হাঙ্গেরির ভূগোল

হাঙ্গেরি কিছুটা ডিম্বাকৃতির। দেশটি পূর্ব-পশ্চিমে সর্বাধিক প্রায় ৫০০ কিলোমিটার এবং উত্তর দক্ষিণে সর্বাধিক প্রায় ৩১৫ কিলোমিটার বিস্তৃত। হাঙ্গেরির উত্তরে স্লোভাকিয়া, উত্তর-পূর্বে ইউক্রেন, পূর্বে রোমানিয়া, দক্ষিণে সার্বিয়া, মন্টেনিগ্রো, ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়া, এবং পশ্চিমে অস্ট্রিয়া। হাঙ্গেরির ভূমির মোট আয়তন ৯৩,০৩০ বর্গকিলোমিটার।

হাঙ্গেরির ভূগোল
Hungary
মহাদেশ ইউরোপ
অঞ্চল East-Central Europe
স্থানাঙ্ক ৪৭°০০′ উত্তর ২০°০০′ পূর্ব / ৪৭.০০০° উত্তর ২০.০০০° পূর্ব / 47.000; 20.000
আয়তন Ranked 108th
৯৩,০৩০ কিমি (৩৫,৯২০ mi2)
উপকূলরেখা ০ কিমি (০ mi; landlocked)
সীমানা ২,০০৯ কিমি (১,২৪৮ mi)
সর্বোচ্চ বিন্দু Kékes
১,০১৪ m
সর্বনিম্ন বিন্দু তিজা নদী
৭৮ m
দীর্ঘতম নদী তিজা নদী
৫৯৭ কিমি (in Hungary only)
বৃহত্তম হ্রদ বাল্টন লেক
৫৯২ কিমি

হাঙ্গেরির ভূগোল
হাঙ্গেরির ভূ-সংস্থানিক মানচিত্র

প্রাকৃতিক অঞ্চল

হাঙ্গেরির ভূগোল 
হর্টোবেজি জাতীয় উদ্যান,গ্রেট হাঙ্গেরীয় সমভূমি রাকা শী এর সাথে

হাঙ্গেরি প্রায় পুরোটাই সমতল ভূমি। দানিউব নদী উত্তর-পশ্চিমে হাঙ্গেরি-স্লোভাকিয়া সীমান্তের কিয়দংশ গঠন করেছে। সেখান থেকে নদীটি দক্ষিণে বুদাপেশ্‌তের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে হাঙ্গেরিকে দুইটি সাধারণ অঞ্চলে ভাগ করেছে। দানিউবের পূর্ব পাড়ে অবস্থিত অঞ্চলটি একটি নিম্ন, ঢেউখেলানো সমভূমি যা বৃহৎ হাঙ্গেরীয় সমভূমি বা বৃহৎ Alföld নামে পরিচিত। এই সমভূমিটি পূর্বে রোমানিয়াতে এবং দক্ষিণে সার্বিয়া ও মন্টেনিগ্রোতে বিস্তৃত। উত্তর-পশ্চিম হাঙ্গেরিতে অবস্থিত অপেক্ষাকৃত ক্ষুদ্রাকার সমভূমিটির নাম ক্ষুদ্র Alföld এবং এটি স্লোভাকিয়া পর্যন্ত চলে গেছে। বৃহৎ Alföld সমভূমিটি হাঙ্গেরির তিন-চতুর্থাংশ এলাকা গঠন করেছে। এটি পুরোপুরি সমতল নয়। পশ্চিম দিকে এটি বেশ পাহাড়ি আকার ধারণ করেছে। এটি হাঙ্গেরির প্রধান কৃষিভূমি। এখানে ভুট্টা, গম, সূর্যমুখী, মিষ্টি বিট, লাল মরিচ ও অন্যান্য খাদ্যশস্য উৎপাদন করা হয় এবং এখানকার তৃণভূমিতে ভেড়া চরানো হয়। চারণভূমিগুলি puszta নামে পরিচিত। হাঙ্গেরীয় লোকগীতি, নৃত্য ও সাহিত্যে এই pusztaগুলিতে উনিশ শতকের রাখাল ও তাদের গবাদি পশুর পাল নিয়ে অনেক বর্ণনা আছে। ক্ষুদ্র সমভূমিটিও উর্বর এবং এখানে ব্যাপক চাষাবাদ হয়।

সমভূমিগুলিকে পশ্চিম, উত্তর ও পূর্বে দিকে পর্বতের সারি ঘিরে রেখেছে। উত্তর সীমান্তের উচ্চভূমিগুলি Esztergom-এ দানিউব নদীর গিরিখাত থেকে পূর্বে বিস্তৃত হয়েছে এবং মাত্রা পর্বতমালা গঠন করেছে, যা কার্পেথীয় পর্বতমালার একটি অংশ। দানিউবের পশ্চিমের অঞ্চলটি আন্তঃদানিউবিয়া নামে পরিচিত। এখানে উত্তর-পশ্চিমের ক্ষুদ্র সমভূমি ছাড়াও আরও বিভিন্ন ধরনের ভূমিরূপ দেখতে পাওয়া যায়। দক্ষিণে রয়েছে Mecsek পর্বতমালা, উত্তরে অরণ্যাবৃত বাকোনি পর্বতমালা, যার কাছেই রয়েছে বালাতন হ্রদ

