প্রফুল্ল চাকী

প্রফুল্ল চাকী (১০ ডিসেম্বর ১৮৮৮ – ২ মে ১৯০৮) ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা ও অগ্নিযুগের বিপ্লবী ছিলেন। পূর্ববঙ্গে জন্ম নেওয়া এই বাঙালি বিপ্লবী তৎকালীন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং জীবন বিসর্জন করেন।

প্রফুল্ল চাকী
প্রফুল্ল চাকী
প্রফুল্ল চাকী
জন্মডিসেম্বর ১০, ১৮৮৮
মৃত্যু১ মে ১৯০৮(1908-05-01) (বয়স ১৯)
আন্দোলনব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন
প্রফুল্ল চাকী
কলকাতার বিবাদীবাগে প্রফুল্ল চাকীর প্রতিমূর্তি

প্রাথমিক জীবন

প্রফুল্ল চাকীর জন্ম ১৮৮৮ খ্রিষ্টাব্দের ১০ ডিসেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত বগুড়া জেলার বিহার গ্রামে। ছোটবেলায় তাকে বগুড়ার ‘নামুজা জ্ঞানদা প্রসাদ মধ্য বিদ্যালয়ে’ ভর্তি করানো হয়। পরবর্তীতে তিনি বগুড়ার মাইনর স্কুলে ভর্তি হন। ১৯০২ সালে রংপুর জিলা স্কুলে শ্রেণিতে ভর্তি হন। নবম শ্রেণিতে পড়ার সময় পূর্ব বঙ্গ সরকারের কারলিসল সার্কুলারের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে অংশগ্রহণের দায়ে তাঁকে রংপুর জিলা স্কুল হতে বহিষ্কার করা হয়। এরপর তিনি রংপুরের কৈলাস রঞ্জন উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। সেখানে পড়ার সময় জিতেন্দ্রনারায়ণ রায়, অবিনাশ চক্রবর্তী, ঈশান চন্দ্র চক্রবর্তী সহ অন্যান্য বিপ্লবীর সাথে তার যোগাযোগ হয়, এবং তিনি বিপ্লবী ভাবাদর্শে অনুপ্রাণিত হন।

বিপ্লবী কর্মকাণ্ড

১৯০৬ সালে কলকাতার বিপ্লবী নেতা বারীন ঘোষ প্রফুল্ল চাকীকে কলকাতায় নিয়ে আসেন। যেখানে প্রফুল্ল যুগান্তর দলে যোগ দেন। তাঁর প্রথম দায়িত্ব ছিল পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর স্যার জোসেফ ব্যামফিল্ড ফুলারকে (১৮৫৪-১৯৩৫) হত্যা করা। কিন্তু এই পরিকল্পনা সফল হয় নি। এর পর প্রফুল্ল চাকী ক্ষুদিরাম বসুর সাথে কলকাতা প্রেসিডেন্সি ও পরে বিহারের মুজাফফরপুরের অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার পরিকল্পনা করেন।

মুজাফফরপুর অভিযান

ক্ষুদিরাম ও প্রফুল্ল কিংসফোর্ডের গতিবিধি পর্যবেক্ষণ করেন এবং তাকে ১৯০৮ খ্রিষ্টাব্দের ৩০ এপ্রিল সন্ধ্যা বেলায় হত্যা করার পরিকল্পনা করেন। ইউরোপিয়ান ক্লাবের প্রবেশদ্বারে তারা কিংসফোর্ডের ঘোড়ার গাড়ির জন্য ওত পেতে থাকেন। একটি গাড়ি আসতে দেখে তাঁরা বোমা নিক্ষেপ করেন। দুর্ভাগ্যক্রমে ঐ গাড়িতে কিংসফোর্ড ছিলেন না, বরং দুইজন ব্রিটিশ মহিলা মারা যান তারা ছিলেন ভারতপ্রেমীক ব্যারিস্টার কেনেডির স্ত্রী ও কন্যা। প্রফুল্ল ও ক্ষুদিরাম তৎক্ষণাৎ ঐ এলাকা ত্যাগ করেন।

