জর্জ গর্ডন বায়রন

জর্জ গর্ডন বায়রন, ৬ষ্ঠ ব্যারন বায়রন (জানুয়ারি ২২, ১৭৮৮ - এপ্রিল ১৯, ১৮২৪), লর্ড বায়রন নামেও পরিচিত, একজন ব্রিটিশ কবি এবং রোম্যান্টিক আন্দোলনের অন্যতম মুখ্য ব্যক্তি। বায়রনের বিখ্যাত কর্মের মধ্যে রয়েছে দীর্ঘ বর্ণনামূলক কবিতা ডন জুয়ান (Don Juan) এবং চাইল্ড হ্যারল্ড'স পিলগ্রিমেজ (Childe Harold's Pilgrimage), এবং ছোট গীতি কবিতার মধ্যে রয়েছে শি ওয়াকস ইন বিউটি (She Walks in Beauty)। তিনি একজন বিখ্যাত ও প্রভাবশালী ব্রিটিশ কবি হিসাবে বিবেচিত এবং তার লেখা ব্যাপকভাবে পড়া হয়। সে গ্রীকদের স্বাধীনতা যুদ্ধে উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে যান, যার জন্য গ্রীকরা তাকে জাতীয় বীর হিসাবে শ্রদ্ধা ভরে স্মরণ করেন।

লর্ড বায়রন
জর্জ গর্ডন বায়রন
জন্মGeorge Gordon Byron
(১৭৮৮-০১-২২)২২ জানুয়ারি ১৭৮৮
London, England
মৃত্যু১৯ এপ্রিল ১৮২৪(1824-04-19) (বয়স ৩৬)
Messolonghi, Aetolia-Acarnania, Greece
পেশাকবি, রাজনীতিবিদ
জাতীয়তাব্রিটিশ
সাহিত্য আন্দোলনরোমান্টিসিজম
উল্লেখযোগ্য রচনাবলিDon Juan, Childe Harold's Pilgrimage
সন্তানএডা লাভলেস, আলজিরা বায়রন

তিনি ৩৬ বছর বয়সে গ্রীসের মেসলঙ্গি থাকা অবস্থায় জ্বরে আক্রান্ত হয়ে মারা যান।

বায়রন অপরিমিত অভিজাত জীবন-যাপন করতেন যার মধ্যে রয়েছে তার প্রচুর ঋণ, বহুসংখ্যক প্রণয় ঘটিত সম্পর্ক, তার সৎ বোনের সাথে অজাচারী যৌন সম্পর্কের গুজব এবং নিজ থেকে নির্বাসিত হওয়া। অনুমান করা হয় যে বায়রন বাইপোলার আই ডিসঅর্ডার এবং ম্যানিক ডিপ্রেশনে ভুগতেন।

নাম

বায়রনের নাম সারা জীবন পরিবর্তন হয়েছে। তিনি ক্যাপ্টেন জন ম্যাড জ্যাক বায়রন এবং তার দ্বিতীয় স্ত্রী, সাবেক ক্যাথরিন গর্ডন (মৃত্যু ১৮১১), কার্ডিনাল বিটনের বংশধর এবং স্কটল্যান্ডের অ্যাবার্ডিনসায়ারের গাইট এস্টেটের উত্তরাধিকারিণী এর ছেলে। বায়রনের বাবা পূর্বে কারমার্থেন নামক এক বিবাহিত মহিলাকে ভ্রষ্ট করে। পরে কারমার্থেন তার স্বামীকে তালাক দিয়ে বায়রনের বাবা জন ম্যাড জ্যাক বায়রনকে বিয়ে করেন। তার স্ত্রীর প্রতি তার আচরণকে বর্বর ও বিদ্বেষপূর্ণ হিসাবে বর্ণনা করা হয়েছে। কার্মারথেন দুই কন্যা সন্তান জন্ম দেয়ার পর মারা যান, যার মধ্যে একজন বেঁচে ছিলোঃ বায়রনের সৎ বোন অগাস্টা লেই।

বায়রনের দাদা ছিলেন ভাইস অ্যাডমিরাল জন ফাউলউইদার জ্যাক বায়রন এবং দাদি ছিলেন সোফিয়া ট্রিভেনিয়ন।

ভাইস অ্যাডমিরাল জন বায়রন জলযানে পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন, এবং তার ছোট ভাই ছিল পঞ্চম ব্যারন বায়রন, যে দুষ্ট লর্ড নামে পরিচিত।

তাকে খ্রিস্টধর্ম মতে সেন্ট ম্যারিলেবন প্যারিশ চার্চে তার নানা গাইটের জর্জ গর্ডনের নামানুসারে জর্জ গর্ডন বায়রন নাম দেয়া হয়। তার নানা স্কটল্যান্ডের জেমস I এর বংশধর যে ১৭৭৯ সালে আত্মহত্যা করেছিল।

বায়রনের বাবা স্কটল্যান্ডে তার দ্বিতীয় স্ত্রীর এস্টেট পাওয়ার উদ্দেশ্যে তার নামের শেষে গর্ডন যুক্ত করেন এবং তার নাম হয় জন বায়রন গর্ডন। সে মাঝে মধ্যে জৌলুস করে গাইটের জন বায়রন গর্ডন ব্যবহার করতো। জর্জ বায়রনও কিছু সময়ের জন্য এই বংশনাম ব্যবহার করে এবং সে এবার্ডিনে স্কুলে জর্জ বায়রন গর্ডন নামে নিবন্ধিত হয়েছিল। দশ বছর বয়সে সে ইংরেজ Barony of Byron of Rochdale এর উত্তরাধিকার পান এবং তিনি হন লর্ড বায়রন। এর ফলে তিনি তার দুইটি বংশনাম বাদ দেন (যদিও এইখানে তার বংশনাম peerage এ গৌণ ছিল)

