রাখি সাওয়ান্ত: ভারতীয় অভিনেত্রী

রাখি সাওয়ান্ত (জন্ম: ২৫শে নভেম্বর ১৯৭৮, জন্মগতভাবে নীরু ভেদা নামে পরিচিত) হলেন একজন ভারতীয় নৃত্যশিল্পী, মডেল, হিন্দি চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী ও উপস্থাপক। তিনি হিন্দি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বেশ কয়েক কন্নড়, মারাঠি, ওড়িয়া, তেলুগু এবং তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি নিজেকে যৌন প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত করেছেন এবং ২০০৬ সালে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রচারিত বিতর্কিত ভারতীয় রিয়ালিটি টেলিভিশন অনুষ্ঠান বিগ বসের ১ম আসরে একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন; যেখানে তিনি ৪র্থ স্থান অধিকার করেছিলেন। বিগ বস ১৪-তে ফাইনালিস্ট হয়েছেন।

রাখি সাওয়ান্ত
রাখি সাওয়ান্ত: প্রারম্ভিক জীবন, পেশা, রাজনীতি
২০১৯ সালে রাখি সাওয়ান্ত
জন্ম
নীরু ভেদা

(1978-11-25) ২৫ নভেম্বর ১৯৭৮ (বয়স ৪৫)
জাতীয়তাভারত ভারতীয়
পেশাঅভিনেত্রী, টেলিভিশন উপস্থাপক, নৃত্যশিল্পী, রাজনীতিবিদ, মডেল
কর্মজীবন১৯৯৭–বর্তমান
রাজনৈতিক দলআরপিআই(এ)
দাম্পত্য সঙ্গী
  • রিতেশ সিং (বি. ২০১৯; বিচ্ছেদ. ২০২২)
  • আদিল খান দুরানি (বি. ২০২২)

তিনি ২০১৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রাষ্ট্রীয় আম পার্টি নামে জয় শাহের নেতৃত্বে নিজস্ব রাজনৈতিক দল চালু করেছিলেন। তবে নির্বাচনের পরে তিনি রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (আটওয়ালে)-এ যোগ দিয়েছিলেন।

প্রারম্ভিক জীবন

রাখি সাওয়ান্ত ১৯৭৮ সালের ২৫শে নভেম্বর তারিখে জয়া ভেদার ঘরে নীরু ভেদা নামে জন্মগ্রহণ করেছিলেন। জয়া ওরলি থানার আনন্দ নামের একজন পুলিশ কনস্টেবলকে বিয়ে করেছিলেন, এবং প্রথম বিবাহসূত্রে জন্মানো কন্যাকে তাঁর দ্বিতীয় স্বামীর নাম দিয়েছিলেন।

পেশা

রাখি সাওয়ান্ত রুহি সাওয়ান্ত নামে অগ্নিচক্র নামক চলচ্চিত্রে প্রথম অভিনয় করেছিলেন। তিনি জরু কা গোলাম, জিস দেশ মে গঙ্গা রেহতা হ্যায়, এবং ইয়ে রাস্তে হ্যায় প্যার কে -এর মতো হিন্দি চলচ্চিত্রের ছোট চরিত্রে অভিনয় করার পাশাপাশি নৃত্য পরিবেশন করেছিলেন।

রাজনীতি

২০১৪ সালের ২৬শে মার্চ তারিখে, তিনি মুম্বাই উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা ঘোষণা করেছিলেন। ২রা মার্চ, তিনি রাষ্ট্রীয় আম পার্টি (আরএপি) প্রতিষ্ঠা করেছিলেন। এই দলটির নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত কোনও প্রতীক ছিল না। তবে সাওয়ান্ত জানিয়েছিলেন যে তিনি আশা করছেন, তাঁর দলের প্রতীক "সবুজ লংকা" হবে, যা তিনি তাঁর ব্যক্তিত্বের সাথে সাদৃশ্যপূর্ণ বলে মনে করেছিলেন। তাঁর দলের পদাধিকারী এবং তহবিল সংগ্রহকারীরা ছিলেন ওশিয়ারার স্থানীয় ব্যবসায়ীগণ।

