সক্রিয়ন শক্তি

রসায়নে কোন রাসায়নিক বিক্রিয়া শুরু করতে ন্যূনতম পরিমাণ শক্তি পরিবেশ থেকে দেওয়া বাধ্যতামূলক তাকে সক্রিয়ন শক্তি বলে। বাইরে থেকে শক্তি (চাপ, তাপমাত্রা ইত্যাদি) প্রদানের ফলে বিক্রিয়ক অণু সমূহ বা একাংশ পরস্পরের সঙ্গে সংঘর্ষের ফলে সক্রিয়ন শক্তি লাভ করে এবং বিক্রিয়া অগ্রাভিমুখে ত্বরান্বিত হয়। যে সকল অণু এই শক্তি অর্জন করে তাদের সক্রিয়ন অণু বলে। ১৮৮৯ সালে বিজ্ঞানী সভান্টে আরেনিউস সক্রিয়ন শক্তির কথা প্রথম উল্লেখ করেন। সক্রিয়ন শক্তিকে সাধারনত Ea দিয়ে প্রকাশ করা হয় এবং এর পরিমাপের একক কিলোজুল প্রতি মোল বা কিলোক্যালোরি প্রতি মোল।

সক্রিয়ন শক্তি
কঠিন বস্তু ইস্পাতকে আঘাতের ফলে সৃষ্ট স্ফুলিঙ্গ বুনসেন বার্নারে দহন শুরু করার জন্য সক্রিয়করণ শক্তি প্রদান করে।

আরহেনিয়াস সমীকরণ এবং সক্রিয়ন শক্তির পরিমাপ

আরহেনিয়াস সমীকরণ (আরহেনিয়াস সমীকরণ, ইংঃ Arrhenius equation) কোন রাসায়নিক বিক্রিয়ার গতি ধ্রুবকের (ইংঃ reaction rate constant) সাথে ঐ বিক্রিয়ার তাপমাত্রার সম্পর্ক স্থাপন করে। এই সমীকরণ থেকে কোন বিক্রিয়ার প্রয়োজনীয় সক্রিয়ন শক্তির পরিমাপ করা যেতে পারে।

পরম তাপমাত্রা সক্রিয়ন শক্তি  তে কোন রাসায়নিক বিক্রিয়ার গতি ধ্রুবক সক্রিয়ন শক্তি  এবং সক্রিয়ন শক্তির পরিমাণ সক্রিয়ন শক্তি  হলে, আরহেনিয়াস সমীকরণ হবে,

সক্রিয়ন শক্তি  (১)

যেখানে সক্রিয়ন শক্তি  একটি ধ্রুবক এবং সক্রিয়ন শক্তি  সার্বজনীন গ্যাস ধ্রুবক।

এখন এই ১ নং সমীকরণের প্রাকৃতিক লঘুগুনক (natural logarithm) নিলে পাওয়া যাবে,

সক্রিয়ন শক্তি  (২)

২ নং সমীকরনটিকে সাজিয়ে লিখলে,

সক্রিয়ন শক্তি  (৩)

এটি (৩ নং সমীকরণ) একটি সরলরেখা্র সমীকরণ সক্রিয়ন শক্তি  এর অনুরূপ। যেখানে সক্রিয়ন শক্তি । তাই কোন রাসায়নিক বিক্রিয়া আরহেনিয়াস সমীকরণ মেনে চললে আমরা যদি ln(k) vs. (1/T ) গ্রাফ বানাই তাহলে একটি সরলরেখার গ্রাফ পাব। সেই সরলরেখার ঢাল (slope or gradient) থেকে সক্রিয়ন শক্তির পরিমাপ করা যাবে। সক্রিয়ন শক্তির পরিমাণ হবে সক্রিয়ন শক্তি  গুনিতক ঐ সরলরেখার ঢাল (সমীকরণ ৪)।

সক্রিয়ন শক্তি 

অবস্থান্তর অবস্থা

রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক অণুগুলি প্রয়োজনীয় সক্রিয়ন শক্তি পেয়ে গেলে তাদের পুরাতন রাসায়নিক বন্ধনগুলি ভেঙ্গে ফেলতে শুরু করে এবং নতুন বন্ধন তৈরী হতে শুরু করে, এই মধ্যান্তরের অবস্থাকে অবস্থান্তর অবস্থা (ইংঃ transition state) বলে। ইহাকে অনেক সময় সক্রিয়নকৃত জটিল অবস্থা () বলে। প্রত্যেক রাসায়নিক বিক্রিয়া অবস্থান্তর অবস্থার মধ্যে দিয়ে প্রবাহিত হয়। অবস্থান্তর অবস্থায় হল কোন রাসায়নিক বিক্রিয়ার অণুগুলির সর্বোচ্চ শক্তির পরিমাণ।

