১১ মার্চ: তারিখ

১১ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৭০তম (অধিবর্ষে ৭১তম) দিন। বছর শেষ হতে আরো ২৯৫ দিন বাকি রয়েছে।

১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬
১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩
২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০
৩১  

ঘটনাবলী

  • ১৩৯৯ - তৈমুর লঙ সিন্ধুনদ অতিক্রম করে ভারতে আসেন।
  • ১৫০২ - পার্সিয়ার শাহ প্রথম ইসমাইলের অভিষেক হয় ।
  • ১৭০২ - প্রথম ইংরেজি দৈনিক পত্রিকা দ্য কোরান্ট প্রকাশিত হয় ।
  • ১৭৮৪ - মহিশুরে টিপু সুলতানের সাথে ইংরেজদের শান্তি চুক্তি স্বাক্ষরিত।
  • ১৭৯৫ - কুর্দলার যুদ্ধে মারাঠাদের কাছে মোগল বাহিনী পরাজিত হয়।
  • ১৮১২ - মার্শাম্যানের কলকাতার ছাপাখানা অগ্নিকান্ডে ভস্মীভূত হয়।
  • ১৮২৩ - আমেরিকায় প্রথম সাধারণ স্কুল চালু হয়।
  • ১৯১১ - রোকেয়া সাখাওয়াত হোসেন তার পরলোকগত স্বামীর নামে সাখাওয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করেন।
  • ১৯১৭ - ব্রিটিশ বাহিনীর বাগদাদ দখল।
  • ১৯১৮ - মস্কো বিপ্লবী রাশিয়ার রাজধানী হয় ।
  • ১৯১৯ - ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, বিখ্যাত বাঙালি কৌতুক লেখক।
  • ১৯২০ - আমির ফয়সলের নিজেকে সিরিয়ার রাজা ঘোষণা।
  • ১৯৩৫ - ব্যাংক অব কানাডা চালু হয় ।
  • ১৯৩৮ - জার্মান বাহিনী অস্ট্রিয়ায় অনুপ্রবেশ করে।
  • ১৯৪০ - যুদ্ধ পরিস্থিতিতে ব্রিটেনে মাংসের রেশন চালু হয়।
  • ১৯৪৮ - পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে সরকারি ভাষার মর্যাদা না দেয়ায় পূর্ব বাংলায় সাধারণ ধর্মঘট পালিত হয়। পুলিশ ৬৯ জনকে গ্রেপ্তার করে।
  • ১৯৪৯ - বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্ব বাংলায় রাষ্ট্রভাষা দিবস পালিত হয়।
  • ১৯৪৯ - দৈনিক পাকিস্তান অবজারভার (পরে বাংলাদেশ অবজারভার) প্রকাশিত হয়।
  • ১৯৬৬ - ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্নো সেনাবাহিনীর জেনারেল সুহার্তোর কাছে ব্যাপক ক্ষমতা অর্পণে বাধ্য হন। পরে সুকর্নোকে সরিয়ে সুহার্তো নিজেই প্রেসিডেন্ট হন।
  • ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় গ্রিস
  • ১৯৭৪ - সিসিলির এটনা গিরিশৃঙ্গে অগ্নুৎপাত ঘটে।
  • ১৯৭৭ - মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা করায় ব্রাজিল যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ২৫ বছরের সামরিক চুক্তি বাতিল করে।
  • ১৯৭৯ - সেন্ট্রাল ট্রিটি অরগানাইজেশন বা সেন্টো থেকে ইরান নিজের নাম প্রত্যাহার করে নেয়।
  • ১৯৯০ - লিথুনিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে।
  • ১৯৯২ - পাঞ্জাবে শিখ জঙ্গীদের হাতে ১৭ হিন্দু শ্রমিক নিহত।
  • ১৯৯৪ - এদুয়ার্দো ফ্রেই চিলির প্রেসিডেন্ট নির্বাচিত।
  • ১৯৯৯ - “ইনফোসিস” প্রথম ভারতীয় তথ্য প্রযুক্তি কোম্পানি হিসাবে নাসডাক স্টক মার্কেট অন্তর্ভুক্ত হয়।
  • ২০০০ - ইউক্রেনে কয়লা খনিতে বিস্ফোরণে ৮১ শ্রমিক নিহত।
  • ২০০৪ - স্পেনের রাজধানী মাদ্রিদে তিনটি স্টেশনে ১০টি বোমা বিস্ফোরণে ১৯১ জন নিহত এবং দুই হাজারের বেশি আহত হয়।
  • ২০০৬ - হেগে অবস্থিত জাতিসংঘের কারাগারে বলকানের কসাই হিসেবে খ্যাত ৬৩ বছর বয়সী স্লোবোদান মিলোসেভিচ পরলোকগমন করেন।
  • ২০১৫ - মার্কিন-কিউবা সরাসরি টেলিযোগাযোগ প্রতিষ্ঠিত ৷
  • ২০২৪ - ভারতে দেশজুড়ে নাগরিকত্ব (সংশোধন) আইন, ২০১৯ সংক্ষেপে সিএএ বিজ্ঞপ্তি জারির মাধ্যমে লাগু হল।

