চাঁদনরি: ‘নিম্ফ্যালিডি’ পরিবারের প্রজাপতি

'চাঁদনরি (বৈজ্ঞানিক নাম: Junonia atlites;Precis atlites (Linnaeus') যার মূল শরীরটা এবং ডানা ধূসর খয়েরি রঙের। এদের ডানার উভয় প্রান্ত বরাবর চাঁদমালা আঁকা, এই কারণেই এই প্রজাপতির চাঁদনরি নামকরণ এবং বড় বৃত্তগুলোর মাঝখানে কালো ও কমলা রঙ এর ছোঁয়া দেখা যায়। চাঁদমালার বাইরের দিকে খয়েরি পাড় লক্ষ্য করা যায়। সামনের ডানার সম্মুখ প্রান্ত থেকে কয়েকটি কাঁপা কাঁপা খয়েরি রেখা কিছুটা নিচে নেমে এসেছে। এরা ‘নিম্ফ্যালিডি’ পরিবারের সদস্য।

চাঁদনরি
(Grey Pansy)
চাঁদনরি: আকার, উপপ্রজাতি, বিস্তার
ডানা বন্ধ অবস্থায়
চাঁদনরি: আকার, উপপ্রজাতি, বিস্তার
ডানা খোলা অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণীজগৎ
পর্ব: সন্ধিপদী
শ্রেণী: পতঙ্গ
বর্গ: লেপিডোপ্টেরা
পরিবার: Nymphalidae
গণ: Junonia
প্রজাতি: J. atlites
দ্বিপদী নাম
Junonia atlites
(লিনিয়াস, ১৭৬৩)

আকার

চাঁদনরির প্রসারিত অবস্থায় ডানার আকার ৫৫-৬৫ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।

উপপ্রজাতি

ভারতে প্রাপ্ত চাঁদনরি এর উপপ্রজাতি হল-

  • Junonia atlites atlites Linnaeus, 1763– Oriental Grey Pansy

বিস্তার

সাধারণত এই জাতীয় প্রজাপতিটি সমগ্র ভারতের বিভিন্ন প্রান্তে প্রচুর পরিমাণে দেখা যায়। এছাড়া হিমালয়ের ৪৫০০ ফুট উচ্চতা অবধি এদের দেখা যায়। নেপাল, মায়ানমার থেকে মালয়েশিয়া সর্বত্র দেখা যায়। এরা একটু খোলামেলা ফাঁকা জায়গা পছন্দ করে। চাঁদনরিরা সাধারণত জলের কাছাকাছি, নালার ধার বরাবর ঝোপে বা ভেজা মাটিতে বেশি দেখতে পাওয়া যায়।

বর্ণনা

প্রজাপতির দেহাংশের পরিচয় বিশদ জানার জন্য প্রজাপতির দেহ এবং ডানার অংশের নির্দেশিকা দেখুন:-

ডানার উপরিতল ধূসর এবং কালচে বাদামী ও হালকা বাদামী দাগ ও রেখা দ্বারা চিত্রিত। সামনের ডানার সেল এর উপরপ্রান্ত হইতে নিম্নপ্রান্ত অবধি বিস্তৃত, কালো রেখা দ্বারা উভয় প্রান্তে সুস্পস্ট ভাবে সীমায়িত ২টি ছোট ধূসর বন্ধনী ও সেল এর বহিঃপ্রান্তে ঈষৎ অস্পষ্ট কালচে বাদামী চওড়া পটি বর্তমান। উভয় ডানা জুড়ে কোস্টাল শিরা থেকে উৎপন্ন ও প্রায় ডরসাম অবধি বিস্তৃত আঁকাবাঁকা কালচে বাদামী ডিসকাল রেখা বিদ্যমান যা পিছনের ডানায় ক্রমশ সরু ও অস্পষ্ট হয়েছে। অ্যাপেক্সের নিম্নভাগে কোস্টাল শিরার লাগোয়া একটি ছোট সাদা ছোপ এবং পোস্ট-ডিসকাল অংশে সম্পূর্ণ একসারি ছোট বড় সুস্পস্ট চক্ষুবিন্দু দেখা যায়। চক্ষুবিন্দুগুলি সাদা বলয়াবৃত ও কেন্দ্রভাগে কালো অথবা কালো ও কমলার মিশেল (অপেক্ষাকৃত বড় চক্ষুবিন্দুগুলি)। অ্যাপেক্স বহিঃবর্তী অথবা বাইরের দিকে বাড়ানো (produced) ও চৌকো। টার্মেন অবতল (falcate), টার্মিনাল ও সাব-টার্মিনাল দুটি কালচে বাদামী ঢেউ খেলানো রেখা প্রায় সমান্তরাল ভাবে অবস্থিত।

পিছনের ডানা সামনের ডানার অনুরূপ রেখা, দাগ, ছোপ, বন্ধনী ও চক্ষুবিন্দুযুক্ত। বেসাল অংশের বাইরের দিকে কালো রেখাবৃত দুটি ছোট ও অস্পষ্ট ধূসর সংযুক্ত ছোপ লক্ষ্য করা যায়। টার্মেন ঢেউ খেলানো ও টর্নাস সামান্য বহিঃবর্তী (produced)।

