টম হার্ডি: ইংরেজ অভিনেতা

এডওয়ার্ড টমাস হার্ডি, সিবিই (ইংরেজি: Edward Thomas Hardy; জন্ম: ১৫ সেপ্টেম্বর ১৯৭৭) হলেন একজন ইংরেজ অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক ও সাবেক মডেল। রিডলি স্কটের ব্ল্যাক হক ডাউন (২০০১) দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর তিনি স্টার ট্রেক: নেমেসিস (২০০২), রকএনরোলা (২০০৮), ব্রনসন (২০০৮), ওয়ারিয়র (২০১১), টিঙ্কার টেইলর সোলজার স্পাই (২০১১), ললেস (২০১২), লক (২০১৩) ও দ্য ড্রপ (২০১৪) চলচ্চিত্রে কাজ করেন। তিনি দ্য রেভেন্যান্ট (২০১৫) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ২০১৫ সালে তিনি ম্যাড ম্যাক্স: ফিউরি রোড চলচ্চিত্রে ম্যাড ম্যাক্স রকাতান্‌স্কি চরিত্রে এবং লিজেন্ড চলচ্চিত্রে যমজ ক্রে চরিত্রে অভিনয় করেন। তিনি ক্রিস্টোফার নোলান পরিচালিত তিনটি চলচ্চিত্রে কাজ করেন, সেগুলো হল ইনসেপশন (২০১০), দ্য ডার্ক নাইট রাইজেস (২০১২)-এ বেন এবং ডানকার্ক (২০১৭)। ২০১৮ সালে তিনি সুপারহিরো চলচ্চিত্র ভেনম-এ নাম ভূমিকায় অভিনয় করেছেন।

টম হার্ডি

Tom Hardy
টম হার্ডি: ইংরেজ অভিনেতা
২০১৮ সালে সান দিয়েগো কমিক কন ইন্টারন্যাশনালে হার্ডি
জন্ম
এডওয়ার্ড টমাস হার্ডি

(1977-09-15) ১৫ সেপ্টেম্বর ১৯৭৭ (বয়স ৪৬)
হ্যামারস্মিথ, লন্ডন, ইংল্যান্ড
জাতীয়তাব্রিটিশ
পেশাঅভিনেতা, প্রযোজক, মডেল
কর্মজীবন২০০১-বর্তমান

হার্ডি দাতব্য কর্মকাণ্ডের সাথে সক্রিয় এবং তিনি প্রিন্সেস ট্রাস্টের দূত। নাট্যকলায় অবদানের জন্য ২০১৮ সালে রানীর জন্মদিন সম্মাননায় তাকে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ারের কমান্ডার উপাধি প্রদান করা হয়।

কর্মজীবন

২০০১ সালে রিডলি স্কটের যুদ্ধভিত্তিক থ্রিলার চলচ্চিত্র ব্ল্যাক হক ডাউন দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। ২০০২ সালে তিনি স্টার ট্রেক: নেমেসিস ছবিতে ইউএসএস এন্টারপ্রাইজের ক্যাপ্টেন জঁ-লুক পিকারের ক্লোন রেমান প্রেটর শিনজন চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। পরের বছর তিনি ডট দি আই এবং ভীতিপ্রদ এলডি ফিফটি লেথাল ডোজ চলচ্চিত্রে অভিনয় করেন।

২০০৮ সালের সেপ্টেম্বর মাসে তাকে গাই রিচির লন্ডন ভিত্তিক গ্যাংস্টার চলচ্চিত্র রকএনরোলা-এ দেখা যায়। হার্ডি এতে সমকামী গ্যাংস্টার হ্যান্ডসাম বব চরিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রের অনুবর্তী পর্ব দ্য রিয়্যাল রকএনরোলা নির্মাণের খবর শোনা গেলেও এখনো ছবিটির নির্মাণ কাজ শুরু হয় নি। একই বছর হার্ডি একাকিত্বে কাটানো ইংরেজ কয়েদী চার্লস ব্রনসনের জীবনী অবলম্বনে নির্মিত ব্রনসন (২০০৮) চলচ্চিত্রে কাজ করেন।

২০১০ সালে হার্ডি ক্রিস্টোফার নোলানের বিজ্ঞান কল্পকাহিনী থ্রিলারধর্মী ইনসেপশন-এ লিওনার্দো ডিক্যাপ্রিওর সাথে অভিনয় করেন। এই কাজের জন্য তিনি বাফটা উদীয়মান তারকা পুরস্কার লাভ করেন। তিনি গোয়েন্দা উপন্যাস টিঙ্কার টেইলর সোলজার স্পাই অবলম্বনে নির্মিত একই নামের চলচ্চিত্রে মাইকেল ফাসবেন্ডারের স্থলাভিষিক্ত হন। ছবিটি ২০১১ সালের ৫ সেপ্টেম্বর ৬৮তম ভেনিস চলচ্চিত্র উৎসবে মুক্তি পায়। ২০১১ সালে ৯ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত লায়ন্সগেট ফিল্মসের ওয়ারিয়র চলচ্চিত্রে তাকে দেখা যায়। এই ছবিতে টমি রিয়র্ডান চরিত্রে তার অভিনয় সমালোচকদের কাছ থেকে প্রশংসা অর্জন করে।

