জয়সাগর দিঘী

বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় বেশ কয়েকটি প্রাচীন ও ঐতিহাসিক স্থান রয়েছে। তার মধ্যে অন্যতম একটি প্রাচীন ও ঐতিহাসিক দীঘির নাম জয়সাগর। সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি ও গোতিথা দুই মৌজার মধ্যে জয়সাগর দীঘি অবস্থিত। ঐতিহাসিক ও প্রাচীন এই দীঘিটি বেশ বিশালাকার। প্রাচীনকালে দীঘিটির দৈর্ঘ্য ছিল আধা মাইল, প্রস্থ ছিল আধা মাইল এর কিছু কম , অর্থাৎ আয়তন প্রায় ৫৮ একর ছিল। এই দিঘীর স্বচ্ছ জলের সৌন্দর্য মুগ্ধ করে আগত পর্যটকদের। এই দিঘীটি নিয়ে অনেক লোককথা প্রচলিত আছে। সেন বংশীয় রাজা অচ্যুত সেন গৌড়াধিপতি ফিরোজ শাহর করদ রাজা ছিলেন। তার রাজধানী ছিল কমলাপুর। জানা যায়, ফিরোজ শাহের পুত্র বাহাদুর শাহ অচ্যুত সেন রাজার কন্যা অপরূপ সুন্দরী ভদ্রাবতীকে দেখে মুগ্ধ হন। তিনি তাকে বিয়ে করার প্রস্তাব দেন। কিন্তু রাজা অচ্যুত সেন সম্মত না হওয়ায় বাহাদুর শাহ কমলাপুর আক্রমণ করে ভদ্রাবতীকে অপহরণ করে নিমগাছিতে নিয়ে যান। রাজা অচ্যুত সেন তাঁর সৈন্যবাহিনীসহ বাহাদুর শাহকে আক্রমণ করেন। নিমগাছি প্রান্তরে ব্যাপক যুদ্ধ হয়। বাহাদুর শাহের মুষ্টিমেয় সৈন্য সেনরাজের বিরাট সৈন্যবাহিনীর কাছে যুদ্ধে (১৫৩২-৩৪ খ্রি.) পরাজয়বরণ করেন। রাজা অচ্যুত সেন যুদ্ধে জয়লাভ করে ভদ্রাবতীকে উদ্ধার করেন। এ বিজয় গৌরবের স্মৃতি হিসেবে এবং পরকালের কল্যাণের জন্য তিনি নিমগাছির কাছে ‘জয়সাগার’ নামে এক দিঘি খনন করান। যুদ্ধজয়ের কারণেই দিঘিটির নাম হয় জয়সাগর। ৪ পারে ২৮টি বাধা ঘাট দিয়ে জয়সাগর দীঘি তৈরি করা হলেও, বর্তমানে এ ঘাটের কোনো চিহ্ন নেই। বল্লাল সেনের বংশধর রাজা অচ্যুত সেনের দুর্গ ও সেনানিবাস ছিল এই দীঘির পারে, এখন তা বিলুপ্ত হয়েছে গেছে। জয়সাগর দীঘি ছাড়াও রাজা অচ্যুত সেন তার সেনাপতি প্রতাপের নামে, প্রতাপ দীঘি, ভৃত্য উদয়ের নামে উদয় দীঘি এবং কন্যা ভদ্রাবতির নামে ভদ্রা দীঘি খনন করেন।

অবস্থান

রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি ও গোতিথা দুই মৌজার মাঝে জয়সাগর দীঘিটি অবস্থিত। নিমগাছি বাজার থেকে দীঘির দুরত্ব পশ্চিম দিকে প্রায় আধা কিলোমিটার। আয়তন প্রায় ৫৮ একর। এ দিঘি সংলগ্ন আরও কয়েকটি দিঘী রয়েছে। প্রতিদিন এখানে প্রচুর দর্শনার্থী ঘুরে বেড়াতে আসেন।

ইতিহাস

জনশ্রুতি আছে রাজা তার কয়েকলক্ষ গরু ও প্রজাদের পানি কষ্ট নিবারণের জন্য জয়সাগর দীঘি খনন করেন। সে সময় এ অঞ্চল সেন বংশীয় রাজা অচ্যুত সেন শাসন করেন।

তথ্যসূত্র

Tags:

রাজা অচ্যুত সেনরায়গঞ্জ উপজেলাসিরাজগঞ্জ জেলাসেন রাজবংশ

🔥 Trending searches on Wiki বাংলা:

আমার সোনার বাংলাঅভিস্রবণবাংলাদেশের সিটি কর্পোরেশনের তালিকাময়ূরী (অভিনেত্রী)বাংলাদেশের অর্থনীতিবাংলাদেশ সিভিল সার্ভিসমুহাম্মাদহেপাটাইটিস বিম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবঅভিষেক বন্দ্যোপাধ্যায়পর্তুগিজ ভারতসিরাজগঞ্জ জেলাবাংলাদেশ পুলিশবাংলাদেশের স্বাধীনতা দিবসবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়শ্রাবন্তী চট্টোপাধ্যায়বাংলাদেশী জাতীয় পরিচয় পত্রপায়ুসঙ্গমবিশ্ব ব্যাংকনূর জাহানজার্মানিভারতীয় জাতীয় কংগ্রেসদুরুদইউক্রেনব্যঞ্জনবর্ণভারতীয় জনতা পার্টিস্বরধ্বনিরুমানা মঞ্জুরবাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস (উপাত্ত পাতা)বাঙালি সাহিত্যিকদের তালিকা (কালানুক্রমিক)মাহিয়া মাহিত্রিপুরাসিন্ধু সভ্যতাপথের পাঁচালীনীল বিদ্রোহসূরা ফালাকইসলামের ইতিহাসঅর্থ (টাকা)নোবেল পুরস্কারপ্রাপ্তদের তালিকাবিশেষণভারত বিভাজনমুস্তাফিজুর রহমানবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ভাষাওয়ালাইকুমুস-সালামমালয়েশিয়াওয়েবসাইটলোকনাথ ব্রহ্মচারীবাংলাদেশী অভিনেত্রীদের তালিকাকামরুল হাসানচুয়াডাঙ্গা জেলাথ্যালাসেমিয়াবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়রবীন্দ্রনাথ ঠাকুরইব্রাহিম (নবী)রাশিয়াফাতিমাজনসংখ্যা অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাখুলনাবাংলাদেশের জাতিগোষ্ঠীচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়মানিক বন্দ্যোপাধ্যায়মুসাকৃত্রিম বুদ্ধিমত্তাশেখ মুজিবুর রহমানবাংলাদেশের সংবিধানের সংশোধনীসমূহবাংলাদেশের প্রধান বিচারপতিক্রিয়েটিনিনগ্রীষ্মঅসহযোগ আন্দোলন (১৯৭১)ভারতের রাষ্ট্রপতিসাজেক উপত্যকাইহুদি ধর্মইসরায়েল–হামাস যুদ্ধকুরআন২০২২ ফিফা বিশ্বকাপআডলফ হিটলারবাংলাদেশ জামায়াতে ইসলামী🡆 More