ভারতে সাক্ষরতা

ভারতে সাক্ষরতা ভারতীয় প্রজাতন্ত্রের আর্থ-সামাজিক অগ্রগতির অন্যতম প্রধান পন্থা হিসেবে বিবেচিত হয়। ১৯৪৭ সালে স্বাধীনতা অর্জনের সময় দেশের সাক্ষরতার হার ছিল ১২%। ২০১১ সালে এই হার বেড়ে হয়েছে ৭৪.০৪%। ২০০৮ সালের জুন মাসে জাতীয় নমুনা সমীক্ষা কার্যালয় (এনএসএসও) পরিচালিত একটি সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, ৭ বছর বয়স পর্যন্ত সাক্ষরতার হার ৭২%, কিন্তু পূর্ণবয়স্ককদের (১৫ বছর ও তদুর্ধ্ব) সাক্ষরতার হার ৬৬%।

ভারতে সাক্ষরতা
১৯০১ থেকে ২০১১ পর্যন্ত ভারতের সাক্ষরতা হার।

সাক্ষরতার ক্ষেত্রে এই উন্নতি পাঁচ গুণ হলেও, ভারতে সাক্ষরতার হার বিশ্বের গড় সাক্ষরতার হার ৮৪%-এর অনেকটাই নিচে। বর্তমানে নিরক্ষর জনসংখ্যার নিরিখে ভারত বিশ্বে প্রথম স্থানের অধিকারী। সরকারিভাবে একাধিক নিরক্ষরতা-দূরীকরণ কর্মসূচি গ্রহণ করা সত্ত্বেও, ভারতের সাক্ষরতার বৃদ্ধির হার "শ্লথ"। ১৯৯০ সালের একটি গবেষণাপত্রে বলা হয়েছিল, সার্বিক সাক্ষরতা অর্জনে ভারতের ২০৬০ সাল লেগে যাবে। ২০১১ সালের জনগণনায় দেখা গেছে, ভারতের ২০০১-২০১১ দশকীয় সাক্ষরতা বৃদ্ধির হার ৯.২%, যা পূর্ববর্তী দশকীয় বৃদ্ধির হারের তুলনায় শ্লথতর।

ভারতে লিঙ্গভেদে শিক্ষাগত তারতম্য লক্ষিত হয়। ২০১১ সালে পূর্ণবয়স্ক (১৫ বছর ও তদুর্ধ্ব) সাক্ষরতার হার পুরুষদের ক্ষেত্রে ৮২.১৫% ও মহিলাদের ক্ষেত্রে ৬৫.৪৬%। নারী-সাক্ষরতার হার কম হওয়ার কুপ্রভাব পড়ছে পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রয়াসে পরিলক্ষিত হচ্ছে। গবেষণা থেকে জানা গিয়েছে, নারী সাক্ষরতার ফলে বিবাহিত মহিলাদের মধ্যে গর্ভনিরোধক ব্যবহারের প্রবণতা বাড়ে, এমনকি তাঁরা আর্থিকভাবে স্বাধীন না হলেও। অবশ্য সাম্প্রতিক জনগণনা থেকে জানা গিয়েছে, ২০০১-২০১১ দশকে ভারতে নারী সাক্ষরতা বৃদ্ধির হার (১১.৮%), পুরুষ সাক্ষরতা বৃদ্ধির হারের (৬.৯%) তুলনায় অধিক; যার অর্থ সাক্ষরতার ক্ষেত্রে লিঙ্গগত বিভেদ কমে আসছে।

পাদটীকা

Tags:

ভারত

🔥 Trending searches on Wiki বাংলা:

অ্যাটর্নি জেনারেলসুকান্ত ভট্টাচার্যঢাকা মেট্রোরেলের স্টেশনের তালিকাগৌতম বুদ্ধসালোকসংশ্লেষণঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরপশ্চিমবঙ্গে ভারতের সাধারণ নির্বাচন, ২০১৯সৌদি আরবটাঙ্গাইল জেলাব্রাজিল জাতীয় ফুটবল দলব্রিটিশ ভারতইউরোবিশেষ শাখা (বাংলাদেশ পুলিশ)জিঞ্জিরাম নদীপ্রভসিমরন সিংসূরা কাহফউপজেলা পরিষদজুম্মা মোবারকমানুষসিলেট বিভাগ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ পরিসংখ্যানফিল সল্টগোবিন্দ চন্দ্র দেবহিমালয় পর্বতমালাবটবাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিশিক্ষাবাংলাদেশ ছাত্রলীগআয়াতুল কুরসিরাশিয়াযোগাসনফোর্ট উইলিয়াম কলেজমৃণাল ঠাকুরঅপারেটিং সিস্টেমজলবায়ু পরিবর্তনের প্রভাবভারতের সাধারণ নির্বাচন, ২০২৪ওয়ালাইকুমুস-সালামপশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থাআল্লাহণত্ব বিধান ও ষত্ব বিধানবাংলা ভাষাসাহাবিদের তালিকাবাংলা সাহিত্যবাংলাদেশের অ্যাটর্নি জেনারেলধর্ষণশামসুর রাহমানপ্রথম বিশ্বযুদ্ধবাংলাদেশ ব্যাংকঊনসত্তরের গণঅভ্যুত্থাননেপোলিয়ন বোনাপার্টসিঙ্গাপুররাম মন্দির, অযোধ্যাবাংলা ব্যঞ্জনবর্ণদার্জিলিংবঙ্গবন্ধু-১সোনালুপূর্ণিমা (অভিনেত্রী)লালনযোনি পিচ্ছিলকারকনিউমোনিয়াবেদজান্নাতইসলামশেখ মুজিবুর রহমানঅসমাপ্ত আত্মজীবনীবাবরব্রাজিলচেন্নাই সুপার কিংসচণ্ডীচরণ মুনশীরাইবোজোমমৌলসমূহের ইলেকট্রন বিন্যাস (উপাত্ত পাতা)প্রাকৃতিক সম্পদদক্ষিণবঙ্গমানব শিশ্নের আকারঅভিষেক বন্দ্যোপাধ্যায়বোঝেনা সে বোঝেনা (টেলিভিশন ধারাবাহিক)🡆 More