জ্যাক রিচার

জ্যাক রিচার (আগের নাম ওয়ান শট) ২০১২ সালের একটি আমেরিকান থ্রিলার চলচ্চিত্র। এটি ২০০৫ সালের লি চাইল্ড লিখিত ওয়ান শট নামক উপন্যাস এর চলচ্চিত্র রুপ। ছবিটির কহিনী লিখেছেন ও পরিচালনা করেছেন ‘ক্রিস্টোফার ম্যাকওয়ারি’ এবং নাম ভূমিকায় অভিনয় করেছেন টম ক্রুজ। সম্পূর্ণ ছবিটির শুটিং করা হয় আমেরিকার পেনসিলভেনিয়ার সেন্ট পিটসবার্গে।

জ্যাক রিচার
The poster shows a man, injured and holding a gun, standing in front of a car. Text at the bottom reveals the tagline and in bottom reveals the film's main actor and title, credits, rating and release date.
প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত পোস্টার
পরিচালকক্রিস্টোফার ম্যাকওয়ারি
প্রযোজকটম ক্রুজ
পাউলা ওয়াগনার
গেরি ল্যাভিনসন
দানা গোল্ডবার্র্গ
চিত্রনাট্যকারক্রিস্টোফার ম্যাকওয়ারি
উৎসওয়ান শট (উপন্যাস)
(লি চাইল্ড)
শ্রেষ্ঠাংশেটম ক্রুজ
রোসামন্ড পাইক
রিচার্ড জানাকিস
ওয়ার্নর হেরজগ
ডেবিড ওইলো
রবার্ট ডাভেল
সুরকারজো ক্রাইমির
চিত্রগ্রাহককেলিভ ডেসচ্যানেল
সম্পাদককেভিন স্টিট
প্রযোজনা
কোম্পানি
ক্রুজ/ওয়াগনার প্রোডাকসনস
স্কাইডেন্স প্রোডাকসনস
পরিবেশকপারামাউন্ট পিকচার্স
মুক্তি
  • ২১ ডিসেম্বর ২০১২ (2012-12-21)
স্থিতিকাল১৩০ মিনিট
দেশযুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$৬০,০০০,০০০
আয়$২১৬,৫৬৮,২৬৬

কাহিনী

পেনসিলভেনিয়ার সেন্ট পিটসবার্গের পিএনসি পার্ক থেকে একজন লোক একটি পিকআপ ভ্যান চালিয়ে অ্যালেগেনি নদীর পাশ দিয়ে একটি পার্কিং গ্যারেজে প্রবেশ করে। তারপর পালিয়ে যওিয়ার অগে একটি স্নাইপার বন্দুক দিয়ে সে লক্ষ্য স্থির করে স্টেডিয়াম ও নদীর উত্তর পাশের পার দিয়ে চলাচলরত জনতার উপরে একেরপর এক গুলি করে পাঁচ জনকে হত্যা করে।

ঘটনার পরপরই গোয়েন্দা এমারসন এর নেতৃত্তে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে এবং সেখান থেকে একটি গুলির খোসা ও পার্কিং বিলের জন্য দেওয়া একটি পয়সা উদ্ধার করে। পয়সার উপর আঙ্গোলের ছাপ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা জেমস বার নামে একজন আমেরিকান আর্মির ইরাক ফেরত সাবেক স্নাইপার এর বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে পিকআপ ভ্যান, গুরি বানানোর যন্ত্রপাতি, স্নাইপার বন্দুক পায় ও পুলিশ জেমসকে গ্রেপ্তার করে।

গোয়েন্দা এমারসন ও জেলা অ্যাটর্নি এলেক্স রুডিন যখন তাকে জিঞ্গাসাবাদ করে তখন জেমস তার নোটপ্যাডে লেখে, "গেট জ্যাক রিচার"। রিচার একজন ভবঘোরে ও ইউএস অর্মির একজন সাবেক মিলিটারি পুলিস ক্রপস অফিসার। রিচার যখন জেমস ও গোলাগুলির খবর খবরে দেখতে পায় তকন সে নিজেই পিটসবার্গ চলে আসে। এমারসন ও এলেক্স রিচারকে তথ্যসূত্র দেখাতে অনিচ্ছা প্রকাশ করে কিন্তু জেমসকে দেখতে দেয় যিনি তখন কোমায় আছেন। সেখানে রিচারের জেমস এর আইনজীবী জেলা অ্যাটর্নির মেয়ে হেলেন রুডিনের সাথে দেখা হয়।

হেলেন রিচারকে পস্তাব দেয় যদি সে তাকে ইনভেস্টিগেসনে সাহায্য করে তবে তাকে এভিডেন্স দেখানো হবে। আসামির বাড়িতে গিয়ে হেলেনকে ইরাক এ জেমস এর কাজ সম্পর্কে খোজ নিতে হবে এই শর্তে পরে রিচার সাহায্য করতে রাজি হয়ে যায়। রিচার ঘটনাসথলে গিয়ে বুঝতে পারে ভ্যানের কাভার হিসেবে ব্যবহার করে অন্য একজন শ্যূটার গুলি করেছে। হেলেনকে তখন রিচার জানায় লোকাল কন্সট্রাকসন কম্পানির মালিক আসল টার্গেট ছিল এবং অন্যদের হত্যা করা হয় সেট অপ হিসেবে। একটি বারে মরামারির পর রিচার বুঝতে পারে তাকে থামানোর জন্য কেউ চেষ্টা করছে।

