পুণ্য সংযম

আধুনিক ব্যবহারে টেম্পারেন্স (Temperance) হিসাবে সংজ্ঞায়িত করা হয় সংযম বা স্বেচ্ছাসেবী আত্মসংযম ব্যাপারটার সাথে। এটাকে সাধারণত বর্ণনা করা হয় একজন ব্যক্তি স্বেচ্ছায় যা করা থেকে বিরত থাকে তার পরিপ্রেক্ষিতে। এর মধ্যে রয়েছে অহিংসা ও ক্ষমা অনুশীলনের মাধ্যমে প্রতিশোধ থেকে সংযম, নম্রতা ও বিনয় অনুশীলনের মাধ্যমে অহংকার থেকে সংযম, অযথা বিলাসিতা বা অতিরিক্ত টাকাপয়সা খরচ করার মতো বাড়াবাড়ি থেকে সংযম এবং শান্ত ও আত্মনিয়ন্ত্রণ অনুশীলনের মাধ্যমে ক্রোধ বা লালসা থেকে সংযম।

পুণ্য সংযম
পিয়েরো পোলাইউওলোর টেম্পারেন্স, ১৪৭০ খ্রিস্টাব্দ

টেম্পারেন্স তথা সংযমকে ধর্মীয় চিন্তাবিদ, দার্শনিক এবং সাম্প্রতিককালে মনোবিজ্ঞানীরা গুণ হিসাবে বিবেচনা করেন। বিশেষ করে ইতিবাচক মনোবিজ্ঞান আন্দোলনের একটি অন্যতম গুণ হিসাবে বর্ণনা করা হয়। দার্শনিক এবং ধর্মীয় চিন্তাধারায় এর একটি দীর্ঘ ইতিহাস রয়েছে।

শাস্ত্রীয় সংকেতবিদ্যায় (iconography), এই গুণকে প্রায়ই একজন মহিলা হিসাবে চিত্রিত করা হয় যেখানে দুটি পাত্রের মধ্যে একটি থেকে অন্যটিতে পানি ঢালা হচ্ছে। এটা গ্রীক দর্শন এবং খ্রিস্টধর্মের পাশাপাশি পৃথিবীর পূর্ব দিকের ঐতিহ্য, যেমন বৌদ্ধ ও হিন্দুধর্মের চিন্তাধারারও অন্যতম প্রধান এক গুণ।

সংযম হলো ইতিবাচক মনোবিজ্ঞানের ছয়টি গুণের মধ্যে একটি, যার মধ্যে রয়েছে প্রজ্ঞা, সাহস, মানবতা, ন্যায়বিচার এবং আধ্যাত্মিকতা (transcendence) । এটাকে সাধারণত অতিরিক্ত নিয়ন্ত্রণ হিসাবে চিহ্নিত করা হয় এবং সতীত্ব, বিনয়, নম্রতা, স্ব-নিয়ন্ত্রণ, আতিথেয়তা, সাজসজ্জা, বিরত থাকা এবং ক্ষমার মতো বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে প্রকাশ করা হয়; এই প্রতিটি ক্ষেত্রে কিছু না কিছু বাড়তি আবেগকে নিয়ন্ত্রণ করতে সংযম দরকার। যেমন যৌন আকাঙ্ক্ষা, অহংকার অথবা রাগ

টেম্পারেন্স শব্দের বাংলা অর্থ হতে পারে মেজাজ, মিতাচার বা সংযম। মূলত শব্দটা অ্যালকোহল (teetotalism) থেকে বিরত থাকার ক্ষেত্রেও উল্লেখ করা যেতে পারে, বিশেষ করে এ নিয়ে একটি আন্দোলনও হয়েছে, নাম টেম্পারেন্স মুভমেন্ট (temperance movement) তথা সংযম আন্দোলন। এ শব্দকে অ্যালকোহলের সংযমের ক্ষেত্রেও উল্লেখ করা যেতে পারে।

তথ্যসূত্র

Tags:

🔥 Trending searches on Wiki বাংলা:

সুনামগঞ্জ জেলামানিক বন্দ্যোপাধ্যায়শ্রাবন্তী চট্টোপাধ্যায়লোকনাথ ব্রহ্মচারীহামব্যঞ্জনবর্ণঅষ্টাঙ্গিক মার্গবাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিআইসোটোপজাতীয় সংসদআসামবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকারকভারতের জাতীয় পতাকাপশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থাশাবনূরবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ভৌগোলিক আয়তন অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাশেখ হাসিনাদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনঅমর সিং চমকিলামুঘল সম্রাটবাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতিভূগোলআসিয়ানবাংলাদেশ সেনাবাহিনীনীল বিদ্রোহমালদ্বীপখুলনাবিন্দুঅমর্ত্য সেনখুলনা জেলাতাপমাত্রাসজনেস্বাস্থ্যের উপর তামাকের প্রভাবআলাউদ্দিন খিলজিকুকি-চিন ন্যাশনাল ফ্রন্টসাপভাষা আন্দোলন দিবসআবু হানিফানূর জাহানজসীম উদ্‌দীনদীপু মনিঅসহযোগ আন্দোলন (ব্রিটিশ ভারত)বাংলা বাগধারার তালিকাঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরভারতে নির্বাচনবাংলাদেশের রাজনৈতিক দলসমূহের তালিকাবাংলাদেশী জাতীয় পরিচয় পত্রভারতের সংবিধানলোহিত রক্তকণিকাবাংলাদেশের জাতিগোষ্ঠীমহেন্দ্র সিং ধোনি২০২২–২৩ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের পাকিস্তান সফর (ডিসেম্বর ২০২২)ইশার নামাজক্রিয়েটিনিনগজনভি রাজবংশসমরেশ মজুমদাররাজশাহী বিভাগহস্তমৈথুনডায়ানা, প্রিন্সেস অব ওয়েলসরাজশাহী বিশ্ববিদ্যালয়শায়খ আহমাদুল্লাহআতাবাংলাদেশের পোস্ট কোডের তালিকাসূরা ফালাকইন্দিরা গান্ধীণত্ব বিধান ও ষত্ব বিধানসংযুক্ত আরব আমিরাতআকবররাশিয়াটাইফয়েড জ্বরবাংলাদেশ জামায়াতে ইসলামীচিয়া বীজ২৬ এপ্রিলশিল্প বিপ্লব🡆 More