নীলফামারী: বাংলাদেশের শহর

নীলফামারী বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের একটি শহর। এটি বিভাগীয় শহর রংপুর থেকে ৫৫ কিলোমিটার পশ্চিম-উত্তরে অবস্থিত। এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি অন্যতম প্রধান শহর। ২৭.৫০ বর্গকিলোমিটার আয়তন এবং ৮৫,৫৯৫ জন (পুরুষ-৪৩,৫০২ জন ও নারী-৪২,০৯২ জন) জনসংখ্যা বিশিষ্ট নীলফামারী শহর ক শ্রেণীর পৌরসভা (ক,খ,গ তিন শ্রেণীর পৌরসভা বিদ্যমান) দ্বারা শাসিত। গত কয়েক বছর দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই শহরের আয়তন বৃদ্ধি করা হচ্ছে । আয়তন বৃদ্ধির কাজটি শেষ হলে এ শহরের নতুন আয়তন হবে ৪২.৭০ বর্গকিলোমিটার। এটি একইনামের জেলা ও উপজেলার (নীলফামারী জেলা ও নীলফামারী সদর উপজেলা) প্রশাসনিক সদরদপ্তর। শহরে রেলপথের সংযোগ থাকলেও সড়কপথই যোগাযোগের প্রধান মাধ্যম। রেলপথে নীলফামারী থেকে ঢাকা, খুলনা এবং রাজশাহীতে যাওয়ার জন্য পাঁচটি ইন্টার্সিটি ট্রেন রয়েছে । সৈয়দপুর বিমানবন্দর, নীলফামারী এ শহরের নিকটবর্তী আভ্যন্তরীণ বিমানবন্দর। নীলফামারী টাউন কমিটি ১৯৬৪ সালে গঠিত হয়েছিল। ব্রিটিশ আমলে নীলফামারী নীলকরদের রাজধানী ছিল। শহরটি সমুদ্র সমতল থেকে ৫৩ মিটার উচ্চতায় অবস্থিত। এখানে ক্রান্তীয় গরম ও আর্দ্র জলবায়ু বিরাজমান। শহরের প্রায় অর্ধেক মানুষ‌ই সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি বা ব্যবসায়ের সাথে জড়িত। এখানে একটি মেডিকেল কলেজ, তিনটি বিশ্ববিদ্যালয় কলেজ সহ বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

নীলফামারী
ন্যালফামারী
শহর
উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল
ডাকনাম: নীলের শহর, উত্তরের শিল্পনগরী ।
স্থানাঙ্ক:
দেশনীলফামারী: নামকরণ, ভূগোল, জনসংখ্যা বাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলানীলফামারী জেলা
উপজেলানীলফামারী সদর উপজেলা
সরকার
 • ধরনপৌরসভা
 • শাসকনীলফামারী পৌরসভা
 • মেয়রদেওয়ান কামাল আহমেদ
আয়তন
 • মোট২৭.৫০ বর্গকিমি (১০.৬২ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৮৫,৫৯৫
 • জনঘনত্ব৩,১০০/বর্গকিমি (৮,১০০/বর্গমাইল)
সময় অঞ্চলবাংলাদেশ সময় (ইউটিসি+৬)
Postal code৫৩০০

নামকরণ

দুই শতাধিক বছর পূর্বে এ অঞ্চলে নীল চাষের খামার স্থাপন করে ইংরেজ নীলকরেরা। এ অঞ্চলের উর্বর ভূমি নীল চাষের অনুকূল হওয়ায় দেশের অন্যান্য এলাকার তুলনায় নীলফামারীতে বেশি সংখ্যায় নীলকুঠি ও নীল খামার গড়ে ওঠে। ঊণবিংশ শতাব্দীর শুরুতেই দুরাকুটি, ডিমলা, কিশোরগঞ্জ,টেঙ্গনমারীপ্রভৃতি স্থানে নীলকুঠি স্থাপিত হয়। শহরের পুরাতন রেল স্টেশনের কাছে ছিল একটি বড় নীলকুঠি। তাছাড়া বর্তমানে অফিসার্স ক্লাব হিসেবে ব্যবহৃত পুরাতন বাড়িটি ছিল একটি নীলকুঠি। স্থানীয় কৃষকদের মুখে নীল খামার রূপান্তরিত হয় নীল খামারী-তে। আর এই নীলখামারীর অপভ্রংশ হিসেবে উদ্ভব হয় নীলফামারী নামের।

