দ্বিতীয় আলমগীর

আজিজ-উদ-দীন মুহাম্মদ বা দ্বিতীয় আলমগীর (৬ জুন ১৬৯৯-২৯ নভেম্বর ১৭৫২), ৩ মার্চ, ১৭৫৪ থেকে ২৯ নভেম্বর ১৭৫৯ খ্রিষ্টাব্দে ভারতের ১৪ তম মুঘল সম্রাট ছিলেন। তিনি জাহান্দার শাহের পুত্র ছিলেন। তিনি একজন দুর্বল শাসক ছিলেন, সমস্ত ক্ষমতা তার উজির ইমাদ-উল-মুলকের হাতে ন্যস্ত ছিল।

দ্বিতীয় আলামগীর
মুঘল সম্রাট
দ্বিতীয় আলমগীর
১৩ তম মুঘল সম্রাট
রাজত্ব২জুন ১৭৫৪-২৯ নভেম্বর ১৭৫৯
পূর্বসূরিআহমেদ শাহ বাহাদুর
উত্তরসূরিতৃতীয় শাহজাহান
রাজপ্রতিভূইমাদ-উল-মুলক (১৭৫৪–১৭৫৬)
নাজিব-উদ-দৌলা (১৭৫৬-১৭৫৯)
ইমাদ-উল মুলল] (১৭৫৯)
জন্ম(১৬৯৯-০৬-০৬)৬ জুন ১৬৯৯
মুলতান, মুঘল সাম্রাজ্য
মৃত্যু২৯ নভেম্বর ১৭৫৯(1759-11-29) (বয়স ৬০)
ফতেহ শাহ কোটলা , মুঘল সাম্রাজ্য
সমাধি
দাম্পত্য সঙ্গীজিনাত মহল
ফাইজ বখত বেগম
আজিজাবাদি মাহল
লতিফা বেগম
জিনাত আফ্রুজ বেগম
আওরঙবাদি মল
বংশধরদ্বিতীয় শাহ আলম
মির্জা মুহাম্মদ আলি আসগর বাহাদুর
মির্জা মুহাম্মদ হারুন হিদায়াত বখস্ বাহাদুর
তালি মুরাদ শাহ বাহাদুর
মির্জা জামিয়ত শাহ বাহাদুর
মুহাম্মাদ হিম্মত শাহ বাহাদুর
আহসান-উদ-দিন মুহাম্মদ বাহাদুর
মির্জা মুবারক শাহ বাহাদুর
গওহর-উন-নিসা বেগম
খায়ের-উন-নিসা বেগম
দৌলত-উন-নিসা বেগম
পূর্ণ নাম
আজিজ-উদ-দিন দ্বিতীয় আলমগীর
রাজবংশতিমুরিদ
পিতাজাহানদার শাহ
মাতামুয়াজ্জামাবাদি মহল
ধর্মইসলাম

১৭৫৬ খ্রিষ্টাব্দে আহমদ শাহ দুররানি পুনরায় ভারত আক্রমণ করেন এবং দিল্লি দখল করেন এবং মথুরা লুণ্ঠন করেন। ইমাদ-উল-মুল্কের সাথে তাদের সহযোগিতার কারণে মারাঠারা আরও শক্তিশালী হয়ে ওঠে এবং সমগ্র উত্তর ভারতে আধিপত্য বিস্তার করে। এটি মারাঠা সম্প্রসারণের সর্বোচ্চ চূড়া ছিল, যা মুঘল সাম্রাজ্যের জন্য বড় সমস্যা সৃষ্টি করেছিল, ইতিমধ্যে কোনও শক্তিশালী শাসক না থাকায় দুর্বল ছিল। দ্বিতীয় আলমগীর এবং তার দখলদার উজির ইমাদ-উল-মুলকের মধ্যে সম্পর্কএখন খারাপ হয়ে গিয়েছিল, তাদের ঝামেলাপূর্ণ সম্পর্ক ইমাদ-উল-মুলক কর্তৃক আলমগীরকে হত্যার মাধ্যমে শেষ হয়েছিল। দ্বিতীয় আলমগীরের পুত্র আলী গওহর দিল্লি থেকে নিপীড়ন থেকে রক্ষা পেয়েছিলেন এবং তৃতীয় শাহজাহান সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন।

