বলিউডের তিন খান

বলিউডের তিন খান হচ্ছেন বলিউডের কয়েকজন প্রভাবশালী অভিনেতা, মুম্বাই ভিত্তিক হিন্দি ভাষা ভারতীয় চলচ্চিত্র শিল্পে যারা খান নামে পরিচিত। সাধারণত ৩ জন খান উল্লেখোগ্য হিসেবে অন্তর্ভুক্ত: শাহরুখ খান, আমির খান, এবং সালমান খান। যদিও তিন জনের মধ্যে সম্পর্ক নেই কিন্তু তারা একই উপাধি ব্যবহার করে থাকেন, এবং সবাই ১৯৬৫ সালে ভিন্ন ভিন্ন মাসে জন্মগ্রহণ করেন।

বলিউডের তিন খান
বলিউডের তিন খান
বলিউডের তিন খান
আমির খান (বামে), সালমান খান (মাঝখানে), এবং শাহরুখ খান (ডানে)

তিন খান

শাহরুখ খান

বলিউডের তিন খান 
২০১২ সালে শাহরুখ খান। ১৯৯০ এবং ২০০০ এর দশকে তিনি সবচেয়ে সফল ভারতীয় অভিনেতা।

শাহরুখ খান (জন্মনাম: শাহরুখ খান, ২ নভেম্বর ১৯৬৫), এসআরকে নামে জনপ্রিয়, মাঝেমধ্যে গণমাধ্যমে বলা হয়ে থাকে "বলিউডের বাদশাহ", "বলিউডের রাজা", "কিং খান", "প্রেমের রাজা"। তিনি একজন স্ব-প্রতিষ্ঠিত সুপারস্টার হিসেবে বিবেচিত যার তারকা হতে কোন পারিবারিক সমর্থন কিংবা কোন যোগাযোগ ছাড়া বলিউডে প্রবেশ করেন এবং সফলতা লাভ করেন। তিনি বলিউডের সবচেয়ে সফল অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি ডর, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, দিলতো পাগল হ্যায়়, কুছ কুছ হোতা হ্যায এবং বীর জারার সহ বেশ কয়েকটি সফল রোমান্টিক প্রেমের চলচ্চিত্রের কাজ করে ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেন।

১৯৮০ এর দশকের শেষের দিকে খান বেশ কয়েকটি টেলিভিশন ধারাবাহিকে কাজ করে তার অভিনয় কর্মজীবন শুরু করেন। ১৯৯২ সালে দিওয়ানা চলচ্চিত্রের মাধ্যমে তিনি বলিউড পাড়ায় চিত্রনায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। উক্ত চলচ্চিত্রে ঋষি কাপুর এবং দিব্যা ভারতী সহ-তারকা হিসেবে কাজ করেছিলেন। তার কর্মজীবনের শুরুর দিকে, খান ডর (১৯৯৩), বাজিগর (১৯৯৩) এবং আনজাম (১৯৯৪) চলচ্চিত্রে কিছুটা খলনায়ক হিসেবে অভিনয় করেন। এরপর তিনি রোমান্টিক ধাচের চলচ্চিত্রে ধারাবাহিকভাবে কাজ করে বক্স অফিসে সফলতা লাভের পাশাপাশি ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেন, যার মধ্যে উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্র হল দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (১৯৯৫), দিল তো পাগল হ্যায় (১৯৯৭), কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮) এবং কাভি খুশি কাভি গাম (২০০১)।

আমির খান

বলিউডের তিন খান 
২০০৮ সালের একটি অনুষ্ঠানে আমির খান। ২০০০ এর দশকের শেষের দিকে তিনি সবচেয়ে সফল ভারতীয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন।

আমির খান (জন্মনাম: মোহাম্মদ আমির হোসেন খান, জন্ম: ১৪ মার্চ, ১৯৬৫) ভারতের সবচেয়ে বড় তারকা এবং সবচেয়ে বাণিজ্যিকভাবে সফল সুপারস্টারদের একজন। তিনি বেছে বেছে অল্পসংখ্যক চলচ্চিত্রে কাজ করার জন্য খ্যাতি রয়েছে এবং চলচ্চিত্রের গুনগত মান বিবেচনা, কাহিনী, অবস্থানসহ বিস্তারিত অবস্থা পর্যবেক্ষণ করে চলচ্চিত্রে কাজ করতেন। হিন্দি চলচ্চিত্রে তার সফল কর্মজীবনের মাধ্যমে, খান নিজেকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ভারতে অত্যন্ত জনপ্রিয় হওয়ার পাশাপাশি তিনি বিদেশেও অত্যন্ত জনপ্রিয় একজন চিত্রনায়ক হিসেবে সুপরিচিত, বিশেষ করে চীনে তার অসংখ্য ভক্ত ও অনুরাগী রয়েছে, যার কারণে ব্যবসায়িক দিক থেকে ভারতের পরে দ্বিতীয় বৃহত্তম চলচ্চিত্র বাজার হিসেবে চীনের নাম চলে আসে।

