নতুনের গান

নতুনের গান বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কর্তৃক ১৯২৯ খ্রিস্টাব্দে রচিত এবং সুরারোপিত সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি গান। দাদরা তালের এই সঙ্গীতটি ১৯৭২ সালের ১৩ই জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের তৎকালীন মন্ত্রীসভার প্রথম বৈঠকে বাংলাদেশের রণ-সঙ্গীত হিসেবে নির্বাচন করা হয়। বাংলাদেশের যে কোনো সামরিক অনুষ্ঠানে এই গানটির ২১ লাইন যন্ত্রসঙ্গীতে বাজানো হয়। গানটি ২০০৬ সালে বিবিসি বাংলার করা জরিপে সর্বকালের শ্রেষ্ঠ বিশটি বাংলা গানের ১৮তম স্থান অধিকার করে।

নতুনের গান
নতুনের গান
কাজী নজরুল ইসলাম, নতুনের গান গানের রচয়িতা ও সুরকার

নতুনের গান বাংলাদেশ-এর রণ সঙ্গীত
কথাকাজী নজরুল ইসলাম, ১৯২৯
সুরকাজী নজরুল ইসলাম, ১৯২৯
গ্রহণের তারিখ১৩ই জানুয়ারি ১৯৭২
সঙ্গীতের নমুনা
noicon

ইতিহাস

১৯২৮ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নজরুল মুসলিম সাহিত্য সমাজের ২য় বার্ষিক সম্মেলনের উদ্দেশ্যে ঢাকায় আসেন। ঢাকায় সৈয়দ আবুল হোসেনের বাসভবনে অবস্থানকালে তিনি এই গানটি রচনা করেন। গানটি "নতুনের গান" শিরোনামে প্রথম প্রকাশিত হয় শিখা পত্রিকায়। পরে এটি সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়।

গানের কথা

নতুনের গান
চল্ চল্ চল্। চল্ চল্ চল্।
ঊর্ধ্ব গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণী-তল
অরুণ প্রাতের তরুণ দল
চল্ রে চল্ রে চল্
চল্ চল্ চল্।।
ঊষার দুয়ারে হানি’ আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা টুটাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল।
নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশ্মাশান
আমরা দানিব নূতন প্রাণ
বাহুতে নবীন বল।
চল্ রে নও জোয়ান
শোন্ রে পাতিয়া কান
মৃত্যু-তোরণ-দুয়ারে-দুয়ারে
জীবনের আহবান।
ভাঙ্ রে ভাঙ্ আগল
চল্ রে চল্ রে চল্
চল্ চল্ চল্।।

কোরাসঃ
ঊর্ধ্ব আদেশ হানিছে বাজ,
শহীদী-ঈদের সেনারা সাজ,
দিকে দিকে চলে কুচ-কাওয়াজ—
খোল রে নিদ-মহল!

কবে সে খেয়ালী বাদশাহী,
সেই সে অতীতে আজো চাহি'
যাস মুসাফির গান গাহি'
ফেলিস অশ্রুজল।

যাক রে তখত-তাউস
জাগ রে জাগ বেহুঁশ।
ডুবিল রে দেখ কত পারস্য
কত রোম গ্রিক রুশ,
জাগিল তা'রা সকল,
জেগে ওঠ হীনবল!
আমরা গড়িব নতুন করিয়া
ধুলায় তাজমহল!
চল্‌ চল্‌ চল্।।

আরও দেখুন

পাদটীকা

তথ্যসূত্র

Tags:

নতুনের গান ইতিহাসনতুনের গান গানের কথানতুনের গান আরও দেখুননতুনের গান পাদটীকানতুনের গান তথ্যসূত্রনতুনের গানকাজী নজরুল ইসলামতালবাংলাদেশবিবিসি বাংলাসন্ধ্যা (কাব্যগ্রন্থ)

🔥 Trending searches on Wiki বাংলা:

মহাভারতবাংলাদেশী টাকাজ্বীন জাতিদ্বৈত শাসন ব্যবস্থারাধাআযানপথের পাঁচালীতারাবীহরূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রডায়াজিপামভূমি পরিমাপক্রিয়াপদতুতানখামেনসালোকসংশ্লেষণদৈনিক ইত্তেফাকবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়তিলক বর্মাবাংলাদেশের উপজেলার তালিকাতুরস্ককীর্তি আজাদইউনিলিভারতামান্না ভাটিয়াঅকাল বীর্যপাতযাকাতের নিসাবপুণ্য শুক্রবারখাদিজা বিনতে খুওয়াইলিদবিশ্ব ব্যাংকউমর ইবনুল খাত্তাববাটাআল্লাহকাফিরমুহাম্মাদ ফাতিহহরমোনবাংলাদেশ আওয়ামী লীগভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহমহাস্থানগড়বুধ গ্রহপ্রথম উসমানযকৃৎউপন্যাস২০২৪ কোপা আমেরিকাভাষাচাকমালোকসভালোটে শেরিংকেন্দ্রীয় শহীদ মিনারমীর মশাররফ হোসেনমূলদ সংখ্যাফরাসি বিপ্লবসৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতাআশারায়ে মুবাশশারাফাতিমাওয়ালাইকুমুস-সালামবাঙালি হিন্দু বিবাহইউরোপীয় দেশগুলো ও অধীনস্থ ভূভাগের তালিকামানিক বন্দ্যোপাধ্যায়যৌন খেলনাকুরআনের ইতিহাসএইডেন মার্করামবাংলাদেশের স্থল বন্দরসমূহের তালিকাতিতুমীরইসলামকোস্টা রিকা জাতীয় ফুটবল দলআকিজ গ্রুপজেলা প্রশাসকক্রিকেটআবু বকররাদারফোর্ড পরমাণু মডেলদেশ অনুযায়ী ইসলামস্বাধীনতা দিবস (ভারত)পূর্ণ সংখ্যালিঙ্গ উত্থান ত্রুটিইউরোপীয় ইউনিয়নমুজিবনগরই-মেইলমেটা প্ল্যাটফর্মসদৈনিক প্রথম আলোঅর্শরোগ১৯৭১ বাংলাদেশী বুদ্ধিজীবী হত্যাকাণ্ড🡆 More