২৯ মার্চ: তারিখ

২৯ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৮৮তম (অধিবর্ষে ৮৯তম) দিন। বছর শেষ হতে আরো ২৭৭ দিন বাকি রয়েছে।

১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬
১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩
২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০
৩১  

ঘটনাবলী

  • ১৭৯৫ - পিয়ানো বাদক হিসেবে বেটোভেনের আত্মপ্রকাশ।
  • ১৭৯৮ - সুইজারল্যান্ড প্রজাতন্ত্র গঠিত হয়।
  • ১৭৯৯ - দাসপ্রথা উচ্ছেদে নিউ ইয়র্কে আইন পাস হয়।
  • ১৮০৭ - জার্মান জ্যোর্তিবিদ উইলহেম অলবার্স ক্ষুদ্রতম গ্রহ ভেস্টা আবিষ্কার করেন।
  • ১৮৪৯ - লর্ড ডালহৌসি সমগ্র পাঞ্জাবকে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করে ঘোষণাপত্র প্রচার করেন।
  • ১৮৫৪ - ডিরোজিও শিষ্য রামগোপাল ঘোষ ভারতে বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব করেন।
  • ১৮৫৭ - ব্যারাকপুর সেনা ব্যারাকে মঙ্গল পান্ডে গুলি ছুড়ে সিপাহী বিদ্রোহের সূচনা করেন।
  • ১৮৭১ - রানি ভিক্টোরিয়া লন্ডনের আলবার্ট হল উদ্বোধন করেন।
  • ১৯২০ - ব্রিটিশবিরোধী অসহযোগ আন্দোলন শুরু হয়।
  • ১৯৭৩ - সর্বশেষ মার্কিন সেনাদলের ভিয়েতনাম ত্যাগ।
  • ১৯৭৪ - চালকবিহীন মার্কিন নভো অনুসন্ধান যান মেরিনার টেন বুধ গ্রহ ভ্রমণ করে।
  • ১৯৮৪ - আতাউর রহমান খান বাংলাদেশের প্রধানমন্ত্রী নিযুক্ত।
  • ১৯৯১ - বিশ্বের প্রাচীনতম কমিউনিস্ট পার্টি ব্রিটেন কমিউনিস্ট পার্টির নাম বদলে ‘ডেমোক্র্যাটিক লেফট’ রাখা হয়।
  • ২০১৫ - অস্ট্রেলিয়ার মেলবোর্নে একাদশ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়৷ নিউজিল্যান্ডকে ৭ উইকেটে পরাজিত করে অস্ট্রেলিয়া ৫ম বারের মতো চ্যাম্পিয়ন হয়।

জন্ম

মৃত্যু

  • খ্রি.পূ. ৮৭ - হান সম্রাট জ্যু (চীন)।
  • ১০৫৮ - পোপ স্টিফেন, নবম (জন্ম: ১০২০)।
  • ১৩৬৮ - জাপানের সম্রাট গো মুরাকামি।
  • ১৭৭২ - ইমান্যুয়েল সুইডেনবার্গ, সুইডিস জ্যোতির্বিদ, দার্শনিক (জন্ম: ১৬৮৮)।
  • ১৯১২ - সুমেরু অভিযাত্রী রবার্ট স্কট।
  • ১৯৪৮ - হ্যারি প্রাইস, ইংরেজ লেখক।
  • ১৯৭০ - আন্না লউইসে স্ট্রং,আমেরিকান সাংবাদিক।
  • ১৯৭১ - বাঙালি আইনজীবী সমাজকর্মী, ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত।(জ.১৮৮৬)
  • ১৯৭৮ - ইবরাহীম খাঁ, প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজ সংস্কারক।
  • ১৯৮৭ - প্রখ্যাত বাঙালি সরোদশিল্পী তিমির বরণ ভট্টাচার্য। (জ.১৯০১)
  • ১৯৮৯ - বার্নার্ড বলিয়ের, ফরাসি অভিনেতা।
  • ২০০৫ - মিলতস সাছতউরিস,গ্রিক কবি।
  • ২০০৫ - জাতীয় পুরস্কার প্রাপ্ত বাংলাদেশি কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলু।
  • ২০০৯ - অ্যান্ডি হাল্লেত্ত, আমেরিকান অভিনেতা ও গায়ক।
  • ২০১১ - ইয়াকভস কাম্বানেলিস, গ্রিক কবি, নাট্যকার, চিত্রনাট্যকার, গীতিকার ও ঔপন্যাসিক।
  • ২০১৪ - মাক প্লাট, আমেরিকান অভিনেতা, গায়ক ও নৃত্যশিল্পী।

ছুটি ও অন্যান্য

বহিঃসংযোগ

Tags:

২৯ মার্চ ঘটনাবলী২৯ মার্চ জন্ম২৯ মার্চ মৃত্যু২৯ মার্চ ছুটি ও অন্যান্য২৯ মার্চ বহিঃসংযোগ২৯ মার্চঅধিবর্ষগ্রেগরীয় বর্ষপঞ্জী

🔥 Trending searches on Wiki বাংলা:

১৭ এপ্রিলঅক্ষয় তৃতীয়াআলেকজান্ডারের ভারত আক্রমণঅশোকবিতর নামাজসৌদি রিয়ালসুনামগঞ্জ জেলাপানিপথের প্রথম যুদ্ধআলবার্ট আইনস্টাইনকৃষ্ণফুটবল ক্লাব বার্সেলোনাকালীতাজউদ্দীন আহমদওয়েব ধারাবাহিককাবাভোলা ময়রাসচিব (বাংলাদেশ)হিমেল আশরাফকৃত্তিবাস ওঝালেবাননআলুহিমোগ্লোবিনমোহাম্মদ সাহাবুদ্দিনদক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাবাক্যবাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত জেনারেলদের তালিকাদোয়া কুনুতচণ্ডীমঙ্গলহুমায়ূন আহমেদমহাদেশবাংলাদেশে পালিত দিবসসমূহরজনীকান্ত সেনএইচআইভিপলিসিস্টিক ওভারি সিন্ড্রোমমুহাম্মাদের স্ত্রীগণসোনাফেসবুকসালমান খানসৈয়দ নজরুল ইসলামইউরোমুসাফিরের নামাজস্নাতক উপাধিলালসালু (উপন্যাস)ফোড়ামহাভারততাজমহলসাহাবিদের তালিকাদশরথসাহারা মরুভূমিবাংলাদেশ সেনাবাহিনীর সরঞ্জামের তালিকাবঙ্গোপসাগরহিজড়া (ভারতীয় উপমহাদেশ)গৌতম বুদ্ধবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেক্টরসমূহউসমানীয় খিলাফতফিলিস্তিনের ইতিহাসচণ্ডীদাস৬৯ (যৌনাসন)ফুলবাংলা ভাষা আন্দোলনপশ্চিমবঙ্গের রাজ্যপালদের তালিকাভারতের রাষ্ট্রপতিদের তালিকামুজিবনগর দিবসবিকাশসুনীল নারাইনযৌনসঙ্গমমিয়ানমারমিশনারি আসনময়মনসিংহ বিভাগসঙ্গম সাহিত্যরবি (কোম্পানি)শীর্ষে নারী (যৌনাসন)খন্দকার মোশতাক আহমেদআল্লাহর ৯৯টি নামপশ্চিমবঙ্গ🡆 More