তিনি মুম্বই উত্তর-পশ্চিম নির্বাচনী এলাকা থেকে মাত্র ১৫টি ভোট পেয়েছিলেন এবং তাঁর জামানত বাজেয়াপ্ত হয়েছিল।

সাওয়ান্ত রাষ্ট্রীয় আম পার্টি থেকে পদত্যাগ করেছিলেন এবং ২০১৪ সালের জুন মাসে আরপিআই (আটওয়ালে) নামক দলে যোগ দিয়েছিলেন এবং দলিতদের পক্ষে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। রাখি দলের রাজ্য সহ-সভাপতি এবং মহিলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।

বিতর্ক

২০১৭ সালের ৪ঠা এপ্রিল মাসে, ঋষি বাল্মীকি সম্পর্কে তাঁর মন্তব্যের জন্য তাঁকে পাঞ্জাব পুলিশ গ্রেপ্তার করেছিল।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

রাখি সাওয়ান্ত প্রারম্ভিক জীবনরাখি সাওয়ান্ত পেশারাখি সাওয়ান্ত রাজনীতিরাখি সাওয়ান্ত বিতর্করাখি সাওয়ান্ত তথ্যসূত্ররাখি সাওয়ান্ত বহিঃসংযোগরাখি সাওয়ান্তঅভিনেত্রীওড়িয়া ভাষাকন্নড় ভাষাচলচ্চিত্রটেলিভিশনতামিল ভাষাতেলুগু ভাষানৃত্যবলিউডবিগ বসবিগ বস ১বিগ বস ১৪মডেল (ব্যক্তি)মারাঠি ভাষাযৌন প্রতীকসনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনহিন্দি চলচ্চিত্র

🔥 Trending searches on Wiki বাংলা:

হরপ্পারশিদ চৌধুরীকুইচাইউরোই-মেইলখাদিজা বিনতে খুওয়াইলিদ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগপূর্ণিমা (অভিনেত্রী)ধর্মীয় জনসংখ্যার তালিকাগাণিতিক প্রতীকের তালিকাবাংলাদেশের জেলাজ্বীন জাতিসূরা ফাতিহাপ্রেমঅশোকমাইটোকন্ড্রিয়াপ্রথম ওরহানএইডেন মার্করামসজনেলিওনেল মেসিকলকাতা নাইট রাইডার্সঅসমাপ্ত আত্মজীবনীডিএনএমুজিবনগরসিফিলিসভরিকুতুব মিনারমিশনারি আসনরুকইয়াহ শারইয়াহচন্দ্রযান-৩দাজ্জালমুস্তাফিজুর রহমানমোহাম্মদ সাহাবুদ্দিনবসিরহাট লোকসভা কেন্দ্রজনসংখ্যা অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাবাংলাদেশের জাতীয় পতাকাঅপু বিশ্বাসসিরাজউদ্দৌলাদেলাওয়ার হোসাইন সাঈদীরবীন্দ্রনাথ ঠাকুরের জীবন (১৮৬১–১৯০১)আনন্দবাজার পত্রিকাসালাহুদ্দিন আইয়ুবিমৌলিক পদার্থডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রমানব দেহঅ্যান্টিকিথেরা যন্ত্রকৌশলমাহিয়া মাহিপাল সাম্রাজ্যকোষ বিভাজনব্রহ্মপুত্র নদশাহ জাহানপুনরুত্থান পার্বণসূরা ইয়াসীনপর্তুগালমুসাফিরের নামাজশীর্ষে নারী (যৌনাসন)সূরা লাহাববাঙালি সংস্কৃতিবাংলাদেশের সংস্কৃতিব্রাহ্মসমাজখালিদ বিন ওয়ালিদবাংলাদেশের ইউনিয়নের তালিকাঢাকাসন্ধিইতালিবিজয় দিবস (বাংলাদেশ)বাংলা বাগধারার তালিকারাজনীতিবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলরাশিয়ামনোবিজ্ঞানঅর্থনীতিডাচ্-বাংলা ব্যাংক পিএলসিবাংলা লিপিইউনিলিভারমহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাআর্জেন্টিনামসজিদে হারামপিনাকী ভট্টাচার্য🡆 More