পলায়ন ও মৃত্যু

প্রফুল্ল ও ক্ষুদিরাম আলাদা পথে পালাবার সিদ্ধান্ত নেন। প্রফুল্ল ছদ্মবেশে ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হন। ২ মে তারিখে ট্রেনে নন্দলাল ব্যানার্জী নামে এক পুলিশ দারোগা সমস্তিপুর রেল স্টেশনের কাছে প্রফুল্লকে সন্দেহ করেন। মোকামা স্টেশনে পুলিশের সম্মুখীন হয়ে প্রফুল্ল পালাবার চেষ্টা করেন। কিন্তু কোণঠাসা হয়ে পড়ে তিনি ধরা দেওয়ার বদলে আত্মাহুতি দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে আত্মহত্যা করেন। পরবর্তীতে অনেক ঐতিহাসিক অনুমান করেন প্রফুল্ল আত্মহত্যা করেননি, তাঁকে পুলিশ খুন করে মাথা কেটে নেয়। ক্ষুদিরাম পরবর্তীকালে ধরা পড়েন এবং তাঁকে ফাঁসি দেওয়া হয়। ব্রিটিশ পুলিস ইনস্পেকটর নন্দলালকে ৯ নভেম্বর ১৯০৮ সালে হত্যা করে প্রফুল্ল চাকীকে ধরিয়ে দেওয়ার বদলা নেন অপর দুই বাঙালী বিপ্লবী রণেন গাঙ্গুলি ও শ্রীশচন্দ্র পাল

বহিঃসংযোগ

তথ্যসূত্র

Tags:

প্রফুল্ল চাকী প্রাথমিক জীবনপ্রফুল্ল চাকী বিপ্লবী কর্মকাণ্ডপ্রফুল্ল চাকী মুজাফফরপুর অভিযানপ্রফুল্ল চাকী পলায়ন ও মৃত্যুপ্রফুল্ল চাকী বহিঃসংযোগপ্রফুল্ল চাকী তথ্যসূত্রপ্রফুল্ল চাকীব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনভারতীয় উপমহাদেশ

🔥 Trending searches on Wiki বাংলা:

নারী খৎনাবাংলাদেশের নদীর তালিকাবেল (ফল)বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবভাইরাসরাশিয়াএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)ইমাম বুখারীবাংলাদেশের সংবাদপত্রের তালিকাঅমর্ত্য সেনবাগদাদমানবজমিন (পত্রিকা)নিরোপরমাণুপানিপথের যুদ্ধসিফিলিসবাংলাদেশের জাতীয় পতাকারিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবআবু মুসলিমবাংলাদেশী জাতীয় পরিচয় পত্রশিবা শানুসচিব (বাংলাদেশ)লালনতক্ষকআস-সাফাহইউরোপীয় ইউনিয়নইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিদারুল উলুম দেওবন্দবিভিন্ন ধর্ম ও বিশ্বাসের তালিকাবনলতা সেন (কবিতা)২০২৪ কোপা আমেরিকাইসলামি আরবি বিশ্ববিদ্যালয়আর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতামৃত্যু পরবর্তী জীবনরামবাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২মুতাজিলাপ্যারাচৌম্বক পদার্থতাসনিয়া ফারিণবাংলাদেশ ব্যাংকপলিসিস্টিক ওভারি সিন্ড্রোমঊনসত্তরের গণঅভ্যুত্থানআয়িশারাষ্ট্রবিজ্ঞানহিসাববিজ্ঞানপরীমনিকশ্যপরশিদ চৌধুরীবঙ্গভঙ্গ (১৯০৫)শুক্র গ্রহবাংলাদেশের সর্বাধিক ব্যবসাসফল চলচ্চিত্রসমূহের তালিকাটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাআতাজালাল উদ্দিন মুহাম্মদ রুমিবাংলাদেশের সংবিধানের সংশোধনীসমূহপাকিস্তানটুইটারসোমালিয়াঅসমাপ্ত আত্মজীবনীতাপমাত্রাইরানআব্বাসীয় স্থাপত্যবাংলাদেশের জাতিগোষ্ঠীমিঠুন চক্রবর্তীঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনমুতাওয়াক্কিলবিষ্ণুআবহাওয়াপ্রিয়তমাবাংলাদেশের প্রধান বিচারপতিদের তালিকাথাইল্যান্ডহুনাইন ইবনে ইসহাকতরমুজরানা প্লাজা ধসপানিপথের প্রথম যুদ্ধইসরায়েলবাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনী এলাকার তালিকাপশ্চিমবঙ্গের নদনদীর তালিকাভূমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধি🡆 More