হ্যারি স্টাইলস

হ্যারি এডওয়ার্ড স্টাইলস (ইংরেজি: Harry Edward Styles, জন্ম ১ই ফেব্রুয়ারি ১৯৯৪) একজন ইংরেজ গায়ক, গীতিকার, এবং অভিনেতা। তিনি পরিচিত ছেলেদের ব্যান্ড ওয়ান ডাইরেকশন এর একজন সদস্য হিসেবে। তিনি তার কর্মজীবন শুরু করেন তার ব্যান্ড হোয়াইট এসকিমো এর মাধ্যমে, যেটি হলমেস চ্যাপেল, চেশায়ারে স্থানীয়ভাবে সঙ্গীত পরিবেশন করতো। ২০১০-এ, স্টাইলস একজন একক শিল্পী হিসেবে ব্রিটিশ টেলিভিশন ধারাবাহিক দ্য এক্স ফ্যাক্টর এ অডিশন দেন। একক শিল্পী হিসেবে মনোনয়নের পরে, স্টাইলস অন্য চারজন প্রতিযোগী, নিয়াল হোরান, জায়ান মালিক, লিয়াম পাইন, লুইস টমলিনসন এদেরকে নিয়ে ফিরে আসে, ওয়ান ডাইরেকশন দলটি গঠনের লক্ষ্যে।

হ্যারি স্টাইলস
২০২২-এ স্টাইলস
২০২২-এ স্টাইলস
প্রাথমিক তথ্য
জন্মনামহ্যারি এডওয়ার্ড
জন্ম (1994-02-01) ১ ফেব্রুয়ারি ১৯৯৪ (বয়স ৩০)
রেডিচ, ওরচেস্টারশায়ার, ইংল্যান্ড, যুক্তরাজ্য
ধরন
পেশা
  • গায়ক
  • গীতিকার
  • অভিনেতা
বাদ্যযন্ত্র
  • কন্ঠ
  • গিটার
কার্যকাল২০১০-বর্তমান
লেবেল
ওয়েবসাইটhstyles.co.uk

স্টাইলস এবং তার ওয়ান ডাইরেকশন সঙ্গীরা প্রকাশ করে আপ অল নাইট (২০১১), টেক মি হোম (২০১২), মিডনাইট মেমোরিস (২০১৩), ফোর (২০১৪), এবং মেইড ইন দ্য এ.এম (২০১৫) অ্যালবামগুলো। তারা চারটি বিশ্বব্যাপি ট্যুরে সঙ্গীত পরিবেশন করে, একটি কনসার্ট চলচ্চিত্র ওয়ান ডাইরেকশন: দিস ইজ আস, এবং কিছু অ্যাওয়ার্ড অর্জন , এগুলোর মধ্যে ৫টি ব্রিট অ্যাওয়ার্ড এবং ৪টি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড অর্জন করে।

২৩ জুন ২০১৬-এ বিলবোর্ড কর্তৃক প্রকাশিত হয়েছিলো যে স্টাইলস কলাম্বিয়া রের্কডস এর সঙ্গে একটি তিন-অ্যালবাম একক রের্কডিং চুক্তি করেছেন, যেটি ওয়ান ডাইরেকশনেরও রের্কডিং লেবেল। এটির প্রথম একক "সাইন অব দ্য টাইমস" এর পর, ১২ মে ২০১৭-এ তার নিজ নামের শিরোনামে অভিষেক অ্যালবাম প্রকাশিত হয়। জুলাই ২০১৭-এ স্টাইলস তার অভিনয় কর্মজীবনের সূচনা করেছেন যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ডানকির্ক-এ অভিনয়ের মাধ্যমে।

প্রারম্ভের জীবন

স্টাইলস রেডিচ, ওরচেস্টারশায়ার-এ জন্ম গ্রহণ করেন। তিনি অ্যারি কক্স ও ডেসমন্ড ডেস স্টাইলসের পুত্র। যিনি একটি আর্থিক প্রতিষ্ঠানে কাজ করতেন। তার পূর্ব পুরুষদের অনেকেই নরফল্কের খামারের শ্রমিক ছিল। স্টাইলস হলমেস চ্যাপেল, চেশায়ারে বেড়ে উঠেছেন, তার বড় বোন, জেমা, সহ তার পিতা-মাতা সেখানে স্থানান্তরের পরে, যখন তিনি একজন শিশু ছিলেন। তিনি হলমেস চ্যাপেল কমপ্রিহেনসিভ বিদ্যালয়ে ভর্তি হন। স্টাইলসের পিতা-মাতার বিবাহ বিচ্ছেদ ঘটে যখন তার বয়স সাত ববছর এবং পরে তার মা পুনরায় বিবাহ করেন। তার একজন সৎ বড় ভাই রয়েছে, যিনি স্টাইলসের সৎ পিতার সন্তান। ১৬ বছর বয়সে, হলমেস চ্যাপেলের ডব্লিউ. ম্যান্ডেভ্যালি বেকারিতে পার্ট-টাইম কাজ করতেন।

একজন শিশু হিসেবে, স্টাইলস গান গাইতে পছন্দ করতেন, তিনি এলভিস প্রেসলি এবং ফ্রেডি মারকুরিকে তার সঙ্গীত প্রভাবক হিসেবে উল্লেখ করেছেন। হলমেস চ্যাপেল কমপ্রিহেনসিভে থাকাকালিন, স্টাইলস ছেলেদের ব্যান্ড এসকিমোর প্রধান শিল্পী ছিলেন, যেটি স্থানীয় একটি ব্যান্ড সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম হয়েছিলো।

