ডোনাল্ড সাদারল্যান্ড: কানাডীয় অভিনেতা

ডোনাল্ড ম্যাকনিকোল সাদারল্যান্ড, ওসি (ইংরেজি: Donald McNichol Sutherland; জন্ম: ১৭ জুলাই [[১৯৩৫) হলেন একজন কানাডীয় অভিনেতা। পাঁচ দশকের অধিক সময়ের কর্মজীবনে তিনি একটি সম্মানসূচক অস্কার, একটি এমি পুরস্কার, দুটি গোল্ডেন গ্লোব পুরস্কারসহ একাধিক সমালোচনামূলক পুরস্কার অর্জন করেছেন।

ডোনাল্ড সাদারল্যান্ড: কানাডীয় অভিনেতা
ডোনাল্ড সাদারল্যান্ড

সাদারল্যান্ড দ্য ডার্টি ডজন (১৯৬৭), ম্যাশ (১৯৭০), কেলিস হিরোজ (১৯৭০), ক্লুট (১৯৭১), ডোন্ট লুক নাউ (১৯৭৩), ক্যাসানোভা (১৯৭৬), নাইটিন হান্ড্রেড (১৯৭৬), অ্যানিমেল হাউজ (১৯৭৮), ইনভেশন অব দ্য বডি স্ন্যাচারস (১৯৭৮), অর্ডিনারি পিপল (১৯৮০) ও আই অব দ্য নিডল (১৯৮১) ছবিতে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। তিনি পরবর্তীতে কানাডার অন্যতম সম্মানিত, ফলপ্রসূ ও ভিন্নধর্মী চরিত্র অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি পরবর্তীতে বেশ কিছু সফল চলচ্চিত্রে কেন্দ্রীয় ভূমিকায় ও পার্শ্ব ভূমিকায় অভিনয় করেন, তন্মধ্যে উল্লেখযোগ্য হল আ ড্রাই হোয়াইট সিজন (১৯৮৯), জেএফকে (১৯৯১), আউটব্রেক (১৯৯৫), আ টাইম টু কিল (১৯৯৬), উইদাউট লিমিটস (১৯৯৮), দি ইটালিয়ান জব (২০০৩), কোল্ড মাউন্টেন (২০০৩), প্রাইড আন্ড প্রেজুডিস (২০০৫), অরুরা বোরেলিস (২০০৬), ও দ্য হাঙ্গার গেমস চলচ্চিত্র ধারাবাহিক (২০১২-২০১৫)।

সাদারল্যান্ড আটটি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং টেলিভিশন চলচ্চিত্র সিটিজেন এক্স (১৯৯৫) ও পাথ টু ওয়ার (২০০২)-এর জন্য দুটি পুরস্কার অর্জন করেন। সিটিজেন এক্স-এর জন্য তিনি একটি প্রাইমটাইম এমি পুরস্কারও অর্জন করেন। তিনি ১৯৮১ সালের থ্রেশল্ড চলচ্চিত্রের জন্য কানাডীয় একাডেমি পুরস্কার অর্জন করেন। তিনি হলিউড ওয়াক অব ফেম ও কানাডীয় ওয়াক অব ফেম সম্মানে ভূষিত হন। কয়েকটি গণমাধ্যম ও কয়েকজন চলচ্চিত্র সমালোচক তাকে অস্কারের মনোনয়ন না পাওয়া সেরা অভিনয়শিল্পীদের একজন বলে গণ্য করেন। ২০১৭ সালে তিনি চলচ্চিত্রে তার অবদানের জন্য একাডেমি সম্মানসূচক পুরস্কার লাভ করেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

ইংরেজি ভাষাএকাডেমি সম্মানসূচক পুরস্কারএমি পুরস্কারগোল্ডেন গ্লোব পুরস্কার

🔥 Trending searches on Wiki বাংলা:

অসহযোগ আন্দোলন (ব্রিটিশ ভারত)অস্ট্রেলিয়াছয় দফা আন্দোলনইন্সটাগ্রামবাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকাদ্বিতীয় বিশ্বযুদ্ধচাঁদমূল (উদ্ভিদবিদ্যা)মালদ্বীপবাংলাদেশের প্রশাসনিক অঞ্চলথাইল্যান্ডগাজওয়াতুল হিন্দবাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকখাদ্যচুম্বকমাইকেল মধুসূদন দত্তথ্যালাসেমিয়াকনডমসম্প্রদায়পর্তুগিজ ভারতনিউমোনিয়াটুইটারবাংলা লিপিবাংলাদেশের তৈরি পোশাক শিল্পভূগোলমুজিবনগর সরকারবীর্যনিরোবাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারকবৃন্দচাঁদপুর জেলাঅষ্টাঙ্গিক মার্গআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলদেলাওয়ার হোসাইন সাঈদীঅভিষেক বন্দ্যোপাধ্যায়আবহাওয়ানারী খৎনাব্রাহ্মণবাড়িয়া জেলাকলকাতা নাইট রাইডার্সরাজশাহী বিভাগঐশ্বর্যা রাইভারতের সংবিধানশনি (দেবতা)সতীদাহরবীন্দ্রসঙ্গীতটাঙ্গাইল জেলাসাইবার অপরাধবাল্যবিবাহজয়া আহসানশব্দ (ব্যাকরণ)মানুষউসমানীয় সাম্রাজ্যতাসনিয়া ফারিণমার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৪সূরা কাফিরুনঢাকা বিভাগহোয়াটসঅ্যাপবাংলার ইতিহাসব্যাংকবাংলাদেশবেনজীর আহমেদআসমানী কিতাবণত্ব বিধান ও ষত্ব বিধানইহুদি ধর্মফিলিস্তিনের ইতিহাসমুমতাজ মহলশুক্রাণুঅব্যয় পদমোবাইল ফোনবাংলা বাগধারার তালিকাজওহরলাল নেহেরুদোয়া কুনুতশিক্ষাটিকটকবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহআলিসুলতান সুলাইমানগ্রীষ্ম🡆 More