মুহাম্মদু ফসল: শ্রীলঙ্কান ফুটবল খেলোয়াড়

মুহাম্মদু নাইজার মুহাম্মদ ফসল (ইংরেজি: Mohammadu Fasal; জন্ম: ৩০ এপ্রিল ১৯৯০; মুহাম্মদু ফসল নামে সুপরিচিত) হলেন একজন শ্রীলঙ্কান পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে শ্রীলঙ্কার পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর শ্রীলঙ্কা সুপার লিগের ক্লাব কলম্বো এবং শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় এবং আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

মুহাম্মদু ফসল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মুহাম্মদু নাইজার মুহাম্মদ ফসল
জন্ম (1990-04-30) ৩০ এপ্রিল ১৯৯০ (বয়স ৩৩)
জন্ম স্থান শ্রীলঙ্কা
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
কলম্বো
জার্সি নম্বর ৩০
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৪–২০১৫ এয়ার ফোর্স
২০১৫–২০১৬ রিনাউন
২০১৮– কলম্বো
জাতীয় দল
২০১৪– শ্রীলঙ্কা ২২ (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৯:১৯, ৩১ আগস্ট ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৯:১৯, ৩১ আগস্ট ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৪–১৫ মৌসুমে, শ্রীলঙ্কান ক্লাব এয়ার ফোর্সের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; এয়ার ফোর্সের হয়ে দুই মৌসুম খেলার পর ২০১৫–১৬ মৌসুমে তিনি রিনাউনে যোগদান করেছেন। ২০১৮–১৯ মৌসুমে, তিনি রিনাউন হতে কলম্বোয় যোগদান করেছেন। ২০১৪ সালে, ফসল শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; শ্রীলঙ্কার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২২ ম্যাচে ১টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

মুহাম্মদু নাইজার মুহাম্মদ ফসল ১৯৯০ সালের ৩০শে এপ্রিল তারিখে শ্রীলঙ্কায় জন্মগ্রহণ করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

২০১৪ সালের ২৪শে অক্টোবর তারিখে, মাত্র ২৪ বছর ৫ মাস ২৪ দিন বয়সে, ফসল বাংলাদেশের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে শ্রীলঙ্কার হয়ে অভিষেক করেছেন। উক্ত ম্যাচের ৫৯তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় ধনঞ্জু মধুসন ডি সিলভার বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন; ম্যাচটি ১–১ গোলে ড্র হয়েছিল। শ্রীলঙ্কার হয়ে অভিষেকের বছরে ফসল সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ৩ বছর ১০ মাস ৫ দিন পর, শ্রীলঙ্কার জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন; ২০১৮ সালের ২৯শে আগস্ট তারিখে, বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের একমাত্র গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন। ২০১৯ সালের ১৫ই অক্টোবর তারিখে, ২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে লেবাননের বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচে তিনি শ্রীলঙ্কার হয়ে প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পালন করেছেন, ম্যাচটি শ্রীলঙ্কা ৩–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল, যেখানে তিনি পূর্ণ ৯০ মিনিট সময় খেলেছিলেন।

পরিসংখ্যান

আন্তর্জাতিক

    ১ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
শ্রীলঙ্কা ২০১৪
২০১৫
২০১৮
২০১৯
২০২০
২০২১
সর্বমোট ২২

আন্তর্জাতিক গোল

গোল তারিখ মাঠ প্রতিপক্ষ স্কোর ফলাফল প্রতিযোগিতা সূত্র
২৯ আগস্ট ২০১৮ শেখ কামাল স্টেডিয়াম, নীলফামারী, বাংলাদেশ মুহাম্মদু ফসল: প্রারম্ভিক জীবন, আন্তর্জাতিক ফুটবল, পরিসংখ্যান  বাংলাদেশ –০ ১–০ প্রীতি ম্যাচ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

মুহাম্মদু ফসল প্রারম্ভিক জীবনমুহাম্মদু ফসল আন্তর্জাতিক ফুটবলমুহাম্মদু ফসল পরিসংখ্যানমুহাম্মদু ফসল তথ্যসূত্রমুহাম্মদু ফসল বহিঃসংযোগমুহাম্মদু ফসলআক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড়ইংরেজি ভাষাকেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড়ফুটবল খেলোয়াড়মধ্যমাঠের খেলোয়াড়রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড়শ্রীলঙ্কা জাতীয় ফুটবল দল

🔥 Trending searches on Wiki বাংলা:

হস্তমৈথুনের ইতিহাসঢাকা মেট্রোরেলমৃত্যু পরবর্তী জীবনবাঘভারতীয় জনতা পার্টিজবাজনসংখ্যা অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকা২০২৩ তুরস্ক–সিরিয়া ভূমিকম্পপারমাণবিক ভরের ভিত্তিতে মৌলসমূহের তালিকাসূরা কাফিরুনসাপআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলরূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রচ্যাটজিপিটিউইকিপ্রজাতিভারতগুপ্ত সাম্রাজ্যআনন্দবাজার পত্রিকাসুকান্ত ভট্টাচার্যউপন্যাসগাঁজাপ্রশান্ত মহাসাগরবাংলাদেশের অর্থনীতিদক্ষিণ কোরিয়াক্রিটোসোনালী ব্যাংক লিমিটেডসনি মিউজিকইন্দিরা গান্ধীপৃথিবীর বায়ুমণ্ডলবেলজিয়ামইন্ডিয়ান প্রিমিয়ার লিগব্রাজিল জাতীয় ফুটবল দলজীববৈচিত্র্যঅগ্নিবীণা (কাব্যগ্রন্থ)বিড়ালভেষজ উদ্ভিদবাংলাদেশী টাকামিজানুর রহমান আজহারীপাঠান (চলচ্চিত্র)পিপীলিকা (অনুসন্ধান ইঞ্জিন)তুলসীমানব মস্তিষ্কমুহাম্মদ ইউনূসসুবহানাল্লাহঅকাল বীর্যপাতজার্মানিযুক্তফ্রন্টনরেন্দ্র মোদীসূরা ফালাকআর্-রাহীকুল মাখতূমক্রিয়েটিনিনবাংলা সাহিত্যকালিদাসছোলাউত্তর চব্বিশ পরগনা জেলাকলা (জীববিজ্ঞান)বাংলাদেশের স্বাধীনতা দিবসসজনেমদিনাশশাঙ্কবাংলাদেশমহেরা জমিদার বাড়িমুজিবনগরবর্ডার গার্ড বাংলাদেশগাঁজা (মাদক)খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরহার্নিয়াহরিপদ কাপালীবাস্তুতন্ত্রফেসবুকবুধ গ্রহপায়ুসঙ্গমস্লোভাক ভাষাআইনজীবীভগবদ্গীতাশবনম বুবলি🡆 More