ভূগোল

নীলফামারী ২৫°৫৬'৩০" উত্তর অক্ষাংশ ও ৮৮°৫০'৪৮" পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। এ শহরের পূর্ব দিক দিয়ে বামনডাঙ্গা নদী প্রবাহিত হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা ৫৩ মিটার। নীলফামারী শহরের আয়তন ১৯.২৮ বর্গকিলোমিটার, যার সম্পুর্ণটিই পৌরসভা দ্বারা শাসিত হয়। রাজধানী ঢাকা থেকে নীলফামারীর দুরত্ব ৩৫৯ কিলোমিটার এবং বিভাগীয় শহর রংপুর থেকে ৫৫ কিলোমিটার। বাংলাদেশের ভূ-প্রকৃতি অনুসারে নীলফামারী শহরটি তিস্তা প্লাবনভূমিতে অবস্থিত। এর ভূসংস্থান সমভূমি হলেও উত্তর দক্ষিণে কিছুটা ঢালু। নীলফামারীর বার্ষিক গড় বৃষ্টিপাত ২১৬৬ মিলিমিটার। বছরের অধিকাংশ সময়ই এখানে ক্রান্তীয় গরম ও শুষ্ক আবহাওয়া বিরাজ করে। দেশের অন্যান্য স্থানের মতো নীলফামারীতেও এপ্রিল থেকে জুন হল সবচেয়ে উষ্ণতম মাস, যার তাপমাত্রা থাকে সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং ডিসেম্বর থেকে জানুয়ারি হল সবচেয়ে শীতলতম মাস, তাপমাত্রা সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস।

জনসংখ্যা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নীলফামারীর জনসংখ্যা ছিল ৪৫,৩৮৬ জন। যার মধ্যে ২৩,২৮৬ জন পুরুষ এবং ২২,১০০ জন নারী। নারী ও পুরুষের লিঙ্গ অনুপাত ১০০:১০৫, যেখানে জাতীয় লিঙ্গ অনুপাত হল ১০০.৩ এবং জাতীয় শহুরে লিঙ্গ অনুপাত হল ১০৯.৩। ২০১১ সালে তথ্য অনুযায়ী স্বাক্ষরতার হার ৬৪.১%, যেখানে জাতীয় শহুরে স্বাক্ষরতার হার ৬৬.৪% ও জেলার স্বাক্ষতার হার ৪৪.৪%। শহরে ৯,৪৪৮টি পরিবার রয়েছে।

নীলফামারীর জনসংখ্যার শতকরা ৮৯.৬৫% মুসলমান, ১০.০৯% হিন্দু, ০.১৭% খ্রিস্টান, ০.০১% বৌদ্ধ ও ০.০৮% অন্যান্য ধর্মের অনুসারী। উপজাতিদের মধ্যে সাঁওতাল ও মেথর বসবাস করে।

তথ্যসূত্র

Tags:

নীলফামারী নামকরণনীলফামারী ভূগোলনীলফামারী জনসংখ্যানীলফামারী তথ্যসূত্রনীলফামারীনীলফামারী জেলানীলফামারী সদর উপজেলারংপুররংপুর বিভাগসৈয়দপুর বিমানবন্দর

🔥 Trending searches on Wiki বাংলা:

২০২৩ ক্রিকেট বিশ্বকাপবঙ্গভঙ্গ (১৯০৫)নিরাপদ যৌনতাগ্রিনহাউজ গ্যাসসমকামী মহিলাজ্বীন জাতিসন্ধিসমকামিতাশুক্রাণুমাইটোসিসছোটগল্পসূর্য সেনসূরা লাহাবশ্রীবিজয়া এয়ার ফ্লাইট ১৮২ওমানরামমোহন রায়রবীন্দ্রনাথ ঠাকুরমাক্সিম গোর্কি২০২৩ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপরামায়ণইরানচড়ক পূজামিশরগীতাঞ্জলিক্রিস্তিয়ানো রোনালদোবায়ুদূষণজলাতংকসাতই মার্চের ভাষণজনগণমন-অধিনায়ক জয় হেরেনেসাঁআংকর বাটআল্প আরসালানতারেক রহমানমুজিবনগর সরকারআদমমুসলিমআধারমাম্প্‌সউৎপল দত্তইসলামের ইতিহাসআর্-রাহীকুল মাখতূমভূমিকম্পদক্ষিণ কোরিয়াজেলা প্রশাসকগুগলকুরাসাও জাতীয় ফুটবল দলব্রাজিলআমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামানগ্রামীণ ব্যাংকখালিস্তানরামমাহদীসিলেটবাংলাদেশ আওয়ামী লীগবাংলাদেশ সেনাবাহিনীর পদবিএম এ ওয়াজেদ মিয়াআব্বাসীয় খিলাফতকুমিল্লা জেলাআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ইতিহাসদক্ষিণ এশিয়াহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরবীরাঙ্গনাজসীম উদ্‌দীনশেখ হাসিনালোহিত রক্তকণিকামানব মস্তিষ্কইশার নামাজগঙ্গা নদীমাতৃভাষীর সংখ্যা অনুসারে ভাষাসমূহের তালিকাসালেহ আহমদ তাকরীমসূর্যআহসান মঞ্জিলমরিশাসশেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডঅকালবোধননেমেসিস (নুরুল মোমেনের নাটক)আব্দুল কাদের জিলানীবেল (ফল)মাদার টেরিজা🡆 More