শিক্ষাবিদ মোহাম্মদ শাহজাহান

মোহাম্মদ শাহজাহান (২ জানুয়ারি ১৯৩৯ – ২০ সেপ্টেম্বর ২০০০) বাংলাদেশি শিক্ষাবিদ ছিলেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ৬ষ্ঠ উপাচার্য ছিলেন। শিক্ষায় তার অবদানের জন্য বাংলাদেশ সরকার ১৯৯৬ সালে তাকে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক-এ ভূষিত করেন।

ডক্টর
মোহাম্মদ শাহজাহান
শিক্ষাবিদ মোহাম্মদ শাহজাহান
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ উপাচার্য
কাজের মেয়াদ
১৯৯১ – ১৯৯৬
পূর্বসূরীমুশারফ হোসেন খান
উত্তরসূরীইকবাল মাহমুদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৩৯-০১-০২)২ জানুয়ারি ১৯৩৯
কেরানীগঞ্জ, ঢাকা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
(বর্তমান বাংলাদেশ)
মৃত্যু২০ সেপ্টেম্বর ২০০০(2000-09-20) (বয়স ৬১)
ঢাকা বাংলাদেশ
প্রাক্তন শিক্ষার্থী
পুরস্কারএকুশে পদক -১৯৯৬

প্রাথমিক জীবন

মোহাম্মদ শাহজাহান ২ জানুয়ারি ১৯৩৯ সালে ঢাকার কেরানীগঞ্জের জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৪ সালে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিকুলেশন পাশ করেন। ১৯৫৬ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট (আইএসসি) পাশ করেন। ১৯৬০ সালে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৬৩ সালে যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটি থেকে এমএস এবং ১৯৭০ সালে স্কটল্যান্ডের গ্লাসগোর স্ট্রাথক্লাইড ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন

মোহাম্মদ শাহজাহান ১৯৬০ সালে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। উচ্চ ডিগ্রী অর্জনের পর তিনি ইরাকের মোসুল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শেষে দেশে ফিরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পুনরায় অধ্যাপক নিযুক্ত হন। তিনি ১৯৯১ সালের এপ্রিল থেকে নভেম্বর ১৯৯৬ পর্যন্ত দুই মেয়াদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। জানুয়ারী ২০০০ সালে তিনি বুয়েট থেকে অবসর গ্রহণ করেন।

তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট এবং বিআইটি কাউন্সিলের নির্বাহী ভাইস চেয়ারম্যান ও ঢাকা সমিতির সভাপতি ছিলেন। শিক্ষায় তার অবদানের জন্য বাংলাদেশ সরকার ১৯৯৬ সালে তাকে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক-এ ভূষিত করেন।

মৃত্যু

মোহাম্মদ শাহজাহান ২০ সেপ্টেম্বর ২০০০ সালে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র

Tags:

শিক্ষাবিদ মোহাম্মদ শাহজাহান প্রাথমিক জীবনশিক্ষাবিদ মোহাম্মদ শাহজাহান কর্মজীবনশিক্ষাবিদ মোহাম্মদ শাহজাহান মৃত্যুশিক্ষাবিদ মোহাম্মদ শাহজাহান তথ্যসূত্রশিক্ষাবিদ মোহাম্মদ শাহজাহানউপাচার্যএকুশে পদকবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

🔥 Trending searches on Wiki বাংলা:

জলবায়ু পরিবর্তনগেরিনা ফ্রি ফায়ারঔষধজাতীয় সংসদবিটিএসসূরা ইয়াসীনপর্যায় সারণীশাকিব খান অভিনীত চলচ্চিত্রের তালিকাপলিসিস্টিক ওভারি সিন্ড্রোমরামায়ণমিয়ানমারগজঢাকা জেলাবাংলাদেশের উপজেলাজীবাশ্ম জ্বালানিবাংলা সাহিত্যবীর্যক্রিটোঅর্শরোগসেহরিসুবহানাল্লাহকুরাসাওজুবায়ের জাহান খানঅগ্নিবীণা (কাব্যগ্রন্থ)বাস্তব সংখ্যাবৃহস্পতি গ্রহবাংলাদেশ সশস্ত্র বাহিনীগর্ভধারণক্রিয়েটিনিনসিরাজউদ্দৌলা২০২০-২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগভালোবাসাকাঠগোলাপবাংলা স্বরবর্ণইসলামের পঞ্চস্তম্ভবাজিচিয়া বীজকুমিল্লা জেলাদোয়াআগরতলা ষড়যন্ত্র মামলাসহীহ বুখারীহান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনতায়াম্মুমমেসোপটেমিয়াস্নায়ুকোষবাংলাদেশ ব্যাংকের গভর্নরদের তালিকাবাবরপ্রথম বিশ্বযুদ্ধবায়ুদূষণসেজদার আয়াতকনমেবলসূরা মাউনবান্দরবান বিশ্ববিদ্যালয়মহাবিস্ফোরণ তত্ত্বসিন্ধু সভ্যতাআবদুর রহমান আল-সুদাইসবিসমিল্লাহির রাহমানির রাহিমন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালব্রিটিশ ভারতরুশ উইকিপিডিয়ামূলদ সংখ্যাজনসংখ্যা অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাবাংলা ভাষা আন্দোলনপাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৭০মহাবিশ্বআলীতারাবীহদ্রৌপদী মুর্মুই-মেইলজনগণমন-অধিনায়ক জয় হেফরাসি বিপ্লবমোহাম্মদ সাহাবুদ্দিনঈসাউমর ইবনুল খাত্তাবজাতিসংঘইসবগুলসেন্ট মার্টিন দ্বীপফিলিস্তিনভিটামিন🡆 More