তিনি ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ৭ বার ফিল্মফেয়ার পুরস্কার এবং একাডেমি পুরস্কার মনোনয়নসহ সহ অসংখ্য পুরস্কার লাভ করেছেন। তিনি ভারতের সর্বোচ্চ সম্মানীয় পুরস্কার পদ্মশ্রী (২০০৩) এবং পদ্মভূষণ (২০১০) লাভ করেন।

খান তার চাচা নাসির হোসেনের চলচ্চিত্র ইয়াদোঁ কি বারাত (১৯৭৩) এর প্রথম একজন শিশু অভিনেতা হিসাবে পর্দায় হাজির হন, যেটি ছিল বলিউডের প্রথম মশলাদার চলচ্চিত্র।

সালমান খান

বলিউডের তিন খান 
২০১১ সালে সালমান খান র‌্যাম্প মডেল হিসেবে কাজ করেন

আব্দুল রশিদ সেলিম সালমান খান (জন্ম: ২৭ ডিসেম্বর ১৯৬৫) সালমান খান নামে অধিক পরিচিত (উচ্চারণ: [səlˈmaːn ˈxaːn];) ভারতের অন্যতম বড় তারকা এবং অর্থনৈতিকভাবে সবচেয়ে প্রভাবশালী অভিনেতাদের একজন। সাম্প্রতিক বছরগুলিতে, তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন এবং প্রতিটি চলচ্চিত্রে ১০০ কোটির উপরে ব্যবসা করেছে। গণমাধ্যমে তাকে "বলিউডের বাঘ", "ব্লকবাস্টার খান", "বক্স অফিসের রাজা" ইত্যাদি নামে উল্লেখ করা হয়। এছাড়াও তিনি ভক্তদের কাছে "ভাইজান" এবং "সাল্লু" নামে জনপ্রিয়।

অন্যান্য খান

দিলীপ কুমার

দিলীপ কুমার, যার আসল নাম মুহাম্মদ ইউসুফ খান, বলিউডের "প্রথম খান" হিসাবে তাকে উল্লেখ করা হয়। ১৯৪০-এর দশকে তিনি চিত্রনায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং ১৯৫০ এবং ১৯৬০-এর দশকের ভারতীয় চলচ্চিত্র সবচেয়ে বড় তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি ভারতীয় উপমহাদেশে অভিনয়ের জগতে চলচ্চিত্রে বাস্তবতাকে সামনে তুলে আনার জন্য সম্মানিত হয়েছেন এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রভাবশালী অভিনেতা হিসাবে বিবেচিত। সত্যজিৎ রায় এক বিশেষ সাক্ষাতকারে তাকে "মৌলিক বিন্যাসী অভিনেতা বা স্বাতন্ত্রসূচক" বা (প্রাকৃতিক অভিনেতা) হিসাবে বর্ণনা করেন।

সাইফ আলী খান

সাইফ আলী খান - কখনও কখনও "চতুর্থ খান" হিসাবে উল্লেখ করা হয়, একজন চলচ্চিত্র প্রযোজক হিসেবে পরিচিত। এছাড়াও তিনি বিশেষভাবে পচিরিত, ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মনসুর আলি খান পতৌদি এবং স্বনামধন্য অভিনেত্রী শর্মিলা ঠাকুর এর সন্তান।

ইরফান খান

ইরফান খান - শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পান সিং তোমার চলচ্চিত্রের জন্য ২০১২ সালে ৬০ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

অন্যান্য অভিনেতা

অভিনেতা

  • আমজাদ খান – অভিনেতা, পরিচালক
  • আরবাজ খান – সালমান খানের ভাই, পরিচালক ও প্রযোজক
  • আইয়ুব খান – নাসির খান এর পুত্র ও দিলীপ কুমারের ভাতিজা, একজন ভারতীয় টেলিভিশন অভিনেতা
  • ফয়সাল খান – আমির খানের ভাই
  • ফারদিন খান – ফিরোজ খান এর ছেলে
  • ফিরোজ খান – ফারদিন খান এর বাবা, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক
  • ইমরান খান –আমির খানের ভাগ্নী
  • কাদের খান – ভারতীয়-কানাডিয়ান চলচ্চিত্র অভিনেতা, কৌতুকাভিনেতা, স্ক্রিপ্ট এবং সংলাপ লেখক, পরিচালক
  • মাজহার খান – জিনাত আমান এর স্বামী
  • মেহবুব খান – পরিচালক এবং প্রযোজক হিসাবে পরিচিত
  • নাসির খান – দিলিপ কুমারের ভাই
  • নাজির আহমেদ খান – ব্রিটিশ ভারতের পরিচালক এবং প্রযোজক এবং তারপর ভারত থেকে পাকিস্তান আলাদা হওয়ার পর, চলচ্চিত্র নির্মাতা কে আসিফের জামাতা
  • রিয়াজ খান – দক্ষিণ ভারতীয় অভিনেতা
  • সেলিম খান – সালমান খানের বাবা, চিত্রনাট্যকার হিসেবে বিশেষভাবে পরিচিত, এছাড়াও দ্বৈতভাবে সেলিম-জাভেদ জুটির জন্য সুপরিচিত (জাভেদ আখতার এর সাথে)
  • সঞ্জয় খান – জায়েদ খানের বাবা, পরিচালক ও প্রযোজক
  • শাহবাজ খান – এছাড়াও একজন টেলিভিশন অভিনেতা
  • সোহেল খান – সালমান খানের ভাই, পরিচালক ও প্রযোজক
  • তারিক খান – আমির খানের চাচাত ভাই, নাসির হুসাইনের ভাগ্নী
  • জাইন খান দুরানি – একজন মডেল
  • জায়েদ খান –ঞ্জয় খানের পুত্র এবং একজন প্রযোজক
  • জুবের খান – একজন টেলিভিশন অভিনেতা