২০১২ সালে তিনি প্রণয়ধর্মী হাস্যরসাত্মক দিস মিনস ওয়ার-এ অভিনয় করেন। তিনি ক্রিস্টোফার নোলানের দ্য ডার্ক নাইট ত্রয়ী চলচ্চিত্রের সর্বশেষ চলচ্চিত্র দ্য ডার্ক নাইট রাইজেস (২০১২)-এ সুপার ভিলেন বেন চরিত্রে অভিনয় করেন। একই বছর তিনি জন হিলকোটের অপরাধ নাট্যধর্মী ললেস (২০১২) ছবিতে বুটলেজার ভূমিকায় কাজ করেন। তিনি দ্য রেভেন্যান্ট (২০১৫) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ২০১৫ সালে তিনি ম্যাড ম্যাক্স: ফিউরি রোড চলচ্চিত্রে "ম্যাড" ম্যাক্স রকাতান্‌স্কি চরিত্রে এবং লিজেন্ড চলচ্চিত্রে যমজ রেজি ও রুনি ক্রে চরিত্রে অভিনয় করেন। তিনি ক্রিস্টোফার নোলান পরিচালিত ডানকার্ক (২০১৭) ছবিতে অভিনয় করেন। ২০১৮ সালে তিনি সুপারহিরো চলচ্চিত্র ভেনম-এ নাম ভূমিকায় অভিনয় করেছেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ


Tags:

ইংরেজি ভাষাইনসেপশনক্রিস্টোফার নোলানটিঙ্কার টেইলর সোলজার স্পাই (চলচ্চিত্র)ডানকার্ক (২০১৭-এর চলচ্চিত্র)দ্য ডার্ক নাইট রাইজেসদ্য রেভেন্যান্টভেনম (চলচ্চিত্র)রিডলি স্কটশ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কারসিবিই

🔥 Trending searches on Wiki বাংলা:

উৎপল দত্তজীবাশ্ম জ্বালানিদিনাজপুর জেলাউদ্ভিদকোষডাচ-বাংলা ব্যাংক লিমিটেডআওরঙ্গজেবক্রিস্তিয়ানো রোনালদোব্রহ্মপুত্র নদহামসৌদি আরবদেলাওয়ার হোসাইন সাঈদীঢাকা মেট্রোরেলরোনাল্ড রসইংরেজি ভাষারবীন্দ্রনাথ ঠাকুরস্নায়ুতন্ত্রই-মেইলবাংলাদেশী টাকামৌলসমূহের ইলেকট্রন বিন্যাস (উপাত্ত পাতা)সমকামী মহিলাভারতীয় জনতা পার্টিবাংলার নবজাগরণঘূর্ণিঝড়ঠাকুর অনুকূলচন্দ্রআংকর বাটআকবরহিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমাবর্ষণজ্বীন জাতিকেন্দ্রীয় শহীদ মিনারগাঁজাআহ্‌মদীয়াসুকান্ত ভট্টাচার্যমানব মস্তিষ্কসুলতান সুলাইমানআইজাক নিউটনপল্লী সঞ্চয় ব্যাংকগ্রীন-টাও থিওরেমআডলফ হিটলারসমকামিতাকম্পিউটার কিবোর্ডপলাশীর যুদ্ধইস্তেখারার নামাজশবনম বুবলিআন্তর্জাতিক নারী দিবসযুক্তফ্রন্টইয়াজুজ মাজুজবিভিন্ন দেশের মুদ্রাচট্টগ্রাম জেলাভগবদ্গীতাইসলামে আদমমালয়েশিয়াহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসেশেলস জাতীয় ফুটবল দলসিলেটফিফা বিশ্বকাপভারতের ভূগোলহরপ্পারূহ আফজাকম্পিউটারইলমুদ্দিনখেজুরচাকমা২০২৩ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপমেসোপটেমিয়াবিধবা বিবাহবাংলাদেশের উপজেলার তালিকাআবদুর রব সেরনিয়াবাতরাসায়নিক বিক্রিয়ামহাবিস্ফোরণ তত্ত্বচিকিৎসকইস্তিগফারঅনাভেদী যৌনক্রিয়াপ্লাস্টিক দূষণআব্বাসীয় খিলাফতটেনিস বল🡆 More