দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া

দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু (১৯৪২ - ১৯৪৫) খ্রিস্টাব্দ সময়ে আহমেদনগর ফোর্টে কারাবাস কালে রচনা করেছিলেন। বইটির রচনা ১৯৪৪ খ্রিস্টাব্দে শেষ হলেও এটি ১৯৪৬ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।

দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া
The Discovery of India
দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া
প্রথম মার্কিন সংস্করণ
লেখকজওহরলাল নেহরু
দেশভারত
ভাষাইংরাজী হিন্দি
বিষয়ভারতীয় ইতিহাস , ভারতীয় সংস্কৃতি , ভারতের রাজনীতি, ভারতে ধর্ম , ভারতীয় দর্শন
প্রকাশকজন ডে (যুক্তরাষ্ট্র)
মেরিডিয়ান বুকস (ইউ কে)
প্রকাশনার তারিখ
১৪ নভেম্বর ১৯৪৬ ; ৭৬ বছর আগে
মিডিয়া ধরনপ্রিন্ট ( পেপারব্যাক )
পৃষ্ঠাসংখ্যা৫৯৫
আইএসবিএন৯৭৮-০-১৯-৫৬২৩৫৯-৮
এলসি শ্রেণীDS436 .N42 1989

সারমর্ম

ভারতের প্রাচীন ইতিহাস থেকে শুরু করে ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতার সময় পর্যন্ত সময়ের কাহিনী লিপিবদ্ধ হয়েছে। পণ্ডিত নেহেরু উপনিষদ, বেদ এবং প্রাচীন ইতিহাসের পাঠ্যপুস্তক হতে অধীত জ্ঞানে, তিনি বইটির মাধ্যমে পাঠকদের সিন্ধু সভ্যতার সময়কাল হতে তৎকালীন পরিস্থিতিতে ভারতের বিকাশ সম্পর্কে পরিচয় দিতেই বইটির অবতারনা করেন।

ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেওয়ার জন্য অন্য নেতাদের সঙ্গে পণ্ডিত নেহেরুকেও জেল বন্দী করেছিল ব্রিটিশ সরকার। কারাবাসকালে তিনি ভারতের ইতিহাস সম্পর্কে অধীত বিদ্যা ও চিন্তাভাবনা ব্যক্ত করেছেন। দেশের স্বাধীনতা সংগ্রামীর বিস্তৃত দৃষ্টিতে ভারতীয় ইতিহাস , দর্শন এবং সংস্কৃতি যেভাবে প্রতিভাত হয় সে বিষয়েই বইটিতে আলোকপাত করা হয়েছে। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া - বইটিতে পণ্ডিত নেহেরু দৃঢ়তার সঙ্গে বক্তব্য রেখেছেন এই বলে যে, ভারত এক সুপ্রাচীন ইতিহাস সমৃদ্ধ জাতির দেশ, এর সার্বভৌমত্বের অধিকার আছে। ভারতের জাতীয় জীবনের দর্শন সংবলিত নিঁখুত বিশ্লেষণ দশটি অধ্যায়ে বর্ণিত হয়েছে।

অন্যান্য অবদানকারীরা

দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া 
আহমেদনগর দূর্গে জওহরলাল নেহরুর কারাবাসের কক্ষ

নেহেরু বইটিতে আহমেদনগর কারাগারে যে সকল সহবন্দীদের কথা উল্লেখ করেছেন, তারা হলেন - মাওলানা আবুল কালাম আজাদ, গোবিন্দ বল্লভ পন্থ, নরেন্দ্র দেব এবং আসাফ আলী। তার রাজনৈতিক সহবন্দীদের মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত এগারো জনের ভারতের বিভিন্ন বিষয়ে গভীর জ্ঞান ছিল। তারা নেহেরুর বইটি রচনার সময় প্রুফরিডিং-সহ অন্যান্য সৃজনশীল পরামর্শ প্রদান করেছিলেন।

