উদ্বেগজনক প্রকারণ

উদ্বেগজনক প্রকারণ পরিভাষাটি দিয়ে গুরুতর তীব্র শ্বাসযন্ত্রীয় রোগলক্ষণসমষ্টি সৃষ্টিকারী করোনাভাইরাস ২ (সার্স-কোভি-২) নামক ভাইরাসের একটি প্রকারণ বা শ্রেণীকে বোঝায় যখন ভাইরাসটির গ্রাহক বন্ধন অধিক্ষেত্রে পরিব্যক্তির (যেমন এন৫০১ওয়াই) ফলে এর আরবিডি-এইচএসিই২ জটিল সমবায়ে বন্ধন আসক্তি তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পায় (বংশাণুগত তথ্য) এবং একই সাথে মানব জনসমষ্টিতে এটি অধিকতর দ্রুত ছড়িয়ে পড়ে (রোগবিস্তারবৈজ্ঞানিক তথ্য)।

উদ্বেগজনক প্রকারণ
করোনাভাইরাস (সার্স-কোভিড-2)

উদ্বেগজনক প্রকারণ হিসেবে শ্রেণীবদ্ধ হবার পূর্বে প্রকারণটিকে "আগ্রহজনক প্রকারণ" হিসেবে চিহ্নিত করা হতে পারে। উদ্বেগজনক প্রকারণ হিসেবে মূল্যায়িত হবার সময়ে বা তার পরে প্রকারণটির উপরে সাধারণত প্যাঙ্গোলিন নামকরণ পদ্ধতির একটি বংশের নাম নিযুক্ত করা হয় এবং নেক্সটস্ট্রেইন ও জিসেইড ব্যবস্থাগুলির ক্লেডের সাথে সংযুক্ত করা হয়।

কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর সময়ে সার্স-কোভি-২ ভাইরাসটির পরিব্যক্তি পরিলক্ষিত হয়, যাদের মধ্যে ভাইরাসটির বংশাণুসমগ্রের কিছু বিশেষ বিন্দুতে পরিব্যক্তির কয়েকটি সমবায় অন্যান্য সমবায় অপেক্ষা বেশি উদ্বেগজনক হিসেবে প্রমাণিত হয়। মূলত সংবহনযোগ্যতাপ্রকোপ (virulence) বৃদ্ধি এবং পলায়নী পরিব্যক্তিসমূহের উদ্ভবের সম্ভাবনা এই উদ্বেগের কারণ।

কোভিড-১৯ সংক্রান্ত মানদণ্ড

একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা (যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি), যুক্তরাজ্যের পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) ও কোভিড-১৯ জিনোমিক্স ইউকে কনসোর্টিয়াম এবং কানাডার কানাডিয়ান কোভিড জিনোমিক্স নেটওয়ার্ক (ক্যানকোজেন) নিচের সবগুলি বা কিছু মানদণ্ড ব্যবহার করে সার্স-কোভি-২ ভাইরাসের প্রকারণগুলির মূল্যায়ন করে থাকে:

  • বর্ধিত সংবহনযোগ্যতা
  • বর্ধিত রুগ্নতা
  • বর্ধিত মরণশীলতা
  • "দীর্ঘ কোভিড"-এর বর্ধিত ঝুঁকি
  • রোগনির্ণয় পরীক্ষাসমূহে শনাক্ত হওয়া এড়ানোর ক্ষমতা
  • ভাইরাস নিরোধক ঔষধসমূহের বিরুদ্ধে ঝুঁকিপ্রবণতা হ্রাস (যদি ও যখন এ ধরনের ঔষধ লভ্য থাকে)
  • বিনষ্টকারী প্রতিরক্ষিকাসমূহের (অ্যান্টিবডি) বিরুদ্ধে ঝুঁকিপ্রবণতা হ্রাস, যেগুলি আরোগ্যমূলক (যেমম স্বাস্থ্য পুনরুদ্ধারকৃত রোগীর রক্তরস কিংবা একক-অনুকৃতি প্রতিরক্ষিকা) হতে পারে কিংবা গবেষণাগারের পরীক্ষায় ব্যবহৃত হতে পারে
  • সহজাত অনাক্রম্যতা এড়ানোর ক্ষমতা (যেমন পুনঃসংক্রমণ ঘটানো)
  • টিকাপ্রাপ্ত ব্যক্তিদের সংক্রমণ করার ক্ষমতা
  • বিশেষ কিছু অসুস্থতার বর্ধিত ঝুঁকি, যেমন বহুতান্ত্রিক প্রদাহমূলক সংলক্ষণ বা দীর্ঘ-মেয়াদী কোভিড
  • বিশেষ জনতাত্ত্বিক বা রোগীর দলের প্রতি আকর্ষণ বৃদ্ধি, যেমন শিশু বা অনাক্রম্যতা হ্রাসপ্রাপ্ত ব্যক্তিদের জন্য