নদী ও হ্রদ

দানিউব নদী হাঙ্গেরির সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী। গোটা হাঙ্গেরিকেই দানিউব নদীর অববাহিকা বলা চলে। দানিউব নদী পশ্চিমে অস্ট্রিয়া থেকে হাঙ্গেরিতে প্রবেশ করেছে এবং উত্তর-পশ্চিমে হাঙ্গেরির সাথে স্লোভাকিয়ার সীমান্ত নির্ধারণ করেছে। বুদাপেশ্‌তের উত্তরে ভাক শহরের কাছে নদীটি দক্ষিণ দিকে খাড়া মোড় নিয়েছে এবং দক্ষিণ দিকে বুদাপেশতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সার্বিয়া ও মন্টেনিগ্রোর দিকে চলে গেছে। হাঙ্গেরির অন্য সব প্রধান নদীই দানিউব নদীর উপনদী। এদের মধ্যে আছে হাঙ্গেরির দীর্ঘতম তিজা নদী, রাবা এবং দ্রাউ নদী।

বালাতন হ্রদ হাঙ্গেরির প্রধান হ্রদ। এটি গোটা মধ্য ইউরোপের বৃহত্তম হ্রদ। এটি হাঙ্গেরির প্রধান অবকাশযাপন কেন্দ্র ও স্বাস্থ্য স্পা। এর দক্ষিণ তীরের বালুকাময় বেলাভূমিগুলি সুপরিচিত। হ্রদের উত্তর তীরের আঙ্গুরক্ষেতগুলি থেকে হাঙ্গেরির সবচেয়ে ভাল ওয়াইনগুলির কয়েকটি তৈরি হয়। বালাতন হ্রদ অঞ্চলে পশুশিকার খেলা হয়। এখানে অনেক দুর্লভ জলজ পাখি ও মাছ দেখতে পাওয়া যায়। উত্তর-পশ্চিমে অস্ট্রিয়ার সাথে হাঙ্গেরি নয়জিডলার হ্রদটির অংশীদার।

হাঙ্গেরিতে তিনটি বড় হ্রদ রয়েছে। এদের মধ্যে বৃহত্তম হ্রদ বাল্টন লেক, যা ৬০০ বর্গকিলোমিটার এলাকা সহ ৭৮ কিলোমিটার দীর্ঘ এবং ৩ থেকে ১৪ কিলোমিটার প্রশস্ত।

আরও দেখুন

তথ্যসূত্র

Tags:

হাঙ্গেরির ভূগোল প্রাকৃতিক অঞ্চলহাঙ্গেরির ভূগোল নদী ও হ্রদহাঙ্গেরির ভূগোল আরও দেখুনহাঙ্গেরির ভূগোল তথ্যসূত্রহাঙ্গেরির ভূগোলঅস্ট্রিয়াইউক্রেনক্রোয়েশিয়ামন্টেনিগ্রোরোমানিয়াসার্বিয়াস্লোভাকিয়াস্লোভেনিয়াহাঙ্গেরি

🔥 Trending searches on Wiki বাংলা:

বৈশাখী মেলাআনারসআগরতলা ষড়যন্ত্র মামলাতুলসীদুধবাংলাদেশের স্বাধীনতা দিবসবাংলাদেশি কবিদের তালিকাবাংলাদেশের রাষ্ট্রপতিআব্বাসীয় বিপ্লববাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়বাংলাদেশের জাতিগোষ্ঠীমুহাম্মাদভারতের স্বাধীনতা আন্দোলনঅসমাপ্ত আত্মজীবনীতাপপ্রবাহমানিক বন্দ্যোপাধ্যায়হারুন-অর-রশিদ (পুলিশ কর্মকর্তা)দারুল উলুম দেওবন্দবাংলাদেশ জামায়াতে ইসলামীআলিশক্তিনীল বিদ্রোহপশ্চিমবঙ্গচৈতন্য মহাপ্রভুওয়েবসাইটসমাসরাজ্যসভামুদ্রানিউটনের গতিসূত্রসমূহস্বাস্থ্যের উপর তামাকের প্রভাবদৈনিক ইনকিলাবমোশাররফ করিমগাঁজাবাংলাদেশের নদীর তালিকানরেন্দ্র মোদীসুনামগঞ্জ জেলাআবুল কাশেম ফজলুল হকহুনাইন ইবনে ইসহাকডায়ানা, প্রিন্সেস অব ওয়েলসগাঁজা (মাদক)খলিফাদের তালিকাদি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশরাজশাহীক্ষুদিরাম বসুরবীন্দ্রনাথ ঠাকুরমিয়ানমারতাজমহলবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলআন্তর্জাতিক মাতৃভাষা দিবসবাংলাদেশের জেলামুহাম্মাদের স্ত্রীগণপরমাণুকিশোরগঞ্জ জেলাবিদ্রোহী (কবিতা)নিরোমিঠুন চক্রবর্তীনোবেল পুরস্কারপ্রাপ্তদের তালিকাওজোন স্তরবটবাংলাদেশের মেডিকেল কলেজসমূহের তালিকাইমাম বুখারীবাইতুল হিকমাহশাহবাজ আহমেদ (ক্রিকেটার)ইউটিউবফজরের নামাজরামপ্রসাদ সেনজাযাকাল্লাহরুমানা মঞ্জুরটাঙ্গাইল জেলাবাঙালি হিন্দুদের পদবিসমূহমোবাইল ফোনভারতে নির্বাচনফিলিস্তিনের ইতিহাসশ্রীকৃষ্ণকীর্তনমানবজমিন (পত্রিকা)চট্টগ্রামঅনাভেদী যৌনক্রিয়াযাকাতবাংলাদেশের তৈরি পোশাক শিল্প🡆 More