শৈবাল সাগর: সাগর

শৈবাল সাগর বা Sargasso Sea হলো সমুদ্রের মাঝে স্রোতহীন অঞ্চল, যেখানে শৈবাল ও অন্যান্য আগাছা জন্মায়। এটা পৃথিবীর একমাত্র 'সাগর' যার কোনো উপকূল নেই। এটা ১,১০৭ কিমি প্রশস্ত এবং ৩,২০০ কিলোমিটার দীর্ঘ।

শৈবাল সাগর: ব্যুৎপত্তি, সৃষ্টির কারণ, ইতিহাস
শৈবাল সাগর

ব্যুৎপত্তি

"সারগাসো" (Sargasso) শব্দটি পর্তুগিজ শব্দ "সারগাসাম" (Sargassum) থেকে এসেছে, যার অর্থ সামুদ্রিক আগাছা।

সৃষ্টির কারণ

কয়েকটি সমুদ্রস্রোত পরস্পর মিলনের ফলে চক্রাকার জলাবর্ত সৃষ্টি হয়। আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর সন্ধিস্থলে মৃদু বায়ুর প্রাদুর্ভাবের কারণে জলাবর্ত-এর মাঝের স্থান স্রোতহীন ও শান্ত হয়। এরই প্রভাবে শৈবাল সাগরের সৃষ্টি হয়েছে।

  • উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যভাগে উপসাগরীয় স্রোত, ক্যানারি স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত ঘড়ির কাটার দিকে চক্রাকারে আবর্তিত হওয়ায় শৈবাল সাগরের সৃষ্টি হয়েছে।
  • এছাড়া উত্তর প্রশান্ত মহাসাগরের জাপান স্রোত,ক্যালিফোর্নিয়া স্রোত এবং উত্তর নিরক্ষীয় স্রোত মিলিত হয়ে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে।
  • স্রোতহীন পানিতে ভাসমান শৈবাল, আগাছা সঞ্চিত হয় এবং সামুদ্রিক উদ্ভিদ জন্মে। এ কারণে একে শৈবাল সাগর বলা হয়।

ইতিহাস

সারগাসো নামটি মূলত সমুদ্রে জন্মানো শৈবাল বা "সারগাসাম" শব্দ থেকে এসেছে। পর্তুগিজ ভাষায় "সারগাসাম" অর্থ শৈবাল। ধারণা করা হয় ১৫ শতাব্দীতে পর্তুগীজ নাবিকদের আজোরেস দ্বীপ ভ্রমনের সময় এ সাগর মানুষের মাঝে পরিচিতি পায়। তবে কারো কারো মতে ১৫ শতকের পূর্বের নাবিকরাও হয়তোবা এ সাগর সম্পর্কে জানতো। কেননা ৪র্থ শতাব্দীর জনপ্রিয় কবি রুফুস ফেসটুস আভিয়েনুস তার কবিতায় আটলান্টিক মহাসাগরের কিছু অংশ শৈবালে ডাকা ছিল বলে ধারণা দেয়।

বৈশিষ্ট্য

  • শৈবাল সাগর পৃথিবীর একমাত্র সাগর যার কোনো উপকূল নেই।
  • এই সাগরের মধ্যে দিয়ে জাহাজ চলাচলে অসুবিধা হয়।
  • এই সাগরের জলের ঘনত্ব ও লবণতা অন্যান্য সাগর অপেক্ষা বেশি হয়।
  • এই সাগর স্রোতহীন, শান্ত প্রকৃতির হয়।
  • উচ্চ তাপমাত্রা ও অধিক বাষ্পীভবনের কারণে শৈবাল সাগর আটলান্টিক মহাসাগরের মধ্যে সবচেয়ে লবণাক্ত অঞ্চল (লবণাক্ততা ৩৭‰)।
  • এ সাগরে আগাছার উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মত রয়েছে। কারো কারো মতে অ্যাজোর ও বাহামার তীরে এগুলোর উৎপত্তি হয় এবং ঢেউ ও বায়ু দ্বারা অন্যত্র বাহিত হয়। অন্যদের মতে, এসব আগাছা মেক্সিকো উপসাগরে সৃষ্টি হয় এবং সেখান থেকে উপসাগরীয় স্রোত এগুলো শৈবাল সাগরে নিয়ে জমা করে।-২
  • এই সাগরেই অবস্থিত বারমুদা ট্রায়াঙ্গাল।

তথ্যসূত্র

আরও পড়ুন

  • আলম, কে. আশরাফুল (২০১৪), বৈশ্বিক পরিবেশের প্রাকৃতিক ভূগোল, পারফেক্ট পাবলিকেশন্স, ঢাকা, বাংলাদেশ, পৃ. ৯১৬।

Tags:

শৈবাল সাগর ব্যুৎপত্তিশৈবাল সাগর সৃষ্টির কারণশৈবাল সাগর ইতিহাসশৈবাল সাগর বৈশিষ্ট্যশৈবাল সাগর তথ্যসূত্রশৈবাল সাগর আরও পড়ুনশৈবাল সাগরআগাছাশৈবাল

🔥 Trending searches on Wiki বাংলা:

কোষ বিভাজনগুজরাত টাইটান্সবিবিসি বাংলাঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েপাহাড়পুর বৌদ্ধ বিহাররবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মইসলামের পঞ্চস্তম্ভবাংলা বাগধারার তালিকাপ্রথম ওরহানমিয়ানমারভারতের সংবিধানমহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাপায়ুসঙ্গমবাংলাদেশের ব্যাংকসমূহের তালিকামূলদ সংখ্যাবিসমিল্লাহির রাহমানির রাহিমঅস্ট্রেলিয়া (মহাদেশ)ভৌগোলিক আয়তন অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাজানাজার নামাজইসরায়েলসমাসঅসমাপ্ত আত্মজীবনীঅ্যান্টিকিথেরা যন্ত্রকৌশল২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগভাইরাসরশিদ চৌধুরীশাকিব খানকালেমাবাংলাদেশস্বাধীনতাতিতুমীরশিয়া ইসলামবাংলাদেশের পোস্ট কোডের তালিকাভারতের নির্বাচন কমিশনযাকাতসাইপ্রাসজাতীয় গণহত্যা স্মরণ দিবসআসমানী কিতাবমুঘল সাম্রাজ্যশরৎচন্দ্র চট্টোপাধ্যায়মাইকেল মধুসূদন দত্তস্বত্ববিলোপ নীতিবাল্যবিবাহপরীমনিবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপল্লী সঞ্চয় ব্যাংকমসজিদে হারামবাংলাদেশ জামায়াতে ইসলামীইউসুফবাংলাদেশের মেডিকেল কলেজসমূহের তালিকাক্রিয়াপদঅর্থনীতিদ্বিতীয় বিশ্বযুদ্ধপ্রেমজসীম উদ্‌দীন০ (সংখ্যা)প্রথম মুয়াবিয়াক্লিওপেট্রাযৌন খেলনাঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনপৃথিবীশাহবাজ আহমেদ (ক্রিকেটার)বাংলা স্বরবর্ণরক্তশূন্যতাসংস্কৃত ভাষাঅপারেশন সার্চলাইটআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলবাউল সঙ্গীতগৌতম বুদ্ধজগদীশ চন্দ্র বসুসূরা ফাতিহাবারাসাত লোকসভা কেন্দ্রশীর্ষে নারী (যৌনাসন)রজঃস্রাববিকাশহোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দীআহল-ই-হাদীস🡆 More