মহিলা অভিনেত্রী

অন্যান্য

  • আলভিরা খান – চলচ্চিত্র প্রযোজক এবং ফ্যাশন ডিজাইনার, সালমান খান এর বোন এবং সেলিম খান এর কন্যা
  • গৌরী খান – প্রযোজক, ডিজাইনার, পোশাক ডিজাইনার, শাহরুখ খানের স্ত্রী
  • কবির খান – পরিচালক, চিত্রনাট্যকার, চিত্রশিল্পী
  • মনসুর খান – পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, নাসির হোসেনের সন্তান, আমির খানের চাচাতো ভাই
  • নাসির হুসাইন (নাসির হুসাইন খান) – পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, আমির খানের চাচা
  • নিখাত খান – চলচ্চিত্র প্রযোজক, আমির খান এর বোন
  • পার্বতী খান – ইন্দো-ত্রিনিদাদীয় গায়িকা ও মডেল যিনি বলিউডে কাজ করেছেন
  • তাহির হুসাইন (তাহির হুসাইন খান) – পরিচালক, প্রযোজক, আমির খান এর বাবা

তথ্যসূত্র

Tags:

বলিউডের তিন খান তিন খানবলিউডের তিন খান অন্যান্য খানবলিউডের তিন খান তথ্যসূত্রবলিউডের তিন খানআমির খান (অভিনেতা)শাহরুখ খানসালমান খান

🔥 Trending searches on Wiki বাংলা:

আবু বকরসন্ধিএ. পি. জে. আবদুল কালামত্রিপুরা জনগোষ্ঠীতৃতীয় বিশ্বজাতিসংঘবাংলাদেশের জাতীয় পতাকাচন্দ্রবোড়াযোগাযোগদারিদ্র্যপ্রাণ-আরএফএল গ্রুপযোনি পিচ্ছিলকারকআর্দ্রতামনোবিজ্ঞানহামভারতের রাষ্ট্রপতিদের তালিকাহৃৎপিণ্ডতেলিয়াপাড়া স্মৃতিসৌধনারীদের জন্য পর্নবিজ্ঞানদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনপদ (ব্যাকরণ)চীনতাজমহলস্মার্ট বাংলাদেশআখিরাতপূর্ণিমা (অভিনেত্রী)উসমানীয় সাম্রাজ্যবাংলাদেশ পুলিশভিয়েতনাম যুদ্ধতৃণমূল কংগ্রেসরাজশাহী বিশ্ববিদ্যালয়শিল্প বিপ্লবইউক্রেনে রুশ আক্রমণ (২০২২-বর্তমান)বাংলাদেশের প্রধান বিচারপতিকৃষ্ণচূড়াম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবইব্রাহিম (নবী)হস্তমৈথুনবাংলাদেশের স্বাধীনতা দিবসতক্ষকবৃত্তবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়মৃত্যু পরবর্তী জীবনশব্দ (ব্যাকরণ)কম্বোডিয়াশতরঞ্জিসিরাজউদ্দৌলাছত্রাকগুলবাদিন নায়েবনৃবিজ্ঞানআয়তন অনুযায়ী ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের তালিকাদ্বিতীয় বিশ্বযুদ্ধপুঁজিবাদচট্টগ্রাম জেলাখাদ্যরাজশাহী জেলাভারতের প্রধান বিচারপতিচট্টগ্রাম জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থানবীর্যবাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাববাংলা ব্যঞ্জনবর্ণআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকলকাতা উচ্চ আদালতত্রিপুরাসংস্কৃতিফিলিস্তিনবাংলাদেশ সেনাবাহিনীআনারসরক্তশূন্যতাঅলিভিয়া (অভিনেত্রী)বাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২জাতীয় দিবসশেখ হাসিনাসংক্রামক রোগদক্ষিণ এশিয়াবাংলাদেশের ভূগোলমার্কিন যুক্তরাষ্ট্রপশ্চিমবঙ্গে ভারতের সাধারণ নির্বাচন, ২০১৯🡆 More