গণহত্যা

গণহত্যা (ইংরেজি: Mass murder; ম্যাস মার্ডার) দুইটি শব্দ গণ যার অর্থ (বহু মানুষ) এবং হত্যা এর সমন্বয়ে গঠিত। (কখনো কখনো গণবিধ্বংসীর সাথে তুলনা করা হয়) বলতে নির্দিষ্ট একটি ভৌগোলিক অংশে একযোগে বা অপেক্ষাকৃত অল্প সময়ে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ হত্যা করাকে বোঝায়।

গণহত্যা
১৯৭১ বাংলাদেশী বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পরে পড়ে থাকা বুদ্ধিজীবীদের লাশ

গণহত্যা জাতিগত, বর্ণগত, ধর্মীয় বা নৃতত্ত্বীয় গোষ্ঠী হিসাবে বিবেচিত মানুষজনকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার জন্য ইচ্ছাকৃত কার্য। 'গণ'-এর অর্থ গোষ্ঠী এবং 'হত্যা'র অর্থ সংহার। অর্থাৎ, গণহত্যা হলো কোনো গোষ্ঠীভুক্ত মানুষজনকে মেরে ফেলা। ইংরেজি প্রতিশব্দ জেনোসাইডের উৎসও একই। এটি গ্রিক জেনোস, অর্থাৎ মানুষ বা বর্ণ থেকে এবং সাইড অর্থাৎ মারা থেকে এসেছে। সেহেতু জেনোসাইডের বা গণহত্যার অর্থ "জাতীয়, নৃগোষ্ঠীয়, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণরূপে বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে করা কার্য"।

যুক্তরাষ্ট্রের এফবিআই এর মতে, গণহত্যা হল সেই হত্যাকাণ্ড যখন কোন একটা ঘটনায় চার বা তার অধিক সংখ্যক মানুষ মারা যায় এবং হত্যাকাণ্ডের মাঝে কোন বিরতি থাকে না। গণহত্যা সাধারণত একটি নির্দিষ্ট স্থানে ঘটে, যেখানে এক বা একাধিক মানুষ অন্যদের মেরে ফেলে। অনেক গণহত্যার শেষে হত্যাকারী আত্মহত্যা করে অথবা পুলিশের হাতে নিহত হয়।

বর্তমান পর্যন্ত বেশ কিছু গণহত্যার ঘটনা দেখা গিয়েছে। ইহুদীদের হত্যার সময়ে জেনোসাইড শব্দ প্রথম ব্যবহৃত হয়েছিল। পরবর্তীকালে, গ্রীক গণহত্যা, আর্মেনীয় গণহত্যা, এশিরিয়ান গণহত্যা, ইউক্রেনীয় গণহত্যা, বাংলাদেশ গণহত্যা, কম্বোডীয় গণহত্যা, গুয়াতেমালান গণহত্যা, কুর্দীয় গণহত্যা, বসনীয় গণহত্যা, রোবণ্ডন গণহত্যা ইত্যাদি বিভিন্ন ঘটনা খবরে এসেছে।

ইতিহাসে গণহত্যা

গণহত্যা 
সোভিয়েত নগ্ন যুদ্ধবন্দি গণহত্যা—। "৩.৩ মিলিয়নের হত্যা হওয়া সোভিয়েত যুদ্ধবন্দি এখনো পর্যন্ত কম জ্ঞাত আধুনিক গণহত্যাসমূহের অন্যতম; এযাবৎ এর ওপরে কোনো পূর্ণ দৈর্ঘ্যের গ্রন্থ নেই।"Adam Jones

গণহত্যার ধারণা অতীতের বহু ঘটনায় প্রযোজ্য গণ্য করা হয়েছে। সিপিপিসিজির মতে, "ইতিহাসের প্রতিটি কালে গণহত্যা মানবতার জন্য বৃহৎ ক্ষতি সাধন করেছে।"

অনেক দেশে গণহত্যাকে স্বীকৃতি প্রদান করা বা না করা অবৈধ। যেমন, কখনো ইউরোপীয় দেশে ইহুদীদের গণহত্যা এবং আর্মেনীয় গণহত্যাকে মিথ্যা আখ্যা দেওয়া নিষেধ। অন্যদিকে, তুরস্কে আর্মেনীয়দের, গ্রীকদের, এশিরীয়দের এবং মেরোনাইটদের গোষ্ঠীগত হত্যাকে গণহত্যা বলা আর্টিকেল ৩০১ অনুযায়ী দণ্ডনীয়।

উইলিয়াম রুবিনস্টাইনের মতে, প্রথম বিশ্ব যুদ্ধের পরে শাসনের অভিজাত ধরন লোপ পাওয়ার পরই বিংশ শতকের গণহত্যাসমূহের আত্মপ্রকাশ ঘটে।

আরও দেখুন

তথ্যসূত্র

Tags:

গণবিধ্বংসী অস্ত্রহত্যা

🔥 Trending searches on Wiki বাংলা:

বৌদ্ধধর্মের ইতিহাসস্বরধ্বনিবাংলাদেশ জামায়াতে ইসলামীসোভিয়েত ইউনিয়নবৃষ্টিডাচ্-বাংলা ব্যাংক পিএলসিবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডসোমালিয়াসিকিমব্যাকটেরিয়াবাংলা বাগধারার তালিকাটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগর্ভধারণবাংলাদেশের প্রধানমন্ত্রীবাংলাদেশ রেলওয়েআইসোটোপবারাসাত লোকসভা কেন্দ্রপিরামিডসতীদাহশ্রীকৃষ্ণকীর্তনসালাতুত তাসবীহবেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশলোকসভাঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনব্রাহ্মসমাজচতুর্থ শিল্প বিপ্লব২৮ মার্চক্রিস্তিয়ানো রোনালদোমাযহাবসাঁওতালবাংলাদেশ আওয়ামী লীগইসরায়েলশিশ্ন বর্ধনজিয়াউর রহমানসূরা কাহফসূরা নাসররবীন্দ্রনাথ ঠাকুরবাংলাদেশের কোম্পানির তালিকাবাংলাদেশের অর্থনীতিসূরা ইয়াসীনথ্যালাসেমিয়ামানুষময়মনসিংহহোলিকা দহনমাদার টেরিজাফিলিস্তিনদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনওয়ালাইকুমুস-সালামসবচেয়ে বেশি গোলকারী ফুটবলারের তালিকাতক্ষকব্রিক্‌সমেঘনাদবধ কাব্যকলমপথের পাঁচালীজাতীয় স্মৃতিসৌধভালোবাসাবাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের তালিকাগুগল ম্যাপসরাদারফোর্ড পরমাণু মডেলনিউটনের গতিসূত্রসমূহচর্যাপদজিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকওয়াজ মাহফিলসলিমুল্লাহ খানদোয়ানিষ্ক্রিয় গ্যাস২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবীর উত্তমবাংলা প্রবাদ-প্রবচনের তালিকামঙ্গল গ্রহপদ্মা সেতুমাহরামবসন্ত উৎসবওয়েবসাইটশাহবাজ আহমেদ (ক্রিকেটার)হরমোনপুনরুত্থান পার্বণবিজ্ঞান🡆 More