আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ইংরেজি: International Civil Aviation Organization সংক্ষেপে আইসিএও; ICAO) জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত সকল বিষয় তদারকি করে।

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা
মন্ট্রিয়লে আইসিএওর সদরদপ্তর
সংস্থার ধরনজাতিসংঘের বিশেষায়িত সংস্থা
সংক্ষিপ্ত নামআইসিএও
প্রধানJuan Carlos Salazar (বর্তমান)
মর্যাদাসক্রিয়
প্রতিষ্ঠাকাল৪ এপ্রিল, ১৯৪৭
প্রধান কার্যালয়মন্ট্রিয়ল, কানাডা
ওয়েবসাইটicao.int
মাতৃ সংস্থাজাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

সংস্থাটি ১৯৪৪ সালে প্রভিশনাল আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (পিআইসিএও) হিসেবে প্রতিষ্ঠিত হয়। এরপর ১৯৪৭ সালের ৪ এপ্রিল আইসিএও হিসাবে যাত্রা শুরু করে এবং একই বছর জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।

বর্তমানে সংস্থাটির সদস্য সংখ্যা ১৯৩ এবং কাউন্সিল সদস্য ৩৬।

ইতিহাস

১৯৪৪ সালের ৭ ডিসেম্বর ৫২টি রাষ্ট্র 'কনভেনশন অন ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন (শিকাগো কনভেনশন)' স্বাক্ষর করে। তখন ২৬টি দেশ কনভেনশনটির অনুমোদন দেয়। কিন্তু আরো ২৬টি দেশের অনুমোদন বাকি থাকায় পুরোদমে সংস্থাটি চালু করা সম্ভব হয় নি। তাই তখন প্রভিশনাল আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (পিআইসিএও) গঠন করা হয়। এটি ১৯৪৫ সালের ৬ জুন থেকে ১৯৪৭ সালের ৪ এপ্রিল পর্যন্ত কার্যকর ছিল। পরবর্তীতে ১৯৪৭ সালের ৫ মার্চ বাকি ২৬ দেশের অনুমোদন পাওয়া যায়। এর ফলশ্রুতিতে আনুষ্ঠানিকভাবে ১৯৪৭ সালের ৪ এপ্রিল আইসিএও প্রতিষ্ঠিত হয়।

সদস্যপদ

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা 
আইসিএও এর সদস্য রাষ্ট্রসমূহ

বর্তমানে সংস্থাটির ১৯৩টি সদস্য রাষ্ট্র এবং ৩৬টি কাউন্সিল সদস্য রয়েছে। জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের ১৯২টিই আইসিএও এর সদস্য, শুধু লিশটেনস্টাইন ছাড়া। আর সংস্থাটির বাকি ১টি সদস্য হচ্ছে কুক আইল্যান্ড।

কার্যক্রম

আইসিএও জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক মান ও নীতি নির্ধারণ করে এবং সদস্য দেশ সমূহকে তাদের এই ক্ষেত্রে সক্ষমতা অর্জনের জন্য সহায়তা প্রদান করে থাকে। এছাড়া বিমান চলাচলের জন্য রুট নির্ধারণ, সংকেত নির্ধারণ, এয়ার-ক্রাফটের রেজিস্ট্রেশন ইত্যাদি বিষয় ব্যবস্থাপনা করে থাকে।

আরোও দেখুন

তথ্যসূত্র

Tags:

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা ইতিহাসআন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা সদস্যপদআন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা কার্যক্রমআন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আরোও দেখুনআন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা তথ্যসূত্রআন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বহিঃসংযোগআন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থাইংরেজি ভাষাজাতিসংঘজাতিসংঘের বিশেষায়িত সংস্থাসমূহবেসামরিক বিমান চলাচল

🔥 Trending searches on Wiki বাংলা:

বীর শ্রেষ্ঠবাংলাদেশের সংবিধানআইজাক নিউটনকার্বনলাহোর প্রস্তাবচতুর্থ শিল্প বিপ্লববাংলাদেশ ছাত্রলীগমার্কিন যুক্তরাষ্ট্রবিটিএসকালীকক্সবাজারসালাতুত তাসবীহপদ্মা সেতুঅর্থনীতিআসমানী কিতাবমানুষতাশাহহুদনিউমোনিয়াপ্রথম বিশ্বযুদ্ধআওরঙ্গজেবকার্বন ডাই অক্সাইডশেখ মুজিবুর রহমানঅশ্বগন্ধাআবদুর রব সেরনিয়াবাতজোয়ার-ভাটাদক্ষিণ আফ্রিকাতায়াম্মুমমানিক বন্দ্যোপাধ্যায়স্নায়ুকোষজগদীশ চন্দ্র বসুঅশোক (সম্রাট)ললিকনভালোবাসাবাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২ছায়াপথযিনাপারমাণবিক ভরের ভিত্তিতে মৌলসমূহের তালিকাঢাকাসুকুমার রায়বাংলাদেশ রেলওয়েমহাদেশবাজিতারেক রহমানসুকান্ত ভট্টাচার্যবাংলাদেশের তৈরি পোশাক শিল্পজুবায়ের জাহান খানশ্রীকান্ত (উপন্যাস)লালবাগের কেল্লাকোষ প্রাচীরবাংলাদেশের জাতীয় পতাকাউসমানীয় সাম্রাজ্যই-মেইলবাঙালি হিন্দুদের পদবিসমূহবাংলাদেশ সেনাবাহিনীর প্রধানচর্যাপদবিশ্ব ব্যাংকশব্দ (ব্যাকরণ)মসজিদে নববীগ্রামীণ ব্যাংকবাংলাদেশ সেনাবাহিনীর পদবিফ্রান্সের ষোড়শ লুইইব্রাহিম (নবী)ক্যান্টনীয় উপভাষাজলাতংকএশিয়াবাংলাদেশের নদীর তালিকাযুক্তরাজ্যরফিকুন নবীজ্বীন জাতিআদমশিবাজীশ্রীবিজয়া এয়ার ফ্লাইট ১৮২গ্রীন-টাও থিওরেমপারদবাংলাদেশের স্থল বন্দরসমূহের তালিকাপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়বাংলাদেশের উপজেলা🡆 More