ব্যাংকনোট

ব্যাংকনোট বা কাগুজে নোট (ইংরেজি: Banknote বা paper money) বলতে ব্যাংক দ্বারা প্রস্তুতকৃত এক ধরনের আইনগতভাবে হস্তান্তরযোগ্য কর্জপত্রকে বোঝায়। কাগুজে নোট ব্যাংকে উপস্থাপন করা মাত্র এর বহনকারীকে ব্যাংক অর্থ পরিশোধ করতে বাধ্য।

ব্যাংকনোট
বিভিন্ন মুদ্রাতে ৫০০০ মূল্যমানবিশিষ্ট কাগজের টাকা

ইতিহাস

আদিতে বাণিজ্যিক ব্যাংকগুলি এই কাগুজে নোটের প্রচলন করেছিল। যখন এই কাগুজে নোট কোনও ব্যাংকের প্রধান কোষাধ্যক্ষের কাছে উপস্থাপন করা হত, তখন ব্যাংক সেটির পরিবর্তে অর্থ পরিশোধের আইনগতভাবে স্বীকৃত মাধ্যম যেমন স্বর্ণ ও রৌপ্য মুদ্রা কাগুজে টাকা উপস্থাপনকারীকে দিতে আইনগতভাবে বাধ্য ছিল।

বর্তমান যুগে বাণিজ্যিক ব্যাংকের প্রস্তুতকৃত স্থানীয় কাগুজে নোটের পরিবর্তে কেন্দ্রীয় ব্যাংকের দ্বারা প্রস্তুতকৃত “জাতীয় কাগুজে নোট” ব্যবহার করা হয়। কোনও দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রস্তুতকৃত জাতীয় কাগুজে নোটকে সাধারণত ঐ দেশের আইন ব্যবস্থাতে অর্থ পরিশোধের বৈধ মাধ্যম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

অতীতে ব্যাংকগুলি চেষ্টা করত যাতে কোন গ্রাহক যখন কাগুজে নোট উপস্থাপন করেন, তাকে যেন সব সময় মূল্যবান ধাতব মুদ্রার মাধ্যমে অর্থ পরিশোধ করা যায়। পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকগুলিও স্বর্ণ বা রৌপ্য মুদ্রা দিয়ে কাগুজে নোট পরিশোধের ঐতিহ্য ধরে রেখেছিল। বর্তমানে জাতীয় কাগজের টাকাগুলিকে মূল্যবান ধাতব মুদ্রা বা অন্য কোন পণ্যের মাধ্যমে পরিশোধের ব্যবস্থা আর বিদ্যমান নেই। এদের মূল্য কেবল সরকারি আদেশের মাধ্যমে বলবৎ আছে।

ধারণা করা হয়, খ্রিস্টপূর্ব ২য় শতকে চীনে এবং প্রায় একই সময়ে ভূমধ্যসাগরীয় নগররাষ্ট্র কার্থেজে চামড়া বা চামড়ার কাগজে (পার্চমেন্ট) তৈরি দীর্ঘস্থায়ী হালকা বস্তুকে চাহিবামাত্র অর্থ পরিশোধের জন্য ব্যবহার করা শুরু হয়। বিশাল পরিমাণের অর্থ তাম্রমুদ্রা বা অন্যান্য ধাতব মুদ্রা দিয়ে পরিশোধ করার সময় মুদ্রাগুলিকে পরিবহনের সময় সমস্যা সৃষ্টি হত। সেটি এড়ানোর জন্যই কাগজের মুদ্রার প্রচলন হয়।

বর্তমান যুগে ব্যাংকনোট জালিয়াতি একটি অন্যতম সমস্যা। একে মোকাবিলা করতে সাম্প্রতিককালে নিরাপত্তামূলক বৈশিষ্ট্যবিশিষ্ট কাগজের টাকা ছাপানোর বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে।

তথ্যসূত্র

Tags:

ইংরেজি ভাষা

🔥 Trending searches on Wiki বাংলা:

জ্বীন জাতিবৃহস্পতি গ্রহছায়াপথফাতিমারক্তের গ্রুপগ্রিনহাউজ গ্যাসইসরায়েলআকবরঠাকুর অনুকূলচন্দ্রতুলসীমারি অঁতোয়ানেতবঙ্গবন্ধু টানেলবর্ডার গার্ড বাংলাদেশসহীহ বুখারীইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন বখতিয়ার খলজিকুলম্বের সূত্রদেশ অনুযায়ী ইসলামপ্রথম উসমানসূরা২০২৩ তুরস্ক–সিরিয়া ভূমিকম্পফুলআদমদারাজমার্কিন যুক্তরাষ্ট্রভাষাপাহাড়পুর বৌদ্ধ বিহারযৌন প্রবেশক্রিয়াঢাকা জেলাশিবাজীভূমিকম্পআগরতলা ষড়যন্ত্র মামলাবাংলাদেশ নির্বাচন কমিশনআবদুল হামিদ খান ভাসানীসাহাবিদের তালিকামাহদীমুসাফিরের নামাজমমতা বন্দ্যোপাধ্যায়খালিস্তানমালয় ভাষামার্কসবাদহাদিসলোহাক্ষুদিরাম বসুবাংলাদেশ জামায়াতে ইসলামীদারুল উলুম দেওবন্দগরুপথের পাঁচালীমার্কিন ডলারজীবনানন্দ দাশভারত বিভাজনফুটবলরামসার কনভেনশনইসলামের নবি ও রাসুলজনগণমন-অধিনায়ক জয় হেআবহাওয়াবিশেষ্যসুন্দরবনরূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রঅকাল বীর্যপাতজিয়াউর রহমানতথ্য ও যোগাযোগ প্রযুক্তিগোলাপবাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরগাণিতিক প্রতীকের তালিকাবাংলাদেশের উপজেলাবিষ্ণুতাওরাতভারী ধাতুজনসংখ্যা অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাবিজ্ঞাননালন্দাইন্ডিয়ান প্রিমিয়ার লিগ২০২২ ফিফা বিশ্বকাপআইজাক নিউটনইলেকট্রনকনমেবলগাঁজা (মাদক)ঔষধগনোরিয়া🡆 More