গলবিল প্রদাহ

গলবিল প্রদাহ বলতে ব্যাকটেরিয়া বা ভাইরাসের দ্বারা রোগ-সংক্রমণের কারণে গলার পেছনের দিকে অর্থাৎ গলবিলে ব্যথা হওয়াকে বোঝায়। গলা ব্যথার পাশাপাশি আরও কিছু উপসর্গ আছে যেমন ঢোক গিলতে কষ্ট হওয়া, কাশি, মাথাব্যথা, কর্কশ কণ্ঠ, সর্দি পড়া, গলবিল লাল হয়ে যাওয়া, লসিকাগ্রন্থিগুলির ফুলে যাওয়া এবং জ্বর হওয়া। সাধারণত ৩ থেকে ৫ দিন এই উপসর্গগুলি অব্যাহত থাকে। গলবিল প্রদাহকে এক ধরনের ঊর্ধ্ব শ্বাসনালি সংক্রমণ হিসেবে শ্রেণীকরণ করা হয়েছে। জটিল অবস্থা ধারণ করলে গলবিল প্রদাহ থেকে অস্থিকোটর প্রদাহ বা সাইনাসের প্রদাহ (Sinusitis) এবং তীব্র মধ্যকর্ণ প্রদাহ (Acute otitis media) হতে পারে।

গলবিল প্রদাহ
প্রতিশব্দতীব্র গলা ব্যথা
গলবিল প্রদাহ
ভাইরাসজনিত গলবিল প্রদাহের কারণে সৃষ্ট দৃশ্যমান লালচে ভাব।
বিশেষত্বসংক্রামক ব্যাধি
লক্ষণগলা ব্যথা, জ্বর, নাকে সর্দি, কাশি, মাথাব্যথা, কর্কশ কণ্ঠ
জটিলতাঅস্থিকোটর প্রদাহ, তীব্র মধ্যকর্ণ প্রদাহ
স্থিতিকাল৩–৫ দিন
কারণসাধারণত ভাইরাসজনিত সংক্রমণ
রোগনির্ণয়ের পদ্ধতিউপসর্গ অনুসারে দ্রুত প্রতি-উদ্দীপক শনাক্তকরণ পরীক্ষা, গলার শ্লেষ্মার নমুনা
পার্থক্যমূলক রোগনির্ণয়আলজিহ্বা প্রদাহ, থাইরয়েড প্রদাহ, গলবিল-পশ্চাদ্দেশীয় ফোঁড়া
চিকিৎসাস্টেরয়েডহীন প্রদাহনাশক ঔষধ (NSAID), লাইডোকেন
সংঘটনের হার~৭.৫% মানুষ, বছরের যেকোন ৩-মাস পর্যায়ে

বেশিরভাগ ক্ষেত্রে গলবিল প্রদাহের জন্য ভাইরাস দায়ী। তবে ২৫% শিশু ও ১০% প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে স্ট্রেপ্টোকক্কাস জাতীয় ব্যাকটেরিয়ার জন্য সৃষ্ট যে গলবিল প্রদাহ হয় (ইংরেজিতে "স্ট্রেপ থ্রোট" নামে পরিচিত), সেটি বিপদজনক। কারণ এতে বাতজ্বর হওয়ার ঝুঁকি থাকে। তাই স্ট্রেপটোকক্কাসের জন্য গলবিল থেকে নেওয়া নমুনা পরীক্ষা করতে হয় ("স্ট্রেপ থ্রোট কালচার") এবং সময়মত ব্যাকটেরিয়ানাশক বা অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে চিকিৎসা করতে হয়। অন্যদিকে ভাইরাসজনিত গলবিল প্রদাহের জন্য ব্যাকটেরিয়ানাশক ওষুধ কোনও কাজে আসে না; এক্ষেত্র শুধুমাত্র উপসর্গ প্রশমনের জন্য ওষুধ দেওয়া হয়।

এছাড়া ছত্রাক, অতিসংবেদনশীলতা বা অ্যালার্জি, ধূমপান, অম্ল ঢেকুর, ইত্যাদি কারণেও ক্ষেত্রবিশেষে গলবিল প্রদাহ হতে পারে।

আলজিহ্বা প্রদাহ, থাইরয়েড প্রদাহ, গলবিল-পশ্চাদ্দেশীয় ফোঁড়া ইত্যাদি রোগের ক্ষেত্রেও একই ধরনের উপসর্গ দেখা যেতে পারে।

তথ্যসূত্র

Tags:

🔥 Trending searches on Wiki বাংলা:

জিমেইলচীনবিশেষ্যইসলামে আদমঅকাল বীর্যপাতরমজানউসমানীয় সাম্রাজ্যখুররম জাহ্‌ মুরাদঅন্নপূর্ণা (দেবী)সোভিয়েত ইউনিয়নবাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরঅনাভেদী যৌনক্রিয়াযোহরের নামাজকালীঢাকা বিশ্ববিদ্যালয়আলীভ্লাদিমির পুতিনচাঁদপুর জেলাজলাতংকযতিচিহ্নপায়ুসঙ্গমবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়হস্তমৈথুনের ইতিহাসফেরেশতাবীর শ্রেষ্ঠণত্ব বিধান ও ষত্ব বিধানব্রিটিশ রাজের ইতিহাসহনুমান (রামায়ণ)কার্বনষাট গম্বুজ মসজিদগ্রহপ্রবালঅর্থনীতিস্ক্যাবিসতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ফোরাতঅ্যামিনো অ্যাসিডডিম্বাশয়কোষ প্রাচীরআধারমহাবিস্ফোরণ তত্ত্বমুসলিমউর্ফি জাবেদহুমায়ূন আহমেদঊনসত্তরের গণঅভ্যুত্থানতাজমহলফুটিডেঙ্গু জ্বরআয়াতুল কুরসিইন্দিরা গান্ধীবগুড়া জেলাস্টার জলসা২০২৩ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপকৃষ্ণগহ্বরছবিগর্ভধারণগান বাংলানেইমারএইচআইভি/এইডসগানা ডট কমঅন্নপূর্ণা পূজানরসিংদী জেলাপথের পাঁচালীমাযহাবক্রোয়েশিয়াআবুল কাশেম ফজলুল হকবাংলাদেশের পদমর্যাদা ক্রমবিসমিল্লাহির রাহমানির রাহিমডেভিড অ্যালেনআসরের নামাজফ্রান্সঅশোক (সম্রাট)ইস্তিগফারসালমান শাহআর্যফাতিমাশরৎচন্দ্র চট্টোপাধ্যায়মিয়া খলিফাকার্বন ডাই অক্সাইড🡆 More