হানা শিগুলা

হানা শিগুলা (জার্মান: (ⓘ); জন্ম: ২৫ ডিসেম্বর ১৯৪৩) হলেন একজন জার্মান অভিনেত্রী ও চানসন গায়িকা। তাকে নব্য জার্মান চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে গণ্য করা হয়। ১৯৬৫ সালের পর থেকে তিনি দীর্ঘদিন মঞ্চ ও চলচ্চিত্র পরিচালক রাইনার ভের্নার ফাসবিন্ডারের পরিচালনায় কাজ করেছেন। ১৯৭৯ সালে তিনি ফাসবিন্ডারের দ্য ম্যারিজ অব মারিয়া ব্রাউন ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বার্লিনালে থেকে রৌপ্য ভল্লুক এবং ১৯৮৩ সালে মার্কো ফেরারি দ্য স্টোরি অব পিয়েরা ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে কান চলচ্চিত্র উৎসব পুরস্কার অর্জন করেন।

হানা শিগুলা
জার্মান: Hanna Schygulla
হানা শিগুলা
২০১৩ সালে শিগুলা
জন্ম(১৯৪৩-১২-২৫)২৫ ডিসেম্বর ১৯৪৩
ক্যোনিগশ্যুট, সিলেসিয়া (বর্তমান চর্জো, পোল্যান্ড)
পেশাঅভিনেত্রী, গায়িকা
কর্মজীবন১৯৬৮-বর্তমান

প্রারম্ভিক জীবন

শিগুলা ১৯৪৩ সালের ২৫শে ডিসেম্বর সিলেসিয়ার ক্যোনিগশ্যুটে (বর্তমান চর্জো, পোল্যান্ড) জন্মগ্রহণ করেন। তার পিতা ইয়োসেফ শিগুলা এবং মাতা আন্টোনি এমৎসিক দুজনেই জার্মান ছিলেন। শিগুলা ও এমৎসিক দুটি নামের উৎপত্তিস্থল পোল্যান্ড/সিলেসিয়া। তার পিতা পেশায় একজন কাঠের ব্যবসায়ী, যিনি জার্মান সেনাবাহিনীতে পদাতিক হিসেবে নাম অন্তর্ভুক্ত করেছিলেন এবং ইতালিতে মার্কিন সেনাবাহিনী কর্তৃক ধৃত হয়েছিলেন। ১৯৪৮ সাল পর্যন্ত তাকে যুদ্ধবন্দি হিসেবে আটকে রাখা হয়েছিল। ১৯৪৫ সালে কমিউনিস্ট পোল্যান্ড কর্তৃক জার্মানভাষী লোকদের বিতাড়নের পর শিগুলা ও তার মাতা উদ্বাস্তু হিসেবে মিউনিখে আগমন করেন। ১৯৬০-এর দশকে শিগুলা রোমানিক ভাষা ও জার্মান শিক্ষা বিষয়ে অধ্যয়ন করেন, পাশাপাশি মিউনিখে অবসর সময়ে অভিনয়ের তালিম নিতেন।

কর্মজীবন

হানা শিগুলা 
১৯৮০ সালে ফাসবিন্ডারের সাথে শিগুলা।

অভিনয় জীবন শুরুর পর তিনি পরিচালক রাইনার ভের্নার ফাসবিন্ডারের পরিচালনায় কাজ করে পরিচিতি অর্জন করেন। থিওডোর ফন্টানার জার্মান উপন্যাস অবলম্বনে এফি ব্রিয়েস্ট (১৯৭৪) নির্মাণকালীন চরিত্রের উপস্থাপনা নিয়ে ফাসবিন্ডার ও শিগুলার মধ্যে মতবিরোধ হয়। এছাড়া এই ছবির নির্মাণকালে শিগুলা কম বেতনের জন্য ফাসবিন্ডারকে অভিযুক্ত করেন। ১৯৭২ সালের সেপ্টেম্বরে ছবিটির চিত্রায়ন হয় এবং ১৯৭৪ সালে মুক্তি পায়। এতে তাকে একজন মেজরের সাথে সম্পর্কের কারণে তার মা-সহ সমাজের নিন্দা সহ্য করা এক নারী চরিত্রে দেখা যায়। এই ছবিতে কাজ করার পর তারা পাঁচ বছর একসাথে কাজ করেন নি। ১৯৭৮ সালে দ্য ম্যারিজ অব মারিয়া ব্রাউন ছবিতে তারা পুনরায় একত্রে কাজ করেন। মারিয়া ব্রাউন রুশ যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসতে এক জার্মান সৈনিককে বিয়ে করেন ও পরে তাদের মিলন, বিচ্ছেদ ও আবার মিলন দেখানো হয়। দ্য গার্ডিয়ান-এর ডেরেক ম্যালকম তার "আত্মবিশ্বাস, স্বাধীনচেতা ও দক্ষতার সাথে টিকিয়া থাকা' নারী চরিত্রের প্রশংসা করেন। ছবিটি ২৯তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং শিগুলা এই ছবিতে অভিনয়র জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে রৌপ্য ভল্লুক অর্জন করেন। ১৯৮০ সালে তিনি ফাসবিন্ডারে মিনি ধারাবাহিক বার্লিন আলেকজান্ডারপ্লাৎজ-এ অভিনয় করেন।