প্রাথমিক জীবন

দ্বিতীয় আলমগীর ১৬৯৯ সালের ৬ জুন বুরহানপুরে জন্মগ্রহণ করেন এবং ভবিষ্যত সম্রাট বাহাদুর শাহের (শাহ আলম) পুত্র মুইজউদ্দিনের দ্বিতীয় পুত্র ছিলেন। তাঁর মা অনুপ বাঈ ছিলেন একজন জাট, তাঁর অস্তিত্ব সম্পর্কে খুব কম স্পষ্টতা ছিল।

আজিজ-উদ-দীনের বয়স যখন ৭ বছর তখন তার পিতামহ আওরঙ্গজেব দক্ষিণাত্যে মারা যান। তার পিতামহ প্রথম বাহাদুর শাহের মৃত্যুর পরে এবং উত্তরাধিকার যুদ্ধে তার বাবা জাহানদার শাহ পরবর্তী মুঘল সম্রাট ফররুখসিয়ারের কাছে পরাজিত হন।

আজিজ-উদ-দীন তখন ১৭১৪ সালে কারাবন্দী হন এবং ১৭৫৪ সালে দখলদার উজির ইমাদ-উল-মুলক কর্তৃক মুক্তি পান, তিনি আজিজ-উদ-দীনকে একজন দুর্বল ব্যক্তিত্ব হিসাবে বিবেচনা করেছিলেন যিনি তার শাসনের বিরোধিতা করবেন না। অতএব, ১৭৫৪ সালের ২ জুন আজিজউদ্দিনকে তার নিজস্ব সুপারিশে উজির কর্তৃক দ্বিতীয় আলমগীর উপাধি দেওয়া হয়েছিল, কারণ তিনি আওরঙ্গজেবের কেন্দ্রীভূত দৃষ্টিভঙ্গি অনুসরণ করতে চেয়েছিলেন।

তথ্যসূত্র

Tags:

জাহানদার শাহ

🔥 Trending searches on Wiki বাংলা:

জসীম উদ্‌দীনভাষারাধা২০২৬ ফিফা বিশ্বকাপব্রহ্মপুত্র নদঅণুজীববাংলাদেশ-ভারত ছিটমহলহিন্দুধর্মের ইতিহাসউহুদের যুদ্ধবাঁশবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়জয় চৌধুরীকম্পিউটারউদ্ভিদকোষভাষা আন্দোলন দিবসবাংলাদেশের সংবিধানমিজানুর রহমান আজহারীসাঁওতাল বিদ্রোহলোকসভা কেন্দ্রের তালিকাফরাসি বিপ্লববাংলাদেশ জাতীয় ক্রিকেট দলমহাস্থানগড়বাংলাদেশ সেনাবাহিনীর পদবিভৌগোলিক নির্দেশককিরগিজস্তানমিমি চক্রবর্তীমহানগর প্রভাতী/গোধূলী এক্সপ্রেসসূর্যগ্রহণসার্বজনীন পেনশনভারতের রাজনৈতিক দলসমূহের তালিকামুহাম্মাদের স্ত্রীগণএইচআইভিআলাওলভারতের সংবিধানভারতের সাধারণ নির্বাচন, ২০২৪চট্টগ্রামছয় দফা আন্দোলননিমবাংলাদেশের উপজেলাসাইপ্রাসপূর্ণ সংখ্যাবাংলাদেশের নদীবন্দরের তালিকাসানরাইজার্স হায়দ্রাবাদদুবাইচন্দ্রবোড়াচৈতন্য মহাপ্রভুবিমান বাংলাদেশ এয়ারলাইন্সবিশ্বের মানচিত্রচিকিৎসকবাংলাদেশের পদমর্যাদা ক্রমউসমানীয় সাম্রাজ্যের সুলতানদের তালিকামানবজমিন (পত্রিকা)আসামশেখ মুজিবুর রহমানসাঁওতালন্যাটোযতিচিহ্নগারোআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলবৃহস্পতি গ্রহওয়ালটন গ্রুপনৃত্যঅনাভেদী যৌনক্রিয়াঅর্থ (টাকা)ভূমি পরিমাপশরচ্চন্দ্র পণ্ডিতআল্লাহভরিশনি (দেবতা)হস্তমৈথুনের ইতিহাস১ (সংখ্যা)বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়বাংলা প্রবাদ-প্রবচনের তালিকাচাকমা২০২২ ফিফা বিশ্বকাপই-মেইলবাংলাদেশ সেনাবাহিনী🡆 More