আসল খলনায়ক হল রাশিয়ান একটি গ্যাং এর প্রধান যিনি জীবনের অধিকাংশ সময় সোভিয়েট এর জেলে কয়েদি হিসেবে কাটিয়েছেন যাদেরকে জিক বলা হয়। তারা গোয়েন্দা হেমারসন এর সহয়তায় হেলেনকে অপহরণ করে এবং তাকে জিম্মী করে রিচারকে আসতে বলে। রিচার একটি শূটিং ফার্ম এর মালিক সাবেক ইউএস আর্মির গানম্যান ক্যাসকে নিয়ে সেখোনে যায় ও রাশিয়ানদের মেরে হেলেনকে উদ্ধার করে।

রিচার ও ক্যাস সেখান থেকে চলে আসে কারণ সে জানে হেলেন রাশিয়ানদের হত্যাতে যাতে রিচার এর নাম না আসে জন্য চেষ্টা করবে। জেমস জেগে উঠার পর তিনি কিছুই মনে করতে পারেন না এবং হেলেনকে বলেন হত্যাকান্ডের জন্য যদি তিনি দোষী হয়ে থাকেন তাহলে তিনি তার শাস্তি মাথা পেতে নেবেন।

শ্রেষ্ঠাংশে

  • টম ক্রুজ - জ্যাক রিচার হিসেবে
  • রোসামন্ড পাইক - হেলেন রুডিন হিসেবে
  • রিচার্ড জানাকিস - এলেক্স রুডিন হিসেবে
  • ওয়ার্নর হেরজগ - জিক হিসেবে
  • ডেবিড ওইলো - এমারসন হিসেবে
  • রবার্ট ডাভেল - ক্যাস হিসেবে
  • জোসেফ সিকোরা - জেমস বার হিসেবে
  • মাইকেল রেমন্ড - লিন্সকি হিসেবে
  • আলেক্সিয়া ফাস্ট - সেন্ডি হিসেবে

বহিঃসংযোগ

তথ্যসূত্র

Tags:

জ্যাক রিচার কাহিনীজ্যাক রিচার শ্রেষ্ঠাংশেজ্যাক রিচার বহিঃসংযোগজ্যাক রিচার তথ্যসূত্রজ্যাক রিচারটম ক্রুজ

🔥 Trending searches on Wiki বাংলা:

মৈমনসিংহ গীতিকাজাতিসংঘহিমালয় পর্বতমালামাইটোসিসআল্লাহনদীগরুশ্রীলঙ্কাবাউল সঙ্গীতফিলিস্তিনসালাহুদ্দিন আইয়ুবিনামহোমিওপ্যাথিওয়েবসাইটকাতারজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকর্মব্রাজিল জাতীয় ফুটবল দলবাংলাদেশের জাতীয় প্রতীকসমূহবুর্জ খলিফাঅ্যান্টিবায়োটিক তালিকাআলহামদুলিল্লাহপাবনা জেলামোহাম্মদ সাহাবুদ্দিনরবীন্দ্রনাথ ঠাকুরের জীবন (১৮৬১–১৯০১)ব্যাকটেরিয়াসংযুক্ত আরব আমিরাতচট্টগ্রাম জেলাক্রিস্তিয়ানো রোনালদোচেঙ্গিজ খানপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের তালিকাশাকিব খানবাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকাবাংলাদেশ সেনাবাহিনীর পদবিমানব দেহউত্তর চব্বিশ পরগনা জেলাবাংলাদেশের পোস্ট কোডের তালিকাসুফিয়া কামালগৌতম বুদ্ধউমর ইবনুল খাত্তাবসানি লিওনকলকাতাযাকাতআমার সোনার বাংলামুহাম্মাদবাংলাদেশের তৈরি পোশাক শিল্পযতিচিহ্নপ্রাণ-আরএফএল গ্রুপসার্বজনীন পেনশনসৈয়দ ওয়ালীউল্লাহঠাকুর অনুকূলচন্দ্রযোনিবৌদ্ধধর্মক্রিয়াপদপ্রাকৃতিক সম্পদপর্যায় সারণিজওহরলাল নেহেরুলাইসিয়ামসুলতান সুলাইমানমালয়েশিয়াবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডবাংলা ভাষালোকনাথ ব্রহ্মচারীসূরা ইয়াসীনচট্টগ্রাম বিভাগসিরাজউদ্দৌলাবাংলাদেশের বিভাগসমূহইউটিউবতাপমাত্রাইউক্রেনে রুশ আক্রমণ (২০২২-বর্তমান)যক্ষ্মালিঙ্গ উত্থান ত্রুটিমিজানুর রহমান আজহারীচুম্বকমহাসাগরউদারনীতিবাদবেলুড় মঠ🡆 More