সূরা হাদীদ: কুরআন শরীফের ৫৭তম সূরা

সূরা আল-হাদীদ‌ (আরবি ভাষায়: الحديد) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৫৭ তম সূরা, এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ২৯ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ৪। সূরা আল-হাদীদ‌ মদীনায় অবতীর্ণ হয়েছে।

আল-হাদীদ
الحديد
শ্রেণীমাদানী সূরা
নামের অর্থলোহা
পরিসংখ্যান
সূরার ক্রম৫৭
আয়াতের সংখ্যা২৯
পারার ক্রম২৭
রুকুর সংখ্যা
সিজদাহ্‌র সংখ্যানেই
শব্দের সংখ্যা৫৭৫
অক্ষরের সংখ্যা২৪৭৫
← পূর্ববর্তী সূরাসূরা ওয়াকিয়াহ
পরবর্তী সূরা →সূরা মুজাদালাহ
আরবি পাঠ্য · বাংলা অনুবাদ

নামকরণ

এই সূরাটির ২৫ নং আয়াতের وَأَنْزَلْنَا الْحَدِيدَ বাক্যাংশের الْحَدِيدَ অংশ থেকে এই সূরার নামটি গৃহীত হয়েছে; অর্থাৎ, যে সূরার মধ্যে حديد (‘হাদীদ‌’) শব্দটি আছে এটি সেই সূরা।

নাযিল হওয়ার সময় ও স্থান

সর্ব সম্মত মতে এটি মদীনায় অবতীর্ণ সূরা। এ সূরার বিষয়বস্তু নিয়ে চিন্তা ভাবনা করলে মনে হয় সম্ভবত উহুদ যুদ্ধ ও হুদায়বিয়ার সন্ধির মধ্যবর্তী কোন এক সময় এ সূরা নাযিল হয়েছে। এটা সে সময়ের কথা যখন কাফেররা চারদিক থেকে ক্ষুদ্র এ ইসলামী রাষ্ট্রটিকে তাদের আক্রমণের লক্ষস্থল বানিয়েছিল এবং ঈমানদারদের ক্ষুদ্র একটি দল অত্যন্ত সহায় সম্বলহীন অবস্থায় সমগ্র আরবের শক্তির মোকাবিলা করে যাচ্ছিলেন। এ পরিস্থিতিতে ইসলাম তার অনুসারীদের কাছে শুধু জীবনের কুরবানীই চাচ্ছিলো না বরং সম্পদের কুরবানীর প্রয়োজনীয়তাও একান্তভাবে উপলব্ধি করেছিলো। এ ধরনের কুরবানী পেশ করার জন্য এ সূরায় অত্যন্ত জোরালো আবেদন জানানো হয়েছে। সূরার ১০ আয়াত এ অনুমানকে আরো জোরালো করছে।

বিষয়বস্তুর বিবরণ

এ সূরার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর পথে অর্থ-সম্পদ ব্যয় করার উপদেশ দান। যখন আরব জাহেলিয়াতের সাথে ইসলামের সিদ্ধান্তের সংগ্রাম চলছিলো, ইসলামের ইতিহাসের সে সংকটকালে মুসলমানদেরকে বিশেষভাবে আর্থিক কুরবানীর জন্য প্রস্তুত করা এবং ঈমান যে শুধু মৌখিক স্বীকৃতি ও বাহ্যিক কিছু কাজকর্মের নাম নয় বরং আল্লাহ ও তার রসূলের জন্য একনিষ্ঠ হওয়াই তার মূল চেতনা ও প্রেরণা, একথা তাদের মনে বদ্ধমূল করে দেয়ার উদ্দেশ্যেই এ সূরা নাযিল করা হয়েছিল। যে ব্যক্তির মধ্যে এ চেতনা ও প্রেরণা অনুপস্থিত এবং আল্লাহ ও তার দীনের মোকাবিলায় নিজের প্রাণ, সম্পদ ও স্বার্থকে অধিকতর ভালবাসে তার ঈমানের দাবী অন্তসর শুন্য। আল্লাহর কাছে এ ধরনের ঈমানের কোন মূল্য ও মর্যাদা নেই। কেবল সেই সব ঈমানদারই আল্লাহর নিকট ‘সিদ্দিক’ ও শহীদ বলে গণ্য যারা কোন রকম প্রদর্শনীর মনোভাব ছাড়াই একান্ত আন্তরিকতা ও সততার সাথে নিজেদের অর্থ-সম্পদ আল্লাহর পথে ব্যয় করে।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

সূরা হাদীদ নামকরণসূরা হাদীদ নাযিল হওয়ার সময় ও স্থানসূরা হাদীদ বিষয়বস্তুর বিবরণসূরা হাদীদ তথ্যসূত্রসূরা হাদীদ বহিঃসংযোগসূরা হাদীদআরবিকুরআনমদীনামুসলমানরূকুসূরা

🔥 Trending searches on Wiki বাংলা:

সংস্কৃতিজীবনহোমিওপ্যাথিঋগ্বেদআল-আকসা মসজিদবন্ধুত্ববাংলা স্বরবর্ণবাংলাদেশী টাকাতাহাজ্জুদজয়নুল আবেদিনকুরাসাও জাতীয় ফুটবল দলবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলসিঙ্গাপুরগণতন্ত্রবাংলাদেশবাংলাদেশ সেনাবাহিনীর পদবিমরক্কো জাতীয় ফুটবল দলফরাসি বিপ্লবন্যাটোআবুল কাশেম ফজলুল হকওমানবাংলাদেশ নৌবাহিনীমার্কিন ডলারবাস্তব সংখ্যাআর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতাবাংলাদেশের বিভাগসমূহআহল-ই-হাদীসইউসুফইসবগুলভূগোলতায়াম্মুমমাইকেল মধুসূদন দত্তইউক্রেনমাইটোসিসফরাসি বিপ্লবের কারণকাজী নজরুল ইসলামের রচনাবলিইলেকট্রন বিন্যাসসমকামী মহিলাপারদবীর্যবাংলাদেশের জনমিতিসুকান্ত ভট্টাচার্যরনি তালুকদারনৈশকালীন নির্গমনআধারসিরাজগঞ্জ জেলাইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন বখতিয়ার খলজিরাগবি ইউনিয়নদুধকানাডাসূরা বাকারাইউটিউবইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডসোমালিয়াযুক্তফ্রন্টসোভিয়েত ইউনিয়নবাংলা বাগধারার তালিকালিঙ্গ উত্থান ত্রুটিশুক্রাণুজাতিসংঘতিমিসামাজিক লিঙ্গ পরিচয়গেরিনা ফ্রি ফায়ারবাংলাদেশের ডেন্টাল কলেজসমূহের তালিকাতাজমহলফিদিয়া এবং কাফফারাকার্বন ডাই অক্সাইডইন্ডিয়ান প্রিমিয়ার লিগপ্রথম বিশ্বযুদ্ধইলন মাস্কসোনালী ব্যাংক লিমিটেডবিশেষ্যভিটামিনমৌলিক পদার্থের তালিকাছবিহিমোগ্লোবিনভারতীয় জাতীয় কংগ্রেস🡆 More