ঋনাত্মক সক্রিয়ন শক্তি

কিছু কিছু ক্ষেত্রে সক্রিয়ন শক্তির পরিমাপ ঋনাত্মক হয়। এসব ক্ষেত্রে পরিবেশ থেকে কোন শক্তি সরবরাহের প্রয়োজন হয় না। দুই বা ততোধিক পদার্থের বিক্রিয়ক অণুগুলিকে একটি বদ্ধ পাত্রের মধ্যে নিয়ে এলে তৎক্ষণাৎ বিক্রিয়া শুরু হয়ে যায়। এই সব বিক্রিয়ায় কোন শক্তির বাধা থাকে না এবং বিক্রিয়ক অণুসকল স্বতস্ফূর্ত ভাবে বিক্রিয়া করে। এই সব বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার গতি কমতে থাকে।

অনুঘটন ও সক্রিয়ন শক্তি

সক্রিয়ন শক্তি 
অনুঘটকের উপস্থিতিতে সক্রিয়ন শক্তির পরিমাণ কমে যায়।

মূল পাতাঃ অনুঘটন

যে পদার্থ বিক্রিয়ার অবস্থান্তর অবস্থার পরিবর্তন ঘটিয়ে সক্রিয়ন শক্তির পরিমাপ কমিয়ে বিক্রিয়ার গতি বাড়াতে সাহায্য করে তাদের অনুঘটক বলে। জৈব রসায়্নে একে উৎসেচক বলা হয়ে থাকে। অনুঘটক বিক্রিয়ার পরে অপরিবর্তিত থাকে। অনুঘটক বিক্রিয়া অংশগ্রহণকারী বিক্রিয়ক এবং উৎপন্নজাত পদার্থের শক্তির পরিমানও অপরিবর্তিত রেখে শুধুমাত্র বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় সক্রিয়ন শক্তির পরিমাণ কমিয়ে দেয়।

তথ্যসূত্র

Tags:

সক্রিয়ন শক্তি আরহেনিয়াস সমীকরণ এবং র পরিমাপসক্রিয়ন শক্তি অবস্থান্তর অবস্থাসক্রিয়ন শক্তি ঋনাত্মক সক্রিয়ন শক্তি অনুঘটন ও সক্রিয়ন শক্তি তথ্যসূত্রসক্রিয়ন শক্তিঅণুক্যালোরিচাপজুলতাপমাত্রামোলরসায়নরাসায়নিক বিক্রিয়াশক্তিসভান্টে আরেনিউস

🔥 Trending searches on Wiki বাংলা:

জান্নাতুল ফেরদৌস পিয়াদ্বৈত শাসন ব্যবস্থাপূর্ণিমা (অভিনেত্রী)নোয়াখালী জেলাশাকিব খানফেসবুকবাংলাদেশ ব্যাংকমুহাম্মাদকুমিল্লা জেলাচন্দ্রযান-৩কাজী নজরুল ইসলামমৃণালিনী দেবীহিন্দুধর্মের ইতিহাসনেপোলিয়ন বোনাপার্টহামবাংলাদেশের উপজেলারাষ্ট্রবিজ্ঞানকক্সবাজারমৌলিক পদার্থবীর শ্রেষ্ঠগ্রামীণ ব্যাংকআবদুল মোনেমখিলাফতধর্মীয় জনসংখ্যার তালিকাভারতের সাধারণ নির্বাচন, ২০২৪ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবহীরক রাজার দেশেমার্কিন যুক্তরাষ্ট্রমাইকেল মধুসূদন দত্তপানিরাজনীতিআবু মুসলিমর‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নভূমি পরিমাপবাংলাদেশের বিভাগসমূহমুর্শিদাবাদ জেলাআল-মামুনবিদায় হজ্জের ভাষণমুমতাজ মহলসানি লিওনপ্রাকৃতিক দুর্যোগবিরসা দাশগুপ্তডাচ্-বাংলা ব্যাংক পিএলসিসংস্কৃতিঢাকা মেট্রোরেলের স্টেশনের তালিকাকৃত্তিবাসী রামায়ণদুর্নীতি দমন কমিশন (বাংলাদেশ)কুয়েতচাকমাবিরাট কোহলিআব্বাসীয় বিপ্লবখাদ্যলালবাগের কেল্লাঅমর্ত্য সেনবায়ুদূষণকালীনীল বিদ্রোহপ্রাকৃতিক সম্পদকলাকালো জাদুতামান্না ভাটিয়ামৃত্যু পরবর্তী জীবনউপন্যাসআয়তন অনুযায়ী ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের তালিকাআফগানিস্তানবঙ্গবন্ধু-১দুরুদআন্তর্জাতিক শ্রমিক দিবসবাংলার ইতিহাসবিকাশইবনে বতুতাস্ক্যাবিসতাসনিয়া ফারিণ২০২৪ কোপা আমেরিকাআর্কিমিডিসের নীতিসার্বিয়াগাজীপুর জেলাস্বামী বিবেকানন্দ🡆 More