দক্ষিণেশ্বর কালীবাড়ি

দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত। ১৮৫৫ সালের ৩১মে স্নান যাত্রার দিন প্রসিদ্ধ মানব দরদি জমিদার রানি রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পূজা করা হয়। ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে কালীসাধনা করতেন।

দক্ষিণেশ্বর কালীবাড়ি
দক্ষিণেশ্বর কালীবাড়ি
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
অবস্থান
অবস্থানদক্ষিণেশ্বর, কামারহাটি, উত্তর ২৪ পরগনা জেলা
স্থাপত্য
ধরননবরত্ন মন্দির, বঙ্গীয় স্থাপত্যশৈলী, গৌড়ীয় স্থাপত্য
সৃষ্টিকারীরানি রাসমণি

কথিত আছে, রানি রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানিকে প্রভূত সাহায্য করেছিলেন। রামকুমারই ছিলেন মন্দিরের প্রথম প্রধান পুরোহিত। ১৮৫৭-৫৮ সালে কিশোর রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরের পূজার ভার গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তার সাধনক্ষেত্ররূপে বেছে নেন।

দক্ষিণেশ্বর কালীবাড়ি চত্বরে কালীমন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির ও অন্যান্য ধর্মস্থল অবস্থিত। মূল মন্দিরটি নবরত্ন মন্দির। এটি টালিগঞ্জের বাবু রামনাথ মণ্ডল নির্মিত নবরত্ন মন্দিরের আদর্শে নির্মিত। মূল মন্দির ছাড়াও রয়েছে "দ্বাদশ শিবমন্দির" নামে পরিচিত বারোটি আটচালা শিবমন্দির। মন্দিরের উত্তরে রয়েছে "শ্রীশ্রীরাধাকান্ত মন্দির" নামে পরিচিত রাধাকৃষ্ণ মন্দির এবং মন্দিরের দক্ষিণে রয়েছে নাটমন্দির। মন্দির চত্বরের উত্তর-পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসের বাসগৃহ। মূল মন্দির চত্বরের বাইরে রামকৃষ্ণ পরমহংস ও তার পরিবারবর্গের স্মৃতিবিজড়িত আরও কয়েকটি স্থান রয়েছে, যা আজ পুণ্যার্থীদের কাছে ধর্মস্থানরূপে বিবেচিত হয়।

দক্ষিণেশ্বর কালীবাড়ি
দক্ষিণেশ্বর মন্দির

ইতিহাস

দক্ষিণেশ্বর কালীবাড়ি 
১৮৬৫ সালের তোলা ছবিতে দক্ষিণেশ্বর কালীবাড়ি

১৮৪৭ সালে ধনী বিধবা জমিদারনি রানি রাসমণি দেবী অন্নপূর্ণাকে পূজার মানসে কাশীতে তীর্থযাত্রার আয়োজন করেন। ২৪টি নৌকায় আত্মীয়স্বজন, দাসদাসী ও রসদ নিয়ে তিনি রওয়ানা হন। কিংবদন্তি অনুসারে যাত্রার পূর্বরাত্রে রানি দেবী কালীর স্বপ্নদর্শন পান। দেবী তাকে বলেন,

এই স্বপ্নের পর রানি অবিলম্বে গঙ্গাতীরে জমি ক্রয় করেন এবং মন্দির নির্মাণকাজ শুরু করেন। ১৮৪৭ সালে এই বিরাট মন্দিরের নির্মাণকাজ শুরু হয়; শেষ হয় ১৮৫৫ সালে।

মন্দিরের ২০ একরের প্লটটি জন হেস্টি নামে এক ইংরেজের কাছ থেকে কেনা হয়। লোকমুখে জায়গাটি পরিচিত ছিল সাহেবান বাগিচা নামে। এর একটি অংশ ছিল কচ্ছপাকার মুসলমান গোরস্থান। তাই তন্ত্রমতে স্থানটি শক্তি উপাসনার জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়। আটবছরে নয় লক্ষ টাকা ব্যয়ে এই মন্দির নির্মিত হয়। ১৮৫৫ সালের ৩১ মে স্নানযাত্রার দিন মহাসমারোহে মন্দিরে মূর্তিপ্রতিষ্ঠা করা হয়। পূর্বে মন্দিরের আরাধ্যাকে মাতা ভবতারিনি কালিকা নামে অভিহিত করা হয়েছিল। রামকুমার চট্টোপাধ্যায় প্রধান পুরোহিত পদে বৃত হন, তার ছোটো ভাই গদাধর বা গদাই (পরবর্তীকালে রামকৃষ্ণ পরমহংস) তার সহযোগী হন। পরে তার ভাগনে হৃদয়ও তাকে সহায়তা করতে থাকেন।

দক্ষিণেশ্বর কালীবাড়ি 
মন্দিরের আরাধ্যা দেবী ভবতারিণী কালী, পদতলে শিব

পরের বছরই রামকুমার দেহরক্ষা করেন। শ্রীরামকৃষ্ণ মন্দিরের প্রধান পুরোহিতের স্থলাভিষিক্ত হন। তার সহধর্মিনী সারদা দেবী মন্দির চত্বরের বাইরে নহবতখানায় অবস্থান করতে থাকেন। এই নহবতখানা এখন সারদা দেবীর মন্দির।

