অপ্রাকৃতিক যৌনসঙ্গম

অপ্রাকৃতিক যৌনসঙ্গম ( /ˈsɒdəmi/ ), যাকে ব্রিটিশ ইংরেজিতে বাগারি (buggery) ও বলা হয়, সাধারণত মানুষে মানুষে পায়ুসঙ্গম (তবে মাঝে মাঝে মুখমৈথুন ) বা মানুষ ও অন্য প্রাণীর মধ্যে যেকোন যৌন কার্যকলাপ (পশুকামিতা) বোঝায়। এর অর্থ হতে পারে কোনো অ- প্রজননশীল যৌন কার্যকলাপ। মূলত, সডোমি শব্দটি, যা আদি পুস্তকে সডোম ও গোমোরার গল্প থেকে উদ্ভূত হয়েছে, সাধারণত সমকামী পায়ূ যৌনতার মধ্যে সীমাবদ্ধ ছিল। অনেক দেশে পায়ুকামিতা আইন এহেন আচরণকে অপরাধ হিসাবে ধরা হয়। পশ্চিমা বিশ্বে, এই আইনগুলির অনেকগুলি বাতিল করা হয়েছে বা নিয়মিতভাবে প্রয়োগ করা হয় না। একজন ব্যক্তি যিনি অপ্রাকৃত যৌনসঙ্গমে লিপ্ত তাকে কখনও কখনও সোডোমাইট হিসাবে উল্লেখ করা হয়।

অপ্রাকৃতিক যৌনসঙ্গম
অপ্রাতিক যৌন সঙ্গম।

এটি এমন যৌনমিলন বোঝায় যার মাধ্যমে প্রজনন সম্ভব নয়। প্রধানত পায়ূমৈথুনমুখমৈথুন অপ্রাকৃতিক যৌনসঙ্গম হিসেবে পরিগণিত। ১৮৬০ সালে ভারতে ব্রিটিশ শাসনামলে যে দণ্ড বিধি প্রণয়ন ও বলবৎ করা হয় তার ৩৭৭ ধারায় অপ্রাকৃতিক যৌনসঙ্গমকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বর্ণনা করা হয়েছে। এ হেন যৌনকর্মকে বাইবেল এ অপ্রাকৃতিক বা প্রকৃতি-বিরূদ্ধ হিসেবে গণ্য করা হয়েছে। ১৯৪৭ এ ভারত স্বাধীন হলে এই আইন বলবৎ ও কার্যকর থাকে। অদ্যাবধি এই আইন কার্যকর রয়েছে।

সমকামীরা এই আইন রদ করার জন্য দাবী করে চলেছে। সমকামী পুরুষ একে অপরের মলদ্বারে লিঙ্গ প্রবিষ্ট করে জৈবিক কামনা চরিতার্থ করে। এই আইনের অর্থাৎ ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারার ভাষ্য অনুযায়ী সমকাম এক প্রকার অপ্রাকৃতিক যৌনসঙ্গম এবং এ কারণে এটি শাস্তিযোগ্য অপরাধ। আইনটিতে বস্তুতঃ পুরুষে-পুরুষে পায়ূমৈথুনকে নিষিদ্ধ এবং দণ্ডযোগ্য অপরাধ গণ্য করা হয়েছিল। অপরাধটি ছিল জামিন অযোগ্য। আদালতে প্রমাণিত হলে সমকামের সর্বোচ্চ সাজা ছিল যাবজ্জীবন কারাদণ্ড। অপরাধ হয়েছে কিনা তার নিয়ামক কেবল লিঙ্গ প্রবিষ্টকরণ। এর মাধ্যমে বীর্যস্খলন আবশ্যিক শর্ত নয়।

স্বীয় স্ত্রীর সঙ্গে পায়ূমৈথুন অপ্রাকৃতিক বিধায় এই আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য। এখানে পারস্পরিক সম্মতি কোনো নির্ণায়ক নয় কেননা এই অপরাধ রাষ্ট্রের বিরূদ্ধে সংঘটিত। পায়ূমৈথুন ছাড়াও বিপরীত লিঙ্গ বা অভিন্ন লিঙ্গের সঙ্গীর বা সঙ্গিনীর মুখে বা মুখগহ্বরে মৈথুন অপ্রাকৃতিক বিধায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারাযর ভাষ্য অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

তথ্যসূত্র

Tags:

আদি পুস্তকপশুকামিতাপশ্চিমা বিশ্বপায়ুকামিতা আইনপায়ুসঙ্গমপ্রজননব্রিটিশ ইংরেজিমানব যৌনাচারমুখমৈথুনসদোম ও গোমোরাহসমকামিতাসাহায্য:আধ্বব/ইংরেজি

🔥 Trending searches on Wiki বাংলা:

সুকুমার রায়মেটা প্ল্যাটফর্মসওয়ালাইকুমুস-সালামপর্তুগিজ ভারতবাংলাদেশে পালিত দিবসসমূহঊষা (পৌরাণিক চরিত্র)প্রথম বিশ্বযুদ্ধআর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতাঘূর্ণিঝড়পশ্চিমবঙ্গের নদনদীর তালিকাদেব (অভিনেতা)জাতিসংঘ নিরাপত্তা পরিষদগাঁজা (মাদক)আল্লাহর ৯৯টি নামবাংলাদেশের বিভাগসমূহমৃত্যু পরবর্তী জীবনমুহাম্মাদ ফাতিহদৈনিক ইনকিলাববিদায় হজ্জের ভাষণআবদুল মোনেমবেনজীর আহমেদন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালপদ্মা নদীসুকান্ত ভট্টাচার্যজাতীয় সংসদআগলাবি রাজবংশআরব্য রজনীমার্কিন যুক্তরাষ্ট্ররূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রপ্রাকৃতিক পরিবেশবাংলাদেশের ইতিহাসঅলিউল হক রুমিরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুসাজেক উপত্যকাপল্লী সঞ্চয় ব্যাংকহামশবনম বুবলিমাওয়ালিখলিফাদের তালিকাআশালতা সেনগুপ্ত (প্রমিলা)ইসলামের ইতিহাসকুকি-চিন ন্যাশনাল ফ্রন্টসৌদি রিয়ালশাবনূরডায়ানা, প্রিন্সেস অব ওয়েলসরাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল এন্ড কলেজপুরুষে পুরুষে যৌনতাষড়রিপুশিব নারায়ণ দাসকক্সবাজারভারতযুক্তফ্রন্টর‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসাধু ভাষাচিকিৎসকআয়াতুল কুরসিমালদ্বীপতামান্না ভাটিয়াসূরা ইয়াসীনব্রাজিলদৈনিক ইত্তেফাককবিতাঅনাভেদী যৌনক্রিয়াপ্রধান পাতাসিঙ্গাপুরবাংলাদেশ রেলওয়েমৌলসমূহের ইলেকট্রন বিন্যাস (উপাত্ত পাতা)শাহবাজ আহমেদ (ক্রিকেটার)ব্রিটিশ রাজের ইতিহাসগাজওয়াতুল হিন্দভারতের ইতিহাসব্রিক্‌সশুক্র গ্রহবিরাট কোহলি🡆 More