শীতকালীন অলিম্পিক গেমস

শীতকালীন অলিম্পিক গেমস হল একটি বড় আকারের আন্তর্জাতিক বহু-ক্রীড়া প্রতিযোগিতা যা প্রত্তেক চার বছর পর পর অনুষ্ঠিত হয়। শীতকালীন অলিম্পিক গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের মত নয়, এর বৈশিষ্ট্য হল ক্রীড়াসমূহ তুষার ও বরফের উপর অনুশীলন করা হয়। শীতকালীন অলিম্পিক গেমসের প্রথম আসর বসে ফ্রান্সের চেমনিক্সে ১৯২৪ সালে। শীতকালীন অলিম্পিকের মূল পাঁচটি ক্রীড়া (যেগুলো আবার নয়টি বিভাগে বিভক্ত) ছিল ববস্লেইগ, কার্লিং, আইস হকি, নরডিক স্কিইং (এর বিভাগ গুলো হল মিলিটারি প্যাট্রোল, ক্রস কান্ট্রি স্কিইং, নরডিক কম্বাইন্ড এবং স্কী জাম্পিং) এবং স্কেটিং ( এর বিভাগ গুলো হল ফিগার স্কেটিং এবং স্পীড স্কেটিং।

ইতিহাস

শীতকালীন অলিম্পিকের সূচনা হয়েছিল মূলত তুষার ও বরফের বিভিন্ন খেলাকে উৎসাহ দেওয়ার জন্য যা গ্রীষ্মকালে আয়োজন করা প্রায় অসম্ভব। ফিগার স্কেটিং (১৯০৮ ও ১৯২০) এবং আইস হকির (১৯২০) ইভেন্টগুলো গ্রীষ্মকালের অলিম্পিকে অনুষ্ঠিত হয়েছিল। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বরফের উপর হওয়া এই ক্রীড়াগুলোকে আরো ব্যাপক কলেবরে করার জন্য এই জাতীয় আরো ক্রীড়া ইভেন্ট তালিকায় যুক্ত করতে থাকে। ১৯২১ সালের লুসানে অনুষ্ঠিত অলিম্পিক কংগ্রেসে অলিম্পিকের একটি শীতকালীন আসর সুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফ্রান্সে প্যারিস গেমস অনুষ্ঠিত হওয়ার তিন মাস আগে ১৯২৪ সালে ফ্রান্সের চেমনিক্সে একটি শীতকালীন ক্রীড়া সপ্তাহ পালন করা হয় (আসলে ১১ দিন ধরে অনুষ্ঠিত হয়েছিল)। এই ক্রীড়া সপ্তাহটিই হল বিশ্বের প্রথম শীতকালীন অলিম্পিক গেমস। যদিও সেবার শীতকালীন এবং গ্রীষ্মকালীন আসর একই দেশে অনুষ্ঠিত পরিকল্পনা করা হয়েছিলো, আইওসি এই পরিকল্পনা পরবর্তীতে বাদ দেয় এবং ঘোষণা করে যে এর পর থেকে শীতকালীন এবং গ্রীষ্মকালীন অলিম্পিক প্রত্তেক চার বছর পর পর একই বছরে অনুষ্ঠিত হবে। আইওসির এই সিদ্ধান্ত ১৯৯২ সাল পর্যন্ত বহাল ছিল। ১৯৯২ সালের ফ্রান্স অলিম্পিকের পর থেকে শীতকালীন অলিম্পিক প্রত্তেক চার বছর পর পর এবং, গ্রীষ্মকালীন অলিম্পিকের ২ বছর পর অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ

  • Olympic.org আইওসির অফিসিয়াল ওয়েবসাইট

Tags:

শীতকালীন অলিম্পিক গেমস ইতিহাসশীতকালীন অলিম্পিক গেমস তথ্যসূত্রশীতকালীন অলিম্পিক গেমস আরও দেখুনশীতকালীন অলিম্পিক গেমস বহিঃসংযোগশীতকালীন অলিম্পিক গেমসআইস হকিগ্রীষ্মকালীন অলিম্পিক গেমসফিগার স্কেটিংফ্রান্সবহু-ক্রীড়া প্রতিযোগিতা

🔥 Trending searches on Wiki বাংলা:

বিবাহনামের ভিত্তিতে মৌলসমূহের তালিকাচেঙ্গিজ খানরক্তসহীহ বুখারীখ্রিস্টধর্মআংকর বাটন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালব্যঞ্জনবর্ণবাংলাদেশের প্রধানমন্ত্রীঋগ্বেদঅনুসর্গবাংলাদেশ আওয়ামী লীগযুক্তরাজ্যপ্রবালআরবি ভাষামার্কিন ডলার২০২২ ফিফা বিশ্বকাপসাইপ্রাসইতালিতুরস্কবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেক্টরসমূহবঙ্গাব্দমিজানুর রহমান আজহারীছায়াপথভালোবাসাজিৎ অভিনীত চলচ্চিত্রের তালিকামরক্কোফাতিমাআবুল কাশেম ফজলুল হকইংল্যান্ডইজিও অডিটরে দা ফিরেনজেযাকাতসিপাহি বিদ্রোহ ১৮৫৭জাতীয় বিশ্ববিদ্যালয়বাংলা ভাষাআসসালামু আলাইকুমআর্যআহল-ই-হাদীসউইকিবই২৮ মার্চজনগণমন-অধিনায়ক জয় হেবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়সনি মিউজিকছারপোকাজার্মানিজওহরলাল নেহেরুমারবার্গ ফাইলশ্রীকান্ত (উপন্যাস)বাংলাদেশের সংবিধানের সংশোধনীসমূহরাম নবমীইসলামে আদমবঙ্গবন্ধু টানেলদুর্গাপূজাপশ্চিমবঙ্গপিপীলিকা (অনুসন্ধান ইঞ্জিন)বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কারকপ্লাস্টিক দূষণষাট গম্বুজ মসজিদপ্যারিসসূরা কাফিরুনফরাসি বিপ্লবের কারণছোটগল্পম্যালেরিয়াগঙ্গা নদীআর্-রাহীকুল মাখতূমবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলব্রাজিল জাতীয় ফুটবল দলজরায়ুবন্ধুত্বপ্রাণ-আরএফএল গ্রুপভারত বিভাজনক্রিটোআনন্দবাজার পত্রিকামিয়োসিসভীমরাও রামজি আম্বেদকর🡆 More