পরিভাষা

কোনও প্রকারণ উপরের এক বা একাধিক মানদণ্ড পূরণ করলে সেটিকে ঐসব বৈশিষ্ট্য যাচাইকরণ ও বৈধকরণের সাপেক্ষে "আগ্রহজনক প্রকারণ" (Variants of interest) বা "অনুসন্ধানাধীন প্রকারণ" (Variant under investigation, সংক্ষেপে VUI) নামকরণ করা হতে পারে। বৈধকৃত হবার পরে আগ্রহজনক প্রকারণগুলিকে নজরদারি পালনকারী সংস্থা যেমন মার্কিন সিডিসি বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা "উদ্বেগজনক প্রকারণ" নামকরণ করতে পারে। এ সংশ্লিষ্ট আরেকটি শ্রেণী হল "উচ্চ পরিণামবিশিষ্ট প্রকারণ" (Variant of high consequence)। মার্কিন স্বাস্থ্য সংস্থা সিডিসি এই পরিভাষাটি সেইসব বিশেষ প্রকারণের জন্য ব্যবহার করে, যদি স্পষ্ট সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায় যে প্রকারণটির জন্য প্রতিরোধমূলক বা হস্তক্ষেপমূলক সমাধানের কার্যকারিতা তাৎপর্যমূলকভাবে হ্রাস পেয়েছে।

তথ্যসূত্র

Tags:

🔥 Trending searches on Wiki বাংলা:

আবদুল হামিদ খান ভাসানীআবহাওয়াব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিপ্রেমরামরাগমোচনরামকৃষ্ণ পরমহংসঋগ্বেদপদ্মা নদীসানি লিওনশরৎচন্দ্র চট্টোপাধ্যায়দ্রৌপদীআসমানী কিতাবমিজানুর রহমান আজহারীজীবাশ্ম জ্বালানিনিউটনের গতিসূত্রসমূহসালেহ আহমদ তাকরীমসোনালী ব্যাংক লিমিটেডশেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডবলাইচাঁদ মুখোপাধ্যায়যোহরের নামাজবাংলা সাহিত্যরেবেকা সুলতানাসালোকসংশ্লেষণস্মার্ট বাংলাদেশকুমিল্লা জেলাইনকা সাম্রাজ্যঢাকাজরায়ুপ্রথম বিশ্বযুদ্ধলক্ষ্মীপুর জেলাবাংলাদেশের প্রধান বিচারপতিবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলদীপু মনিআগরতলা ষড়যন্ত্র মামলাকলকাতাপাল সাম্রাজ্যবৌদ্ধধর্মজিমেইলবাস্তুতন্ত্রকক্সবাজার জেলাসৌদি রিয়ালশাকিব খানশিশ্ন-মুখমৈথুনজাতীয় স্মৃতিসৌধকলাফেসবুককৃষ্ণবাংলাদেশের ইতিহাসব্রহ্মপুত্র নদশিশ্নআলবার্ট আইনস্টাইনগুগলবাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকাকৃত্রিম বুদ্ধিমত্তাচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়শাহ জাহানজৈন ধর্মসেলজুক সাম্রাজ্যজোয়ার-ভাটাজাতীয় সংসদের স্পিকারদের তালিকাজাফরুল্লাহ চৌধুরীএকাত্তরের দিনগুলিইরফান খানন্যাটোমুঘল সাম্রাজ্যময়মনসিংহ বিভাগশামীম শিকদারইলিশহস্তমৈথুনের ইতিহাসআলীনরেন্দ্র মোদীপহেলা বৈশাখবেগম রোকেয়াভারতের প্রধান বিচারপতিপ্রমথ চৌধুরীসাহাবিদের তালিকাবাঙালি জাতি২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ🡆 More