হানা শিগুলা 
১৯৮২ সালে শিগুলা।

১৯৮১ সালে শিগুলা ব্রুনো গানৎসের সাথে ভোলকার শ্ল্যোনডর্ফের সার্কেল অব ডিসিট ছবিতে এবং পরের বছর ইজাবেল উপেরের সাথে জঁ-লুক গদারের প্যাশন ছবিতে অভিনয় করেন। ১৯৮৩ সালে মার্কো ফেরারি দ্য স্টোরি অব পিয়েরা ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে কান চলচ্চিত্র উৎসব পুরস্কার অর্জন করেন। ১৯৮৭ সালে তিনি ১৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি সদস্যের দায়িত্ব পালন করেন।

২০০৭ সালে তিনি আনতালিয়া গোল্ডেন অরেঞ্জ চলচ্চিত্র উৎসব থেকে সম্মানসূচক পুরস্কার অর্জন করেন এবং ২০১০ সালে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে সম্মানসূচক স্বর্ণ ভল্লুক অর্জন করেন। তিনি আলেকজান্ডার সকুরভ পরিচালিত রুশ ভাষার ফাউস্ট (২০১১) সেদ্রিক কান পরিচালিত ফরাসি নাট্য চলচ্চিত্র লা প্রিয়ের (২০১৮) এবং ইয়োর্গোস লান্থিমোস পরিচালিত পুওর থিংস (২০২৩)-এ অভিনয় করেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

হানা শিগুলা প্রারম্ভিক জীবনহানা শিগুলা কর্মজীবনহানা শিগুলা তথ্যসূত্রহানা শিগুলা বহিঃসংযোগহানা শিগুলাকান চলচ্চিত্র উৎসবচিত্র:De-Hanna Schygulla.oggরাইনার ভের্নার ফাসবিন্ডারসাহায্য:আধ্বব/মানক জার্মান

🔥 Trending searches on Wiki বাংলা:

সালমান খানসরকারবাংলা ভাষাইসলামের নবি ও রাসুলসমীর রিজভীতাপমার্কিন যুক্তরাষ্ট্রসন্ধিপেশাসর্বনামএশিয়াভিসারামকৃষ্ণ পরমহংসবাংলাদেশের উপজেলাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলবিশ্বের মানচিত্রপহেলা বৈশাখবিশেষণলোকনাথ ব্রহ্মচারীআকিদাআল-আকসা মসজিদইসলামবাংলাদেশের বিভাগসমূহমমতাজ বেগমডিজেলমুজিবনগরশবনম বুবলিঅর্থনীতি২০২৪ কোপা আমেরিকাকলাবাংলাদেশের রাষ্ট্রপতিনরেন্দ্র মোদীপেপসিযুক্তফ্রন্টঅর্থ (টাকা)ঘূর্ণিঝড়কৃষ্ণচূড়ারশিদ চৌধুরীতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়জন্ডিসবাংলাদেশের পদমর্যাদা ক্রমঅসহযোগ আন্দোলন (ব্রিটিশ ভারত)নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়এস এম শফিউদ্দিন আহমেদবাংলাদেশী জাতীয় পরিচয় পত্রবাংলাদেশের স্বাধীনতা দিবসঅ্যাসিড বৃষ্টিঊনসত্তরের গণঅভ্যুত্থানদ্বিতীয় বিশ্বযুদ্ধমুসাসিরাজগঞ্জ জেলাছোটগল্পপদ (ব্যাকরণ)ইন্দিরা গান্ধীব্র্যাকআরবি বর্ণমালাআমাশয়উসমানীয় খিলাফতরাষ্ট্রবিজ্ঞানপারমাণবিক ভরের ভিত্তিতে মৌলসমূহের তালিকাজেলেজাতীয় দিবসগণতন্ত্রবেদশ্রাবন্তী চট্টোপাধ্যায়বাংলাদেশের নদীর তালিকা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপআর্দ্রতাআগরতলা ষড়যন্ত্র মামলাইউক্রেনে রুশ আক্রমণ (২০২২-বর্তমান)কানাডাবৌদ্ধধর্মআইজাক নিউটনজলবায়ুশামসুর রাহমানবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেক্টরসমূহগরুআলহামদুলিল্লাহ🡆 More