ব্যক্তিগত জীবন

দ্য এক্সটা ফ্যাক্টর উপস্থাপিকা ক্যারোলিন ফ্লাকের সঙ্গে স্টাইলসের নভেম্বর ২০১১ থেকে জানুয়ারি ২০১২ পর্যন্ত সম্পর্ক ছিলো, দুইজনের বয়সের মাঝে ১৪ বছরের ব্যবধান অনেক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলো। স্টাইলস অক্টোবর ২০১২ থেকে জানুয়ারি ২০১৩ পর্যন্ত গায়িকা টেইলর সুইফট এর সঙ্গে ডেটিং করেছেন। তিনি একজন প্রবল চিত্রকর্ম সংগ্রাহক।

২০১৬-এ, প্রচারমাধ্যম প্রকাশ করে যে, স্টাইলস ব্রেক্সিট বিতর্কে হাউজ অব লর্ডস এ অংশ নিয়েছে। দ্য সানডে টাইমস এর প্রশ্ন, ২০১৭ সালের ব্রিটিশ সাধারন নির্বাচনে তিনি কাকে ভোট দিবেন, তিনি উত্তর দেন, "সৎভাবে, আমি সম্ভবত তাকেই ভোট দিতে যাচ্ছি যে ব্রেক্সিটের বিপক্ষে।"

চলচ্চিত্র তালিকা

চলচ্চিত্র

বছর শিরোনাম ভূমিকা টীকা
২০১৩ ওয়ান ডাইরেকশন: দিস ইজ আস তিনি নিজে ডকুমেন্টারি কনসার্ট চলচ্চিত্র
২০১৪ হোয়ার উই আর - দ্য কর্নসাট ফিল্ম তিনি নিজে কনসার্ট চলচ্চিত্র
২০১৭ ডানকির্ক এলেক্স

টেলিভিশন

বছর শিরোনাম ভূমিকা টীকা
২০১২ আইকার্লি তিনি নিজে পর্ব: "আইগো ওয়ান ডাইরেকশন"
২০১৭ স্যাটারডে নাইট লাইভ মিক জ্যাগার/তিনি নিজে/সঙ্গীত অতিথি/সিভিল ওয়ার সৈন্য পর্ব: "জিমি ফ্যালন/হ্যারি স্টাইলস"

তথ্যসূত্র

Tags:

হ্যারি স্টাইলস প্রারম্ভের জীবনহ্যারি স্টাইলস ব্যক্তিগত জীবনহ্যারি স্টাইলস চলচ্চিত্র তালিকাহ্যারি স্টাইলস তথ্যসূত্রহ্যারি স্টাইলস বহিঃসংযোগহ্যারি স্টাইলসen:Holmes Chapelen:Niall Horanইংরেজি ভাষাওয়ান ডাইরেকশনজায়ান মালিক

🔥 Trending searches on Wiki বাংলা:

শ্রীকৃষ্ণকীর্তনপশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২১যোগাসনময়ূরী (অভিনেত্রী)মহাস্থানগড়এপ্রিলনেপালচণ্ডীচরণ মুনশীঅ্যাটর্নি জেনারেলঅ্যান্টার্কটিকাসার্বিয়ামহিবুল হাসান চৌধুরী নওফেলফেনী জেলাসৈয়দ সায়েদুল হক সুমনকাশ্মীর২০২৪ কোপা আমেরিকামুহাম্মাদ ফাতিহপশ্চিমবঙ্গমালদ্বীপবায়ুদূষণসুলতান সুলাইমানমহাদেশআলেপ্পো২০২২ বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফরঐশ্বর্যা রাইমুসালালবাগের কেল্লাইউরোপীয় ইউনিয়নআগরতলা ষড়যন্ত্র মামলাআমবাংলাদেশ জামায়াতে ইসলামীবাংলাদেশের প্রশাসনিক অঞ্চলচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়বিশ্বের মানচিত্রব্রাহ্মণবাড়িয়া জেলাআবুল খায়ের গ্রুপমহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাপুলিশনয়নতারা (উদ্ভিদ)বাংলাদেশের প্রধান বিচারপতিআওরঙ্গজেবস্বর্ণকুমারী দেবীঅসমাপ্ত আত্মজীবনীমৃত্যু পরবর্তী জীবনপ্রীতি জিনতাপানি দূষণদক্ষিণ কোরিয়াসৌদি আরবের ইতিহাসমোহাম্মদ সাহাবুদ্দিনকাজী নজরুল ইসলামশাহ আবদুল করিমআসসালামু আলাইকুমমৌলিক পদার্থের তালিকাশিবপ্রথম ওরহানআন্তর্জাতিক ন্যায়বিচার আদালতমাইটোসিসজীবনানন্দ দাশতুলসীনীলদর্পণরাম মন্দির, অযোধ্যাফুলমাটিদুষ্মন্ত চামিরামুসলিমচট্টগ্রাম বিভাগফুটবলশাহ জাহানএল নিনোময়মনসিংহজহির রায়হানবাংলাদেশ সরকারি কর্ম কমিশনবাংলাদেশের সংবিধানের সংশোধনীসমূহপলাশীর যুদ্ধতৃণমূল কংগ্রেসনরসিংদী জেলাশ্রীনিবাস রামানুজন🡆 More