অলীক কল্পকাহিনী: কল্পকাহিনীর শাখা

অলীক কল্পকাহিনী বা ফ্যান্টাসি কল্পকাহিনীর একটি বর্গ বা শ্রেণী যা সম্পূর্ণভাবে কাল্পনিক কোনও জগতে ঘটে এবং এতে সাধারণত বাস্তবের সাথে মিল আছে এমন কোনও স্থান, ঘটনা বা লোকজনের উল্লেখ পাওয়া যায়না। অধিকাংশ অলীক কল্পকাহিনীতেই মূল আখ্যান, বিষয় বা সংস্থাপন হিসেবে জাদু বা অতিপ্রাকৃত উপাদান ব্যবহৃত হয়। এসবের জগতে অনেক কাল্পনিক প্রাণীও দেখা যায়। বিজ্ঞান বা ভৌতিক বিষয়গুলি এড়িয়ে যাবার কারণে একে সাধারণত কল্পবিজ্ঞান ও ভৌতিক সাহিত্য থেকে আলাদা করে দেখা হয়। তবে উপর্যুক্ত তিনটিই কল্পসাহিত্যের উপবর্গ হওয়ায় এদের মধ্যে মিলও প্রচুর।

অলীক কল্পকাহিনী: কল্পকাহিনীর শাখা
দ্য ভায়োলেট ফেয়ারি বুক (১৯০৬)

জনপ্রিয় সংস্কৃতিতে অলীক কল্পকাহিনী ধারাটি প্রধানত মধ্যযুগীয় রূপবিশিষ্ট। অবশ্য ব্যাপক অর্থে, আগেকার দিনের পৌরাণিক কাহিনীকিংবদন্তির বহু লেখক, শিল্পী, চলচ্চিত্রনির্মাতা এবং সঙ্গীতশিল্পী থেকে শুরু করে এসময়ের অনেক জনপ্রিয় সৃষ্টিকর্মও অলীক কল্পকাহিনীর অন্তর্ভুক্ত।

অলীক কল্পকাহিনী নিয়ে বিভিন্ন ক্ষেত্রে গবেষণা করা হয়, যেমন ইংরেজি ও অন্যান্য ভাষা, সাংস্কৃতিক গবেষণা, তুলনামূলক সাহিত্য, ইতিহাস এবং মধ্যযুগীয় গবেষণা। এই ধারায় কাজ হয়েছে জ্বাটান টোডোরোভের কাঠামোগত "লিমিনাল স্পেস" তত্ত্ব থেকে মধ্যযুগতত্ত্ব এবং জনপ্রিয় সংস্কৃতির মধ্য সম্পর্ক বিবিধ বিস্তৃত ক্ষেত্রে।

ইতিহাস

যদিও আধুনিককালের অলীক কল্পকাহিনী দুই শতাব্দীরও কম পুরনো, কিন্তু এর পূর্ববর্তী ধারার রয়েছে একটি বৃহৎ এবং ভিন্ন ইতিহাস। ধ্রুপদী পৌরাণীক কাহিনীগুলি অলীক কল্পকাহিনীতে পরিপূর্ণ এবং এদের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত (এবং সম্ভবত বর্তমান যুগের রূপকথার সঙ্গে অধিক মিল রয়েছে) হোমারের কাজগুলো। তার রচিত ওডিসি অলীক কল্পকাহিনীর সংজ্ঞাকে সমর্থন করে। প্লেটোর দর্শন অলীক কল্পকাহিনীতে ব্যাপক প্রভাব ফেলেছে। মধ্যযুগের উল্লেখযোগ্য অলীক কল্পকাহিনীগুলোর মধ্যে ছিল আরব্য রজনীউইলিয়াম মরিস এবং জে. আর. আর. টলকিনের মতে মধ্য যুগের ইউরোপীয় সাগাগুলো পরবর্তী সময়ের অলীক কল্পকাহিনীতে ব্যাপক প্রভাব ফেলেছে।

ইংরেজি ভাষার সাহিত্যে ভিক্টোরীয় যুগে অলীক কল্পকাহিনীর নতুন ধারার সূচনা হয়; এ ব্যাপারে মেরি শেলি, উইলিয়াম মরিস এবং জর্জ ম্যাকডোনাল্ডের কাজ উল্লেখ্য।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

কল্পকাহিনীকল্পবিজ্ঞানকল্পসাহিত্যজাদুভৌতিক সাহিত্য

🔥 Trending searches on Wiki বাংলা:

পাল সাম্রাজ্যকারককাজী নজরুল ইসলামপারমাণবিক ভরের ভিত্তিতে মৌলসমূহের তালিকামহাদেশবিশ্বের মানচিত্রজালাল উদ্দিন মুহাম্মদ রুমিশরৎচন্দ্র চট্টোপাধ্যায়সুকুমার রায়ভাইরাসসূরা কাফিরুননাদিয়া আহমেদগাজওয়াতুল হিন্দবাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারকবৃন্দবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেক্টরসমূহকলকাতা নাইট রাইডার্সপানিপথের যুদ্ধআন্তর্জাতিক মুদ্রা তহবিলইসলামের ইতিহাসশাহ জাহানকুকি-চিন ন্যাশনাল ফ্রন্টউত্তম কুমারগায়ত্রী মন্ত্রস্মার্ট বাংলাদেশমানুষদৈনিক ইত্তেফাকমহাভারতরাজশাহী বিশ্ববিদ্যালয়ছাগলউপন্যাসকাঠগোলাপসাকিব আল হাসানমোশাররফ করিমচেন্নাই সুপার কিংসবাংলাদেশ পুলিশওজোন স্তরমুজিবনগর সরকারবেগম রোকেয়াসার্বজনীন পেনশনচৈতন্য মহাপ্রভুঢাকা০ (সংখ্যা)কনডমক্রিস্তিয়ানো রোনালদোবাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনী এলাকার তালিকাবাংলাদেশ সুপ্রীম কোর্টকিরগিজস্তানমিমি চক্রবর্তীঅর্থনীতিটিকটকভারতের সংবিধানশিবা শানুমাযহাবইসলামি আরবি বিশ্ববিদ্যালয়সাহারা মরুভূমিফরাসি বিপ্লবদ্য কোকা-কোলা কোম্পানিআশারায়ে মুবাশশারাফুটবলমুহাম্মাদ ফাতিহজহির রায়হানন্যাটোবিদ্যাপতিআনন্দবাজার পত্রিকাবিশ্ব ব্যাংকপথের পাঁচালীইন্দোনেশিয়াজলবায়ু পরিবর্তনের প্রভাবইবনে বতুতাভূমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধিরাজনীতিব্র্যাকপানিসমাজবিজ্ঞানমুর্শিদাবাদ জেলাহীরক রাজার দেশেঅ্যান্টিবায়োটিক তালিকাশক্তি🡆 More