সোমালি জাতি

সোমালি জাতি আফ্রিকার একটি জাতি যারা সমগ্র সোমালিয়া (প্রায় ১ কোটি), জিবুতির কিয়দংশ (সাড়ে ৩ লক্ষ), দক্ষিণ ইথিওপিয়ার ওগাদেন অঞ্চল (৪০-৫০ লক্ষ) এবং উত্তর পশ্চিম কেনিয়ার অংশবিশেষে (প্রায় ৫ লক্ষ) বসবাস করে। ঊষর উপকূলীয় অঞ্চল বাদে বাকী সব স্থানেই যাযাবর সোমালিদের দেখা মেলে। সোমালিরা সোমালি ভাষায় কথা বলে, যেটি আফ্রো-এশীয় ভাষাপরিবারের কুশিটীয় শাখার একটি ভাষা। রক্তক্ষয়ী ও দীর্ঘস্থায়ী সোমালি গৃহযুদ্ধের কারণে বিপুল সংখ্যক সোমালি ইউরোপ, উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যে পাড়ি জমিয়েছেন।

সোমালি (Soomaaliyeed)
সোমালি জাতি
সোমালিয়ার ধর্মীয় ও জাতীয়তাবাদী নেতা মোহাম্মদ আবদুল্লাহ হাসান-এর মূর্তি

সোমালিয়া: 10,750,000
ইথিওপিয়া: 4,620,000
ইয়েমেন: 858,000
কেনিয়া: 481,000
জিবুতি: 350,000
যুক্তরাজ্য: 43,515
মার্কিন যুক্তরাষ্ট্র 35,760
কানাডা: 33,725
নেদারল্যান্ড্‌স: 20,000
নরওয়ে: 19,656
নিউজিল্যান্ড: 1,770
ফিনল্যান্ড: 5,261

অস্ট্রেলিয়া 5,007
উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল
আফ্রিকার শৃঙ্গ, মধ্যপ্রাচ্য
ভাষা
সোমালি
ধর্ম
সুন্নী ইসলাম
সংশ্লিষ্ট জনগোষ্ঠী
ওরোমো, জেবের্তি, আফার, সিদামা, সাহো, বিলেন, আগো, ও বেজা

ধারণা করা হয় আরবেরা লোহিত সাগর পার হয়ে এসে সোমালিদের ইসলামে দীক্ষিত করে। ১৪শ শতকের দিকে সোমালিরা উপকূলীয় শুষ্ক সমভূমি অঞ্চল ছেড়ে দক্ষিণে তাদের বসতি সম্প্রসারণ করা শুরু করে। যদিও সোমালীয়দের উত্তর, মধ্য ও দক্ষিণ এই তিন ধরনের সম্প্রদায়ে ভাগ করা যায়, সোমালিরা অত্যন্ত একতাবদ্ধ একটি জাতি এবং নিজেদের জাতিসত্তা নিয়ে গর্বিত।

সোমালি সমাজের একক হচ্ছে “রের” তথা বৃহৎ পরিবার-ভিত্তিক গোত্র, যাদের সদস্যরা একই পুরুষ পূর্বসূরীর রক্ত থেকে উদ্ভূত। একজন সোমালি তার নিজস্ব গোত্র ও গোত্রটি যে বৃহত্তর গোষ্ঠীর অন্তর্গত, তার প্রতি অনুগত। সোমালি সমাজব্যবস্থা পুরুষতান্ত্রিক।

সোমালিরা মূলত যাযাবর প্রকৃতির। সম্পদের অপ্রতুলতার কারণে এদের ব্যক্তিস্বাতন্ত্র‌্যবোধ প্রখর এবং প্রায়ই প্রতিবেশী গোত্রে গোত্রে রক্তাক্ত সংঘর্ষ বাঁধে। ইসলাম সম্পর্কে এদের ধারণা স্বচ্ছ নয় এবং মূলত প্রাচীন সাধু-সন্ন্যাসীদের পূজাতেই সীমাবদ্ধ।

তবে যেসব সোমালি উপকূলীয় শহরগুলিতে বসবাস করে ও কৃষিকাজের সাথে জড়িত, তারা দীর্ঘদিন ধরে আরবদের সান্নিধ্যে একটি সংহত সামাজিক ও ধর্মীয় ব্যবস্থা গড়ে তুলেছে। এরা মূলত আরব বহির্বিশ্ব ও অভ্যন্তরীণ যাযাবর সোমালিদের মধ্যে যোগাযোগ রক্ষা করে।

তথ্যসূত্র

Tags:

ইউরোপইথিওপিয়াকেনিয়াজিবুতিসোমালি ভাষাসোমালিয়া

🔥 Trending searches on Wiki বাংলা:

টুইটারপাহাড়পুর বৌদ্ধ বিহারআমার সোনার বাংলাকারামান বেয়লিকবাংলাদেশ সিভিল সার্ভিসভিটামিনসমকামিতাইংরেজি ভাষাকোষ (জীববিজ্ঞান)বাংলা স্বরবর্ণবাংলাদেশী জাতীয় পরিচয় পত্রবেল (ফল)দ্য কোকা-কোলা কোম্পানিদেব (অভিনেতা)চ্যাটজিপিটিটিকটকসমাসজন্ডিসভালোবাসাবাংলাদেশ ব্যাংকশাহ জাহানমহাস্থানগড়বাংলার ইতিহাসসালমান বিন আবদুল আজিজহস্তমৈথুনের ইতিহাসদুবাইপুলিশইসলামের ইতিহাসবাঙালি জাতি২৬ এপ্রিলঅর্থ (টাকা)জনসংখ্যা অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকালোহিত রক্তকণিকামৌলিক পদার্থের তালিকান্যাটোথ্যালাসেমিয়াইসলামি আরবি বিশ্ববিদ্যালয়জয় চৌধুরীভারতের সাধারণ নির্বাচন, ২০২৪পর্তুগিজ ভারতআরব্য রজনীশাকিব খান অভিনীত চলচ্চিত্রের তালিকাসাজেক উপত্যকারাজশাহী বিশ্ববিদ্যালয়বাংলাদেশ সেনাবাহিনীবাংলা একাডেমিহানিফ সংকেতবঙ্গবন্ধু সেতুটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাচাকমালালবাগের কেল্লাবিদ্রোহী (কবিতা)মহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাওয়ার্ল্ড ওয়াইড ওয়েবসজনেমানব শিশ্নের আকারবাংলাদেশের প্রধানমন্ত্রীগৌতম বুদ্ধমৌলিক পদার্থজান্নাতবাংলাদেশের উপজেলাযোগাসনপ্রথম মালিক শাহরাধাগর্ভধারণমুহাম্মাদের সন্তানগণবাসুকীচট্টগ্রামচন্দ্রযান-৩ভাষাভারতগোত্র (হিন্দুধর্ম)পরীমনিবাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকুরআনের সূরাসমূহের তালিকাবাংলাদেশ জামায়াতে ইসলামীকারকনামাজ🡆 More