১৮২২ সালে যখন বায়রনের শ্বাশুরি জুডিথ নোয়েল মারা যান তখন তার উইলে বায়রনের বংশনাম নোয়েল এ পরিবর্তনের প্রয়োজন হয় তার শ্বাশুরির অর্ধেক এস্টেটের উত্তরাধিকারী হওয়ার জন্য। তাকে মাঝেমধ্যে লর্ড নোয়েল বায়রন হিসাবে উল্লেখ করা হতো যেন নোয়েল তার টাইটেলের অংশ এবং একই ভাবে লর্ড বায়রনের স্ত্রীকেও মাঝে মধ্যে লেডি নোয়েল বায়রন নামে ডাকা হতো। লেডি বায়রন অবশেষে Barony of Wentworth এর উত্তরাধিকারিণী হন এবং তিনি হন লেডি ওয়েন্টওয়ার্থ

প্রারম্ভিক জীবন

জন বায়রন যে কারণে তার প্রথম স্ত্রীকে বিয়ে করেন ওই একই কারণে তার দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করেন অর্থাৎ তার অঢেল ধন-সম্পত্তির জন্য।

জন্ম ত্রুটি

শিক্ষা এবং প্রারম্ভিক প্রণয়

শারীরিক গঠন

বায়রনের ডানপায়ে জন্মগত সমস্যা ছিলো। তিনি খুড়িয়ে হাটতেন। কিন্তু তিনি শৈশব থেকে এ ব্যাপারে সচেতন ছিলেন তাই বিশেষভাবে নির্মিত জুতা পরিধান করতেন।[তথ্যসূত্র প্রয়োজন] বায়রনের উচ্চতা ছিলো ৫ ফুট ৮.৫ ইঞ্চি[তথ্যসূত্র প্রয়োজন] এবং তিনি ব্যক্তিত্বময় চেহারার অধিকারী ছিলেন।[মৌলিক গবেষণা?]

প্রারম্ভিক বিকাশ

রাজনৈতিক জীবন

মৃত্যু

তিনি ১৮২৪ সালের ১৯শে এপ্রিল ৩৬ বছর বয়সে গ্রীসে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র

রচনাবলি

  • আওয়ার্‌স অফ আইড্‌লনেস (Hours of Idleness), ১৮০৭
  • ইংলিশ বার্ডস অ্যান্ড স্কচ রিভিউয়ার্‌স (English Birds and Scotch Reviewers), ১৮০৯
  • চাইল্ড হ্যারল্ড্‌স পিলগ্রিমেজ (Childe Harold's Pilgrimage), ১৮১২ - ১৮

Tags:

জর্জ গর্ডন বায়রন নামজর্জ গর্ডন বায়রন প্রারম্ভিক জীবনজর্জ গর্ডন বায়রন শিক্ষা এবং প্রারম্ভিক প্রণয়জর্জ গর্ডন বায়রন শারীরিক গঠনজর্জ গর্ডন বায়রন প্রারম্ভিক বিকাশজর্জ গর্ডন বায়রন রাজনৈতিক জীবনজর্জ গর্ডন বায়রন মৃত্যুজর্জ গর্ডন বায়রন তথ্যসূত্রজর্জ গর্ডন বায়রন রচনাবলিজর্জ গর্ডন বায়রনউসমানীয় সাম্রাজ্যএপ্রিল ১৯জানুয়ারি ২২১৭৮৮

🔥 Trending searches on Wiki বাংলা:

ইসলামে বিবাহমার্কিন যুক্তরাষ্ট্রবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলজি২০কুরআনভারতের ইতিহাসকৃত্তিবাসী রামায়ণকুকি-চিন ন্যাশনাল ফ্রন্টভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহপানিপথের যুদ্ধরাশিয়াতানজিন তিশাপূরণবাচক সংখ্যা (ভাষাতত্ত্ব)ভারতীয় জনতা পার্টিহৃৎপিণ্ডরেওয়ামিলব্রিটিশ রাজের ইতিহাসসুন্দরবনবাংলাদেশের জেলা২০২৪ কোপা আমেরিকাসিন্ধু সভ্যতানেপালপুলিশরবীন্দ্রসঙ্গীততেভাগা আন্দোলনবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডতাসনিয়া ফারিণবটভারতের সংবিধানের অনুচ্ছেদ ৩৭০সমরেশ মজুমদারসূরা ফাতিহালালনমীর জাফর আলী খানইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিবাংলাদেশের সিটি কর্পোরেশনের তালিকামুহাম্মাদের সন্তানগণইসরায়েলটাঙ্গাইল জেলাভারতে নির্বাচনম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনতুলসীঅক্ষয় তৃতীয়াবাগদাদ অবরোধ (১২৫৮)অভিস্রবণদর্শনফুসফুসশ্রীকৃষ্ণকীর্তনউৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানরশিদ চৌধুরীআগরতলা ষড়যন্ত্র মামলাইন্দিরা গান্ধীনাটকসৌদি রিয়ালশাহবাজ আহমেদ (ক্রিকেটার)পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমপারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রসমূহের তালিকামৃণালিনী দেবীচিয়া বীজতুরস্কস্নায়ুযুদ্ধহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরচৈতন্য মহাপ্রভুজনি সিন্সআরব লিগঅনাভেদী যৌনক্রিয়াকারাগারের রোজনামচারুমানা মঞ্জুরমান্নাখুলনাবাংলাদেশবিজ্ঞানযিনাসিরাজগঞ্জ জেলাদৌলতদিয়া যৌনপল্লিআরসি কোলাকুরআনের সূরাসমূহের তালিকাফারাক্কা বাঁধগোত্র (হিন্দুধর্ম)🡆 More