এই সময় থেকে ১৮৮৬ পর্যন্ত প্রায় তিরিশ বছর শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে অবস্থান করেন। তার অবস্থানের কারণে পরবর্তীকালে এই মন্দির পরিণত হয় একটি তীর্থক্ষেত্রে।

স্থাপত্য

মন্দিরটি বঙ্গীয় স্থাপত্যশৈলীর বা গৌড়ীয় স্থাপত্যের নবরত্ন স্থাপত্যধারায় নির্মিত। মূল মন্দিরটি তিন তলা। উপরের দুটি তলে এর নয়টি চূড়া বণ্টিত হয়েছে। মন্দির দক্ষিণমুখী। একটি উত্তোলিত দালানের উপর গর্ভগৃহটি স্থাপিত। এই দালানটি ৪৬ বর্গফুট প্রসারিত ও ১০০ ফুট উঁচু।

গর্ভগৃহে (স্যাঙ্কটাম স্যাঙ্কটোরিয়াম) শিবের বক্ষোপরে ভবতারিণী নামে পরিচিত কালীমূর্তিটি প্রতিষ্ঠিত। এই মূর্তিদ্বয় একটি রুপোর সহস্রদল পদ্মের উপর স্থাপিত।

দক্ষিণেশ্বর কালীবাড়ি 
উত্তোলিত দালানের উপর নির্মিত দক্ষিণেশ্বর কালীবাড়ির গর্ভগৃহ

মূল মন্দিরের কাছে যে বারোটি একই প্রকার দেখতে পূর্বমুখী শিবমন্দির রয়েছে সেগুলি আটচালা স্থাপত্যরীতিতে নির্মিত। গঙ্গার একটি ঘাটে দুই ধারে এই মন্দিরগুলি দণ্ডায়মান। মন্দির চত্বরের উত্তর-পূর্বে রয়েছে রাধাকান্ত মন্দির। এই মন্দিরে একটি রুপোর সিংহাসনে সাড়ে একুশ ইঞ্চির কৃষ্ণ ও ষোলো ইঞ্চির রাধামূর্তি প্রতিষ্ঠিত। এবং রানি রাসমণির গৃহদেবতা (রঘুুবীর, জনার্দন(কৃষ্ণ), নাড়ু- গোপাল) বর্তমানে দক্ষিণেশ্বরে অধিষ্ঠান করছেন।

চিত্রকক্ষ

আরও দেখুন

টীকা

তথ্যসূত্র

বহিঃসংযোগ


Tags:

দক্ষিণেশ্বর কালীবাড়ি ইতিহাসদক্ষিণেশ্বর কালীবাড়ি স্থাপত্যদক্ষিণেশ্বর কালীবাড়ি চিত্রকক্ষদক্ষিণেশ্বর কালীবাড়ি আরও দেখুনদক্ষিণেশ্বর কালীবাড়ি টীকাদক্ষিণেশ্বর কালীবাড়ি তথ্যসূত্রদক্ষিণেশ্বর কালীবাড়ি বহিঃসংযোগদক্ষিণেশ্বর কালীবাড়িকলকাতাজমিদাররানি রাসমণিরামকৃষ্ণ পরমহংস

🔥 Trending searches on Wiki বাংলা:

জেলা প্রশাসকঅকাল বীর্যপাতআলীমৃত্যু পরবর্তী জীবনপেশীসালমান শাহআলবার্ট আইনস্টাইনপদ্মা সেতুঅনুসর্গময়মনসিংহ জেলামুসাফিরের নামাজমাহরামএইচআইভি/এইডসরমজান (মাস)প্রতিবেদনকলকাতাবঙ্গভঙ্গ আন্দোলনবাংলাদেশের ব্যাংকসমূহের তালিকাক্লিওপেট্রাপদ (ব্যাকরণ)পর্নোগ্রাফিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গোলাপইসলাম ও হস্তমৈথুনদেব (অভিনেতা)রোমান সাম্রাজ্যহরপ্পালাঙ্গলবন্দ স্নানশ্রীবিজয়া এয়ার ফ্লাইট ১৮২উপন্যাসলাইকিমাগরিবের নামাজচীনঅশ্বগন্ধানাটকরমজানশর্করাঅশোক (সম্রাট)ইসলামের ইতিহাসইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন বখতিয়ার খলজিকাজী নজরুল ইসলামের রচনাবলিখোজাকরণ উদ্বিগ্নতাঅসমাপ্ত আত্মজীবনীবদরের যুদ্ধবিদায় হজ্জের ভাষণজরায়ুমূলদ সংখ্যাচিকিৎসকমুজিবনগর সরকারফুটিইহুদি ধর্মব্রাহ্মণবাড়িয়া জেলাপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়বিপন্ন প্রজাতিবাংলাদেশ ছাত্রলীগসূর্যসূরা ফালাকআবু হানিফাআবু বকরশব্দ (ব্যাকরণ)সাঁওতালগান বাংলাজাযাকাল্লাহবাংলাদেশ নৌবাহিনীবাবররাশিয়ামালয় ভাষাইয়াজুজ মাজুজব্রহ্মপুত্র নদমহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকামাহিয়া মাহিপৃথিবীজাপাননিমহরিপদ কাপালীমহাবিশ্বইউক্রেন🡆 More