জন্ম

মৃত্যু

  • ১৭৫৯ - ইংরেজ জেনারেল জন ফোর্বস।
  • ১৮০৯ - ইংরেজ নাট্যকার ও কবি হান্না কাউলি।
  • ১৮৭৩- শের আলী, তিনিই একমাত্র ব্যক্তি যিনি ভারতের ইংরেজ গভর্নর জেনারেল তথা বড়লাটকে হত্যা করতে সক্ষম হয়েছিলেন।
  • ১৮৯৪ - রাজকৃষ্ণ রায় বিশিষ্ট নাট্যকার ও ঔপন্যাসিক।(জ.২১/১০/১৮৪৯)
  • ১৯৩১ - জার্মান চিত্রপরিচালক ফ্রিডখি সুর্নাউ।
  • ১৯৫৫ - নোবেল বিজয়ী স্কটিশ অণুজীব বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং।(জ.১৮৮১)
  • ১৯৯১ - ভাষা আন্দোলনের অন্যতম নেতা অধ্যক্ষ আবুল কাশেম
  • ২০০৬ - হেগ অবস্থিত জাতিসংঘের কারাগারে বলকানের কসাই হিসেবে খ্যাত ৬৩ বছর বয়সী স্লোবোদান মিলোসেভিচের মৃত্যু হয়।
  • ২০২০ - সন্তু মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা। (জ.১৯৫১)

ছুটি ও অন্যান্য

Tags:

১১ মার্চ ঘটনাবলী১১ মার্চ জন্ম১১ মার্চ মৃত্যু১১ মার্চ ছুটি ও অন্যান্য১১ মার্চঅধিবর্ষগ্রেগরীয় বর্ষপঞ্জী

🔥 Trending searches on Wiki বাংলা:

শাহ জাহানসিলেটউমর ইবনুল খাত্তাবডায়াচৌম্বক পদার্থবিশ্বায়নরবীন্দ্রনাথ ঠাকুরের জীবন (১৮৬১–১৯০১)আমলাতন্ত্রগুজরাত টাইটান্সহজ্জলাহোর প্রস্তাববাংলাদেশ সিভিল সার্ভিসচন্দ্রগ্রহণআইসোটোপঅ্যান্টিবায়োটিক তালিকাঅলিউল হক রুমিপশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২১চিয়া বীজগাজীপুর জেলাসিলেট সিটি কর্পোরেশনের ওয়ার্ডসমূহসার্বিয়াদোয়া কুনুতজাপানবাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২রামআলেকজান্ডার বোবাংলাদেশের প্রশাসনিক অঞ্চলবাংলা ব্যঞ্জনবর্ণআয়িশাচট্টগ্রাম জেলাইন্দিরা গান্ধীজিএসটি ভর্তি পরীক্ষাইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন বখতিয়ার খলজিমহামৃত্যুঞ্জয় মন্ত্রজনি সিন্সপ্যারাচৌম্বক পদার্থহারুনুর রশিদবাল্যবিবাহপ্রিয়তমাপহেলা বৈশাখগজলঢাকাবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়শর্করাশশী পাঁজাহুমায়ূন আহমেদপাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৭০বাংলাদেশের পোস্ট কোডের তালিকাবাংলাদেশের সিটি কর্পোরেশনের তালিকাসাধু ভাষাগর্ভধারণইসরায়েল–হামাস যুদ্ধ২০২২–২৩ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের পাকিস্তান সফর (ডিসেম্বর ২০২২)সাকিব আল হাসানদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনগজনভি রাজবংশআশারায়ে মুবাশশারালোকনাথ ব্রহ্মচারীবাঙালি হিন্দু বিবাহতুলসীহেপাটাইটিস বিসমরেশ মজুমদারআডলফ হিটলারের ধর্মীয় বিশ্বাসসমাজবিজ্ঞানপর্নোগ্রাফিসূরা ইয়াসীনযুক্তরাজ্যসরকারশিবসিফিলিসবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়জাতীয় সংসদপানিজাযাকাল্লাহহিসাববিজ্ঞাননোরা ফাতেহি২০২৪গুগল🡆 More