তৃতীয় চার্লস

রাজা চার্লস ফিলিপ আর্থার জর্জ (ইংরেজি: Charles Philip Arthur GeorgeKing; জন্ম: ১৪ নভেম্বর, ১৯৪৮) লন্ডনের বাকিংহাম প্রাসাদে জন্মগ্রহণকারী এবং ব্রিটিশ রাজসিংহাসনের প্রত্যাশী ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ দম্পতির জ্যেষ্ঠ পুত্র। তিনি প্রিন্স অব ওয়েলস এন্ড আর্ল অব চেস্টার পদবীটি ১৯৫৮ সাল থেকে ধারণ করে আছেন। এছাড়াও তিনি বিবাহ-বিচ্ছেদকৃত ডায়ানা ও পরবর্তীকালে বিবাহ-বন্ধনে আবদ্ধ ক্যামিলার স্বামী।

তৃতীয় চার্লস
কমনওয়েলথের প্রধান (আরও)
তৃতীয় চার্লস
তৃতীয় চার্লস
রাজত্ব৮ সেপ্টেম্বর, ২০২২ - বর্তমান
জন্ম (1948-11-14) ১৪ নভেম্বর ১৯৪৮ (বয়স ৭৫)
বাকিংহাম প্রাসাদ, লন্ডন, ইংল্যান্ড
দাম্পত্য সঙ্গীডায়ানা, প্রিন্সেস অব ওয়েলস
(বিবাহ - ১৯৮১, বিচ্ছেদ - ১৯৯৬)
ক্যামিলা, ডাচেস অব কর্নওয়াল
(বিবাহ - ২০০৫)
বংশধরপ্রিন্স উইলিয়াম, প্রিন্স অফ ওয়েলস
প্রিন্স হ্যারি, ডিউক অফ সাসেক্স
পূর্ণ নাম
চার্লস ফিলিপ আর্থার জর্জ
রাজবংশহাউজ অব উইন্ডসর
পিতাপ্রিন্স ফিলিপ, ডিউক অব এডিনবার্গ
মাতাদ্বিতীয় এলিজাবেথ
ধর্মচার্চ অব ইংল্যান্ড

প্রারম্ভিক জীবন

১৪ নভেম্বর, ১৯৪৮ তারিখে গ্রীনিচ মান সময় ৯:১৪ ঘটিকায় বাকিংহাম প্রাসাদে চার্লস জন্মগ্রহণ করেন। তার জন্মের পূর্বেই ২২ অক্টোবর, ১৯৪৮ তারিখে রাজা ষষ্ঠ জর্জের রাজাজ্ঞা পত্রের মাধ্যমে ঘোষিত হয়েছিল যে, প্রিন্সেস এলিজাবেথ এবং ডিউক অব এডিনবরার কোন সন্তান জন্মগ্রহণ করলেই সন্তানটি রাজকুমার হিসেবে বিবেচিত হবে। সেইসূত্রে চার্লস জন্মকালীন সময় থেকেই প্রিন্সের মর্যাদাপ্রাপ্ত হন।

১৯৫৫ সালে বাকিংহাম প্রাসাদ থেকে ঘোষণা করা হয় যে, চার্লস গৃহ অভ্যন্তরে পড়াশোনা করবেন ও প্রাতিষ্ঠানিক শিক্ষালাভের অধিকারী হবেন। এরফলে তিনিই প্রথম রাজসিংহাসনের দাবীদার হিসেবে প্রথম এ ধরনের শিক্ষার সুযোগ লাভ করেন। বাকিংহাম প্রাসাদের অভ্যন্তরে গৃহশিক্ষা লাভের পর তিনি লন্ডন, হ্যাম্পশায়ার এবং স্কটল্যান্ডে পড়াশোনা করেন। এরপর ১৯৬৭ সালে কেমব্রিজের ট্রিনিটি কলেজে ভর্তি হন। ১৯৭১ সালে সেখান থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন। এছাড়াও তিনি অ্যাবেরিস্টিথ ইউনিভার্সিটি কলেজ অব ওয়েলসে অধ্যয়ন করেন। এরপর রয়্যাল এয়ারফোর্স কলেজ ও ডার্টমাউথের রয়্যাল নেভাল কলেজে ভর্তি হন। ১৯৭১ থেকে ১৯৭৬ মেয়াদকালের রয়্যাল নেভিতে সফরকালীন দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে আধুনিক স্থাপত্যবিদ্যার সমালোচকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন চার্লস। ১৯৮৯ সালে এ ভিশন অব ব্রিটেন নামীয় সাময়িকীতে তিনি এ সম্পর্কীয় মতামত প্রতিফলন করেন। ১৯৯২ সালে তিনি প্রিন্স অব ওয়েলস ইনস্টিটিউট অব আর্কটেকচার নামীয় প্রতিষ্ঠান গঠন করেন। এ প্রতিষ্ঠানটি পরবর্তীতে শহর পুণর্গঠন ও উন্নয়ন প্রকল্প হিসেবে পরিচিত বিআরই ট্রাস্টের সাথে জড়িত হয়।

