গেটিসবার্গে‌র যুদ্ধ

পেনসিলভেনিয়ার একটি শহর গেটিসবার্গে ১৮৬৩ সালের ১-৩ জুলাই এই যুদ্ধটি সংগঠিত হয়।মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের আব্রাহাম লিংকনের পক্ষের ইউনিয়ন বাহিনী ও কনফেডারেট স্টে্টস এর মাঝে যুুুুদ্ধটি সংগঠিত হয়়,যা ঐ গৃহযুদ্ধের সবচেয়ে সংঘাতপূূর্ণ রূপ নেয়।কারণ

গেটিসবার্গে‌র যুদ্ধ
গেটিসবার্গ যুদ্ধের চিত্র

এই যুুুদ্ধে প্রায় ৪৬০০০ মানুুষ হতাহতের শিকার হয় যাদের অনেকেই মারা যায়।

১ম দিন

জর্জ মিড এর নেতৃত্বে ইউনিয়ন সেনারা(union army) উত্তর প্রান্তে এডওয়ার্ড লি এর নেতৃত্বাধীন কনফেডারেট সেনাদের প্রতিহত করে।কনফেডারেট সেনাদের এই আক্রমণে ইয়নিয়ন সেনারা পিছু হটতে বাধ্য হয় এবং তারা

আস্তে আস্তে দক্ষিণ প্রান্তের পাহাড়ের দিকে সারিবদ্ধভাবে অবস্থান নিতে শুরু করে।

২য় দিন

২য় দিনে যুদ্ধটা চলে সমানভাবে।শেষ বিকেলে, কনফেডারেট সেনারা ইউনিয়ন সেনাদের সারির বাম প্রান্তে আঘাত হানে।ফলস্বরুপ ডান প্রান্ত থেকে সেনারা কাল্প'স হিল(culp's hill) আর সেমেট্রি হিলে (cemetery hill)কনফেডারেটদের উপর আক্রমণ চালায়।উভয় দলই সমানভাবে লড়াই করে এবং দিনশেষে ইউনিয়ন সেনারা তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়।

৩য় দিন

৩য় দিনে কাল্পস হিলে এবং শহরের পূর্ব ও দক্ষিণ প্রান্তে যুদ্ধ চলতে থাকে।তবে ঐ দিনের সবচেয়ে বড় সংঘর্ষ হয় সেমেট্রি হিলে,যেখানে ১২৫০০ সেনা নিয়ে কনফেডারেটরা রক্ষণশীল ইউনিয়নদের উপর চড়াও হয়।কিন্তু দূর্ভাগ্যবশত কনফেডারেটরা পিছু হটতে বাধ্য হয় এবং ইউনিয়ন সেনারা যুদ্ধে জয়লাভ করে।

ফলাফল

যুুুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ২৩০৪৯ জন সৈন্য হতাহতের শিকার হয়,যার মধ্যে ৩১৫৫ জন মানুষ নিহত হয়।অপরদিকে কনফেডারেট সেনাদের প্রায় ২৩-২৮ হাজার লোক যুদ্ধ কর্তৃক আক্রান্ত হয়।এই যুদ্ধে প্রায় ৫৭২২৫ জন মানুষ ক্ষয়ক্ষতির শিকার হয়।

আর এই যুদ্ধে জয়লাভ করে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউনিয়ন সেনা।

তথ্যসূত্র

Tags:

গেটিসবার্গে‌র যুদ্ধ ১ম দিনগেটিসবার্গে‌র যুদ্ধ ২য় দিনগেটিসবার্গে‌র যুদ্ধ ৩য় দিনগেটিসবার্গে‌র যুদ্ধ ফলাফলগেটিসবার্গে‌র যুদ্ধ তথ্যসূত্রগেটিসবার্গে‌র যুদ্ধআব্রাহাম লিংকনকনফেডারেট স্টেটস অফ আমেরিকাপেনসিলভেনিয়া

🔥 Trending searches on Wiki বাংলা:

চাঁদডেঙ্গু জ্বরপৃথিবীমেসোপটেমিয়াসেশেলসবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ঘূর্ণিঝড়নোরা ফাতেহিপারাউইকিপ্রজাতিরামায়ণযুক্তফ্রন্টসংক্রামক রোগপাঠশালাশ্রীবিজয়া এয়ার ফ্লাইট ১৮২বুরহান ওয়ানিআবদুর রব সেরনিয়াবাতসাইপ্রাসমরক্কো জাতীয় ফুটবল দলআয়িশাঈসাঅণুজীবশয়তাননেলসন ম্যান্ডেলানালন্দাতাহাজ্জুদস্ক্যাবিসগোত্র (হিন্দুধর্ম)পাঞ্জাব, ভারতবাংলাদেশআবহাওয়াআল পাচিনোসোনালী ব্যাংক লিমিটেডরাহুল গান্ধীফুটবলমৌলিক সংখ্যাঅকাল বীর্যপাতছিয়াত্তরের মন্বন্তরনামাজের নিয়মাবলীজোয়ার-ভাটাহামআংকর বাটগাঁজাফরিদপুর জেলাস্বত্ববিলোপ নীতিবাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত জেনারেলদের তালিকাইউরোপীয় ইউনিয়নদক্ষিণ আফ্রিকামাহরামনামের ভিত্তিতে মৌলসমূহের তালিকাতিমিপাহাড়পুর বৌদ্ধ বিহারক্রিকেটঅধিবর্ষকম্পিউটার কিবোর্ডপানিমূলদ সংখ্যাসৌদি আরবের ইতিহাসগীতাঞ্জলিআব্বাসীয় খিলাফতসিলেটডিম্বাশয়জাতীয় সংসদের স্পিকারদের তালিকাগাণিতিক প্রতীকের তালিকাকাজী নজরুল ইসলামের রচনাবলিপ্রথম বিশ্বযুদ্ধকালো জাদুমুহাম্মদ ইকবালজাতীয় স্মৃতিসৌধসুব্রহ্মণ্যন চন্দ্রশেখরবাজিমাহদীও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদসাঁওতালমাটিযৌনসঙ্গমচট্টগ্রাম বিভাগকাঁঠাল🡆 More