৪ অক্টোবর: তারিখ

৪ অক্টোবর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৭৭তম (অধিবর্ষে ২৭৮তম) দিন। বছর শেষ হতে আরো ৮৮ দিন বাকি রয়েছে।

১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯
২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০ ৩১  

ঘটনাবলী

  • ১৩৩৭ - (৭৫৮ হিজরী) খলিফা মনসুর বাগদাদের ভিত্তি স্থাপন করেন।
  • ১৫৩৫ - ইংরেজি ভাষার প্রথম বাইবেল ছাপা সম্পন্ন হয়।
  • ১৮১৩ - লর্ড ময়রার বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন।
  • ১৮৩০ - বেলজিয়াম তাদের স্বাধীনতা ঘোষণা করে।
  • ১৮৫৫ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে ও নেতৃত্বে বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়।
  • ১৮৮৭ - কলকাতায় এমারেল্ড থিয়েটার প্রতিষ্ঠিত হয়।
  • ১৯১১ - সাধারণের ব্যবহারের জন্য প্রথম লন্ডনের পাতাল রেলস্টেশন চালু হয়।
  • ১৯৫৭ - সাবেক সোভিয়েত ইউনিয়নের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মহাশূন্যে প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক-১ সাফল্যের সাথে প্রেরণ করে মহাশূন্যের ওপর মানুষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কালপর্বের সূচনা করে।
  • ১৯৫৮ - আটলান্টিক পারাপারে নিয়মিত বিমান চলাচল শুরু করে।
  • ১৯৫৯ - সোভিয়েত নভোযান লুনিক-৩ সর্বপ্রথম চাঁদের সবচেয়ে কাছাকাছি গিয়ে ছবি তোলে।
  • ১৯৬৩ - জাম্বিয়া পূর্ণ স্বায়ত্তশাসন লাভ করে।
  • ১৯৬৩ - ক্যারিবিয়ান সমুদ্রে প্রচণ্ড ঝড় উঠেছিল। ঐ ঝড়ে ক্যারিবিয়ান সমুদ্রের সকল দ্বীপ এবং বন্দরের সরঞ্জামাদি আটলান্টিক মহাসাগরে নিমজ্জিত হয়। ভয়াবহ এই তুফানের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার। প্রায় ৬ হাজার লোক এই তুফানে মারা গিয়েছিল। মৃত্যুবরণকারীদের অধিকাংশই ছিল হাইতি এবং কিউবার অধিবাসী।
  • ১৯৬৬ - লেসোথা ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে।
  • ১৯৭৯ - যুগোশ্লাভাকিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়।
  • ১৯৯২ - ব্রাজিলে কারাগারে রক্তক্ষয়ী দাঙ্গা বাধে। এতে ১১১ জন বন্দী নিহত হয়।
  • ২০০২ - নেপালেন রাজা জ্ঞানেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে বরখাস্ত করে নির্বাহী ক্ষমতা গ্রহণ করেন।

জন্ম

মৃত্যু

ছুটি ও অন্যান্য

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

৪ অক্টোবর ঘটনাবলী৪ অক্টোবর জন্ম৪ অক্টোবর মৃত্যু৪ অক্টোবর ছুটি ও অন্যান্য৪ অক্টোবর তথ্যসূত্র৪ অক্টোবর বহিঃসংযোগ৪ অক্টোবরঅধিবর্ষগ্রেগরীয় বর্ষপঞ্জী

🔥 Trending searches on Wiki বাংলা:

বিশেষ্যজন্ডিসবাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবনিরোবিকাশসৌরজগৎকশ্যপকৃষ্ণচূড়াআসমানী কিতাবরেওয়ামিলইউরোসাতই মার্চের ভাষণবাংলাদেশের উপজেলার তালিকাকৃষ্ণঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েদেশ অনুযায়ী ইসলামচাঁদপুর জেলাঅর্শরোগসিরাজউদ্দৌলাচৈতন্য মহাপ্রভুরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুশিবা শানুরঙের তালিকাজাতীয় স্মৃতিসৌধবাংলাদেশের সর্বাধিক ব্যবসাসফল চলচ্চিত্রসমূহের তালিকামহাভারতকাঁঠালহিরণ চট্টোপাধ্যায়আমজলবায়ুআলিকালেমাজাহাঙ্গীরমুহাম্মাদের স্ত্রীগণমাতৃভাষীর সংখ্যা অনুসারে ভাষাসমূহের তালিকাপ্রাকৃতিক দুর্যোগঅনাভেদী যৌনক্রিয়াবিরাট কোহলির‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নচৈতন্যচরিতামৃতপানিপথের যুদ্ধভূগোলকিরগিজস্তানবাঙালি জাতি২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগভারতের ইতিহাসখিলাফতবনলতা সেন (কবিতা)রশ্মিকা মন্দানাপাট্টা ও কবুলিয়াতগাজীপুর জেলাপানিপাগলা মসজিদশবনম বুবলিবাংলাদেশের অর্থনীতিমেঘনা বিভাগআলিফ লায়লাকক্সবাজারশাহরুখ খানআমার দেখা নয়াচীনরামমোহন রায়ভূমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধিইসলামে বিবাহবীর শ্রেষ্ঠশিবলী সাদিকবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরযক্ষ্মাউমাইয়া খিলাফতভারতের স্বাধীনতা আন্দোলনলোহিত রক্তকণিকাতক্ষকপশ্চিমবঙ্গের জেলাট্রাভিস হেডঅমর্ত্য সেনসার্বজনীন পেনশনবাংলা বাগধারার তালিকাআতিকুল ইসলাম (মেয়র)ষড়রিপু🡆 More