ডানার নিম্নতল ধূসর ও কিছু নমুনাতে হালকা বাদামী ও ধূসর বর্ণের মিশ্র চিত্রনযুক্ত। রেখা, দাগ, ছোপ, বন্ধনী ও চক্ষুবিন্দু উপরিপৃষ্ঠের অনুরূপ তবে খানিক অস্পষ্ট। স্ত্রী ও পুরুষ উভয় প্রকার অনুরূপ।

আচরণ

এরা সকালবেলায় ডানা মেলে অথবা আধবোজা অবস্থায় কোনো গাছের পাতার ওপর বসে বা মাটিতে বসে রোদ পোয়ায়। এদের ওড়ার ভঙ্গিটা উল্লেখযোগ্য, এরা ওড়ার সময় ডানায় ছোট ছোট ঝাঁকি দিতে থাকে,এরকম কয়েকটা ঝাঁকি দিতে দিতে কিছুক্ষণ ডানাগুলি টান করে মেলে ধরে এবং সাবলীল অকম্প ভাবে ভেসে চলে। তবে প্রয়োজনে দ্রুত উড়তে পারে। এদের ফুলের মধুর প্রতি আকর্ষণ দেখা যায়।

বৈশিষ্ট্য

ডিম

চাঁদনরির ডিম গাঢ় সবুজ বর্ণের এবং পিপের আকৃতির হয়। ডিমগুলিতে লম্বালম্বি ভাবে সাদা রঙ এর খাঁজ লক্ষ্য করা যায় ।

শূককীট

শূককীট গুলি লম্বাটে এবং মখমল-কালো রঙের হয়, সাদা রোঁয়ার জন্য ধুলোট দেখায়। এদের সারা গায়ে লম্বা লম্বা নরম কাঁটার মতো বৃন্তিকা থাকে। দেহটি পুরু সাদা রোঁয়ায় ঢাকা থাকে।

আহার্য উদ্ভিদ

এই শূককীট কুলেখাড়া Hygrophila auriculata,Acanthaceae গোত্রের কয়েকটা উদ্ভিদ,Strobilanthes callosus গাছের পাতার রসালো অংশ ও কচি পাতা আহার করে।

মূককীট

মূককীট এর রঙ ফ্যাকাসে খয়েরি হয়। এরা ঘন ঝোপের মাঝখানে পাতায় বা ডালে ঝুলে থাকে। সচরাচর মাটির কাছাকাছি মূককীট তৈরী হয়।

চিত্রশালা

তথ্যসূত্র

Tags:

চাঁদনরি আকারচাঁদনরি উপপ্রজাতিচাঁদনরি বিস্তারচাঁদনরি বর্ণনাচাঁদনরি আচরণচাঁদনরি বৈশিষ্ট্যচাঁদনরি চিত্রশালাচাঁদনরি তথ্যসূত্রচাঁদনরি বহিঃসংযোগচাঁদনরি

🔥 Trending searches on Wiki বাংলা:

ব্যাকটেরিয়াতাজমহলচিরস্থায়ী বন্দোবস্তবাংলাদেশের প্রশাসনিক অঞ্চলগণতন্ত্রবেল (ফল)আংকর বাটপুনরুত্থান পার্বণপশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থাবিজয় দিবস (বাংলাদেশ)কম্পিউটার কিবোর্ডবাংলাদেশের জাতিগোষ্ঠীমেঘনাদবধ কাব্যদ্বাদশ জাতীয় সংসদ সদস্যদের তালিকাখন্দকের যুদ্ধঅপারেশন জ্যাকপটনিরাপদ যৌনতাতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়যৌনসঙ্গমরামকৃষ্ণ পরমহংসগোলাপকোস্টা রিকা জাতীয় ফুটবল দলকবিতাসবচেয়ে বেশি গোলকারী ফুটবলারের তালিকাপায়ুসঙ্গমনেপোলিয়ন বোনাপার্টবীর্যস্টকহোমদৌলতদিয়া যৌনপল্লিইউনিলিভারস্বামী বিবেকানন্দঢাকা মেট্রোরেলের স্টেশনের তালিকাবাংলাদেশের ইতিহাসবাংলা ভাষায় সাহিত্য অকাদেমি পুরস্কার বিজয়ীদের তালিকানওগাঁ জেলাইসলামের ইতিহাসসুফিবাদপাকিস্তানশর্করাবাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৩২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপমঙ্গল গ্রহডেঙ্গু জ্বরব্রাহ্মী লিপি২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ববাংলাদেশের মন্ত্রিসভাপাবনা জেলাঅমর্ত্য সেনসোনারশিদ চৌধুরীআকিজ গ্রুপঈদুল ফিতরযাদবপুর লোকসভা কেন্দ্রশ্রাবন্তী চট্টোপাধ্যায়আয়তন অনুযায়ী ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের তালিকারাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামদেশ অনুযায়ী ইসলামইতিহাসআমাশয়ঈসাআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলমুহাম্মাদের স্ত্রীগণচিয়া বীজখ্রিস্টধর্মরোডেশিয়াপ্রধান পাতারবীন্দ্রসঙ্গীতবাংলাদেশের জেলাসমূহের তালিকাডায়াজিপামঢাকা বিশ্ববিদ্যালয়জীবনানন্দ দাশক্লিওপেট্রাবুধ গ্রহকাফিরশিল্প বিপ্লবভিটামিনবাংলাদেশের সংস্কৃতিউইকিপিডিয়াকুরআনের ইতিহাস🡆 More