মোহাম্মদ সাদিক

মোহাম্মদ সাদিক (জন্ম ১৯শে সেপ্টেম্বর, ১৯৫৫) হলেন একজন বাংলাদেশী কবি, রাজনীতিবিদ এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ১৩ তম চেয়ারম্যান। তিনি ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। কবিতায় অবদানের জন্য তিনি ২০১৭ সালে বাংলা একাডেমি থেকে প্রদত্ত বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

ড. মোহাম্মদ সাদিক
মোহাম্মদ সাদিক
কবি ড. মোহাম্মদ সাদিক, ঢাকা ২০১৭
১৩ তম চেয়ারম্যান
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
কাজের মেয়াদ
২ মে ২০১৬ – ১৮ সেপ্টেম্বর ২০২০
রাষ্ট্রপতিআব্দুল হামিদ
পূর্বসূরীএকরাম আহমেদ
উত্তরসূরীসোহরাব হোসাইন
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1955-09-19) ১৯ সেপ্টেম্বর ১৯৫৫ (বয়স ৬৮)
সুনামগঞ্জ, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
দাম্পত্য সঙ্গীজেসমিন আরা বেগম
মাতামাসতুরা বেগম
পিতাআলহাজ মোহাম্মদ মবশ্বির আলী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়
পুরস্কারবাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

জন্ম ও শিক্ষাজীবন

ড. মোহাম্মদ সাদিক ১৯৫৫ সালের ১৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান সুনামগঞ্জ জেলায়। বাংলা ভাষা ও সাহিত্যে ১৯৭৬ সালে বি. এ.(সম্মান) এবং ১৯৭৭ সালে এম.এ. ডিগ্রিধারী ড. মোহাম্মদ সাদিক যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় হতে ১৯৯৪-৯৫ সালে পারসোনাল ম্যানেজমেন্ট-এর উপর পড়াশুনা করেন এবং পরে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সিলেটি নাগরী লিপির ওপর তার গবেষণার জন্যে ভারতের আসাম বিশ্ববিদ্যালয় হতে পি. এইচ. ডি. ডিগ্রি লাভ করেন।

কর্মজীবন

সাদিক বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮২ ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। ড. মোহাম্মদ সাদিক সরকারের শিক্ষা সচিব ও বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ইতোপূর্বে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে ছিলেন। যেমন-জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ ইন্সটিটিউট অব এ্যাডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনের মহাপরিচালক এবং বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমীর পরিচালক ও ভারপ্রাপ্ত মহাপরিচালক পদে দায়িত্ব পালন করেন। ড. মোহাম্মদ সাদিক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নজরুল ইন্সটিটিউট-এর প্রতিষ্ঠাতা সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি শিল্প মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভিন্ন ভিন্ন পদেও দায়িত্ব পালন করেছেন। তিনি সুইডেনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব এবং কাউন্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ২০১৬ সালের ২ মে তারিখ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। এর পূর্বে তিনি গত ৩ নভেম্বর, ২০১৪ তারিখ হতে কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয় আছেন। তিনি বাংলা একাডেমি ও এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ-এর জীবন-সদস্য। তিনি জাতীয় কবিতা পরিষদ ও বাংলাদেশ রাইটার্স ক্লাব-এর প্রতিষ্ঠাতা সদস্য।

রাজনৈতিক জীবন

২৬ নভেম্বর ২০২৩ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাদিককে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী হিসেবে সুনামগঞ্জ-৪ আসনে মনোনয়ন প্রদান করা হয়।

ব্যক্তিগত জীবন

ড. সাদিকের সহধর্মিণী জেসমিন আরা বেগম বিসিএস (বিচার) ক্যাডারের ১৯৮৫ ব্যাচের একজন অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ। তিনি জাতীয় মানবাধিকার কমিশনের অবৈতনিক সদস্য হিসেবে কাজ করেছেন।

গ্রন্থতালিকা

কাব্যগ্রন্থ

  • আগুনে রেখেছি হাত (১৯৮৫)
  • ত্রিকালের স্বরলিপি (১৯৮৭)
  • বিনিদ্র বল্লম হাতে সমুদ্রের শব্দ শুনি (১৯৯১)
  • নির্বাচিত কবিতা (২০০৫)
  • কে লইব খবর (২০১০)
  • শফাত শাহের লাঠি (২০১৭)