ব্যক্তিগত জীবন

যুবক বয়সে চার্লস অনেক নারীর সাথে সম্পর্ক গড়ে তোলেন। চার্লসের বান্ধবীদের তালিকায় ছিলেন - জর্জিনা রাসেল, লেডি জেন ওয়েলেসলে, ডেভিনা শেফিল্ড, লেডি সারাহ ম্যাককরগুডেল, ক্যামিলা প্রমূখ। অবশ্য পরবর্তীকালে ক্যামিলা চার্লসের দ্বিতীয় পত্নী হয়েছিলেন।

ডায়না, প্রিন্সেস অব ওয়েলসকে ১৯৮১ সালে বিয়ে করেন। কিন্তু ১৯৯৬ সালে তাদের মধ্যে বিবাহ-বিচ্ছেদ ঘটে। এ সংসারে প্রিন্স উইলিয়ামপ্রিন্স হ্যারি অব ওয়েলস নামে দুই পুত্র রয়েছে। পরবর্তীতে ২০০৫ সাল থেকে ক্যামিলা, ডাচেস অব কর্নওয়াল এর সাথে সংসারধর্ম পালন করছেন চার্লস।

পাদটীকা

তথ্যসূত্র

Tags:

তৃতীয় চার্লস প্রারম্ভিক জীবনতৃতীয় চার্লস ব্যক্তিগত জীবনতৃতীয় চার্লস পাদটীকাতৃতীয় চার্লস তথ্যসূত্রতৃতীয় চার্লসইংরেজি ভাষাক্যামিলা, ডাচেস অব কর্নওয়ালডায়ানা, প্রিন্সেস অফ ওয়েলসদ্বিতীয় এলিজাবেথবাকিংহাম প্রাসাদলন্ডন

🔥 Trending searches on Wiki বাংলা:

জাতীয় বিশ্ববিদ্যালয়মেয়েবিসমিল্লাহির রাহমানির রাহিমভারতীয় সংসদসামাজিক কাঠামোনারীগোলাপসৌদি আরবব্যাকটেরিয়ামিজানুর রহমান আজহারীইব্রাহিম (নবী)গোপাল ভাঁড়সমাজবিজ্ঞানদিনাজপুর জেলাআব্বাসীয় খিলাফতশিক্ষাদুর্গাপূজাবিরাট কোহলিশেংগেন অঞ্চলবেদকুয়েতবঙ্গবন্ধু-২মুজিবনগরগাঁজামার্কিন যুক্তরাষ্ট্রসোনাইসনা আশারিয়াশরৎচন্দ্র চট্টোপাধ্যায়উজবেকিস্তানপ্রাচীন ভারতকালেমারামায়ণআরবি বর্ণমালাআবদুল হামিদ খান ভাসানীপারমাণবিক ভরের ভিত্তিতে মৌলসমূহের তালিকাদীন-ই-ইলাহিবাংলাদেশের সর্বাধিক ব্যবসাসফল চলচ্চিত্রসমূহের তালিকাহুনাইন ইবনে ইসহাকছোটগল্পতাপমাত্রারবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্পবাংলাদেশের শিক্ষামন্ত্রীটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা২৫ এপ্রিলআমলাতন্ত্ররাজশাহী বিশ্ববিদ্যালয়শাহরুখ খানরূপান্তরিত লিঙ্গনিউটনের গতিসূত্রসমূহইমাম বুখারীশিল্প বিপ্লবশান্তিনিকেতনএল নিনোপর্যায় সারণিতাপসেলজুক সাম্রাজ্যনিউমোনিয়াশব্দ (ব্যাকরণ)ইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন বখতিয়ার খলজিবেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশচট্টগ্রাম জেলাবৃষ্টিইউরোপীয় ইউনিয়নক্রোমোজোমময়ূরী (অভিনেত্রী)বাংলাদেশের একাডেমিক গ্রেডিং পদ্ধতিশচীন তেন্ডুলকরবিশ্ব দিবস তালিকাভাইরাসঋতুমাহরামশাহ জাহানহিসাববিজ্ঞানমমতা বন্দ্যোপাধ্যায়জনপ্রশাসন মন্ত্রণালয় (বাংলাদেশ)মুতাজিলাইতালি🡆 More