সংস্করণ

বইটি ১৯৪৬ খ্রিস্টাব্দের মার্চ মাসে কলকাতার সিগনেট প্রেস থেকে সত্যজিৎ রায়ের আঁকা প্রচ্ছদ সহ প্রথম প্রকাশিত হয়। বইটি বর্তমানে 'জওহরলাল নেহরু মেমোরিয়াল ফান্ড' কর্তৃক প্রকাশিত হয এবং এর কপিরাইট তার নাতবৌ সোনিয়া গান্ধীর অধীনে।


অভিযোজন

প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার শ্যাম বেনেগল ১৯৮৮ খ্রিস্টাব্দে বইটির উপর ভিত্তি করে ৫৩ পর্বের একটি টেলিভিশন ধারাবাহিক - ভারত এক খোঁজ নির্মাণ করেন। ১৯৮৮ খ্রিস্টাব্দেই নভেম্বরে ভারতের সরকারি টেলিভিশন দূরদর্শন সেটি সম্প্রচার করে। ২০১৩ খ্রিস্টাব্দের ২৩ মে পণ্ডিত নেহেরুর প্রয়াণ দিবসে ডি ডি ভারতী চ্যানেল পুনঃসম্প্রচার করে।

আরো দেখুন

তথ্যসূত্র

Tags:

দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া সারমর্মদ্য ডিসকভারি অফ ইন্ডিয়া অন্যান্য অবদানকারীরাদ্য ডিসকভারি অফ ইন্ডিয়া সংস্করণ [৫]দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া অভিযোজনদ্য ডিসকভারি অফ ইন্ডিয়া আরো দেখুনদ্য ডিসকভারি অফ ইন্ডিয়া তথ্যসূত্রদ্য ডিসকভারি অফ ইন্ডিয়াজওহরলাল নেহরু

🔥 Trending searches on Wiki বাংলা:

ছারপোকারাশিয়ায় ইসলামবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধআহ্‌মদীয়াভুট্টাসাহাবিদের তালিকামৌর্য সাম্রাজ্যদাজ্জালজিৎ অভিনীত চলচ্চিত্রের তালিকাদ্রৌপদী মুর্মুইন্দোনেশিয়াবিপন্ন প্রজাতিশিক্ষাবাংলাদেশবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলরাজশাহী বিশ্ববিদ্যালয়বাংলা উইকিপিডিয়াপাকিস্তানচিঠিভারতের ইতিহাসছোলাআধারশশাঙ্কউমাইয়া খিলাফতক্রোয়েশিয়াবিভিন্ন ধর্ম ও বিশ্বাসের তালিকাহজ্জগান বাংলাশবনম বুবলিকুরাসাওইন্ডিয়ান প্রিমিয়ার লিগআলীতাল (সঙ্গীত)৮৭১জিৎ (অভিনেতা)বিড়াললাহোর প্রস্তাবজাতীয় স্মৃতিসৌধবাস্তব সত্যবাংলাদেশের বিমানবন্দরের তালিকালিওনেল মেসিভারতের জাতীয় পতাকারামকৃষ্ণ পরমহংসআল্লাহর ৯৯টি নামইসলামে আদমবাংলাদেশ সেনাবাহিনীর পদবিফেসবুকমুহাম্মদ ইউনূসপলিসিস্টিক ওভারি সিন্ড্রোমবাংলাদেশ নির্বাচন কমিশনফ্রান্সের ষোড়শ লুইসালোকসংশ্লেষণশেখ মুজিবুর রহমানআফরান নিশোজোয়ার-ভাটাগোলাপব্যাকটেরিয়ালোহিত রক্তকণিকাইসবগুলরোমান সাম্রাজ্যমেটা প্ল্যাটফর্মস২০২৩ তুরস্ক–সিরিয়া ভূমিকম্পপ্রশান্ত মহাসাগরকাজী নজরুল ইসলামের রচনাবলিঅকাল বীর্যপাতবাঙালি হিন্দুদের পদবিসমূহজরায়ুকোষ বিভাজনচাঁদব্রাজিল জাতীয় ফুটবল দলস্নায়ুকোষসূরা নাসবেগম রোকেয়াফিদিয়া এবং কাফফারাদোয়াবাংলাদেশের রাজনৈতিক দলসমূহের তালিকাবাংলাদেশের স্বাধীনতার ঘোষকপ্যারিস🡆 More