জীবনী

  • কবি রাধারমণ দত্ত: সহজিয়ার জটিল জ্যামিতি (২০১৭)

অনুবাদ

  • নেই আর নীলাকাশ

(চিনুয়া এচিবি'র উপন্যাস No Longer at Ease (১৯৬০) এর অনুবাদ।

মোহাম্মদ সাদিক

মোহাম্মদ সাদিক (জন্ম ১৯শে সেপ্টেম্বর, ১৯৫৫) হলেন একজন বাংলাদেশী কবি, রাজনীতিবিদ এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ১৩ তম চেয়ারম্যান। তিনি ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। কবিতায় অবদানের জন্য তিনি ২০১৭ সালে বাংলা একাডেমি থেকে প্রদত্ত বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

আরও দেখুন

তথ্যসূত্র

বহি:সংযোগ

  • বিপিএসসি-র ওয়েবসাইটে প্রদত্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানদের তালিকা।

Tags:

মোহাম্মদ সাদিক জন্ম ও শিক্ষাজীবনমোহাম্মদ সাদিক কর্মজীবনমোহাম্মদ সাদিক রাজনৈতিক জীবনমোহাম্মদ সাদিক ব্যক্তিগত জীবনমোহাম্মদ সাদিক গ্রন্থতালিকামোহাম্মদ সাদিক পুরস্কারসম্মাননামোহাম্মদ সাদিকবাংলা একাডেমিবাংলা একাডেমি পুরস্কারবাংলাদেশ সরকারি কর্ম কমিশন১৯ সেপ্টেম্বর

🔥 Trending searches on Wiki বাংলা:

ভীমরাও রামজি আম্বেদকরবাংলাদেশের সংবিধানের সংশোধনীসমূহরাশিয়াবসন্ত উৎসবমহামৃত্যুঞ্জয় মন্ত্রবাংলাদেশ আওয়ামী লীগইউরোপঅনাভেদী যৌনক্রিয়াবরিশাল বিভাগঅ্যান্টিবায়োটিক তালিকাআমাজন অরণ্যণত্ব বিধান ও ষত্ব বিধানমুহাম্মাদইশার নামাজলোহিত রক্তকণিকাফিফা বিশ্বকাপ ফাইনালের তালিকাতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়সালাতুত তাসবীহতুরস্কধর্মলালবাগের কেল্লাপশ্চিমবঙ্গআদমপূর্ণ সংখ্যামুসাফিরের নামাজথ্যালাসেমিয়ামাহদীব্রাজিল বনাম জার্মানি (২০১৪ ফিফা বিশ্বকাপ)ব্যোমযাত্রীর ডায়রিত্বরণদীপু মনিবিভিন্ন দেশের মুদ্রাপারাবাংলাদেশের জেলাসমূহের তালিকাঢাকাসিফিলিস২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপমুহাম্মাদের স্ত্রীগণছাগলকুরআনরূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রপূরণবাচক সংখ্যা (ভাষাতত্ত্ব)তেজস্ক্রিয়তাআডলফ হিটলারনিউমোনিয়া২৭ মার্চও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদঊনসত্তরের গণঅভ্যুত্থানহামবাংলাদেশের সংবিধানবাংলাদেশ ছাত্রলীগস্বাস্থ্যের অধিকারইসলামে বিবাহসংস্কৃতিগাজওয়াতুল হিন্দসুন্দরবনদৌলতদিয়া যৌনপল্লিপাল সাম্রাজ্য২০২৬ ফিফা বিশ্বকাপআকবরব্রাজিল জাতীয় ফুটবল দলছোলাবাংলাদেশ জাতীয় ফুটবল দলমরিয়ম বিনতে ইমরানগাঁজা (মাদক)কীর্তি আজাদকৃষ্ণচন্দ্র রায়বিমল করস্বামী বিবেকানন্দজান্নাতবাংলা একাডেমিআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলইসলাম🡆 More