডিভাইসসমূহের পরস্পরের মধ্যে তথ্য এবং রিসোর্স শেয়ার করা। ছোট-মাঝারি অফিসে LAN তৈরি করে প্রিন্টার, মডেম, স্ক্যানার, ইত্যাদি ডিভাইসের জন্য সাশ্রয় করা যেতে পারে।

মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক

MAN (Metropolitan Area Network) : মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক (Metropolitan Area Network), একে সংক্ষেপে ম্যান (MAN) বলা হয় । একই শহরের মধ্যে অবস্থিত কয়েকটি ল্যানের সমন্বয়ে গঠিত ইন্টারফেসকে বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (MAN)। এ ধরনের নেটওয়ার্ক ৫০-৭৫ মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে। এই নেটওয়ার্কের ডাটা ট্রান্সফার স্পিড গিগাবিট পার সেকেন্ড। এ ধরনের নেটওয়ার্ক এ ব্যবহৃত ডিভাইস গুলো হলো রাউটার, সুইজ, মাইক্রোওয়েভ এন্টেনা ইত্যাদি।

ওয়াইড এরিয়া নেটওয়ার্ক

WAN (Wide Area Network) :ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (Wide Area Network), একে সংক্ষেপে ওয়্যান (WAN) বলা হয় । দূরবর্তী ল্যানসমূকে নিয়ে গড়ে উঠা নেটওয়ার্ককে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলে। (WAN)। সাধারণত ‍ দুটি ভিন্ন ভিন্ন দেশের মধ্যে এই ধরনের নেটওয়ার্ক গড়ে ওঠে । এ ধরনের নেটওয়ার্ক এর ডাটা ট্রান্সফার স্পীড ৫৬ কেবিপিএস থেকে ১.৫৪৪ এমবিপিএস। এ ধরনের নেটওয়ার্কের গঠন বেশ জটিল এবং সাধারণত বিশাল ভৌগোলিক এলাকা নিয়ে বিস্তৃত। এ ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত ডিভাইসগুলো হলো রাউটার, মডেম, ওয়্যান সুইজ ইত্যাদি।

আরও দেখুন

তথ্যসূত্র

Tags:

কম্পিউটার নেটওয়ার্ক উপাদানকম্পিউটার নেটওয়ার্ক প্রকারভেদকম্পিউটার নেটওয়ার্ক আরও দেখুনকম্পিউটার নেটওয়ার্ক তথ্যসূত্রকম্পিউটার নেটওয়ার্কইংরেজি ভাষা

🔥 Trending searches on Wiki বাংলা:

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেক্টরসমূহসাইবার অপরাধভিটামিনমহাভারতবাংলা লিপিহেপাটাইটিস বিবক্সারের যুদ্ধরাষ্ট্রবিজ্ঞানকৃত্তিবাসী রামায়ণগোপাল ভাঁড়অবনীন্দ্রনাথ ঠাকুরবাংলাদেশের উপজেলার তালিকাবাংলাদেশ আনসারজয়া আহসানরামপ্রসাদ সেনহিন্দুধর্মের ইতিহাসবাংলাদেশের ইতিহাসআনন্দবাজার পত্রিকাবিদ্রোহী (কবিতা)সেলজুক সাম্রাজ্যগোত্র (হিন্দুধর্ম)শব্দ (ব্যাকরণ)সত্যজিৎ রায়ের চলচ্চিত্রচট্টগ্রামরামায়ণমহেন্দ্র সিং ধোনিআল্লাহর ৯৯টি নামকিশোর কুমারআল্লাহদিনাজপুর জেলাজীববৈচিত্র্যআয়াতুল কুরসিভারতের সংবিধানবেনজীর আহমেদআসমানী কিতাবকাজলরেখারানা প্লাজা ধসঅষ্টাঙ্গিক মার্গভারতের প্রধানমন্ত্রীদের তালিকাঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েফুলউজবেকিস্তানমামুনুল হক২০২২–২৩ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের পাকিস্তান সফর (ডিসেম্বর ২০২২)আল-আকসা মসজিদনিরোশেখ হাসিনানামাজবিশ্বের মানচিত্রহামাসপর্যায় সারণিঢাকা জেলাবাংলাদেশের জেলাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবাঙালি সাহিত্যিকদের তালিকা (কালানুক্রমিক)গুগলসুভাষচন্দ্র বসুতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়অসহযোগ আন্দোলন (১৯৭১)ভারতমৈমনসিংহ গীতিকাপহেলা বৈশাখমৌলিক পদার্থমৃণালিনী দেবীশাকিব খান অভিনীত চলচ্চিত্রের তালিকাজনি সিন্সইতালিরাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল এন্ড কলেজযতিচিহ্নঅভিস্রবণতুরস্ককাজী নজরুল ইসলামব্রিক্‌সচাঁদপুর জেলাইউরোপীয় দেশগুলো ও অধীনস্থ ভূভাগের তালিকাকবিতাপলিসিস্টিক ওভারি সিন্ড্রোম🡆 More