তীজানিয়া তরিকা

তীজানিয়া আহমদিয়া ত্বরীকা: একটি সুফি ত্বরীকা , যার প্রতিষ্ঠাতা হলেন আবু আব্বাস আহমদ আল-তিজানি (১৭৩৭-১৮১৫)। মরক্কোর ফেজ শহরে এই ত্বরীকার উদ্ভব হয়। যেখানে তিনি প্রথম খানকা শরীফ (জাবিয়া) প্রতিষ্ঠা করেন এবং উত্তর আফ্রিকা, মিশর, প্যালেস্টাইনو সিরিয়া হিজাজ, সুদান ( দারফুর ), মৌরিতানিয়া, সেনেগাল এবং নাইজেরিয়াতে এর অনুসারণ লাভ করে।

তীজানিয়া তরিকা
তীজানিয়া ত্বরীকার দরুদ শরীফ-এর চিত্র। একে ছলাতুল ফাতিহ বলা হয়। ইমাম মুহাম্মাদ বিন আবুল হাসান আল-বাকরী রহ এর সাথে এই দরুদ শরীফকে সম্মন্ধ করা হয়।

প্রতিষ্ঠাতা

তিজানিয়া আদেশের প্রতিষ্ঠাতা হলেন আবু আব্বাস আহমদ বিন মুহম্মদ বিন আল-মুখতার বিন আহমদ বিন মুহম্মদ সালেম আল-তিজানি। তিনি ১১৫০ হিজরি মুতাবিক ১৭৩৭ খ্রিস্টাব্দে, আলেজেরিয়ার লাঘৌত প্রদেশের আঈন মাদী এলাকায় জন্মগ্রহণ করেন এবং ১২৩০ হিজরিতে ইন্তেকাল করেন।

তিনি পবিত্র কুরআন হিফয করেন, এরপর তিনি ইলমে শরীয়ত অধ্যয়ন করেন। তিনি আলজেরিয়ার ফেজ ও টেমসেন, তিউনিসিয়া, কায়রো, মক্কা, মদিনা এবং বাগদাদ সফর করেন।

তিনি ১১৭১ হিজরি মুতাবিক ১৭৮৭ খ্রিস্টাব্দে অটোমান বে অফ ওরানের বাহিনী দ্বারা অভিযানের পর তাকে এই অঞ্চল ত্যাগ বাধ্য করা হয়েছিল। তারপর তিনি মরক্কোর ফেজ শহরে ভ্রমণ করেন। এই শহরে তিনি আহমেদ আল-তিজানি’র ইলম-তা’লিমের মজলিসে অংশ নেন এবং শহরের নেতৃস্থানীয় আলেমদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। যদিও উনার আগ্রহ অন্য যে কোন কিছুর চেয়ে আধ্যাত্মিক (ইলমে তাসাউফের) দিকেই বেশি নিবদ্ধ ছিল।

এখনে তিনি আবদুল্লাহ বিন মুহাম্মাদ আল-আরাবি বিন আহমেদ বিন আবদুল্লাহ মুয়িন আল-আন্দালুসির সাথে দেখা করেন এবং তার সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন। তারপর, যখন তিনি তাকে বিদায় জানাতে চাইলেন, তখন তিনি তার জন্য দুনিয়া ও আখেরাতে কামিয়াবি হাসিলের কামনা করে দোয়া করেন। এবং তারা আলাদা হওয়ার আগে তিনি তাকে দোয়া করে তিন বার বললেন: আল্লাহ আপানার হাতকে শক্তিশালি করুন। এই ত্বরিকার খানাক শরীফ ফেজ শহরে রয়েছে, যেখান থেকে এটি সমগ্র আফ্রিকায় ছড়িয়ে পড়ে।

তথ্যসূত্র

আরও দেখুন

  • মুকুট কোণ

Tags:

দারফুরনাইজেরিয়াফিলিস্তিন (অঞ্চল)ফেজ, মরক্কোমরক্কোমিশরমৌরিতানিয়াসিরিয়া (অঞ্চল)সুদানসুফিবাদসেনেগালহেজাজ

🔥 Trending searches on Wiki বাংলা:

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধআমাশয়চট্টগ্রাম বিভাগবিশেষ্যকম্পিউটারইতালিসুলতান সুলাইমানআইসোটোপজয়নুল আবেদিনযুক্তফ্রন্টজ্ঞানসাহাবিদের তালিকাচাঁদপুর জেলাইসলামে আদমবাংলা সাহিত্যের ইতিহাসস্নায়ুকোষব্রাহ্মণবাড়িয়া জেলাক্রিটোঢাকা জেলামুহাম্মাদের স্ত্রীগণহরমোনআমআবুল আ'লা মওদুদীবেলজিয়ামবাস্তুতন্ত্রমাযহাববাংলাদেশের অর্থনীতিরাষ্ট্রপিরামিডবাঙালি জাতিসিপাহি বিদ্রোহ ১৮৫৭ডিম্বাশয়সত্যজিৎ রায়ভারতের রাষ্ট্রপতিনামাজের নিয়মাবলীময়মনসিংহকিশোরগঞ্জ জেলাসেহরিইহুদিবাংলা ভাষা আন্দোলনশেখ মুজিবুর রহমানঅধিবর্ষক্যালাম চেম্বার্সলিওনেল মেসিগাণিতিক প্রতীকের তালিকাফুটবলবাংলাদেশের জেলাসমূহের তালিকাভারতের প্রধানমন্ত্রীদের তালিকাএইচআইভিপারাশবনম বুবলিরামসার কনভেনশনআন্তর্জাতিক মাতৃভাষা দিবসউহুদের যুদ্ধন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালসাতই মার্চের ভাষণব্যঞ্জনবর্ণমহাদেশআহসান মঞ্জিলবাংলাদেশ সেনাবাহিনীদক্ষিণ এশিয়াফোরাতবাবরবাংলাদেশ রেলওয়েভারতের ভূগোলবাংলাদেশের ডেন্টাল কলেজসমূহের তালিকাপর্যায় সারণীময়ূরচাকমাঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরলোহাসমাজতন্ত্রক্লিওপেট্রামুসলিমস্লোভাক ভাষাবাংলাদেশের মেডিকেল কলেজসমূহের তালিকাআর্-রাহীকুল মাখতূমটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাহৃৎপিণ্ড🡆 More